15/07/2023
শান্তি-সম্প্রীতি আর উন্নয়নের ধারা সমুন্নত রাখতে নৌকায় ভোট চাইলেন
------------- শিল্পমন্ত্রী
আমিনুল হক:
শিল্পমন্ত্রী এডভোকেট. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন,পিছিয়ে পড়া নারী গুষ্টিকে শিক্ষার আওতায় আনতে বর্তমান সরকার অগ্রণী ভূমিকা রেখেছে, বর্তমানে শিক্ষায় পুরুষের চেয়ে নারীরা এগিয়ে।আগামীতে শিক্ষাকে আরো উন্নত করতে সকল ব্যাবস্থা গ্রহন করেছে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৫ জুলাই) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নে (প্রস্তাবিত)নিলক্ষিয়া মডেল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের একটাই স্লোগান শান্তি,সম্প্রীতি আর উন্নয়ন,এ ধারা সমুন্নত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চান তিনি।সল্লাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন স্বপনের সার্বিক ব্যবস্থাপনায়,প্রস্তাবিত নিলক্ষিয়া মডেল কলেজের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূঁইয়া(রিটন),উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খাঁন,থানা অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা,ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর,উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,নারায়নপুর ইউপি চেয়ারম্যান কাউসার কাজল,উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপু,সাধারণ সম্পাদক শাহরিয়ার তৌফিক,নিলক্ষিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন আফ্রাদ প্রমুখ।