MM Rahad

MM Rahad Traveling isn’t always comfortable, but we are obsessed with it.

টাকা টা চলে না কেন..?
05/08/2025

টাকা টা চলে না কেন..?

দিন বদলাইছে, এইবার আমরাউ বদলাই।
19/07/2025

দিন বদলাইছে, এইবার আমরাউ বদলাই।

মেট্রোরেলের এগুলা প্রথমবার দেখে ভেবেছিলাম মেয়বি মাত্র মাস দুয়েক টিকবে। এরপর একটা একটা করে সব ছিড়ে যাবে। বাট জিনিসগুলাতে ...
14/07/2025

মেট্রোরেলের এগুলা প্রথমবার দেখে ভেবেছিলাম মেয়বি মাত্র মাস দুয়েক টিকবে। এরপর একটা একটা করে সব ছিড়ে যাবে।

বাট জিনিসগুলাতে এত এত চাপ পরার পরেও আজও সব টিকে আছে। ঠিকঠাক সার্ভিস দিচ্ছে।

এ কারনেই পৃথিবীব্যাপী জাপানি প্রডাক্টের এত কদর ,এত নাম ডাক।

Halay kamda kortase ki..!
11/07/2025

Halay kamda kortase ki..!

04/07/2025

AI তো সবাইকে ধংশ করে দিচ্ছে।

26/06/2025

১২০ কেজি স্বর্ণ দিয়ে কাবার নতুন গিলাফ
ইসলাম ডেস্ক

১২০ কেজি স্বর্ণ দিয়ে কাবার নতুন গিলাফ
প্রস্তুত পবিত্র কাবা শরিফের নতুন গিলাফ। মক্কা শরিফের উম্মুল জুদ এলাকায় অবস্থিত কাবার গিলাফ তৈরির জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত ফ্যাক্টরিতে এই গিলাফ তৈরির কাজ শেষ হয়েছে।

এখন শুধু অপেক্ষা নতুন গিলাফটি লাগানোর। পবিত্র কাবাঘরের গিলাফকে কিসওয়া বলা হয়।

খবর আরব নিউজের।

ফ্যাক্টরির ম্যানেজার মুহাম্মদ বিন আবদুল্লাহ বলেন, নতুন গিলাফটি তৈরি করতে ১২০ কেজি স্বর্ণ, ৭শত কেজি রেশম সূতা ও ২৫ কেজি রুপা লেগেছে।
নতুন গিলাফটির দৈর্ঘ্য ১৪ মিটার এবং প্রস্থ ৪৪মিটার। গিলাফটির সেলাই কাজে অংশ নিয়েছে দেড় শতাধিক অভিজ্ঞ দর্জি।
এবার গিলাফ তৈরির জন্য বিশেষ মেশিন আমদানি করা হয়। আগামী ৯ জিলহজ আরাফার দিন পবিত্র কাবা শরিফে এই নতুন গিলাফটি লাগানো হবে।

প্রতি বছর হজের আগের দিন (৯ জিলহজ) কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হয়। তখন পুরাতন গিলাফটি খুলে রাখা হয় এবং তা কেটে টুকরো টুকরো করে বিভিন্ন মুসলিম রাষ্ট্র ও সংস্থাকে উপহার হিসেবে প্রদান করা হয়।

উল্লেখ্য, গত বছর পবিত্র কাবা শরিফের গিলাফ তৈরিতে প্রায় ১৭ মিলিয়ন সৌদি রিয়াল খরচ হয়েছিল। তবে এখন পর্যন্ত এবারকার খরচের পরিমাণ জানা যায়নি।

কাবার গিলাফটি নির্মিত হলে, তাতে বিশেষ প্রক্রিয়ায় বৈদ্যুতিক তাপ দেওয়া হয়। যাতে রোদের তাপে গিলাফের উজ্জ্বলতা নষ্ট না হয়। আর স্বর্ণ-রোপা ব্যবহার করা হয় কালো সিল্কের কাপড়ের ওপর কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের ক্যালিগ্রাফি অঙ্কনের ক্ষেত্রে।

কাবা শরিফের ইমাম আবদুর রহমান আস সুদাইস এবং দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি প্রধান মোহাম্মদ বিন নাসের আল-খোজামি কাবার গিলাফের নির্মাণ প্রক্রিয়ার তদারক করে থাকেন

কলকাতায় ঘুরতে গেলে কাজে লাগবে, গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন ►  #কলকাতা মেট্রো রেলের A to Z...
13/06/2025

কলকাতায় ঘুরতে গেলে কাজে লাগবে, গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন

► #কলকাতা মেট্রো রেলের A to Z ◄

কলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইড লাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পিছনে অনেক টাকা খরছ করছেন । যারা ওই অতিরিক্ত খরছ কমিয়ে সুন্দর ভাবে ঘুরতে চাচ্ছেন তাদের ভরসার অন্য নাম হতে পারে কলকাতা মেট্রো রেল । এ সম্পর্কে আপনাদের কিছু বিষয় জানাচ্ছি । মেট্রো রেল গুলো প্রতি ৪ মিনিট পর পর সকাল থেকে রাত ১০.২০ মিনিট পর্যন্ত পাওয়া যায় । আপনি যদি টাকা কে পাইলটের মত উড়াতে ভালোবাসেন তবে আমার এই পোস্ট টি আপনাদের জন্য নয় 🙂
অনেকেই বনগাঁ থেকে সরাসরি শিয়ালদাহ স্টেশনে চলে আসেন । এর পর ক্যাবে ১০০ - ১৫০ রুপি দিয়ে পার্ক স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রীটে । আপনারা সরাসরি বনগাঁ থেকে দমদম জং এ এসে নামবেন ( দম দম জং এবং দম দম ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে প্যাঁচ লাগাবেন না ) । এখান থেকে মাত্র ১০ রুপি দিয়ে মেট্রো রেলে করে পার্ক স্ট্রীট চলে আসতে পারবেন ।

