Flash Post

Flash Post Welcome to Flash Post, your go-to destination for the latest breaking news, trending updates, and in-depth coverage from around the world.

We bring you fast, accurate, and unbiased news across politics, entertainment, sports, technology, and more. Stay informed with the latest breaking news, in-depth reports, and unbiased coverage from around the world. At Flash Post, we bring you reliable updates on politics, economy, international affairs, technology, environment, health, and more — all in one place. Whether it’s global headlines o

r local developments, our mission is to deliver accurate, fast, and fact-based journalism that empowers you to stay ahead. Subscribe now and be a part of a community that values truth, transparency, and trustworthy reporting.

📰 Daily News | Breaking Stories | Expert Analysis | Real Voices

অপারেশন সিঁদুরে ভারতের পাশে ইসরায়েল, পাকিস্তানের পাশে তুরস্ক-চীন!কাশ্মীরে সন্ত্রাসী হামলার জড়ে পাকিস্তানের নয়টি স্থাপন...
07/05/2025

অপারেশন সিঁদুরে ভারতের পাশে ইসরায়েল, পাকিস্তানের পাশে তুরস্ক-চীন!

কাশ্মীরে সন্ত্রাসী হামলার জড়ে পাকিস্তানের নয়টি স্থাপনায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলায় বিশেষভাবে লক্ষ্য করা হয় মসজিদকে। যার মধ্যে রয়েছে পাকিস্তানের আজাদ কাশ্মীরের কোটলিতে অবস্থিত মসজিদে আব্বাস। জবাবে পাল্টা হামলাও চালিয়েছে শাহবাজ বাহিনী। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ও চেকপোস্ট গুড়িয়ে দেওয়া হয়েছে। এমন তথ্য জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
ভারতের এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিদুর। দেশটি নিউজ 18 জানিয়েছে ভারতীয় সেনা ও গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী সুনির্দিষ্টভাবে সন্ত্রাসী ঘাটি লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অলটাইম ব্রেড। এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের পাশে দাঁড়িয়েছে ইসরাইল।
7 মে সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় ভারতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রেইভেন আজার জানিয়েছেন সন্ত্রাসীদের জানা উচিত তাদের জঘন্য অপরাধের জন্য কোন নিরাপদ আশ্রয় নেই। এছাড়াও ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইসরাইল। ইসরাইলের এমন ঘোষণার পরই বসে নেয় পাকিস্তানের মিত্ররাও। ইসলামাবাদের পাশে এবার ঢাল হয়ে দাঁড়িয়েছে তুরস্ক ও চীন। এরই প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদারকে ফোন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় ভারতের এই হামলাকে অপ্রস্তুত আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। এছাড়াও পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছে এরদোয়ানের দেশটি। ইসলামাবাদ আঙ্কারা উভয়ই পরিস্থিতি পর্যবেক্ষণে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে বলে জানানো হয়। এর আগে পাকিস্তানের পাশে থাকার জন্য অটল প্রতিশ্রুতি পুনরব্যক্ত করেছে চীন।
লাহোরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জেনারেল ঝাওশিরেন জানান, পাকিস্তানের যে কোোন পরিস্থিতিতে ঢাল হয়ে পাশে থাকবে চীন। বেইজিং ইসলামাবাদের সঙ্গে কৌশলগত সহযোগিতা, নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে অতীতে ছিল। বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

যুদ্ধের অনুমতি দিয়ে দিলো পাকিস্তান সরকার!ভারতের হামলার জবাব দিতে পাকিস্তানের সামরিক বাহিনীকে পূর্ণ ক্ষমতার ঘোষণা দিয়েছে...
07/05/2025

যুদ্ধের অনুমতি দিয়ে দিলো পাকিস্তান সরকার!

