MiX News Bangla

MiX News Bangla সবার আগে সংবাদ

পিতার মূখের দিকে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনছেন ছেলে গোলাম রাসূল।এ যেন রাসূলের আরেক গোলাম যাকে আল্লাহ স্বয়ং নিজ হ...
13/10/2023

পিতার মূখের দিকে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনছেন ছেলে গোলাম রাসূল।

এ যেন রাসূলের আরেক গোলাম যাকে আল্লাহ স্বয়ং নিজ হাতে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ গোলাম রাসূলকে রাসূলের গোলাম হিসেবে কবুল করুন। আমিন🥰❤️

ছবি: রিয়াজুল আলম বিপ্লব।

15/07/2023

শান্তি-সম্প্রীতি আর উন্নয়নের ধারা সমুন্নত রাখতে নৌকায় ভোট চাইলেন
------------- শিল্পমন্ত্রী

আমিনুল হক:
শিল্পমন্ত্রী এডভোকেট. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন,পিছিয়ে পড়া নারী গুষ্টিকে শিক্ষার আওতায় আনতে বর্তমান সরকার অগ্রণী ভূমিকা রেখেছে, বর্তমানে শিক্ষায় পুরুষের চেয়ে নারীরা এগিয়ে।আগামীতে শিক্ষাকে আরো উন্নত করতে সকল ব্যাবস্থা গ্রহন করেছে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৫ জুলাই) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নে (প্রস্তাবিত)নিলক্ষিয়া মডেল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের একটাই স্লোগান শান্তি,সম্প্রীতি আর উন্নয়ন,এ ধারা সমুন্নত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চান তিনি।সল্লাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন স্বপনের সার্বিক ব্যবস্থাপনায়,প্রস্তাবিত নিলক্ষিয়া মডেল কলেজের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূঁইয়া(রিটন),উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খাঁন,থানা অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা,ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর,উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,নারায়নপুর ইউপি চেয়ারম্যান কাউসার কাজল,উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপু,সাধারণ সম্পাদক শাহরিয়ার তৌফিক,নিলক্ষিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন আফ্রাদ প্রমুখ।

27/06/2023

নরসিংদীর বেলাবো উপজেলা নারায়ণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন “দক্ষিণ পাড়া প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের” উদ্যোগে গতকাল সোমবার ২ শতাধিক পরিবারকে ঈদ উপহার ও নগদঅর্থ বিতরণ করা হয়েছে।

25/01/2023

নরসিংদীর বেলাবোতে অক্সিজেন ফ্যাক্টরী ফাউন্ডেশন নামে একটি সংগঠনের পক্ষ থেকে ৫শতাদিক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

রিপোর্টঃ- আমিনুল হক মাইটিভি
উপস্থাপকঃ- Ariful Islam

রেক লাবিব মিডিয়া এজেন্সীর প্রযোজনায় হামিদ মালসের নতুন মিউজিক ভিডিও‌‌√বিনোদন প্রতিবেদকঃর‍্যাপ গানের সু'সময় চলছে এখন। তারই...
19/09/2022

রেক লাবিব মিডিয়া এজেন্সীর প্রযোজনায় হামিদ মালসের নতুন মিউজিক ভিডিও

‌‌√বিনোদন প্রতিবেদকঃ
র‍্যাপ গানের সু'সময় চলছে এখন। তারই ধারাবাহিকতায় র‍্যাপ গানের পরিচিত মুখ হামিদ মালস নিয়ে এসেছেন নতুন মিউজিক ভিডিও চুপি চুপি ২.০।রেক লাবিব মিডিয়া মার্কেটিং এজেন্সির প্রযোজনায়, জেরী জিনিয়াসের পরিচালনায় হামিদ মালস তার কণ্ঠে পুরনো গানকে নতুনত্বের ছোঁয়ায় উপস্থাপন করেছেন এ ভিডিওতে। ভিডিওতে দুটি চমৎকার ঝুটি ছিলো চোখে পড়ার মতো। অভিনয় ঝুটিতে হামিদ ও আনফি, জেরি এবং প্রনমীর চমৎকার অভিনয়ে ফুটে উঠেছে গানের মূল থিম। হামিদ মালস অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হওয়া গানটি মূলত খুরশীদ আলম ও রুনা লায়লার গাওয়া "চুপি চুপি বলো কেউ জেনে যাবে" গানের হুক লাইনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। পাশাপাশি যুক্ত করা র‍্যাপ লিরিক্স; তরুণ প্রজন্মকে আকৃষ্ট করবে। গানটির মিউজিক ডিজাইন করেছেন রাজ হৃদয়। ভিডিও সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রনি শিকদার জিতু।নতুন এই গান সম্পর্কে হামিদ মালস বলেন, খুব অল্প সময়েই গানটিতে আশাতীত সাড়া পেয়েছি। ইউটিউবে যেমন সাড়া মিলেছে তেমনি টিকটক-লাইকির শর্ট ভিডিওর প্লাটফর্মগুলোতেও গানটি দারুণভাবে লুফে নিয়েছেন দর্শকশ্রোতারা। এরকম আরো কিছু গান রয়েছে মুক্তির অপেক্ষায়। আশা রাখা যায়, সেগুলোতেও শ্রোতারা নিরাশ হবেন না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে শ্রোতাদের র‍্যাপ গানের মাধ্যমে সুস্থ্য বিনোদন দেয়ার চেষ্টা করছি।

26/08/2022

ঢাকায় বাস উল্টে ১৪ পুলিশ সদস্য আহত

24/08/2022
24/08/2022

গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিদ্যুৎ যাবেনা

24/08/2022

গ্রামাঞ্চলে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার সিদ্ধান্ত মন্ত্রিসভায়

সদ্য পাওয়া...সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন।
24/08/2022

সদ্য পাওয়া...
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন।

নরসিংদী মডেল থানাধীন আরশিনগর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাক রাস্তার উপর হইতে পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ০৪ (চার) জন গ্রেফত...
24/08/2022

নরসিংদী মডেল থানাধীন আরশিনগর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাক রাস্তার উপর হইতে পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ০৪ (চার) জন গ্রেফতার।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MiX News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share