Bookiefy - বুকিফাই

Bookiefy - বুকিফাই সততাই আমাদের ব্যবসায়ের সবচেয়ে বড় মূলধন, ক্রেতা সন্তুষ্টি অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।

কত সুন্দর আম্মার চোখবই: মা পৃথিবীর রাস্তা
15/05/2025

কত সুন্দর আম্মার চোখ

বই: মা পৃথিবীর রাস্তা

পৃথিবীর কাছে সুদর্শন পুরুষ বলতে আমি আব্বারে জানি।ব‌ই: প্রাচীন মেঘলেখক: সামিউল ইসলাম
15/05/2025

পৃথিবীর কাছে সুদর্শন পুরুষ বলতে আমি আব্বারে জানি।

ব‌ই: প্রাচীন মেঘ
লেখক: সামিউল ইসলাম

বই : দি পাওয়ার ওফ ডিসিপ্লিন💜💜
15/05/2025

বই : দি পাওয়ার ওফ ডিসিপ্লিন
💜💜

07/04/2025

ফিলিস্তিনিদের এই দুর্দশা দেখে আপনার কান্না পাবে, হতাশ লাগবে, ক্ষোভ হবে - সবই স্বাভাবিক।

কিন্তু আপনার যদি মনে হয় - আল্লাহ্‌ কই, আল্লাহ্‌'র অস্তিত্ব থাকলে এত বড় গণহত্যার পরেও তিনি নীরব কেন, অথবা ইসলাম সত্য ধর্ম হলে এত কোটি কোটি মুসলমানের দোয়া আল্লাহ'র কাছে পৌঁছছে না কেন; ইভেন আপনি যদি ভাইরাল হওয়া এই ধরনের পোস্টগুলোতে লাইকও দেন, তাহলেও বুঝবেন, ইমানের পরীক্ষায় আপনি ফেল করছেন।

আপনার যদি ধারণা হয়ে থাকে, ইমান আনলে বা ইসলাম ধর্ম গ্রহণ করলেই আল্লাহ আপনাকে বাই ডিফল্ট এই দুনিয়ায় খুব আরাম-আয়েশে রাখবে, তাহলে আপনি ভুল ধর্মে ইমান এনেছেন।

ইমানের মূল বিষয়গুলোর একটা হচ্ছে আখিরাতের উপর ইমান। এর অর্থই হচ্ছে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী; আর আখিরাতই হচ্ছে আমাদের চিরস্থায়ী গন্তব্য। কুরআনে এই কথা একাধিকবার বলা হয়েছে।

সেই সাথে এটাও বলা হয়েছে, এই ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ আমাদেরকে ভয় এবং ক্ষুধা দিয়ে, জান-মাল এবং ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন। আর এসব পরীক্ষায় যারা ধৈর্য্য ধারণ করতে পারবে, তাদেরকেই আল্লাহ্‌ সুসংবাদ দিয়েছেন।

ফিলিস্তিনিদের যতগুলো ভিডিও আমাদের সামনে আসছে, আত্মীয়-স্বজন সবাইকে হারানোর পরেও তারা যেরকম ইমান এবং সবরের পরিচয় দিচ্ছে, তাতে মনে হয়, এই যুদ্ধ যদি আল্লাহ্‌'র পক্ষ থেকে ফিলিস্তিনিদের জন্য সেরকম পরীক্ষা হয়ে থাকে, তাহলে তারা সেই পরীক্ষায় এ প্লাস গ্রেড নিয়ে পাশ করে ক্ষণস্থায়ী এই দুনিয়ার জার্নি অতিক্রম করে অন্ততকালের জন্য জান্নাত অর্জন করে নিয়েছে।

কিন্তু এই পরীক্ষাকে শুধুমাত্র ফিলিস্তিনিদের জন্য পরীক্ষা মনে করার কোনো কারণ নাই। একইসাথে এটা বিশ্ববাসীর জন্যও পরীক্ষা। আমাদের অক্ষমতা এবং ইমানের দুর্বলতার কারণে আমরা কিছুই করতে পারছি না। সেটার জন্য তবুও আমরা আল্লাহ্‌'র কাছে ক্ষমা চাইতে পারব।

কিন্তু ইমানের যে মূল থীম, সেটাকেও আমরা যদি আঁকড়ে ধরে রাখতে না পারি, হতাশাবাদী ভাইরাল দুই-একটা স্ট্যাটাস পড়ে যদি আমাদের সেই বিশ্বাসেই চিড় ধরে, তাহলে এই পরীক্ষায় আমরা পুরোপুরিই ফেল করব। সেখান থেকে হয়তো ক্ষমা পাওয়ারও পথ থাকবে না।