ভারতের হামলার জবাব দিতে পাকিস্তানের সামরিক বাহিনীকে পূর্ণ ক্ষমতার ঘোষণা দিয়েছে সরকার। আর এই নিয়ে এখন সর্বাত্মক যুদ্ধের মুখে দাঁড়িয়ে ভারত। পেহেলগামের সন্ত্রাসী হামলার জবাবে খানিকটা বাধ্য হয়েই যেন প্রতিশোধমূলক হামলা চালিয়েছিলেন নরেন্দ্র মোদি।
তবে সেই যুদ্ধের ক্ষতি যে নাগালের বাইরে চলে যাবে তা আন্দাজ করতে পারেনি ভারত সরকার। আকশ্মিক হামলার সাথে সাথেই পাকিস্তানি বাহিনী যে ঝাপিয়ে পড়বে সেই হিসেব না করার অপরণীয় খেসারতি দিতে হচ্ছে ভারতকে। রাতারাতি হারিয়েছে পাঁচ যুদ্ধবিমান। ধ্বংস হয়েছে সেনাপোস্ট। হামলা হয়েছে ব্রিগেড হেডকোয়ার্টারে।
পাকিস্তানের সম্ভাব্য হামলা যে আরো ভয়ানক হবে সেই আতঙ্কই এখন চলছে ভারত সীমান্তে। বুধবার রাতের প্রথম প্রহরেই ভারতীয় বিমান আর ক্ষেপণাস্ত্রের হামলায় কেঁপে ওঠে পাক নিয়ন্ত্রিত কাশ্মীর। বেসামরিক স্থাপনায় আঘাত করে ভারতীয় সেনারা। তবে সেই হামলার কয়েক ঘন্টার মাথায় রাতের আধারেই পাল্টা আক্রমণের শিকার হয় ভারতীয় সামরিক বাহিনী। প্রতি মুহূর্তেই আসতে থাকে বিমান হারানোর খবর। কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের আক্রমণে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়ে যায় ভারতের। তিনটি রাফাল, একটি সুথ আর মিগ যুদ্ধবিমান ধ্বংসের খবরে যেন বিস্ফোরণ ঘটে দিল্লিতে। শুধু যুদ্ধবিমানই নয় ইসরাইলের নির্মিত শক্তিশালী এক ড্রোনও ছিন্নভিন্ন হয়ে যায় পাকিস্তানের হামলায়। সময়ের সাথে ভারতের ক্ষয়ক্ষতির তালিকাও আরো লম্বা হয়েছে। হামলা হয়েছে সেনা চেকপোস্টে।
কাশ্মীরে ব্রিগেড হেডকোয়ার্টারে হামলার তথ্য উঠে এসেছে। এক রাতের ব্যবধানে এত ক্ষয়ক্ষতি ভারতকে চিন্তায় ফেলেছে। এর মধ্যেই এসেছে আরেক বিস্ফোরক ঘোষণা। পাকিস্তান সরকার সেনাবাহিনীকে ভারতীয় হামলার জবাব দিতে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারতীয় হামলাকে অ্যাক্ট অফ ওয়ার বলে ঘোষণা দিয়েছে সরকার। এই হামলা যে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এমন কথাও জানিয়েছে দেশটি। আর এরপরই ভারতকে জবাব দিতে সেনাবাহিনীকে সবুজ সংকেত দিয়েছেন শাহবাজ শরীফ।
তবে হাতের নাগালের বাইরে যাওয়া এমন পরিস্থিতি ভারতকে কিছুটা থমকে দিয়েছে। হামলাকে যুদ্ধ নয় বরং সুনির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ বলে জানিয়েছে নরেন্দ্র মোদির সরকার। পেহেলগামে হামলার জবাবে এমন হামলা বৈধ বলেও জানিয়েছে দেশটি।
এমনকি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শান্তির প্রতীক সাদা পতাকা ওড়ানোর কথাও জানাচ্ছে অনেক গণমাধ্যম। পাকিস্তানের পাল্টা হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেসব নিয়েও তেমন কোন তথ্য দেয়নি নরেন্দ্র মোদির সরকার। তবে ভারত পিছু হাঁটার আভাস দিলেও পাকিস্তানের সেনাবাহিনী যে যে কোন সময় আক্রমণ চালাতে পারে এখন সেই সংখ্যা ঘিরে ধরেছে।

