Adiba Sultana Ema

Adiba Sultana Ema ❤️

একসময় এই ছয়টি মেয়েকে নিয়ে তার দুশ্চিন্তার শেষ ছিল না। সমাজের ক*টু কথা, অ*ভা*বে*র য*ন্ত্র*ণা আর মেয়েদের নি*রা*প*ত্তা...
16/09/2025

একসময় এই ছয়টি মেয়েকে নিয়ে তার দুশ্চিন্তার শেষ ছিল না। সমাজের ক*টু কথা, অ*ভা*বে*র য*ন্ত্র*ণা আর মেয়েদের নি*রা*প*ত্তা নিয়ে ভ*য়—সবকিছু মিলে জীবনটা দু*র্বি*ষ*হ হয়ে উঠেছিল। পাড়া-প্রতিবেশীরা বলতো, "তোমার তো ছেলেই নেই, এই ছয় মেয়ে দিয়ে কী করবে?" এমন হাজারো কথায় জ*র্জ*রি*ত হয়েও তিনি আল্লাহর উপর ভরসা হারাননি।

সেই কঠিন সময় পেছনে ফেলে খোরশেদ আলম আজ এক সফল ও সুখী মানুষ। তার সংসারে ফিরেছে সচ্ছলতা, আর তার বাড়িটা যেন পরিণত হয়েছে এক বেহেশতের বাগানে। ছয়টি মেয়ে একসাথে স্কুলে যায়, একসাথে পড়ালেখা করে, তাদের কলকাকলিতে মুখর থাকে পুরো বাড়ি।

শুধু পরিবারেই নয়, তার সততার ছোঁয়া লেগেছে ব্যবসাতেও। ক্রেতারা বলেন, খোরশেদ ভাই দামে কম রাখেন এবং মাপেও একদম সঠিক দেন। তার এই সততার কারণে দোকানে বিক্রি বেড়েছে বহুগুণ। বাজারে গেলে মানুষ এখন তার কাছ থেকেই সবজি কিনতে ভালোবাসে।

একসময় যিনি মেয়েদের ভবিষ্যৎ নিয়ে দি*শা*হা*রা ছিলেন, আজ তিনিই তার ছয়টি 'রহমত'-কে নিয়ে পরম শান্তিতে আছেন। খোরশেদ আলমের এই গল্প আমাদের শিখিয়ে দেয়—সন্তান, সে ছেলে হোক বা মেয়ে, বোঝা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আসা শ্রেষ্ঠ আশীর্বাদ। তার এই ঘুরে দাঁড়ানোর সংগ্রাম হাজারো মানুষের জন্য অনুপ্রেরণা। 🌹

সবজি বিক্রেতা খোরশেদ আলম, যার পরিচয় এখন ছয় কন্যা সন্তানের গর্বিত বাবা হিসেবে।

✍️Adiba Sultana ema✨

16/09/2025

যে কথাগুলো শুনলে জীবনের অনেক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে....

ছবিতে হাসিমুখগুলো দেখছেন? ৬৮ বছর বয়সী রমিজ উদ্দিন, ১০ লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করলেন ১৮ বছরের রেশমাকে। অবাক করা বিষয় ...
16/09/2025

ছবিতে হাসিমুখগুলো দেখছেন? ৬৮ বছর বয়সী রমিজ উদ্দিন, ১০ লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করলেন ১৮ বছরের রেশমাকে। অবাক করা বিষয় হলো, এই বিয়েতে পূর্ণ স*ম্ম*তি ছিল বরের প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে এমনকি নাতিদেরও। সবাই একসাথে বাবার বিয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন।

কিন্তু এই হাসির আড়ালে লু*কি*য়ে আছে এক তরুণীর নি*রু*পা*য়*তা*র গল্প। রেশমার পরিবার যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার সামর্থ্য রাখতো না। যারাই তাকে পাত্রী হিসেবে দেখতে আসতো, মোটা অংকের যৌ*তু*ক দাবি করতো। অন্যদিকে, রমিজ উদ্দিন কোনো যৌ*তু*ক চাননি, বরং ইসলামী বিধান মেনে ১০ লক্ষ টাকা দেনমোহর পরিশোধ করে রেশমার সম্মান রক্ষা করেছেন।

বৃ*দ্ধ বাবার মেয়ের কথাটি একবার ভাবুন, "মেয়েটি আমার চেয়ে মাত্র দুই বছরের বড়, আর আজ সে আমার মা।" এই একটি বাক্যই যেন সমাজের কঠিন বাস্তবতাকে তুলে ধরে।

রেশমার মনের ইচ্ছা, তার পছন্দ, তার স্বপ্ন—সবকিছু ব*লি*দা*ন হয়ে গেল 'যৌতুক' নামক এক শব্দের কাছে। এই ঘটনা শুধু একটি বিয়ের খবর নয়, এটি আমাদের সমাজের প্রতি একটি আয়না। আর কত রেশমার জীবন এভাবে ন*ষ্ট হবে? যৌ*তু*ক প্রথাকে 'না' বলার সময় কি এখনো আসেনি?

