Islamic Media 2020

Islamic Media 2020 আসুন পরকালের জন্য কিছু করি। কারণ দুনি?

আসুন নিয়মিত কোনআন তিলাওয়াত করি । পরকালের জন্য সঞ্চয় করি।
18/11/2022

আসুন নিয়মিত কোনআন তিলাওয়াত করি । পরকালের জন্য সঞ্চয় করি।

: ========= This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents us...

হযরত আবু হোরায়রা(রা:)বর্ণনা করেন, রাসূল (স:) বলিয়াছেন, পবিত্র কোরআনে ৩০ আয়াতের এমন একটি সূরা রহিয়াছে, যে ব্যক্তি সেই সূর...
26/08/2022

হযরত আবু হোরায়রা(রা:)বর্ণনা করেন, রাসূল (স:) বলিয়াছেন, পবিত্র কোরআনে ৩০ আয়াতের এমন একটি সূরা রহিয়াছে, যে ব্যক্তি সেই সূরা প্রতিদিনপাঠ করিবে সেই সূরা তাহার জন্য শাফায়াত করিবে। সেই শাফায়াতের কারণে সেই ব্যক্তিকে ক্ষমা করা হইবে। সেই সূরা হইতেছে সূরা মুলক।(তিরমিযী)
এ ছাড়া কুরআনের একটি হরফ বুঝে পাঠ করলে ১০টি নেকি লাভ হয়। আসুন সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করি।

ূরা মুলক:হযরত আবু হোরায়রা(রা:)বর্ণনা করেন, রাসূল (স:) বলিয়াছেন, পবিত্র কোরআনে ৩০ আয়াতের এমন একটি সূরা রহি...

তাফসিরে জালালাইনের হাশিয়ায় এসেছে, ‘যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় হয়, আর সে সময় তার পাশে কেউ সুরা ইয়াসিন পাঠ করে, ...
15/04/2022

তাফসিরে জালালাইনের হাশিয়ায় এসেছে, ‘যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় হয়, আর সে সময় তার পাশে কেউ সুরা ইয়াসিন পাঠ করে, তবে বেহেশত থেকে রেদওয়ান ফেরেশতা জান্নাতের সুসংবাদ না দেয়া পর্যন্ত রূহ কবজকারী ফেরেশতা (মালাকুল মাউত) ওই ব্যক্তির রূহ কবজ করেন না। রূহ কবজের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি অবস্থান হয় রাইয়্যান নামক জান্নাতে। হাদিসে পাকে এসেছে- হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন, ‘মৃত্যুশয্যা ব্যক্তির কাছে সুরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায়। (মাজহারি)

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘প্রত্যেক বস্তুরই একটা হৃদয় থাকে আর কুরআনের হৃদয় হল সুরা ইয়াসিন। যে ব্যক্তি সুরা ইয়াসিন একবার পড়বে, মহান আল্লাহ তাকে দশবার পুরো কুরআন পড়ার সওয়াব দান করবেন।’ (তিরমিজি)

এ ছাড়া কোরআনের একটি হরফ বুঝে পাঠ করলে ১০টি নেকি লাভ হয়। আসুন সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। পরকালের জন্য সঞ্চয় করি।

Islamic Media 2020তাফসিরে জালালাইনের হাশিয়ায় এসেছে, ‘যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় হয়, আর সে সময় তার পাশে কেউ সুরা ইয়াসিন পা....

হযরত আলী (রাঃ)হতে বর্ণিত, হযরত রাসুলে করীম (স) বলেচছন, যে ব্যক্তি ইয়াকিন ও পরম বিশ্বাসের সাথে এ সুরাটি পাঠ করবে, আল্লাহ ...
15/04/2022

হযরত আলী (রাঃ)হতে বর্ণিত, হযরত রাসুলে করীম (স) বলেচছন, যে ব্যক্তি ইয়াকিন ও পরম বিশ্বাসের সাথে এ সুরাটি পাঠ করবে, আল্লাহ তায়ালা হযরত আদম (আ) ও হযরত দাউদ (আ)-এর তাওবার ন্যায় তার তওবা কবুল করবেন।

হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় সূরা তাওবার শেষ দু’টি আয়াত সাতবার করে পাঠ করবে আল্লাহতায়ালা তার সব কাজ সহজ করে দিবেন। (কুরতুবী)

এ ছাড়া কোরআনের একটি হরফ বুঝে পাঠ করলে ১০টি নেকি লাভ হয়। আসুন সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করি।

By: Imam Feysal MohammedThumbnail Credit By: Canvaআমাদের চ্যানেলে থাকা বাকি সূরা গুলো শুনতে নিচে ক্লিক করুন:...

রাসূলে করীম (স)বলেছেন, যে লোক সবসময় এ সূরা পাঠ করবে, আল্লাহ তায়ালা তাকে সুখে-শান্তিতে রাখবেন।রাসুলে করীম (স)বলেছেন, এ সূ...
15/04/2022

রাসূলে করীম (স)বলেছেন, যে লোক সবসময় এ সূরা পাঠ করবে, আল্লাহ তায়ালা তাকে সুখে-শান্তিতে রাখবেন।রাসুলে করীম (স)বলেছেন, এ সূরা বিপদাপদের সময় পাঠ করলে ইনশাআল্লাহ বিপদ হতে রক্ষা পাওয়া যায়।

এ ছাড়া কোরআনের একটি হরফ বুঝে পাঠ করলে ১০টি নেকি লাভ হয়। আসুন সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করি।

By: Surah Al-Muzammil Ridjaal AhmedThumbnail Credit By: Canvaসূরা মুজাম্মিল এর ফজিলত১.রাসূলে করীম (স)বলেছেন, যে লোক সবস...

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)বর্ণনা করেন রাসুল (সঃ)বলিয়াছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকেয়া পাঠ করিবে সে কখনো অভাব...
15/04/2022

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)বর্ণনা করেন রাসুল (সঃ)বলিয়াছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকেয়া পাঠ করিবে সে কখনো অভাবগ্রস্ত হইবে না। (বায়হাকী)

এ ছাড়া কুরআনের একটি হরফ বুঝে পাঠ করলে ১০টি নেকি লাভ হয়। আসুন সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করি।

-waqia By: Imam Feysal MohammedThumbnail Credit By: Canvaআমাদের বাকি ভিডিও গুলো দেখতে নিচে লিংকে ক্লিক করুন:1.https:...

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠকারীর জান্নাতে প্রবেশ করার জন্য ...
15/04/2022

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠকারীর জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকে না মৃত্যু ব্যতিত। (নাসাঈ)

শয়নকালে পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে। যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে। (বুখারি)

যে লোক প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তিলওাত করবে, তার জন্য বেহেশতে প্রবেশের একমাত্র বাধা হচ্ছে মৃত্যু। অর্থাৎ সে মৃত্যুর সঙ্গে সঙ্গেই বেহেশতের ফলাফল ও আরাম আয়েশ ভোগ করতে থাকবে।

এ ছাড়া কুরআনের একটি হরফ বুঝে পাঠ করলে ১০টি নেকি লাভ হয়। আসুন সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করি।

By: Imam Feysal MohammedThumbnail Credit By : Canva.com Islamic Media 2020নিচে ক্লিক করে আমাদের চ্যানেলে থা...

হযরত আলী (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, প্রত্যেক জিনিসের একটি সৌন্দর্য রয়েছে। আর কোরআনের সৌন্দর্য হলো ...
15/04/2022

হযরত আলী (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, প্রত্যেক জিনিসের একটি সৌন্দর্য রয়েছে। আর কোরআনের সৌন্দর্য হলো সূরা,আর-রাহমান। (বাইহাকী- শুআবুল ঈমান) এ সূরা নিয়মিত পাঠ করলে পাঠকারীর উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। তাঁর জন্য দোযখের দরজা সমূহ বন্ধ হয়ে যাবে এবং বেহেশতের দরজা সমূহ খুলে যাবে।

