16/09/2025
একসময় এই ছয়টি মেয়েকে নিয়ে তার দুশ্চিন্তার শেষ ছিল না। সমাজের ক*টু কথা, অ*ভা*বে*র য*ন্ত্র*ণা আর মেয়েদের নি*রা*প*ত্তা নিয়ে ভ*য়—সবকিছু মিলে জীবনটা দু*র্বি*ষ*হ হয়ে উঠেছিল। পাড়া-প্রতিবেশীরা বলতো, "তোমার তো ছেলেই নেই, এই ছয় মেয়ে দিয়ে কী করবে?" এমন হাজারো কথায় জ*র্জ*রি*ত হয়েও তিনি আল্লাহর উপর ভরসা হারাননি।
সেই কঠিন সময় পেছনে ফেলে খোরশেদ আলম আজ এক সফল ও সুখী মানুষ। তার সংসারে ফিরেছে সচ্ছলতা, আর তার বাড়িটা যেন পরিণত হয়েছে এক বেহেশতের বাগানে। ছয়টি মেয়ে একসাথে স্কুলে যায়, একসাথে পড়ালেখা করে, তাদের কলকাকলিতে মুখর থাকে পুরো বাড়ি।
শুধু পরিবারেই নয়, তার সততার ছোঁয়া লেগেছে ব্যবসাতেও। ক্রেতারা বলেন, খোরশেদ ভাই দামে কম রাখেন এবং মাপেও একদম সঠিক দেন। তার এই সততার কারণে দোকানে বিক্রি বেড়েছে বহুগুণ। বাজারে গেলে মানুষ এখন তার কাছ থেকেই সবজি কিনতে ভালোবাসে।
একসময় যিনি মেয়েদের ভবিষ্যৎ নিয়ে দি*শা*হা*রা ছিলেন, আজ তিনিই তার ছয়টি 'রহমত'-কে নিয়ে পরম শান্তিতে আছেন। খোরশেদ আলমের এই গল্প আমাদের শিখিয়ে দেয়—সন্তান, সে ছেলে হোক বা মেয়ে, বোঝা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আসা শ্রেষ্ঠ আশীর্বাদ। তার এই ঘুরে দাঁড়ানোর সংগ্রাম হাজারো মানুষের জন্য অনুপ্রেরণা। 🌹
সবজি বিক্রেতা খোরশেদ আলম, যার পরিচয় এখন ছয় কন্যা সন্তানের গর্বিত বাবা হিসেবে।
✍️Adiba Sultana ema✨