Sajedul Islam

Sajedul Islam Explore the fusion of technology, travel experiences, photography, and videography. Join the journey!
(5)

Sajedul Islam 󱢏
সাজেদুল ইসলাম 󰦉
I am all that has been, that is, and that will be - ✅ Engineer | Designer | Photo/Videographer.
✔️ Learn freelancing, cybersecurity, educational tips, get quality web/graphic design, mobile/web app development services!

03/08/2025
http://www.youtube.com/watch?v=nrQPhaQg_zI     #ফরেক্স            #বাংলায়_ফরেক্স
31/07/2025

http://www.youtube.com/watch?v=nrQPhaQg_zI

#ফরেক্স #বাংলায়_ফরেক্স

📈 Forex Trading on Exness | ফরেক্স ট্রেডিং করে লাখ টাকা আয় 💰Learn how to earn real money through forex trading using the Exness platform! In this video, I’...

🔴 এক দেশে এক পিঁপড়া ছিলো...📘 একটি অফিস, একটিই পিঁপড়া… তারপর শুরু হলো “ম্যানেজমেন্টের মহোৎসব”! পড়ুন পুরো গল্পটি—একজন নি...
17/06/2025

🔴 এক দেশে এক পিঁপড়া ছিলো...
📘 একটি অফিস, একটিই পিঁপড়া… তারপর শুরু হলো “ম্যানেজমেন্টের মহোৎসব”! পড়ুন পুরো গল্পটি—একজন নিষ্ঠাবান কর্মী কীভাবে হারিয়ে গেলো কাগজ আর পজিশনের ভিড়ে...

এক দেশে এক পিঁপড়া ছিলো।
সে প্রতিদিন ঠিক সকাল ৮টায় অফিসে আসত। সহকর্মীদের সঙ্গে গল্প না করে সরাসরি নিজের কাজ শুরু করত। দিনভর পরিশ্রম করত, নিরলসভাবে কাজ করত। ফলে অফিসে উৎপাদন অনেক বেড়ে গিয়েছিল, আর পিঁপড়াও খুব খুশি ছিলো।

সিইও সিংহ ভাবল, এই পিঁপড়া তো কারও তদারকি ছাড়াই এত ভালো কাজ করছে, যদি তাকে সুপারভিশনে রাখা হয়, তাহলে তো সে আরও ভালো করবে!

🐞 তাই সিংহ একদিন অফিসে একজন সুপারভাইজার নিয়োগ দিল—তেলাপোকা।
তেলাপোকা ছিলো অভিজ্ঞ, প্রচুর রিপোর্ট লিখতে পারত। অফিসে ঢুকেই সে সিদ্ধান্ত নিল, একটা অ্যাটেনডেন্স সিস্টেম থাকা দরকার। এরপর সে এক মাকড়সাকে নিয়োগ দিল সেক্রেটারি হিসেবে—ফোন রিসিভ করবে, ডকুমেন্ট সামলাবে।

সিংহ দেখলো, রিপোর্ট আসছে, গ্রাফ আসছে—তাতে তো বোর্ড মিটিংয়ে দারুণ বাহবা পাওয়া যাচ্ছে! তাই সে খুশি।

🖨️ কিছুদিনের মধ্যেই তেলাপোকা বললো, কম্পিউটার লাগবে, প্রিন্টার লাগবে, আইটি সাপোর্ট লাগবে—নিয়োগ পেলো মাছি, আইটি এক্সপার্ট।

এদিকে পিঁপড়ার কপাল খারাপ।
আগে সে একা কাজ করত, মনের আনন্দে গান গাইত।
এখন তাকে প্রচুর পেপারওয়ার্ক করতে হয়, মিটিংয়ে ঢুকতে হয়, স্লো কম্পিউটারে রিপোর্ট তৈরি করতে হয়। সে বিরক্ত, ক্লান্ত—উৎপাদন কমে গেল।

🧠 সিংহ ভাবলো, একটা নতুন ডিপার্টমেন্ট খুলে ফেলি। আরেকজন বস বসাই।
নিয়োগ পেল ঝিঁঝিপোকা। প্রথম দিনেই রুমে কার্পেট, বড় চেয়ার, পিসি, প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট!