একের পর এক ক্ষে/প/ণা/স্ত্র ছুড়ে কী বার্তা দিচ্ছে পাকিস্তান?বেহেলগামের হামলার রেশ এখনো জম্মু-কাশ্মীরের পাহাড়ি বাতাসে ধ্ব...
06/05/2025

একের পর এক ক্ষে/প/ণা/স্ত্র ছুড়ে কী বার্তা দিচ্ছে পাকিস্তান?

বেহেলগামের হামলার রেশ এখনো জম্মু-কাশ্মীরের পাহাড়ি বাতাসে ধ্বনিত হচ্ছে। 26 টি তাজা প্রাণ নিভে যাওয়ার পর উপত্যকা যেমন শোক সস্তব্ধ তেমনি ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কও পৌঁছেছে উত্তেজনার চুড়ায়। এমন এক অগ্নিগর্ভ মুহূর্তে নিজের সামরিক শক্তির জানান দিতে ফতেহ নামের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল পাকিস্তান। সোমবার দেশের দক্ষিণাঞ্চলে চলমান এক্স সিন্ধু নামের বিশাল সামরিক মহরার অংশ হিসেবে এ পরীক্ষাটি চালায় পাকিস্তান সেনাবাহিনী।
120 কিলোমিটার পাল্লার এই সারফেস টু সারফেস মিসাইলটির উৎক্ষেপণ শুধু প্রযুক্তিগত নয় কূটনৈতিকভাবেও এক স্পষ্ট বার্তা ইসলামাবাদ প্রস্তুত এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য। পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআর জানায় এই ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে উন্নত নেভিগেশন সিস্টেম, টার্মিনাল গাইডেন্স প্রযুক্তি এবং এমন সব বৈশিষ্ট্য যা শত্রুর এন্টিব্যালস্টিক প্রতিরক্ষা ভেদ করতেও সক্ষম। তারা বলেছে এই মহড়া দেশটির সামরিক সক্ষমতা যাচাই করার একটি বড় পরীক্ষা ছিল। এই সফল উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন দেশটির সেনাপ্রধান, জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান এবং শীর্ষ বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকৌশলীরা।
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারী এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উভয় বিজ্ঞানী ও সেনাদের অভিনন্দন জানিয়ে একে জাতির জন্য গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারী জাতিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অবদানে আজ আমরা সুরক্ষিত। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরাসরি সেনাবাহিনীর অপারেশনাল রেডিনেস নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত।
এটি নিছক একটি মহরা নয় বরং এক কূটনৈতিক বার্তা যুদ্ধ বাদলে পাকিস্তান শুধু কথায় নয় কর্ম দিয়েই জবাব দেবে। এর মাত্র দুদিন আগেই পাকিস্তান পরীক্ষা চালায় 450 কিলোমিটার পাল্লার আবদালী ক্ষেপণাস্ত্রের। আর গত বছর মে মাসে পরীক্ষা হয়েছিল ফতেহ টু সিস্টেম। যার পাল্লা ছিল 400 কিলোমিটার।
এসব পরীক্ষার মধ্য দিয়ে দেশটি তার পাল্টা আঘাত হানার সক্ষমতা ক্রমেই আধুনিক ও নির্ভুল করে তুলছে। অন্যদিকে ভারত কড়া সুরে পাকিস্তানকে দায়ী করে আসছে পেহেলগামের হামলার জন্য। যদিও ইসলামাবাদ তা দৃঢ়ভাবে অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। সীমান্তে সেনামোতায়ন বাড়িয়েছে উভয় দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে অপারেশনাল ফ্রিডম দিয়ে দিয়েছেন।
ভারতীয় সেনা ও বিমান বাহিনী সীমান্ত এলাকায় টহল বাড়িয়েছে এবং স্ট্রাটেজিক ইউনিটগুলোর তৎপরতা বেড়েছে। এরই মধ্যে কাশ্মীর সীমান্তে ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে ভারত। ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ পেহেলগাম হামলার তদন্ত জোরদার করেছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের এই সংঘাতের আবহে ফতেহের মতো ক্ষেপণাস্ত্রের গর্জন এক ভয়াবহ ভবিষ্যতের আভাস কি দিচ্ছে? নাকি এটি কেবল প্রতিরক্ষা প্রদর্শনের কৌশল মাত্র? প্রশ্ন রয়ে গেল। কিন্তু উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে।