কলকাতা মেট্রো রেলের রুট
=====================
দম দম > বেল গাছি > শ্যাম বাজার > শোভা বাজার > গিরিশ পার্ক > M.G রোড > সেন্ট্রাল > চাঁদনী চক > স্প্লানেড > পার্ক স্ট্রীট > মায়দান > রবিন্দ্র সনদ > নেতাজী ভবন > জতিন দাস পার্ক > কালীঘাট > রবিন্দ্র সরোবর > টলিগঞ্জ > নেতাজি >মাস্টার দা সুর্যসেন > গীতাঞ্জলী > কবি নজরুল > শহীদ ক্ষুদিরাম > কবি সুভাস

ভাড়া ৫, ১০ , ১৫ , ২০ । আপনি যদি দমদম থেকে পার্ক স্ট্রীট আসেন তবে ভাড়া ১০ রুপি আবার পার্ক স্ট্রীট থেকে চাঁদনী চক যান তবে ভাড়া ৫ রুপির মত । চিন্তা করার কোন কারন নেই এই দ্রুত গামী মেট্রো রেলের প্রতিটি স্টেশনে সে স্টেশন থেকে যে স্টেশনে যাবেন সেখানকার ভাড়া লিখা আছে । আপনি টিকিট কেটে উপরের সাইনবোর্ড দেখে বাম বা ডান দিকের প্লাটফর্মের ট্রেনের জন্য অপেক্ষা করবেন ।
এবার আসুন আলোচনা করি কোন মেট্রো রেলওয়ে স্টেশনের পাশে কি কি আছে ।
=====================================================
╚►ভিক্টরিয়াল মেমোরিয়ালঃ ময়দান মেট্রো স্টেশন
╚►গড়ের মাঠঃ ময়দান মেট্রো স্টেশন
╚►হাওড়া ব্রিজঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►ইন্ডিয়ান মিউজিয়ামঃ পার্ক স্ট্রীট অথবা ময়দান মেট্রো স্টেশন
╚►জোড়া সাঁকোর ঠাকুর বাড়িঃ গিরিশ পার্ক মেট্রো স্টেশন
╚►রাম মন্দিরঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►মার্বেল প্লেসঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►ময়দানঃ ময়দান মেট্রো স্টেশন
╚►কালীঘাট কালী মন্দিরঃ কালীঘাট মেট্রো স্টেশন
╚►ইডেন গার্ডেনঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►কার্জন পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►নেতাজী সুভাস স্টেডিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►মিনেলিয়াম পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►দ্বিতীয় হুগলী ব্রিজঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►কলকাতা হাইকোর্টঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►বাবুঘাট কলকাতাঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►প্রিন্সেপ ঘাটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►ফোর্ট উইলিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►শহীদ মিনারঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►সেন্ট পল চার্চঃ রবীন্দ্র সদন মেট্রো স্টেশন
╚►চাঁদনী চকঃ চাঁদনী চক মেট্রো
╚►নিউমার্কেটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►বড় বাজারঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►রবীন্দ্র সরোবরঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন
╚►লায়ন সাফারি পার্কঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন

আমরা অনেকেই নিউমার্কেট এরিয়ায় অনেক সময় হোটেল সংকটের কারনে বেশি দামে হোটেল ভাড়া দিয়ে থাকি । আপনারা ইচ্ছে করলেই দমদম বা শোভা বাজার এদিকের হোটেলে থাকতে পারেন । সেক্ষেত্রে মাত্র ১০ বা ৫ রুপি দিয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চলে আসুন । এখান থেকে মিনিট ২ হাটলেই নিউমার্কেট এরিয়া ।

নোটঃ মেট্রো রেলওয়ে স্টেশন গুলো থেকে ভ্রমনের স্থান গুলো খুব বেশি হলে ১ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত, যারা ট্রাভেলার তাদের জন্য এটা কিছুই না 🙂 মেট্রো রেলের স্টেশন গুলোতে ছবি তুলা নিষিদ্ধ এবং এই ট্রেন গুলো তে আপনি বড় বড় বস্তা ক্যারি করতে পারবেন না । সাধারন ব্যাগ , হ্যান্ড ব্যাগ , অফিস ব্যাগ , শপিং ব্যাগ ইত্যাদি বহন করতে পারবেন । ভালো থাকবেন ..... Happy Travelling
#কপি

After rain 🌧️ effect
31/05/2025

After rain 🌧️ effect

আলহামদুলিল্লাহ, অবশেষে গত ১৫ই মার্চ, ২০২৫ (১৪ রমজান) তারিখে আমাদের মার্কেটিং এলামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিলের আয়োজন কর...
18/03/2025

আলহামদুলিল্লাহ, অবশেষে গত ১৫ই মার্চ, ২০২৫ (১৪ রমজান) তারিখে আমাদের মার্কেটিং এলামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের সমাগম এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দেয়। সবার সতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ইফতার মাহফিলকে সৌন্দর্যমন্ডিত করে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MM Rahad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category