Hazy Desire

Hazy Desire Nothing special in me to describe myself. But Alhamdulillah for everything I have.

রাজীব সাহেব বয়স ষাট ছুঁই ছুঁই। অবসরপ্রাপ্ত কলেজ অধ্যাপক। সারাজীবন বই, ছাত্রছাত্রী আর নিঃসঙ্গতার মাঝেই কেটে গেছে। স্ত্রী ...
30/10/2025

রাজীব সাহেব বয়স ষাট ছুঁই ছুঁই। অবসরপ্রাপ্ত কলেজ অধ্যাপক। সারাজীবন বই, ছাত্রছাত্রী আর নিঃসঙ্গতার মাঝেই কেটে গেছে। স্ত্রী মারা গেছেন বহু বছর আগে, একমাত্র ছেলে বিদেশে চাকরি করে—মাসে একবার ফোন করে।

বাড়ির পাশেই নতুন ভাড়াটিয়া এসেছে—এক তরুণী, নাম নীলা। বয়স তেইশ-চব্বিশের বেশি নয়। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, পাশাপাশি অনলাইন কাজ করে সংসার চালায়।

প্রথমদিকে শুধু “সালাম” “কেমন আছেন চাচা” এই পর্যন্তই সীমাবদ্ধ ছিল। কিন্তু ধীরে ধীরে দেখা গেল, দু’জনের মধ্যে অদ্ভুত এক বন্ধুত্ব গড়ে উঠছে। নীলা প্রায়ই রাজীব সাহেবের বারান্দায় এসে বসে—চা খায়, বই নিয়ে গল্প করে, পুরোনো দিনের কথা শোনে।

একদিন বৃষ্টি পড়ছে, নীলা ছাতা আনেনি। রাজীব সাহেবের ছাতার নিচে দু’জন পাশাপাশি হাঁটলেন।
সেই মুহূর্তে যেন সময় থমকে গেল। রাজীব সাহেবের মনে হলো—জীবন আবার নতুন করে জেগে উঠেছে।

ধীরে ধীরে সম্পর্কটা গভীর হলো। সমাজে কানাঘুষা শুরু হলো, কিন্তু তারা কেউ তাতে পাত্তা দিল না।
নীলা একদিন বলল—

“আপনি জানেন, বয়স নয়, মানুষটাকেই ভালোবেসেছি। আপনি আমাকে যে সম্মান আর শান্তি দেন, সেটা কোনো তরুণ দিতে পারে না।”

রাজীব সাহেব চুপ করে থাকলেন, চোখ ভিজে উঠল।

শেষ পর্যন্ত দু’জনেই সিদ্ধান্ত নিলেন—বিয়ে করবেন।
অনেক প্রতিবন্ধকতা এল—পরিবার, সমাজ, হাসাহাসি—কিন্তু তারা থামেনি।
একটি ছোট কাবিন, কয়েকজন কাছের মানুষ, আর বাগানের ফুলের গন্ধে তাদের বিয়ে হলো।

বিয়ের পর রাজীব সাহেবের বাড়ি যেন আবার তরতাজা হয়ে উঠল।
নীলা সকালে গাছপালা জল দেয়, রাজীব সাহেব খবরের কাগজ পড়ে শুনান।
একদিন নীলা বলল—

“জীবন মানে বয়স নয়, অনুভূতি। আর ভালোবাসা মানে, দু’জনের একসাথে বেঁচে থাকার সাহস।”

রাজীব সাহেব হেসে বললেন—

“তুমি এলে বলেই আমার শেষ বসন্তটা ফিরে এল, নীলা।”

কপিরাইটঃ Osman's Creation

ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন চলুন একসাথে জেনে নিই...১. কেউ কেউ পেটের উপর ভর ...
24/10/2025

ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন চলুন একসাথে জেনে নিই...

১. কেউ কেউ পেটের উপর ভর করে ঘুমান।
২. কেউ কেউ পিঠের উপর শুয়ে ঘুমান।
৩. কেউ কেউ বাম কাত হয়ে ঘুমান।
৪. কেউ কেউ ডান কাত হয়ে ঘুমান।

১. পেটের উপর ঘুমানো:
এই অবস্থায় ঘুমালে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কারণ দেহের ওজন এবং হাড়ের কাঠামো ফুসফুসের উপর চাপ ফেলে।তাই, পেটের উপর ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়।