আপনার মতামত কী?

✍️Adiba Sultana ema✨

#যৌতুক_প্রথা_বন্ধ_করুন

ai এর যুগে আমার এ অতি সাধারন ছবি কি চলবে??
16/09/2025

ai এর যুগে আমার এ অতি সাধারন ছবি কি চলবে??

ছবিতে যে মেয়েটিকে দেখছেন, তার নাম লিতুন জেরা। জন্ম থেকেই তার দুটি হাত ও দুটি পা নেই। কিন্তু বিধাতার দেওয়া এই অপূর্ণতাকে ...
16/09/2025

ছবিতে যে মেয়েটিকে দেখছেন, তার নাম লিতুন জেরা। জন্ম থেকেই তার দুটি হাত ও দুটি পা নেই। কিন্তু বিধাতার দেওয়া এই অপূর্ণতাকে সে কখনো নিজের চলার পথের বা*ধা হতে দেয়নি।

ডান বাহুর মাথা আর চোয়ালের সামান্য আশ্রয়ে একটি কলমকে সঙ্গী করে সে লিখে গেছে জীবনের জয়গান। এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে GPA-5 অর্জন করে লিতুন শুধু তার পরিবারকে নয়, পুরো দেশকে গর্বিত করেছে।

এই অবিশ্বাস্য যাত্রার পেছনে রয়েছে এক ল*ড়া*কু পরিবার, যারা সমাজের নানা ক*টূ*ক্তি উ*পে*ক্ষা করে মেয়ের স্বপ্নকে নিজেদের স্বপ্ন বানিয়েছেন। লিতুনের স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করার। যে নিজে জীবনের প্রতিটি মুহূর্তে ল*ড়া*ই করে বেঁচে আছে, তার চেয়ে বড় চিকিৎসক আর কে হতে পারে?

লিতুনের এই গল্প শুধু একটি সাফল্যের কাহিনী নয়, এ হলো হার না মানা এক জীবনের প্রতিচ্ছবি। আমাদের অজস্র অভিযোগ আর হ*তা*শা*র ভিড়ে লিতুন এক উজ্জ্বল বা*তি*ঘ*র। সে আমাদের শিখিয়ে দিল, সত্যিকারের প্রতিবন্ধকতা শরীরে নয়, মনে।

আসুন, আমরা এই অদম্য মেধাবীকে জানাই অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা। তার আগামীর পথচলা হোক আরও মসৃণ ও সফল। ❤️

✍️Adiba Sultana ema✨

"আপনার কোনো অ*প*রা*ধ নেই, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না।"—এই কয়েকটি শব্দই একটা সৎ ছেলের জীবনটাকে এলোমেলো করে দেওয়...
16/09/2025

"আপনার কোনো অ*প*রা*ধ নেই, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না।"—এই কয়েকটি শব্দই একটা সৎ ছেলের জীবনটাকে এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।

বুকের ভেতরটা যখন ভে*ঙে চু*র**মা*র হয়ে যায়, তখনো সমাজ বলে—"পুরুষ মানুষ, শক্ত হও!" কিন্তু সেই ভা*ঙা হৃদয়ের র*ক্ত*ক্ষ*র*ণ কে দেখে?

এক সৎ, ধার্মিক ছেলের গল্প, যে তার জীবনের সব পবিত্র ভালোবাসা জমিয়ে রেখেছিল শুধুমাত্র তার স্ত্রীর জন্য। কোনোদিন বিয়ের আগে কোনো নারীর দিকে ফিরেও তাকায়নি সে। কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস! বিয়ের পরেই সে জানতে পারে, তার স্ত্রী দীর্ঘদিনের সম্পর্কে আ*ব*দ্ধ অন্য কারো সাথে।

বাসর রাত থেকেই শুরু হয় স্ত্রীর অ*স্বাভাবিক আচরণ আর কা*ন্না। তিনদিন পর সে জানায়, সে তার চাচাতো ভাই ছাড়া আর কাউকে স্বামী হিসেবে মানতে পারবে না। ছেলেটা যেন জী*ব*ন্ত পা*থ*র হয়ে যায়! কী বলবে সে পরিবারকে? সমাজকে?

নিজের অজান্তেই ভালোবেসে ফেলা স্ত্রীকে সে অনেক বোঝানোর চেষ্টা করে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। একদিন বেড়াতে যাওয়ার নাম করে স্ত্রী প্রেমিকের সাথে দেখা করে, আর কিছুদিন পর পাঠিয়ে দেয় ডি*ভো*র্স লেটার।

মেয়েটির বাবা আজ কেঁ*দে ক্ষমা চান এই ছেলেটির কাছে। তিনি বলেন, "তোমার মতো এত সুন্দর, ভদ্র স্বামী পেয়েও আমার মেয়েটা ভুল করলো!"

