Rupsa Blog

Rupsa Blog অভাব, সময় আর পরিস্থিতি
জীবনের সবচেয়ে বড় শিক্ষক

08/03/2024

নারী...!!!
সেই তো নিজেই বুঝে উঠতে পারেনা সেই কতটা শক্তিশালী! কতটা ক্ষমতার অধিকারী।
হাজারো কথা শুনার অভিলাস। সব কিছু বুঝতে নেয়ার ধৈর্য্য .. পুরুষের অসময়ে তার শক্তি হয়ে ওঠা.. সব কষ্ট মুখ বুজে সহ্য করা..বিষয়গুলো আপাতভাবে ছোট কিন্তু জরুরি গুণগুলোই বাড়িয়ে দেয় নারীর সৌন্দর্য,তৈরি করে তাকে স্বয়ংস্বিদ্ধা নারী হিসেবে।

নারী..!
তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর,তুমি অন্যন্যা।প্রত্যেকটা দিনই নারী দিবস,আজকের দিনটা স্পেশাল কেননা, ১৯৭৫ সালে এই দিনে(৮ই মার্চ) জাতিসংঘ দিনটি ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালন করছে।
নারীর আগামী দিন গুলো গৌরবময় হয়ে উঠুক সকল বাঁধা কেটে এগিয়ে যাক স্বপ্ন পৃথিবী জয়ে তৈরি হোক নতুন ইতিহাস।

আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা......

12/12/2023

তুমি আমার কাছে ব্যবহার্য কোনো জিনিস নও যে, তোমার সাথে প্রয়োজন নামক শব্দটা টানবো। দূরে ফেলে দেওয়া সে তো অনেক পরের কথা।
সমরেশ মজুমদার বলেছিলেন না,
“তুমি আমার র'ক্তে মিশে গেছো আর র'ক্ত কিভাবে ধুয়ে ফেলতে হয়, আমি তা জানি না।”
তুমি ঠিক অমনটাই আমার কাছে। যার বসবাস হৃদপিন্ডের মাঝে। যেদিন তোমায় ভুলে যাবো কিংবা আমাতে তোমার আর কোনো অস্তিত্ব থাকনে না, সেদিন বুঝে নিবে এই ত্রিভুবনে আমি আর নেই। কোত্থাও নেই।

• হৃদপিণ্ডের মাঝে যে তুমি
প্রিয়

এত কেঁদে লাভ নেই; বরং কান্নার কারণ থেকে নিজেকে সরিয়ে আনতে হয়। এ পৃথিবী অশ্রুওয়ালাদের জন্য নয়, হাসিওয়ালাদের জন্য‌ও ন...
13/11/2023

এত কেঁদে লাভ নেই; বরং কান্নার কারণ থেকে নিজেকে সরিয়ে আনতে হয়। এ পৃথিবী অশ্রুওয়ালাদের জন্য নয়, হাসিওয়ালাদের জন্য‌ও নয়, কেবলই চেষ্টাওয়ালাদের জন্য। সারাক্ষণই কাঁদলে চেষ্টা কখন করবেন? আর চেষ্টা না করলে অবস্থান বদলাবে কেন? আপনি যে-কারণেই কাঁদুন না কেন, তাতে কারও কিছুই এসে যায় না। যার জন্য কাঁদছেন, সে যা করে ভালো আছে, সেই কাজটির কাছে আপনার অশ্রুর সত্যিই কোনো দাম নেই। যে একবার চলে গেছে, সে চলে যেতে শিখে গেছে, তাই সে ফিরে আসতে চাইলেও তাকে আর আসতে দেবেন না। তার কথা ভেবে এমন পাগলের মতন কাঁদছেন, যে আপনাকে সারাদিনে এক বারও মনে করে না! একতরফা ভালোবাসা সুন্দর, তবে একতরফা পাগলামি কুৎসিত। নিজের ব্যর্থতা বা দুর্বলতার কথা ভাবলে যদি কান্না পায়, তাহলে বরং নিজেকে তৈরি করতে নির্ঘুম রাত কাটান---কান্নাকাটি মানেই অহেতুক সময় নষ্ট করা।