৩. বাম কাত হয়ে ঘুমানো:
সাধারণভাবে খাবার হজম হতে ২ থেকে ৪ ঘণ্টা সময় লাগে।কিন্তু বাম কাত হয়ে ঘুমালে হজম হতে লাগে ৫ থেকে ৮ ঘণ্টা, কারণ ডান ফুসফুস বড় হওয়ায় তা হৃদয় এবং যকৃৎকে চাপ দেয়। ফলে যকৃৎ, যা শরীরের সবচেয়ে বড় অঙ্গ, সঠিকভাবে কাজ করতে পারে না এবং অস্বস্তি তৈরি হয়।অতএব, বাম কাত হয়ে ঘুমানোও স্বাস্থ্যসম্মত নয়।

৪. ডান কাত হয়ে ঘুমানো:
ডান কাত হলে, বাম ফুসফুস যেহেতু ছোট ও হালকা, তাই চাপ কম পড়ে।আর যকৃৎ শরীরের নিচে স্থির হয়ে থাকে, ফলে হজম দ্রুত হয়। তাই, এটাই ঘুমানোর সবচেয়ে উত্তম উপায়—স্বস্তিদায়ক এবং উপকারী।

হাদীস দ্বারা প্রমাণ:

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“যখন তুমি শোবার যাও, তখন নামাযের ওযু করো, তারপর ডান কাত হয়ে শুয়ে পড়ো এবং বলো:

اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ...”

সহীহ বুখারী ও মুসলিম (মত:আলাইহি)

প্রাচীন বাণী:
পিঠের উপর ঘুমানো: রাজাদের ঘুম
পেটের উপর ঘুমানো: শয়তানের ঘুম

বাম কাত হয়ে ঘুমানো: ধনীদের ঘুম (অতিরিক্ত খাওয়ার কারণে)
ডান কাত হয়ে ঘুমানো: পরহেযগার ও আলেমদের ঘুম
আর এটি-ই ছিল রাসূলুল্লাহ ﷺ -এর ঘুমানোর ভঙ্গি।

 #মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে ডেকে বললেন, 'এই নাও! এই ঘড়িটা আজ আমি তোমাকে দিলাম। আমাকে দিয়েছিলো তোমার দাদ...
20/10/2025

#মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে ডেকে বললেন, 'এই নাও! এই ঘড়িটা আজ আমি তোমাকে দিলাম। আমাকে দিয়েছিলো তোমার দাদা। ঘড়িটা দুইশত বছর আগের। তবে, ঘড়িটা নেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে'।

ছেলেটা বললো, 'কি কাজ ?'

- 'এই ঘড়িটা নিয়ে রাস্তার পাশের ঘড়ির দোকানে যাবে। তাদের বলবে যে এই ঘড়ি তুমি বিক্রি করতে চাও'।

ছেলেটা তা-ই করলো। ঘড়িটা রাস্তার পাশের একটা ঘড়ির দোকানে বিক্রি করতে নিয়ে গেলো। সে ফিরে এলে তার বাবা বললো, 'ঘড়ির দোকানদার কত টাকা দিতে চাইলো ঘড়িটার বিনিময়ে ?'

ছেলেটা বললো, ঘড়িটা নাকি অনেক পুরাতন, তাই তারা নিবে না '।

বাবা বললেন, 'এবার পাশের কফি শপে যাও। তাদেরকে বলো যে তুমি এই ঘড়ি বিক্রি করতে চাও'।

ছেলেটা তা-ই করলো। ঘড়িটা নিয়ে পাশের এক কফি শপে গেলো৷ ফিরে এলে তার বাবা জানতে চাইলো, 'কি বললো ওরা?'

- 'ওরা তো এটা নিতেই চাইলো না। বললো, এতো পুরোনো, নোংরা ঘড়ি দিয়ে আমাদের কি হবে?'

বাবা হাসলেন। বললেন, 'এবার তুমি এই ঘড়ি নিয়ে জাদুঘরে যাও। তাদের বলো যে এই ঘড়িটা আজ থেকে দুই'শত বছর আগের'।

ছেলেটা এবারও তা-ই করলো। সে ঘড়িটা নিয়ে জাদুঘরে গেলো। ফিরে এলে তার বাবা বললো, 'কি বললো ওরা?'

