27/07/2025
Official Announcement
To all our well-wishers, we are here today to address an important matter.
In a short span, স্বাধীন বাংলা মিমার্স সংঘ (SBMS) has actively participated in numerous events and made significant contributions during national crises. We haven't had the opportunity to discuss this publicly before, so today we are specifically addressing the meme pages affiliated with SBMS.
Please note that SBMS is a welfare association and does not bear responsibility for the content posted by individual meme pages affiliated with our platform. Each of these pages is managed by different administrators and operates independently. Therefore, if any post violate established guidelines, the respective page administrators will be held solely accountable.
SBMS's core mission is, and will always be, to help people.
আনুষ্ঠানিক ঘোষণা
আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি।
খুব অল্প সময়ের মধ্যেই স্বাধীন বাংলা মিমার্স সংঘ (SBMS) অনেকগুলো ইভেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং জাতীয় সংকটের সময় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই বিষয়ে প্রকাশ্যে কথা বলার সুযোগ আমাদের আগে হয়নি, তাই আজ আমরা বিশেষভাবে SBMS-এর সাথে যুক্ত মিম পেজগুলো সম্পর্কে কিছু তথ্য দিতে চাই।
অনুগ্রহ করে মনে রাখবেন যে, স্বাধীন বাংলা মিমার্স সংঘ একটি জনকল্যাণমূলক সংস্থা এবং আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত স্বতন্ত্র মিম পেজগুলোর পোস্ট করা বিষয়বস্তুর জন্য কোনো দায় বহন করে না। এই পেজগুলোর প্রতিটিই ভিন্ন ভিন্ন অ্যাডমিন দ্বারা পরিচালিত হয় এবং তারা স্বাধীনভাবে কাজ করে। অতএব, যদি কোনো পোস্ট প্রতিষ্ঠিত নির্দেশিকা লঙ্ঘন করে, তবে সেই নির্দিষ্ট পেজের অ্যাডমিনরাই সম্পূর্ণভাবে দায়ী থাকবেন।
স্বাধীন বাংলা মিমার্স সংঘের মূল লক্ষ্য হলো, এবং সর্বদা থাকবে, মানুষকে সাহায্য করা।
স্বাধীন বাংলা মিমার্স সংঘ: মিমার্স ফর রেজিলিয়েন্স, স্ট্যান্ডিং উইথ বাংলাদেশ।