HR Tech 360 Degrees

HR Tech 360 Degrees Income TAX | Vacancy Announcement |Payroll Management | PEO | Expat Management | HR Branding | Digital HR Transfor

HR Tech 360 Degrees thrives to be the most entrusted HR management service provider for recruitment service, TAX Management, payroll Service, PEO, EOR, Expat Management, Tax Management, HR skill development & strategic planning. Our services are designed to assist your core business operations through professional partnerships and state-of-the-art Business Process Outsourcing (BPO) solutions.

24/07/2025



Position: Executive / Sr. Executive – Compliance

Job Location: Gorgoria Master Bari, Sreepur, Gazipur.

Educational Requirements: Bachelor’s or Master’s degree from a reputed university.

Experience:
- 3 years of relevant Compliance experience.
-
Compensation and Benefits: As per company

Policy
- Salary: Depends on experience
-
Deadline: 01 August 2025
Please send your cv Below mentioned mail id Mail: [email protected]

📢 TIN থাকলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক — কঠোর হতে যাচ্ছে এনবিআর!জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ১৪ জুলাই ২০২৫ তারিখে আয়কর বিভাগে...
19/07/2025

📢 TIN থাকলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক — কঠোর হতে যাচ্ছে এনবিআর!
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ১৪ জুলাই ২০২৫ তারিখে আয়কর বিভাগের রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনার সভায় জানায়—

🔴 যাদের TIN আছে কিন্তু রিটার্ন দাখিল করেননি, তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

📊 পরিসংখ্যান বলছে:—
▪️ প্রায় ৭২ লাখ রিটার্ন দাখিলই করেননি!
▪️ আবার ৩০ লাখের বেশি রিটার্ন ছিল জিরো ট্যাক্স! (কর দেয়নি কেউ)

📌 NBR জানিয়েছে: এখন থেকে রিটার্ন না দেওয়া করদাতাদের শুরু হবে জবাবদিহির প্রক্রিয়া।

যদি রিটার্ন দাখিল না করেন, তাহলে যা হতে পারে:
✅ আয়কর আইন ২০২৩ অনুযায়ী—
▪️ রিটার্ন দাখিল না করলে করলে জরিমানা ও সুদ ধার্য হতে পারে
▪️ TIN স্থগিত বা বাতিল হতে পারে
▪️ ব্যাংক লোন, ট্রেড লাইসেন্স, বিদেশ ভ্রমণ, গাড়ি রেজিস্ট্রেশন—এসব সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন
▪️ প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে

🎯 ২০২৫-২৬ অর্থবছরে NBR-এর রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে সব TIN ধারীকে রিটার্ন দাখিলের আওতায় আনা হবে।

📢 তাই দয়া করে—
যদি আপনার TIN থাকে, আর এখনও রিটার্ন দাখিল না করে থাকেন—এখনই করুন! না হলে পড়তে পারেন বড় ঝামেলায়!

🔁 পোস্টটি শেয়ার করে আপনার বন্ধু, আত্মীয়, সহকর্মীদের সচেতন করুন।

08/07/2025
06/07/2025



: Jr. Calibration Technician / Engineer
• Education Qualification: Diploma or B.Sc. in Mechanical, Electrical, or Instrumentation Engineering
• Skill: Basic knowledge of calibration and measuring tools, technical documentation, good communication skills, etc.
• Computer Skill: MS office, Adobe illustrator, Photoshop etc.
• Experience: 0–2 years (Freshers can apply)

:
1. Perform machine and equipment calibration at various client factory locations.
2. Collect readings from machines and accurately record data as per calibration procedures.
3. Conduct calibrations in compliance with international and local standards (ISO, BSTI, etc.).
4. Prepare and submit calibration certificates.
5. Report any technical issues or abnormalities identified during calibration to the relevant team.
6. Visit client sites from the office and update relevant reports and files after returning.
7. Maintain and manage calibration instruments (tools, gauges, meters) properly.

Company: Leading Machine Calibration Firm
• Job Location: Ashkona, Airport, Uttara, Dhaka-1230
• Field Work: Yes – Onsite visits required
• Salary: Negotiable

📧 Send your CV to: [email protected] within 13/07/2025

📌 Please mention your position as “Jr. Calibration Technician / Engineer” in the subject line of your email.

📝 Note:
Based on performance, there is a potential for career advancement and long-term employment.