এ সূরা নিয়মিত পাঠ করলে কিয়ামতের দিন পাঠকের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হবে এবং দুনিয়াতে তাঁর রুজি বৃদ্ধি পাবে। একাধারে ৪০ দিন পর্যন্ত সূর্যোদয়ের সময় এ সূরা পাঠকালে “ফাবি আইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকাজ্জিবান” পড়ার সময় আঙ্গুল দিয়ে সূর্যের দিকে ইশারা করলে মানুষ সহ য কোন প্রাণী পাঠকের অনুগত হবে।
স্বপ্ন যোগে এ সূরা পাঠ করতে দেখলে তাঁর জন্য হজ্জ নসীব হবে।

এ ছাড়া কুরআনের একটি হরফ বুঝে পাঠ করলে ১০টি নেকি লাভ হয়। আসুন সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করি।

By: Imam Feysal MohammedThumbnail Credit By: Canvaআসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলের বাকি ভিডিও গুলো দেখতে ...

হজরত ইবনে আব্বাস রা: থেকে বর্ণিত হয়েছে।এক সময় জিব্রাঈল আ: নবী করিম সা:-এর কাছে বসা অবস্থায় উপর দিক থেকে একটি দরজা খোলার ...
14/04/2022

হজরত ইবনে আব্বাস রা: থেকে বর্ণিত হয়েছে।এক সময় জিব্রাঈল আ: নবী করিম সা:-এর কাছে বসা অবস্থায় উপর দিক থেকে একটি দরজা খোলার আওয়াজ শুনে উপর দিকে মাথা উঠিয়ে বললেন, আকাশের এ দরজাটি আগে আর কখনো খোলা হয়নি। নবী করিম সা: বললেন, ওই দরজা দিয়ে একজন ফেরেশতা নেমে আসতে দেখলাম। জিব্রাঈল আ: বললেন, এই ফেরেশতা জমিনে এর আগে আর কখনো নামেনি। নবী করিম সা: বললেন, ওই ফেরেশতা আমাকে বলল, দু’টি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে প্রদান করা হয়েছে। যা আপনার আগে কোনো নবী আ:-কে দেয়া হয়নি। তা হলো সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষাংশ। (মুসলিম)।

হজরত আলী রা: বলেছেন, কোনো বিপদে পতিত ব্যক্তি এক হাজার বার সূরা ফাতিহা পাঠ করলে ওই ব্যক্তির আর বিপদ থাকতে পারে না। হজরত ইমাম জাফর সাদেক রা: বলেছেন, ‘৪১ বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে’। (তাওয়ারিখে মদিনা)। এ ছাড়া কুরআনের একটি হরফ বুঝে পাঠ করলে ১০টি নেকি লাভ হয়। সূরা ফাতিহায় ১২৫টি হরফ রয়েছে। ১২৫টি হরফ যিনি পাঠ করবেন তার আমল নামায় ১২৫০টি নেকি দান করা হয়। আর রোজা মাসে পাঠ করলে ৭০ গুণ বেশি নেকি দান করা হয়। আসুন সবাই বেশি বেশি কুরান তেলায়াত করি।

.https://www.youtube.com/watch?v=ceieeStb758 (sura yasin)2.https://www.youtube.com/watch?v=4YMdaOdpVEY (aytul kursi) 3.http...

10/04/2022
আসুন পরকালের জন্য কিছু করি। কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আর পরকালের জীবন চিরস্থায়ী।
09/04/2022

আসুন পরকালের জন্য কিছু করি। কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আর পরকালের জীবন চিরস্থায়ী।

By: Imam Feysal MohammedThumbnail Credit By:Canvaআমাদের চ্যানেলের বাকি ভিডিও গুলো দেখতে নিচে ক্লিক করুন1.https://...

09/04/2022

Address

Baridhara
Dhaka
1212

Opening Hours

14:00 - 21:00

Telephone

+8801718197605

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Media 2020 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Media 2020:

Share