
14/05/2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন নিজেদের ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ লং মার্চে অংশ নিচ্ছিলেন, তখন তাদের মুখ বন্ধ করতে ব্যবহৃত হলো লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও নিপীড়ন। শিক্ষার্থীদের কণ্ঠরোধ করতে এমন বর্বরতা দেখে আমরা হতবাক। প্রশ্ন জাগে ,এই কি আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের চেহারা? যেখানে প্রশ্ন করলেই জবাব হয় লাঠি দিয়ে? যেখানে ন্যায্য দাবি তুললেই নেমে আসে টিয়ার গ্যাসের ধোঁয়া?
শিক্ষার্থীরা রাষ্ট্রের ভবিষ্যৎ, তাদের এইভাবে দমন নয়,সম্মানের সঙ্গে কথা বলার অধিকার আছে। আজকের এই ঘটনা শুধু একটি বিশ্ববিদ্যালয়ের না, এটি পুরো দেশের তরুণ সমাজের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিচ্ছবি।
আমরা এই নিপীড়নের তীব্র নিন্দা জানাই এবং দাবি করি জবির শিক্ষার্থীদের উপর এই অনাকাঙ্ক্ষিত হামলার সঠিক তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত হোক।