ভারত এমন সি/দ্ধা/ন্ত কখনোই নেয়নি আগেভারত জুড়ে শুরু হয়ে গেছে যুদ্ধের ক্ষণ গণনা। এরই অংশ হিসেবে ভারত এমন এক নজির বিহীন স...
06/05/2025

ভারত এমন সি/দ্ধা/ন্ত কখনোই নেয়নি আগে

ভারত জুড়ে শুরু হয়ে গেছে যুদ্ধের ক্ষণ গণনা। এরই অংশ হিসেবে ভারত এমন এক নজির বিহীন সিদ্ধান্ত নিয়েছে যা এর আগে কখনোই করেনি দেশটি। দেশটির বেশ কয়েকটি রাজ্যকে মহড়া চালানোর নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্র সরকার। কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে 26 পর্যটকের মৃত্যুর পর পাকিস্তানকে দায়ী করে প্রতিশোধের নেশায় উন্মুক্ত হয়ে উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। দুই দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর 11 দিনের মত গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এছাড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ নিজ দেশের বাহিনীর শক্তি প্রদর্শন করছে দুই দেশী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে বুধবার যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য পাকিস্তান সীমান্তবর্তী কয়েকটি রাজ্যকে মহড়া চালানোর নির্দেশ দেয়া হয়েছে। এনডিটিভি বলছে চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে ভারত সরকারের এই উদ্যোগের তাৎপর্যের গভীরতা অনেক বেশি। এর নেপথ্যে হল সবশেষ দেশটিতে এমন মহড়া হয়েছিল 1971 সালে। সেই সময় দুই ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে পড়েছিল ভারত-পকিস্তান। ভারত জুড়ে সতর্কতা জারি ছিল তখন। সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে কি করণীয় সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে পুলিশ প্রশাসনকে। যেসব প্রস্তুতির কথা বলা হয়েছে এর মধ্যে রয়েছে বিমান হামলার সতর্কতা। সাইরেন বাঁচলে কি করণীয়, বেসামরিক নাগরিক ও শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ। হঠাৎ ব্ল্যাক আউট হলে কিংবা যুদ্ধ পরিস্থিতিতে স্থানান্তরিত হওয়ার প্রয়োজন পড়লে কি করণীয়? এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা ব্যবস্থা নেয়া, মানুষ সরিয়ে নেয়ার পরিকল্পনা হালনাগাত ও অনুশীলন, রাজ্যগুলোর সিভিল ডিফেন্সেরও উদ্ধার কাজ সংক্রান্ত মহড়া। মঙ্গলবার রাতে ভারতের পাঞ্জাবের ফিরোজাবাদের ক্যান্টনমেন্ট এলাকায় আধ ঘন্টার ব্ল্যাকআউট মহড়া হয়েছে। স্থানীয় বিদ্যুৎ বিভাগকে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার অনুরোধ করেছিল সেনা কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, এই মহড়ার উদ্দেশ্য যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্ল্যাকআউট কৌশল প্রয়োগের প্রস্তুতি। কাশ্মীরে হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তান ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। যারা এই ষড়যন্ত্র করেছে বা হামলা চালিয়েছে তারা কল্পনাতীত শাস্তি পাবে বলে হুশিয়ারি দেন নরেন্দ্র মোদি। এরই মধ্যে দেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। কাশ্মীর হামলার বদলা নিতে সশস্ত্র বাহিনীকে পাল্টা আক্রমণের পূর্ণ স্বাধীনতাও দিয়েছেন তিনি। তাই এই নির্দেশনার পরই ভারত পাকিস্তান যুদ্ধ যে আসন্ন সেটির নিশ্চয়তা পাওয়া গিয়েছিল। যদিও ভারতের সব ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত আছে প্রতিবেশী দেশ পাকিস্তানও। এরই মধ্যে অভ্যন্তরীণভাবে যুদ্ধকালীন সকল প্রস্তুতি নিয়ে রাখছে ইসলামাবাদ। দেশ জুড়ে চলছে মহরা।