*SOJ: Whatsapp_Group

06/07/2025

শ্রম আইন ২০০৬ অনুসারে, যে প্রতিষ্ঠানে ৫০০ জন বা তার বেশি শ্রমিক নিযুক্ত আছেন, সেই প্রতিষ্ঠানের মালিককে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে একজন কল্যাণ কর্মকর্তা নিয়োগ করতে হবে। যদি শ্রমিকের সংখ্যা ২০০০ এর বেশি হয়, তবে প্রতি ২০০০ শ্রমিকের জন্য অতিরিক্ত একজন করে কল্যাণ কর্মকর্তা নিয়োগ করতে হবে।

অর্থাৎ,
যদি শ্রমিকের সংখ্যা ৫০০-১৯৯৯ জন হয়, তাহলে ১ জন কল্যাণ কর্মকর্তা নিয়োগ করতে হবে।
যদি শ্রমিকের সংখ্যা ২০০০-৩৯৯৯ জন হয়, তাহলে ২ জন কল্যাণ কর্মকর্তা নিয়োগ করতে হবে।
যদি শ্রমিকের সংখ্যা ৪০০০-৫৯৯৯ জন হয়, তাহলে ৩ জন কল্যাণ কর্মকর্তা নিয়োগ করতে হবে।
এভাবে, শ্রমিকের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কল্যাণ কর্মকর্তার সংখ্যাও বৃদ্ধি পাবে।

01/07/2025

at ZAS Corporation Ltd.

: Executive / Sr. Executive – HR & Admin
: Bangla Motor, Dhaka
Salary: BDT 30,000 – 35,000

:
• Manage and process employee compensation and benefits, including payroll, leave, and other entitlements.
• Assist in coordinating and executing performance appraisal processes.
• Maintain accurate employee records and support daily HR operations, including onboarding, offboarding, and attendance tracking.
• Prepare and maintain various HR reports such as attrition report, manpower status, leave summary, headcount analysis, and salary movement report.
• Ensure smooth ex*****on of administrative functions including office maintenance, logistics, and supply management.
• Assist in managing compliance and legal issues in coordination with relevant internal and external stakeholders.
• Stay current on labor laws and HR best practices.

:
• Bachelor’s or Master’s degree in HRM, Business Administration, or a related field.
• 2–5 years of relevant experience in HR & Administration.
• Strong understanding of HR operations, compensation & benefits, and performance management.
• Proven experience in preparing and analyzing HR reports.
• Advanced proficiency in Microsoft Excel is mandatory.
• Strong communication and interpersonal skills.
• Experience with HRIS or HR software will be an added advantage.

:
Interested candidates are invited to send their updated CV to:
📧 [email protected]
🗓 Application Deadline: July 15, 2025
Only shortlisted candidates will be contacted.

29/06/2025

বিষয়: আয়কর আইন অনুযায়ী শূন্য রিটার্ন (Zero Tax Return) দাখিল কি এবং এই প্রসঙ্গে কিছু কথা।

একজন স্বাভাবিক ব্যক্তি করদাতার প্রথম ট্যাক্স রিটার্ন (First Tax Return) অথবা শূন্য ট্যাক্স রিটার্ন (Zero Tax Return) দাখিল করার সময় আইন অনুযায়ী রিটার্ন দাখিল করার সময় সকল হিসাব নিকাশ করার পর যদি ট্যাক্স আসে তাহলেই শুধুমাত্র সরকারকে ট্যাক্স দিতে হবে। আর যদি আইন অনুযায়ী রিটার্ন দাখিল করার সময় ট্যাক্স না আসে তাহলে সরকারকে ট্যাক্স দিতে হবে না, আর এই বিষয়টাকেই আমরা শূন্য ট্যাক্স রিটার্ন (Zero Tax Return) বলি।

কিন্তুু (Zero Tax Return) দিতে গিয়ে নিচের উল্লেখিত বিষয় গুলোর যদি কোনোটা একজন করদাতার থাকে তাহলে সঠিক ভাবে রিটার্নে দেখাতে হবে, এই তথ্য গুলো দেখাতে কখনো ভুল করা যাবেনা।

১, করদাতার নামে যদি কোনো জমি থাকে ( কৃষি ও অকৃষি জমি) অথবা বাড়ি, ফ্লাট ইত্যাদি থাকে তা অবশ্যই আয়কর রিটার্ন এ দেখাতে হবে। (অনেকেই বলবে জমি / ফ্লাট দেখালে, Tax দিতে হবে, তাই না দেখানো ভালো হবে, তাদের কথাশুনা যাবেনা, আপনারা অবশ্যই জমি / ফ্লাট রিটার্ন এ দেখাবেন)।

২, করদাতার নামে যদি কোনো মোটর গাড়ি থাকে তাহলে দেখাতে হবে। মোটর যান (রেজিস্ট্রেশন খরচসহ ক্রয়মূল্য) মোটর যানের প্রকৃতি ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে)