নিজেকে ব্যস্ত রাখুন, নিজেকে ব্যস্ত রাখতে শিখুন। আজাইরা অবসর আজাইরা মানুষের জন্ম দেয়।

আপনারে নিয়া আমার শখের কোন কমতি নাই, পাহাড়ের চূড়ায় উইঠ্যা জোরে জোরে চিল্লানোর শখ, সমুদ্র পারে বইসা সূর্য ডুবা দেখার শখ, এ...
10/11/2023

আপনারে নিয়া আমার শখের কোন কমতি নাই, পাহাড়ের চূড়ায় উইঠ্যা জোরে জোরে চিল্লানোর শখ, সমুদ্র পারে বইসা সূর্য ডুবা দেখার শখ, একসাথে বৃষ্টিতে ভিজার শখ, জোৎনা রাইতে চাঁদ দেখার শখ, নদীর পারে বইসা বাদাম খাওয়ার শখ, রিকশায় কইরা অলি গলিতে ঘুড়ার শখ, গাছতলায় বইসা বেসুরা কন্ঠে গান গাওয়ার শখ, টঙ্গের দোকানে বইসা চা খাওয়ার শখ, তবে আপনি আমার শখ না, আপনি আমার সবকিছু।🖤

14/10/2023
13/10/2023

আমরা কেন জানি নাহ
ভূলের পরে শিক্ষাটা পেতে খুব বেশি দেরি করে ফেলি
জন্মের শিক্ষা হইয়া গিয়াছে

09/10/2023

আমাকে ভে'ঙে দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয়! একদম ভে'ঙে চুরে যেদিন চূর্ণ-বিচূর্ণ করেছিলে, সেদিন ভেবেছিলাম পৃথিবী হয়তো থমকে গেছে। সাথে থমকে গেছে আমার বেঁচে থাকার কারণও। তবে স্বা'র্থপ'রের মতো ম'রে গিয়ে মুক্তি দিতে পারিনি নিজেকে।

কত রাত যে কাটিয়েছি নিদ্রাহীনভাবে, ভিজেয়েছি বালিশ চোখের জলে তার খবর কি রেখেছো তুমি? রাখো নি। তুমি যে ভে'ঙে দেওয়াতে ভীষণ পটু। যার দক্ষতা শুধু ভে'ঙে দেওয়াতেই। তোমার কাছে করুণার আশা করাও বোকামো।

জানো? জীবনের ওই কঠিন সময়টাতে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে প্রয়োজন ছিল। কিন্তু পাইনি। বেদনার লেলিহান শিখায় সবকিছু অ'সহ্যকর হয়ে গিয়েছিলো। তিলে তিলে ভেতর থেকে কেমন যেনো ফুরিয়ে যাওয়া অনুভব করতে লাগলাম। যেনো অন্ধকাররা আমায় গ্রাস করছে!

তারপর হঠাৎ একটা ম্যাজিক! সেই অন্ধকারে প্রচন্ড রকম ধাক্কায় হুশ ফেরে নিজের। প্রশ্ন করি নিজেকে, “কি করছি আমি এসব? কার জন্যই বা করছি! যে স্বা'র্থপ'রের মতো ছেড়ে গেছে তার জন্য?”

তুমি শুনে অবাক হবে, যে আমিটাকে তুমি ভে'ঙে একদম চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছিলে। সেই আমি, আজ নিজেকে গুছিয়ে নিয়েছি নিজের আদলে।
এখন নিজেকে দেখে, অবাক চোখে তাকিয়ে মুচকি হাসি!

তোমার প্রতি কৃতজ্ঞতা প্রিয়, আমাকে ভে'ঙে দেওয়ার জন্য! তবে হ্যাঁ, একটা সময় তুমি ঠিকই বুঝবে কি ছিলাম আমি তোমার জীবনে। তখন তুমি শতো চেষ্টা করে, আমার একটাও ভা'ঙা অংশ খুঁজে পাবে না। কারণ আমি যে নিজেকে গুছিয়ে নিয়েছি! আর তখন তুমি এই নতুন রূপী আমাকে দেখে, নিজেই লজ্জায় মুখ ফিরিয়ে নেবে। চোখে চোখ রাখার সাহস কই তোমার!