আবারও বাড়ল সোনার দাম!দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে দুই হা...
06/05/2025

আবারও বাড়ল সোনার দাম!
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে দুই হাজার ৩১০ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৭১ হাজার ২৮৬ টাকায়।

আগামীকাল মঙ্গলবার (৬ এপ্রিল) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

আজ সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বাড়িয়ে এক লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৪০ হাজার ১৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ১৫ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ...৪৪ তম বিসিএসে সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের এবং সাধারণ ক্যাডারের ল...
05/05/2025

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ...

৪৪ তম বিসিএসে সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের এবং সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ সোমবার প্রকাশিত সূচিতে বলা হয়েছে ২০ মে থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (https://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

কেন তিমুর-লেস্তের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছেন ড.ইউনূস, কী লাভ বাংলাদেশের?দিগন্ত বিস্তৃত সাগর আর পাহাড়ে ঘেরা দক্ষিণপূর্ব এশি...
05/05/2025

কেন তিমুর-লেস্তের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছেন ড.ইউনূস, কী লাভ বাংলাদেশের?

দিগন্ত বিস্তৃত সাগর আর পাহাড়ে ঘেরা দক্ষিণপূর্ব এশিয়ার এক অপূর্ব দেশ তিমুর লেস্তে। প্রায় ৪২,০০০ বছর আগে এখানে মানুষের বসবাস শুরু হয়। দীর্ঘদিন পর্তুগিজ উপনিবেশ এবং ইন্দোনেশিয়ার শাসনের পর ২০০২ সালে স্বাধীনতা লাভ করে দেশটি। বর্তমানে এটি একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র।

সম্প্রতি তিমুর লেস্তের প্রেসিডেন্ট ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জোসে রামোস হর্তার বাংলাদেশ সফরের মাধ্যমে দেশটি নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। ভৌগোলিকভাবে এটি পার্বত্য চট্টগ্রামের সমান এবং জনসংখ্যা প্রায় ১৪ লাখ। রাষ্ট্রীয় ভাষা তেতুম, তবে পর্তুগিজ ও ইংরেজির ব্যবহারও প্রচলিত।

তিমুর লেস্তে বাংলাদেশের তৈরি ফার্নিচার ও ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা রয়েছে। সাম্প্রতিক সফরে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়াও চালু হবে দ্বিপাক্ষিক পরামর্শ প্রক্রিয়া।

প্রাকৃতিক সম্পদে ভরপুর তিমুর লেস্তে রপ্তানি করে ক্রুড অয়েল, প্রাকৃতিক গ্যাস, কফি, দারুচিনি ও কোকোয়া। চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, জার্মানি প্রভৃতি দেশের সঙ্গে রয়েছে বাণিজ্যিক সম্পর্ক।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার হলে ব্যবসা-বাণিজ্যের নতুন দিগন্ত খুলে যেতে পারে। এছাড়া, তিমুর লেস্তে যদি আশিয়ান ফোরামে যোগ দেয়, তবে বাংলাদেশ রোহিঙ্গা সংকটে তাদের কূটনৈতিক সহায়তা পেতে পারে।

Address

Badda Dhaka
Dhaka
1217

Telephone

+8801719159465

Website

Alerts

Be the first to know and let us send you an email when Flash Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share