৩, করদাতার নামে যদি কোনো (Bank Account) ব্যাংক একাউন্ট থাকে, সঞ্চয়ী/মেয়াদি আমানত। ( যতগুলো ব্যাংক একাউন্ট থাকবে সব ব্যাংক একাউন্ট দেখাতে হবে)। (ব্যাংক একাউন্টে অন্য কারো টাকা আদান প্রদান করা যাবেনা, যদি আদান প্রদান করেন অন্যের টাকা তাহলে উপযুক্ত প্রমান সাথে রাখবেন।)

৪, ব্যাংক ঋণের মাধ্যমে যদি কোন কিছু করা হয় তাহলে ব্যাংক ঋণ দেখাতে হবে। আমরা অনেক সময় রিটার্ন এ কোনো জমি দেখাইনা কিন্তুু ঐ জমির উপর বিল্ডিং করার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে থাকি আর আমাদের তখনই মনে হয় রিটার্ন এ জমি না প্রদর্শন করে ভুল করেছি তাই প্রথম রিটার্ন এ সকল সঠিক তথ্য প্রদর্শন করা খুবই গুরুত্বপূর্ণ।

৫, শেয়ার/ডিবেঞ্চার/বন্ড/সিকিউরিজ /ইউনিট সার্টিফিকেট।

৬, সঞ্চয়পত্র/ডিপোজিট পেনশন স্কিম।

৭, ঋণ প্রদান ( অন্যকে ঋন দিলে, ঋণ গ্রহণকারীর নাম ও NID এনআইডি উল্লেখ করুন)

৮, প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য ফান্ড (যদি থাকে)

৯, অলংকারাদি (পরিমাণ উল্লেখ করুন), আসবাবপত্র ও ইলেক্ট্রনিক সামগ্রী।

১০, অন্যান্য পরিসম্পদ ( অনেকের কিছু গরু, মহিষ ইত্যাদি) থাকে এগুলো ও রিটার্ন এ অন্যান্য পরিসম্পদ এ দেখতে হয়।

একটি বিষয় মনে রাখবেন জাতীয় রাজস্ব বোর্ড ধীরে ধীরে দ্রুতগতিতে ডিজিটাল প্লাটফর্মে প্রবেশ করছে। সে ক্ষেত্রে সম্পদ গোপন রাখার সুযোগ একেবারে সীমিত হয়ে আসছে।

সম্পদ গোপন করে Zero Tax Return দিয়ে ভবিষ্যতে যেন আইনগত জটিলতায় না পড়ে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। এইসব ক্ষেত্রে একজন ভাল পরামর্শকের পরামর্শ নিয়ে, আপনি আপনার ও প্রতিষ্ঠানের Income Tax রিটার্ন দাখিল করার চেষ্টা করবেন।

সব সময় মনে রাখবেন ইনকাম ট্যাক্স রিটার্ন আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দলিল। খুব বেশি কমপ্লেক্স না হলে আপনি নিজেই আপনার রিটার্ন দাখিল করতে পারবেন। কোনভাবেই কম্পিউটার দোকান কিংবা একজন অপেশাদার লোকের খপ্পরে পড়ে, কখনো ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করবেন না।

প্রয়োজনে একজন পেশাদার আয়কর পরামর্শকের সাহায্য নিয়ে, আইনি প্রক্রিয়ায় করের দায় কমিয়ে, যথাযথভাবে রিটার্ন সাবমিট করার পরামর্শ রইলো।

সংকলনে,
PS Consultancy Service
েতনতায়_জরুরি_বার্তা

📢  েতনতায়_জরুরি_বার্তা:  #১০০%_বৈধ_উপায়ে  #৪০% -  #৭৫% পর্যন্ত ট্যাক্স কমানোর কৌশল। ✅ আপনি কি জানেন, রিবেট / কর ছাড়  পে...
28/06/2025

📢 েতনতায়_জরুরি_বার্তা:

#১০০%_বৈধ_উপায়ে #৪০% - #৭৫% পর্যন্ত ট্যাক্স কমানোর কৌশল।
✅ আপনি কি জানেন, রিবেট / কর ছাড় পেতে কিভাবে কোথায় বিনিয়োগ করতে হয়?

২০২৫-২৬ করবৎসরের আয়কর রিটার্নে কর ছাড় (Rebate) পেতে হলে ুন_২০২৫ এর মধ্যে অনুমোদিত খাতে বিনিয়োগ করতে হবে।

💰 কত টাকা বিনিয়োগ করবেন?
আপনার মোট করযোগ্য আয়ের উপর নির্ভর করে বিনিয়োগের পরিমাণ নির্ধারণ হয়:

🔹 করযোগ্য আয়ের #২০% পর্যন্ত বিনিয়োগ করলে আপনি #১৫% পর্যন্ত কর রেয়াত (Rebate) পেতে পারেন।