তবে দিন শেষে চাইবো তুমি ভালো। থাকো বেশ ভালো। যতোটা ভালো ছিলাম আমিও।

_ ভালোবাসি প্রিয়

06/10/2023

আমিও একদিন তোমার দেখানো পথে তোমাকে খুন করবো অবহেলায়। চল্লিশা শেষ করে তোমার কবরে রেখে আসবো নীল অর্কিড কিংবা নীল অপরাজিতা,শেষ ফুলের ঘ্রাণে ঝং ধরাবো ভালবাসার সাম্রাজ্যে।

জাদরেল নেতার মতো তোমাকে ভুলে যাওয়া ক্ষমতা একদিন ছিনিয়ে নিবো তোমার কাছ থেকে । ভালবাসার শহর থেকে গ্রামের মুন্সিয়ানায় জাল ভোটে কিনে হারিয়ে দিবো তোমাকে স্মৃতি প্রতীক, কঙ্কাল ঝুলিয়ে বুকের সম্রাজ্য থেকে তাড়িয়ে দিবো তোমাকে এক্কেবারে।

অযত্নে ফেলা রাখার দেয়ালে বৃষ্টি জল জমতে জমতে একদিন খসে পড়ে যেমন,লোহায় পড়ে মরীচিকা।
আমিও একদিন চেয়ে নিবো তোমার অযত্নে ফেলে রাখা মরীচিকাময় লৌহ জীবন,কিংবা খসে পড়া দেয়ালের ছক।

একদিন তোমার নিয়মেই ফিরিয়ে দিবো সব কিছু,শুধু ভালবাসা আর বিশ্বাস ছাড়া তুমি সব ফিরে পাবে,সব।

06/10/2023

আমাদের ভালোবাসা অক্টোবরের মেঘের মতোই বি'ষ'ণ্ন।

এই সময়ের মেঘ,দুঃ'খ,অ'ন্ধ'কা'র,পুরনো গানের সুর সবটাই শুধু আমার৷ কিন্তু তুমি কেবল আমার নও।

বলতে পারো!
তুমি নেই বলে এতো বি'ষ'ণ্ণ লাগে কেন?
স্মৃতিগুলো তো এখনও বেঁচে আছে জ'ন্ম'দাগের মতো।

~

06/10/2023

একদিন আমিও ভীষণ রকম ব্যস্ত হয়ে যাবো,
সব কিছুতেই মানিয়ে নিয়ে বাঁচতে শিখে যাবো.!
নিজের সাথেই খোশগল্পে মগ্ন হয়ে রবো,
নিজেই নিজের খু'নসুটি দেখে হাসতে শিখে যাবো.।

কারণ ছাড়াই নদীর মতো শান্ত হয়ে যাবো,
নিজেকে সব ভীড় এড়িয়ে আঁড়াল করে নেবো.!

একদিন একা একা বাঁচার মাঝেই তৃপ্তি খুঁজে পাবো,
সেদিন পৃথিবীর সব নিয়ম ভে'ঙে একলাই রয়ে যাবো.।

06/10/2023

পৃথিবীতে একা থাকার মত
নিশ্চিত ভালোথাকা মনে হয় আর কিছুতেই নেই

06/10/2023

তুমি বিশ্বাস করো বা নাই করো জীবন সবসময় রোদ্রউজ্জ্বল কিংবা রামধনুর মতোন সুন্দর হয় না। এখানে গ্রীষ্মের মতোন গলা শুকিয়ে যাওয়ার য'ন্ত্র'ণা যেমন আছে, তেমনি আছে বর্ষার মতোন কালো মেঘে জমা মন, সাথে সারাক্ষণের বৃষ্টির ঘনঘটা। শরতের শুভ্রতার মাঝেও হঠাৎ বৃষ্টির সাধ আবার হেমন্তের নীরবতা। শীতের রু'ক্ষতায় ঝিমিয়ে পড়া যেমন আছে, তেমন আছে বসন্তের মতোন নতুন করে নতুন রূপে সেজে ওঠার আনন্দ।

