
07/05/2025
অপারেশন সিঁদুরে ভারতের পাশে ইসরায়েল, পাকিস্তানের পাশে তুরস্ক-চীন!
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জড়ে পাকিস্তানের নয়টি স্থাপনায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলায় বিশেষভাবে লক্ষ্য করা হয় মসজিদকে। যার মধ্যে রয়েছে পাকিস্তানের আজাদ কাশ্মীরের কোটলিতে অবস্থিত মসজিদে আব্বাস। জবাবে পাল্টা হামলাও চালিয়েছে শাহবাজ বাহিনী। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ও চেকপোস্ট গুড়িয়ে দেওয়া হয়েছে। এমন তথ্য জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
ভারতের এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিদুর। দেশটি নিউজ 18 জানিয়েছে ভারতীয় সেনা ও গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী সুনির্দিষ্টভাবে সন্ত্রাসী ঘাটি লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অলটাইম ব্রেড। এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের পাশে দাঁড়িয়েছে ইসরাইল।
7 মে সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় ভারতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রেইভেন আজার জানিয়েছেন সন্ত্রাসীদের জানা উচিত তাদের জঘন্য অপরাধের জন্য কোন নিরাপদ আশ্রয় নেই। এছাড়াও ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইসরাইল। ইসরাইলের এমন ঘোষণার পরই বসে নেয় পাকিস্তানের মিত্ররাও। ইসলামাবাদের পাশে এবার ঢাল হয়ে দাঁড়িয়েছে তুরস্ক ও চীন। এরই প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদারকে ফোন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় ভারতের এই হামলাকে অপ্রস্তুত আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। এছাড়াও পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছে এরদোয়ানের দেশটি। ইসলামাবাদ আঙ্কারা উভয়ই পরিস্থিতি পর্যবেক্ষণে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে বলে জানানো হয়। এর আগে পাকিস্তানের পাশে থাকার জন্য অটল প্রতিশ্রুতি পুনরব্যক্ত করেছে চীন।
লাহোরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জেনারেল ঝাওশিরেন জানান, পাকিস্তানের যে কোোন পরিস্থিতিতে ঢাল হয়ে পাশে থাকবে চীন। বেইজিং ইসলামাবাদের সঙ্গে কৌশলগত সহযোগিতা, নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে অতীতে ছিল। বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।