
30/06/2025
💸💸💸প্রতিযোগিতা💸💸💸
আমার পেইজ Eshyka’s ifood Channel তে একটিভ থাকা ফলোয়ার্স দের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। যারা পেইজে বেশি একটিভ থাকবেন, সব পোস্টে লা’ইক ক’মেন্ট করবেন এবং সব পোস্ট বিভিন্ন গ্রুপ, নিজের আইডিতে অথবা আত্মীয় স্বজন/ বন্ধুদের সাথে শে’য়ার করবেন তাদের দেওয়া হবে আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার।
প্রতিযোগিতার নিয়মাবলী🔻
🔸পেইজের সব পোস্টে লাই’ক ও কমে’ন্ট করতে হবে।
🔸পেইজের সব পোস্ট শেয়া’র করতে হবে।
🔸 পেইজের টপ ফ্যান হতে হবে।
🔸 পেইজের মধ্যে গেলে দেখা যায় কতজন আপু পেইজে কেমন এক্টিভ থাকেন। ফেসবুক থেকে তাদের এনগেজমেন্ট পয়েন্ট দেওয়া হয়।
🔸যেই তিনজন সবচেয়ে বেশি লা’ইক, ক’মেন্ট ও শে’য়ার করবেন এবং যাদের পয়েন্ট সবচেয়ে বেশি হবে তাদের দেওয়া হবে আকর্ষণীয় পুরষ্কার।
🔸সময় জুলাই মাসের ১০ তারিখ পর্যন্ত। জুলাই মাসের ১১ তারিখ বিজয়ী ঘোষণা করা হবে।
- Chef Eshyka 💖