- 'ওরা তো ঘড়িটা দেখে চমকে উঠেছে প্রায়! তারা এই ঘড়ির দাম বাবদ ৫ হাজার টাকা দিতে চাইলো আমাকে'।

ছেলের কথা শুনে বাবা হাসলেন। বললেন, 'আমার সন্তান! আমি তোমাকে এটাই শিখাতে চাচ্ছিলাম যে, যারা তোমার মূল্য বুঝবে তারা ঠিকই তোমাকে জীবনে মূল্যায়ন করবে। আর যারা তোমার মূল্য বুঝবেনা, তারা কোনোদিনও তোমাকে মূল্যায়ন করবেনা। তাই, যারা তোমাকে মূল্যায়ন করবেনা তাদের দেখে হতাশ হয়ে পড়ো না। তারা তোমার মূল্য বুঝতে অক্ষম। তুমি তাদের কাছেই যাবে যারা তোমার সত্যিকার মূল্য বুঝবে...'।

-সংগৃহীত পোস্ট।

যে কবরের মাঝে রয়েছে সোনা দানা হিরা জহরতবগুড়ার নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে রয়েছে একটা সুরক্ষিত কবর। এই কবরে শুয়ে আছে বগু...
16/10/2025

যে কবরের মাঝে রয়েছে সোনা দানা হিরা জহরত

বগুড়ার নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে রয়েছে একটা সুরক্ষিত কবর। এই কবরে শুয়ে আছে বগুড়ার একজন ভাগ্যবতী নারী রুপজান বিবি। কথিত আছে বগুড়া রেলওয়ে স্টেশনের ব্রিটিশ স্টেশন মাস্টার কর্মসূত্রে বগুড়া থাকার সময় রুপজান বিবির রুপে মুগ্ধ হোন। তিনি প্রায়ই রুপজান বিবির বাড়ির সামনে ঘোরাঘুরি করতেন। সেই ঘোরাঘুরি একসময় রুপান্তরিত হয় প্রণয়ে। মুসলিম মহিলা বিয়ে করেন খ্রিস্টান স্টেশন মাস্টারকে। রুপজান বিবির সম্ভ্রান্ত মুসলিম পরিবার মেনে নিতে পারেন নি এই প্রশয়। তারপরেও রুপজান বিবি আর টেনর সাহেবের সংসার ভালই চলছিল। সন্তান সম্ভবা হয়ে পরেন রুপজান বিবি। ডেলিভারি সংক্রান্ত জটিলতা দেখা দেওয়ায় রুপজান বিবিকে নেয়া হয় কলকাতার বড় হাসপাতালে। সেখানে রুপজান বিবির যন্ত্রনাদায়ক মৃত্যু হয়। রুপজান বিবির মরদেহ নিয়ে আসা হয় বগুড়ায়। রক্ষণশীল মুসলিম পরিবার গ্রহণ করেননি রুপজান বিবির মরদেহ। রুপজান বিবির মৃত্যুতে গভীর দুঃখ পান ইংরেজ স্টেশন মাস্টার। যে রুপজান বিবির মরদেহ গ্রহণ করেন নি পরিবার তার কবরে ইংরেজ স্টেশন মাস্টার দিয়ে দেন জীবনের সব সঞ্চয়ের টাকা পয়সা, সোনা দানা হিরা। সব সহ রুপজান বিবির কবরকে নিরাপত্তার জন্য গভীর থেকে ইট সুরকি দিয়ে ঢালাই করে দেন। রুপজান বিবির মরদেহ অবহেলা করেছিল পরিবার, সেই কবরকে এমনভাবে দেয়া হয় যেন মানুষ যুগ যুগ ধরে যেন রুপজান বিবি কে মনে রাখে। কত কবরই হারিয়ে গেছে কিন্তু ১৯১৫ সালে মৃত্যুবরণ করা রুপজান বিবির কবর দেখতে এখনো দুর দুরান্ত খেকে লোকজন আসে বগুড়ায়। চর্চা করে রুপজান বিবি আর ইংরেজ স্টেশন মাস্টারের ভালোবাসার। তারপর শোকে মুজ্জমান ইংরেজ স্টেশন মাস্টার বগুড়া ছাড়েন। তাকে আর কেউ কোনদিন বগুড়ায় দেখেনি। যাবার আগে রুপজান বিবির কবরে ইংরেজিতে লিখে যান কয়েকটি পঙতি যার অনুবাদ হলো।

"এখানে শুয়ে আছে রুপজান বিবি। যিনি ১৯১৫ সালের ১০ মার্চ কলকাতার একটি হাসপাতালে ২৮ বছর বয়সে যন্তনাদায়ক রোগে মৃত্যুবরণ করেন"

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বা...
15/10/2025

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বাজার দর আনুমানিক (২০-৩০) হাজার টাকা। যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর (১৫-২০) হাজার টাকা।

অথচ বাঘের কোন ইনকাম নাই, কোনো চিন্তাও নাই।

কিন্তু আপনি ভাত খান ২৫০-৩৫০ গ্রাম!

তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন। আরো কত কী...