লেখা: Mozammel Hossain Toha

03/04/2025

"মানুষ মুখ ফুটে সুখ বলে, নিজেকে সুখী দেখায়।
কিন্তু মানুষ মুখ ফুটে দুঃখ বলে না, যতক্ষন না কেউ তা ভীষণ বায়না করে জানতে চায়।"

বই : ❝ফুল মানুষ❞

03/04/2025

পাকিস্তানি একজন লেখক বলেছিলেন;-

আমার জানাজায় আসলে একটু সময় মত আসার চেষ্টা করবেন; দা`ফন যারা করে তারা "আমার" মত অপেক্ষা করবেনা।

কত গভীর এই দুইটা লাইন। অপেক্ষা কি; সে কেবল ওই মানুষটা জানে, যে ফিরবেনা জেনেও অপেক্ষা করে গেছে একটা দীর্ঘ সময়।

সাগরের মাঝখানে ডুবে যাওয়ার আগমুহূর্ত পর্যন্ত চারদিকে তাকিয়ে একটু ঠাই পাওয়ার অপেক্ষায় যেমন মানুষ ছটফট করে। অপেক্ষার সময় টা হয়তো তেমনই।

অনীশ মিসির আলি সমগ্র~হুমায়ূন আহমেদ 🖤
26/03/2025

অনীশ
মিসির আলি সমগ্র
~হুমায়ূন আহমেদ 🖤

থ্রিলারপ্রেমীদের জন্য  “নাজিম উদ দৌলা”-এর সকল বইতে থাকছে স্পেশাল ডিসকাউন্ট :১. প্রহেলিকা - ১০০ ২. কুহেলিকা - ১০০ ৩. যবনি...
12/03/2025

থ্রিলারপ্রেমীদের জন্য “নাজিম উদ দৌলা”-এর সকল বইতে থাকছে স্পেশাল ডিসকাউন্ট :
১. প্রহেলিকা - ১০০
২. কুহেলিকা - ১০০
৩. যবনিকা - ১৫০
৪. অমরত্বের প্রত্যাশা নেই - ২১০
৫. ইনকারনেশন - ১৯২
৬. স্কারলেট - ১৯০
৭. ব্রিজরক্ষক - ১৫০
৮. ব্লাডস্টোন - ২৪০
৯. মিথ্যা তুমি দশ পিঁপড়া - ২৭০

🔥 ফুল সেট কেউ অর্ডার করলে পাবেন ২টা নোটপ্যাড, ২টা চকোলেট, ১০টা বুকমার্ক ফ্রি!🔥

অফারটি সীমিত সময়ের জন্য স্টক সীমিত!

ভাগ্যিস! এটা বইয়ের নাম ছিল 😕
09/03/2025

ভাগ্যিস! এটা বইয়ের নাম ছিল 😕

07/03/2025

একটা বই অর্ডার করেন স্বামীর জন্য....!

অফার দিবো, ছাড়ও দিবো;
ডেলিভারি চার্জ রাখবো সামান্য.....

একটা বই অর্ডার করেন স্বামীর জন্য।

তোমরা বলো মানুষ যত্নে আটকায়, অযত্নে হারায়;আর আমি বলি—যত্ন দিয়েই যদি মানুষ আটকে রাখা যেতো তাহলে হয়তো পৃথিবীর সব থেকে ...
06/03/2025

তোমরা বলো মানুষ যত্নে আটকায়, অযত্নে হারায়;
আর আমি বলি—
যত্ন দিয়েই যদি মানুষ আটকে রাখা যেতো তাহলে হয়তো পৃথিবীর সব থেকে সুখী মানুষ হতাম আমি।

এবারের বই মেলায় প্রকাশিত বিখ্যাত এক কবির কবিতা। 🔥বিঃদ্রঃ কবির নাম বলা নিষেধ।
11/02/2025

এবারের বই মেলায় প্রকাশিত বিখ্যাত এক কবির কবিতা। 🔥

বিঃদ্রঃ কবির নাম বলা নিষেধ।

Address

38/2 K, BanglaBazar
Dhaka
1100

Telephone

+8801537537652

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bookiefy - বুকিফাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bookiefy - বুকিফাই:

Share