জানো তো, জীবন সিনেমাটিক নয়! সবসময় যে চাকচিক্যমণ্ডিত থাকবে এটা যেমন বাধ্যতামূলক নয়, তেমনি সবসময় দুঃ'খের সাগরে ভেসে যাওয়াও হয় না। তবে সমস্যাটা আমাদেরই! আমরা দুঃ'খগুলোকে আকড়ে ধরতে গিয়ে সুখগুলো হাত ছাড়া করে ফেলি। বুঝতেই চাই না সামান্য কিছুতে মন কতোটা আনন্দে উচ্ছ্বাসিত হওয়ার ক্ষমতা রাখে।

আসলে আমরা ভীষণ ভীতু। হারিয়ে ফেলার ভয়ে দুঃ'খকেই আকড়ে ধরি। ভয়কে জয় করার যে আনন্দ, যে তৃপ্তি, নতুন করে বেঁচে ওঠার সাধ তার মুখোমুখি হতে চাই না। অজানা শ'ঙ্কায় কুঁ'কড়ে যাই।
অথচ এই সামান্য ভয়কে জয় করার দুঃসাহস দেখালেই দেখা যাবে, ভোরের আলো খুব বেশি দূরে নয়। হাতের নাগালেই। হাত বাড়ালেই হাত আলোয় স্পষ্ট হয়ে উঠবে, এতোটা কাছে। তাই ভয়টা আর করো না। এবার একটু দুঃসাহসী না হয়, হয়েই ওঠো।

শোনো, জীবনকে জীবনের মতো করো মেনে নিতে শেখো। দুঃ'খ-য'ন্ত্র'ণা, সুখ-উচ্ছ্বাস সবকিছুকে আপন করে নাও। বাস্তবতাকে কল্পনার সাথে গুলিয়ে ফেলো না। কল্পনা তোমায় সুখ দেবে আর বাস্তবতা দেবে সেই সুখে ভর করে বেঁচে থাকার আনন্দ। এসব মাথায় রেখে, পাখির মতোন ডানা মেলে বেঁচে থাকো!

_ 🤔

06/10/2023

মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন?
কথার! কথা বলার ধরন, স্বর, রুচিবোধ আর শব্দ!
শুধু কথা দিয়ে কাউকে মেরে ফেলা যায়! কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায়, কথা দিয়ে একটা যুদ্ধ বাধিয়ে ফেলা যায়!'

06/10/2023

#অনুপ্রেরণা....
সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।

১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী

06/10/2023

তোমাকে পেয়ে গেলে,
আমার সব পাওয়া হয়ে যেতো।

তোমাকে পেয়ে গেলে আমার সময়ের কাঁটায় সুখ থাকতো, ইচ্ছেগুলো ঠিকানা পেতো, অপেক্ষাগুলো সুন্দর হতো আর দুঃ*খগুলোও ছুটি নিতো।

বি'শ্বাস না হলেও জেনে রাখো, তুমি হা'রানোর পর তোমাকে কখনও নিঃ'শ্বাস থেকেও স'ড়াতে পারিনি। মাঝরাতের বুক চেপে আসার শুরু থেকে সন্ধ্যার মৃ/ত নক্ষত্রের আ*র্ত*না*দের শে'ষ অবধি...আমার সবটাই তুমি।

তবুও শেষমেশ তোমাকে পাওয়া হলো না। ভালোবেসে তোমাকে জীবনে পাওয়ার ভ*য়ং*কর সব স্বপ্ন বুকে পুষে রেখেছিলাম, এতটুকু শা*স্তি আমার পাওনা ছিলো।

#সবটুকু জোরে তুমি

protitasomoyknamnhoyamrsatyknattokostopaiamiknamkeiknkostopetehoyknamiekiakavlobasirkeukihamkvlobasenahamimoregeleihoyto...
28/09/2023

protitasomoyknamnhoyamrsatyknattokostopaiamiknamkeiknkostopetehoyknamiekiakavlobasirkeukihamkvlobasenahamimoregeleihoytosobsomossarsomadanhoyejaitotainahrkeujalaitonahrkeudisturbokortonahhudaicalldiyajalaitoonahbrbrbehayarmotoporeotaktonahamiknbujinahaminijeibujinah

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rupsa Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share