আপনার একাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার সন্তানেরা কথা শুনে না, আপনার অনেক দুশ্চিন্তা।

বাঘ কি চিন্তা করে আজকে কি খাবো!

আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো….?

আল্লাহ সবার রিযিকের ব্যবস্থা করে রেখেছেন, অথচ তারপরও মানুষ টেনশন করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, অপকর্ম করে!

আপনার কি মনে হয়,,,? কথায় কি ভুল আছে???

আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুক।

আমিন।

15/10/2025
যখন তুমি একজন শক্তিশালী নারীকে ভালোবাসো 💞তাকে ভালোবাসা সহজ নয়—কারণ সে কঠিন পথ ধরে শিখেছে বিশ্বাস করার মূল্য কত। তার হৃদ...
12/10/2025

যখন তুমি একজন শক্তিশালী নারীকে ভালোবাসো 💞
তাকে ভালোবাসা সহজ নয়—কারণ সে কঠিন পথ ধরে শিখেছে বিশ্বাস করার মূল্য কত। তার হৃদয়ে এমন ক্ষত আছে যা গল্প বলে, এবং তার নীরবতা মাঝে মাঝে তার সহ্য করা ঝড়গুলিকে লুকিয়ে রাখে।

মসৃণ কথা বা অগভীর প্রতিশ্রুতিতে সে মুগ্ধ হয় না। সে ধারাবাহিকতার কথা শোনে, কাজে দেখানো সত্যের কথা শোনে, কঠিন পরিস্থিতিতে ম্লান না হওয়া প্রচেষ্টার কথা শোনে।

তার দেয়াল তোমাকে দূরে রাখার জন্য নয়—কে আরোহণ করতে ইচ্ছুক তা দেখার জন্য এগুলি তৈরি করা হয়েছে। এবং যখন তুমি তা করবে, তখন তুমি এমন একজন নারীকে খুঁজে পাবে যার ভালোবাসা গভীর, অনুগত এবং অটল।

সে তোমাকে চ্যালেঞ্জ করবে, সে তোমাকে প্রশ্ন করবে, এবং যে দিনগুলিতে তার মন সন্দেহে ভরে ওঠে, সেই দিনগুলিতে তার আশ্বাসের প্রয়োজন হবে। কিন্তু সে তোমাকে এমনভাবে ধরে রাখবে যেন তুমি ঘরে আছো, আগুনের মতো ভালোবাসবে, এবং যখন তুমি নিজের উপর বিশ্বাস করতে পারো না তখনও তোমার উপর বিশ্বাস রাখবে।

কারণ একবার সে বুঝতে পারবে যে তোমার হৃদয় সত্যিকারের - সে তোমাকে এমন এক ভালোবাসা দেবে যা জীবনকে নিরাপদ, আবেগপ্রবণ এবং পূর্ণ করে তোলে।

❤️ তাকে আলতো করে ভালোবাসো। ধৈর্য ধরে ভালোবাসো। আর তোমাকে আর কখনও ভালোবাসা খুঁজতে হবে না।

কারো গোপন দোষ প্রকাশ পেয়ে গেলে খুশি হবেন না। তাকে এমন ভাবে ব্যক্তিগত আক্রমন করবেন না, যাতে সে অনুতপ্ত না হয়ে আরও হিংস্র ...
11/10/2025

কারো গোপন দোষ প্রকাশ পেয়ে গেলে খুশি হবেন না। তাকে এমন ভাবে ব্যক্তিগত আক্রমন করবেন না, যাতে সে অনুতপ্ত না হয়ে আরও হিংস্র হয়ে উঠে। তাওবা না করে উল্টো নিজেকে জাস্টিফাই করা শুরু করে।
নিজের ব্যপারে ভীত হন। এভাবে চিন্তা করুন, এই মানুষের পদস্খলন হলে, আমারও তো হতে পারে। আল্লাহ ক্ষেত্রবিশেষে কারো দোষ প্রকাশ করে দেন ঠিকই, কিন্তু তার গুনবাচক নাম “সাত্তারুল উয়ুব (দোষ গোপনকারী)” এর কারনেই আমার আপনার বহু দোষ আল্লাহ গোপন করে রেখেছেন এখন পর্যন্ত। হয়তো একই পাপে আপনি পাপী নন, তবে পাপ থেকে মুক্ত নন।