আর সেই ছেলেটা? সে হয়তো বাইরে থেকে স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে তার পৃথিবীটা ভে*ঙে গেছে। যার জন্য সে নিজেকে পবিত্র রেখেছিল, সেই মানুষটিই তাকে সমাজের চোখে ছোট করে দিয়ে গেল। আজ হয়তো তার প্রাক্তন স্ত্রী নতুন করে ঘর বাঁধছে, আর সে? তার দীর্ঘশ্বাসে বাতাসও যেন ভারী হয়ে ওঠে।

সব ভালো আর সৎ ছেলেদের ভাগ্যেই কি এমন প্রতারণা লেখা থাকে? 💔

✍️Adiba Sultana ema✨

শহরের কোলাহলে এক সাধারণ রিকশাচালক ছেলে। তবে সে আর দশজনের মতো নয়। তার রিকশার চাকা যেমন ঘোরে, তেমনি তার কণ্ঠ দিয়ে অবিরাম ঝ...
15/09/2025

শহরের কোলাহলে এক সাধারণ রিকশাচালক ছেলে। তবে সে আর দশজনের মতো নয়। তার রিকশার চাকা যেমন ঘোরে, তেমনি তার কণ্ঠ দিয়ে অবিরাম ঝ*রে পড়ে পবিত্র কোরআনের আয়াত। কখনও মধুর তেলাওয়াত, কখনও হাদিসের বাণী, আবার কখনও বা আয়াতের সরল অর্থ—একমনে সে বলেই চলে।

পথচারী ও যাত্রীরা তার এই স্ব*র্গী*য় তেলাওয়াতে মু*গ্ধ হয়। কিন্তু তার এই কাজের পেছনে রয়েছে এক গভীর আ*র্তি।

রাতের আঁধারে তার রিকশায় যাত্রী হয় কত বিপদগামী, নে*শা*গ্র*স্ত মানুষ। বে*সা*মা*ল তরুণ-তরুণীদের দেখে ছেলেটির মন ব্য*থা*য় ভরে ওঠে। সে ভাবে, এই মানুষগুলো যদি আলোর পথ খুঁজে পেত! সেই আশা নিয়েই সে আরও জোরে তেলাওয়াত করে। তার বিশ্বাস, এই ঐ*শী বাণী যদি একটিবারের জন্যও কারো হৃদয়ে আ*ঘা*ত করতে পারে, যদি কারো মন হে*দা*য়ে*তে*র দিকে ঝুঁ*কে যায়!

একদিন রাতে এক অ*দ্ভু*ত দৃশ্য। একটি ম*দে*র বা*রে*র* সামনে থেকে বোরকা পরা এক তরুণী এ*লো*মে*লো পায়ে বেরিয়ে এলো। তার কাছে কোনো টাকা ছিল না। তবুও ছেলেটি তাকে ফিরিয়ে দিল না। মেয়েটিকে রিকশায় তুলে নিল। সারা রাস্তা তার কণ্ঠের কোরআনের সুর যেন রাতের নি*স্ত*ব্ধ*তা ভে*ঙে মেয়েটির আ*ত্মা*কে ছুঁয়ে যাচ্ছিল।

গন্তব্যে পৌঁছে মেয়েটি ভেজা চোখে, বিনয়ের সাথে বললো, "ভাই, আপনার তেলাওয়াত এত সুন্দর! আমার খুব ভালো লেগেছে, চোখ ভিজে গেল!"

ছেলেটি তখন খুব নরম সুরে বললো, "বোন, আপনি কেন ঐসব নি*ষি*দ্ধ জায়গায় যান? ওখানে গেলে তো দুনিয়া বা আখেরাত, কোথাও সম্মান পাবেন না। আপনি তওবা করে ফিরে আসুন। আল্লাহর হুকুম মেনে চলুন, দেখবেন জীবনে কত শান্তি! ইনশাআল্লাহ, আপনি উভয় জগতে সম্মানিত হবেন।"

মেয়েটি ম*ন্ত্র*মু*গ্ধে*র মতো তার কথাগুলো শুনছিল। তার চোখে কোনো বি*র*ক্তি ছিল না, ছিল কেবল অ*শ্রু। কোনো উত্তর না দিয়ে, নীরবে সে চলে গেল।

এরপর অনেক দিন কে*টে গেছে। ছেলেটি আর কখনও মেয়েটিকে দেখেনি। ওই ম*দে*র বা*রে*র সামনে দিয়ে যাওয়ার সময় তার চোখ দুটো আজও সেই মেয়েটিকে খোঁজে, কিন্তু তাকে আর দেখা যায় না।

ছেলেটির মনে প্রশ্ন জাগে—মেয়েটি কি তবে আল্লাহর দয়ায় হেদায়েতের আলো পেয়ে গেল? সে কি নি*ষি*দ্ধ ভুবন ছেড়ে আলোর ভুবনের বাসিন্দা হলো?

