25/03/2025
আজ দেখি উনারে বিএনপি মাইরা রক্তাক্ত করে ফেলেছে।
হঠাৎ করে মনে হলো, এইটা শুধু আব্দুল হান্নান মাসুদ না, বরং আমাদেরও পরিণতি।
এই রক্তাক্ত হওয়ার দিন আমাদের সামনেও ওয়েট করতেছে। মাসুদের বন্ধু বান্ধব এখন মন্ত্রী। এই অবস্থায় যদি বিএনপি উনারে মাইরা রক্তাক্ত করতে পারে, ক্ষমতায় না থাকলে কী করবে?
এই মারটা আমার আপনার উপরেও আসবে। হান্নান এই অভ্যুথানের অন্যতম নায়ক। তারেই যদি এই মাইর দেওয়ার সাহস করে, আমি আপনি কে?
একটা কিছু লিখবেন, পছন্দ হবে না, এমনে আইসা মাইরা যাবে।
বেশি কথা বলবেন, আপনাকে বলবে আল বটর, বলবে গুপ্ত শিবির। শেষ।
বাংলাদেশের তরুণদের সামনে গভীর অন্ধকার ধেয়ে আসতেছে, যারা রাজনীতি করবেন, যারা এক্টিভিজম করবেন, প্রস্তুতি নিয়া রাইখেন।
মাসুদের এই ছবিটা মনে রাইখেন।
এই ছবিটার কাছে আগামী ৫ বছর আমাদের বারবার ফিরে যেতে হবে।
বিএনপি বলেছে ফিরবে তারা তবে আওয়ামী লীগ হয়েই ফিরবে।