
03/08/2025
ভাইরে ভাই পৃথিবীতে কি এলিয়েন ধরা পরল নাকি সুপারস্টার শাকিব খানের হাতে কি এলিয়েন? আমার questions টা এখানেই? Megha star Shakib Khan হওয়ার আগে তার একটা পরিচয় আছে সে একজন ফ্যামিলিয়ার পারসন, তার একটা ব্যক্তিগত পরিবার আছে, তার সন্তানদের সাথে সে ঘুরতে যেতেই পারে, তার সন্তানদের মায়ের সাথে সে সময় কাটাতেই পারে এটা নিয়ে এত মাতামাতি, সবার ঘুম হওয়া হারাম হওয়ার তো কিছু নাই, এসব ফাইজলামি মূলক পোস্ট না করে, সে ভালো ভালো কাজ করতেছে সেই দিকে appreciate করুন, Bubly তার সাথে কি করল কই ঘুরতে গেল, Apu Biswas এর সাথে কই গেল এই বুঝি সংসার করল? বাজে নিউজ না দিয়ে, ভালো ভালো কাজ নিয়ে কথা বলেন। শাকিব খান কোন এলিয়েন নিয়ে হাটতেছে না, তার সন্তানকে নিয়ে হাটতেছে। বাবা সন্তানকে নিয়ে হাঁটবে এটাই স্বাভাবিক। গ্রুপে সময় দিবে। এসব করা বাদ দিন।