আমরা জানি না। কিন্তু ছেলেটি আজও দোয়া করে, "হে আল্লাহ! আমি জানি না সে এখন কোথায়, কেমন আছে। তুমি দয়া করে মেয়েটিকে হেদায়েতের পথে কবুল করে নিও। তোমার রহমতের ছায়ায় তাকে আশ্রয় দিও।"

হেদায়েত কখন, কীভাবে, কার উসিলায় আসবে, তা কেবল আল্লাহই জানেন। এই রিকশাচালক ভাইয়ের মতো নিঃস্বার্থ ভাইদের জন্য রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।

✍️Adiba Sultana ema✨


#রিকশাচালকেরগল্প
#কোরআনেরআলো
#হেদায়েতেরপথ
#ঈমানেরশক্তি

#অনুপ্রেরণা
#আবেগঘনগল্প
#মানবতারগল্প

#হেদায়েত
#তওবা
#ইসলামিকপোস্ট
#কোরআন

পৃথিবীতে কিছু ঘটনা ঘটে যা শুনলে স্ত*ব্ধ হয়ে যেতে হয়, মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যেতে চায়। এমনই এক অকল্পনীয় নি*ষ্ঠু*র*ত...
15/09/2025

পৃথিবীতে কিছু ঘটনা ঘটে যা শুনলে স্ত*ব্ধ হয়ে যেতে হয়, মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যেতে চায়। এমনই এক অকল্পনীয় নি*ষ্ঠু*র*তা*র সাক্ষী হলো এক ক*ব*র*স্থান।

দুই-তিন মাসের ছোট্ট এক শিশু। মৃ*ত ঘোষণা করে একটি কার্টুনে ভরে তাকে দা*ফ*ন করার জন্য ক*ব*র*স্থা*নে দিয়ে যায় ৩০-৩২ বছরের এক ব্যক্তি। ক*ব*র*স্থা*নের দায়িত্বে থাকা একজন মুরুব্বি যখন কবর খুঁড়ে শিশুটিকে দা*ফ*নে*র জন্য কার্টুনটি খোলেন, তখন তাঁর পৃথিবী যেন ওলটপালট হয়ে যায়!

তিনি অবাক হয়ে দেখেন, কা*ফ*নে*র কাপড়ে মোড়ানো ছোট্ট শরীরটা নড়ছে!

ভয়ে আর বিস্ময়ে তিনি তড়িঘড়ি করে শিশুটিকে বের করে আনতেই, ছোট্ট দুটি চোখ মিটমিট করে তাঁর দিকে তাকালো। এ যেন এক অলৌকিক দৃশ্য! এক নি*ষ্পা*প প্রাণের বাঁচার আকুতি।

ওই মুরুব্বি এক মুহূর্তও দেরি না করে চিৎকার করে সবাইকে জানান এবং শিশুটিকে নিয়ে হাসপাতালের দিকে ছোটেন।

ভাবতে পারেন, কোন পাষাণ হৃদয়ের মানুষ পারে, এমন নিষ্পাপ একটা ফুলকে জী*ব*ন্ত কবর দিতে? কী অপরাধ ছিল এই শিশুটির? পৃথিবীতে এসে কি একটু ভালোবাসা পাওয়ার অধিকারও তার ছিল না?

মহান আল্লাহ হয়তো ওই মুরুব্বিকে ফেরেশতা বানিয়ে পাঠিয়েছিলেন শিশুটিকে বাঁচানোর জন্য।

আমরা জানি না কোন অমানুষ এই জঘন্য কাজটি করেছে। মহান আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন, নয়তো তাদের জন্য এমন দৃষ্টান্তমূলক শা*স্তি*র ব্যবস্থা করেন যা দেখে আর কেউ এমন কাজ করার সাহস না পায়।

আর ছোট্ট এই শিশুটির জন্য রইলো বুকভরা দোয়া। আল্লাহ তাকে সুস্থ জীবন ও একটি নিরাপদ আশ্রয় দান করুন। আমিন।

✍️Adiba Sultana ema✨

#জীবন্তশিশু #কবরস্থানেজীবিতশিশু #আল্লাহরমহিমা #চাঁদপুর #অমানবিকঘটনা #মানবতারঅবক্ষয়

15/09/2025

তিনটা জিনিসের উপর ভরসা করতে নেই....সবাই কোমন আছেন?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adiba Sultana Ema posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share