কী অদ্ভুত এক দুআ -

আল্লাহ! আমি এমন অবস্থা থেকে তোমার কাছে আশ্রয় চাই, যে অবস্থায় অন্যেরা আমাকে ভালো জানবে, অথচ আমি ভিতরে ভিতরে মন্দ হবো। অন্যেরা আমার প্রতি উচ্চাশা পোষণ করবে অথচ আমি হবো অকর্মণ্য। আমার বাহ্যিক বেশভুষার কারনে মানুষ আমাকে শ্রদ্ধা করবে, কিন্তু আমি তোমার সন্তুষ্টির পথ হতে দূরে সরে যাবো।

পরকীয়া টরকিয়া বুঝিনা, আমি খুব সহজ সরল সমাধান বুঝি, এত জটিলতা আমার পোষায় নাযাদের জীবনে একঘেয়েমি এসে গেছে, যাদের কাছে বেঁচ...
08/10/2025

পরকীয়া টরকিয়া বুঝিনা, আমি খুব সহজ সরল সমাধান বুঝি, এত জটিলতা আমার পোষায় না
যাদের জীবনে একঘেয়েমি এসে গেছে, যাদের কাছে বেঁচে থাকা মরে যাওয়া দুটোই সমান, যাদের জীবনে কোনো গল্প নেই, আনন্দ নেই, ব্যথা নেই, যারা মানুষ থেকে কবেই যেন যন্ত্রে পরিণত হয়েছে,
তাদের নতুন করে আরো একবার প্রেমে পড়া উচিৎ, একটা দুর্দান্ত প্রেম করা উচিত, ঠিক কুড়ি বাইশ বছরের যুবক যুবতীর মতো সমাজের নীতি নিয়মের বিরুদ্ধে গিয়ে, সবার আড়ালে আবডালে গিয়ে লুকিয়ে প্রেমে পড়া উচিৎ, যেভাবে বিপ্লব আসে, দিন পাল্টায় সেভাবেই ভেতর ভেতর পাল্টে যাওয়া উচিত।
আমি একবারও বলছি না, নিজের দায়িত্ব এড়িয়ে, কাছের মানুষকে ঠকিয়ে, অন্য কারোর সাথে কমিটেড হওয়া উচিত বা চিরাচরিত সম্পর্কে জড়িয়ে পড়া উচিৎ।
কিন্তু প্রতিটা মানুষের একটা খোলা বারান্দার দরকার, যেখানে যখন ইচ্ছে বসা যায়, ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায়, হাওয়ায় হাওয়ায় একটা আলাদা গন্ধ ভাসে, পাশাপাশি দুটো টবে সুগন্ধি ফুলের গাছ দুলতে থাকে।
যে বারান্দায় কাগজ ছিঁড়ে কুটিকুটি করে ছড়িয়ে দেওয়া যায়। অভিমান হলে কান্নাকাটি করা যায়, ভীষণ রকম আনন্দ পেলে চিৎকার করে হেসে নেওয়া যায়, এক কাপ কফি নিয়ে যে বারান্দায় বসে সামনের রাস্তাটা পরিষ্কার দেখা যায়....
যে রাস্তার মোড়ে রহমান কাকা ফুচকা নিয়ে বসে, যে রাস্তা দিয়ে মানিক ভাই রোজ সকালে মাছ, সবজি, শাক, ফলমূল বাজার করে নিয়ে যায় অসুস্থ মায়ের জন্য। যে রাস্তায় বৃষ্টি পড়লেই ছড়িয়ে যায় হলদে কদম ফুল, আর তার উপর দিয়ে হেঁটে যায় সদ্য একুশে পড়া তরুণ তরুণী, ওরা একটু আড়াল খোঁজে, বুকে হাত রেখে চুমু খাবে বলে....
সব সম্পর্কে প্রতিশ্রুতি দিতে নেই, আবেগ কমে আসে। সব সম্পর্ক অধিকার বোধ থাকতে নেই, যত্ন কমে আসে। সব সম্পর্কে অভিযোগ রাখতে নেই, অনুভূতি ছোট হয়ে আসে...
কিছু মানুষকে একার করে পেতে নেই, আবদার কমে আসে। এক একটা সম্পর্ক এক একটা মানুষকে খোলা বারান্দা ভেবে একটু শুয়ে বসে হাত পা ছড়িয়ে দুই এক পাতা কবিতা লিখে ফেলতে হয়,
কিংবা এক একটা বিকেল বেলায় বেরিয়ে পড়তে হয় তার সাথে....
জীবনে বেঁচে থাকার কিছু কারণ বেড়ে যায়, ভালো থাকার একটা বাহানা একটা অজুহাত খুঁজে পাওয়া যায়, অভিমান করার জন্য একটা মানুষ পাওয়া যায়! জীবন একটাই সবাই প্রেমে থাকুন, একাকীত্বে নয়....

(Clted)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Hazy Desire posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share