📌 উদাহরণ:
করযোগ্য আয় = ২০ লাখ টাকার ২০% = ৪ লাখ টাকা (বিনিয়োগ)
কর রেয়াত = ১৫% × ৪ লাখ = ৬০,০০০ টাকা (সর্বোচ্চ রেয়াত)

📌 #অনুমোদিত_বিনিয়োগের_খাত:
আয়কর নির্দেশিকা অনুসারে একজন করদাতার বিনিয়োগ ও দানের খাতগুলো হল:-
1. জীবন বীমার প্রিমিয়াম (নিজের & পরিবারের জন্য)
2. সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা
3. স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা
4. কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা
5. সুপার এনুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা
6. তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের DPS বার্ষিক সর্বোচ্চ 120K
7. যেকোনো সিকিউরিটিজ ক্রয়ে সর্বোচ্চ 5,00,000
8. বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, স্টক, মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ
9. বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রেজারি বন্ডে বিনিয়োগ
10. যাকাত তহবিলে দান
11. রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান
12. প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে
13. মুক্তিযুদ্ধ জাদুঘর
14. মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠান
15. সরকার অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষাপ্রতিষ্ঠান
16. এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে দান

#তবে_এরমধ্যে_সবচেয়ে_প্রচলিত_পাঁচটি_বিনিয়োগ_খাত_হল:
#জীবন_বীমা, #ডিপিএস, #সঞ্চয়পত্র, #প্রভিডেন্ট_ফান্ড, #শেয়ার ও ট্রেজারি বন্ড

⏰ সময় অল্প!

ুনের পর বিনিয়োগ করলে এই করবছরে রিবেট পাবেন না।

✅বিস্তারিত পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন, পরামর্শ দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।

#আয়কর #ট্যাক্স #রিটার্ন #রিটার্ন #আয়কর #ট্যাক্স #ট্যাক্স_রিটার্ন_২০২৫ #আয়কর_রিটার্ন

 # # ব্যক্তি করদাতারা এক লাখ টাকার ওপর ৫ শতাংশ করহার ২০২৫-২৬ করবর্ষে আরোপ করার সুযোগ পাবেন। # # ২০২৬-২৭ করবর্ষ থেকে এই এ...
28/06/2025

# # ব্যক্তি করদাতারা এক লাখ টাকার ওপর ৫ শতাংশ করহার ২০২৫-২৬ করবর্ষে আরোপ করার সুযোগ পাবেন।

# # ২০২৬-২৭ করবর্ষ থেকে এই এক লাখ টাকার ওপর ৫ শতাংশের এই হার আর থাকবে না।

সম্মানিত করদাতা, 𝐓𝐈𝐍 (𝐓𝐚𝐱 𝐈𝐝𝐞𝐧𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐍𝐮𝐦𝐛𝐞𝐫) থাকলে আয়কর রিটার্ন জমা দেওয়া আবশ্যক। কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা যিনি পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেননি, তার জন্য ৩০ জুন ২০২৫, ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময়, তাই জরিমানা ও আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেই।

✅আমরা ব্যক্তি শ্রেণির ট্যাক্স রিটার্ন প্রস্তুত করে থাকি:

রিটার্ন বিশেষজ্ঞদের পরামর্শ নেয়ার জন্য, আজই আমাদের সাথে যোগাযোগ করুনঃ 01886-658314 (WhatsApp)

#আয়কর #ট্যাক্স #রিটার্ন #রিটার্ন #আয়কর #ট্যাক্স #ট্যাক্স_রিটার্ন_২০২৫ োল্ডার #আয়কর_রিটার্ন

নতুন হিজরি বর্ষ আমাদের সবার জীবনে বয়ে আনুক শান্তি, কল্যাণ, সমৃদ্ধি এবং মুক্তির আলো। এই নতুন বছরের সূচনায় মহান আল্লাহর ক...
27/06/2025

নতুন হিজরি বর্ষ আমাদের সবার জীবনে বয়ে আনুক শান্তি, কল্যাণ, সমৃদ্ধি এবং মুক্তির আলো।

এই নতুন বছরের সূচনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা— তিনি যেন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করেন, তাঁর সন্তুষ্টি অর্জনের তওফিক দেন, এবং আমাদের জীবনকে করেন আরো বরকতময় ও অর্থবহ।

আসুন, এই হিজরি নববর্ষে আমরা নিজেদের আত্মশুদ্ধির দিকে মনোযোগ দিই এবং আল্লাহর পথ অনুসরণ করে এক সুন্দর ও পূর্ণাঙ্গ জীবনের দিকে অগ্রসর হই।

সকলকে হিজরি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

Address

Dhaka

Telephone

+8801932274038

Website

https://www.linkedin.com/company/hrtech360degrees/

Alerts

Be the first to know and let us send you an email when HR Tech 360 Degrees posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HR Tech 360 Degrees:

Share