পিঁপড়ার আগে যেখানে প্রাণবন্ত পরিবেশ ছিলো, এখন সেখানে নিরবতা। কারও মুখে হাসি নেই, কেউ কারও সাথে কথা বলে না।

📊 ঝিঁঝিপোকা সিংহকে বোঝাল—এখানে “ওয়ার্ক এনভায়রনমেন্ট স্ট্যাডি” জরুরি।
সিংহ সম্মত হলো।
চাকরি পেলো এক বিখ্যাত কনসালট্যান্ট—পেঁচা।

৩ মাস স্টাডি করল পেঁচা। ইন্টারভিউ নিল, ফাইল ঘাঁটলো, পর্যবেক্ষণ করল। শেষে বিশাল একটা রিপোর্ট জমা দিল সিংহকে।

রিপোর্টের সারসংক্ষেপ:

"এই অফিসে কর্মী সংখ্যা প্রয়োজনের চেয়ে বেশি। এবং পিঁপড়ার মোটিভেশন নেই, সে নেতিবাচক আচরণ করছে, অন্যদের মনোবল নষ্ট করছে। তাকে ছাঁটাই করা উচিত।"

📉 পরের সপ্তাহেই সিংহ সিদ্ধান্ত নিল—কর্মী ছাঁটাই করতে হবে।
সবার আগে ছাঁটাই করা হলো...
সেই পিঁপড়াকে!

💭 উপসংহার:
এটাই বাস্তবতা!
যে অফিসে কর্মীরা কাজ করে, তাদের না দেখে কাগজে চোখ রাখলে একদিন কাজটাই হারিয়ে যায়।

👇 আপনার কী মনে হয়?
পিঁপড়ার মতো কর্মীরা কি আমাদের অফিসেও মূল্যহীন হয়ে পড়েছে?

📢 কমেন্টে জানান, শেয়ার করুন গল্পটি যদি আপনি এমন কিছু প্রত্যক্ষ করে থাকেন।


🔴 কীভাবে তুমি নিজেই তোমার ক্যারিয়ার নষ্ট করবে?👉 ১০টি কার্যকর টিপস!আজ আর সেই “সফল হবার উপায়” না।আজকে চলি উল্টো পথে –কারণ...
17/06/2025

🔴 কীভাবে তুমি নিজেই তোমার ক্যারিয়ার নষ্ট করবে?
👉 ১০টি কার্যকর টিপস!

আজ আর সেই “সফল হবার উপায়” না।
আজকে চলি উল্টো পথে –
কারণ তুমি তো আগে থেকেই মোটিভেশন ওভারডোজ! 😅

তাই নিয়ে এলাম:
💣 "ক্যারিয়ার ধ্বংসের ১০টি পরীক্ষিত ও প্রমাণিত উপায়!"

১. আজকের কাজ 👉 কাল করো, আর কালকেরটা 👉 পরশু।
প্রতিদিন কাজ পিছাও এমনভাবে যেন সময় তোমার সবচেয়ে বড় দোস্ত।
কাজ করাকে অলিম্পিক বানাও—চার বছর পর একবার!

২. নতুন কিছু শিখতে যাওয়ার আগে নিজেকে বলো—
"আমি তো সব জানি!"
নতুন কিছু শেখা মানে অপমান, তাই শেখার ধার দিয়েও যেয়ো না।

৩. সবাই বলে নেটওয়ার্কিং করো, তুমি বলো—"না ভাই, আমি ইন্ট্রোভার্ট!"
বাসার ওয়াইফাইই তোমার একমাত্র নেটওয়ার্ক।
তুমি ‘সংযোগহীন সফলতা’র পথিক!

৪. সব দোষ দাও অন্যদের—অফিস, পরিবার, সরকার, ভাগ্য!
তুমি তো নির্দোষ, সমস্যা সব জায়গায়—শুধু তোমায় বাদ দিয়ে।

৫. ইউটিউবে প্রতিদিন জীবনের রহস্য খোঁজো—
"বিড়াল কেন মিউ মিউ করে?"
"রাত ২টায় ভূত আসে কেন?"
এভাবেই একদিন চিন্তার জানাজা পড়ে যাবে।

৬. টিউটোরিয়াল দেখবে ঠিকই, কিন্তু নিজে একটুও প্র্যাকটিস করবে না।
Copy-Paste করেই নিজেকে প্রোফেশনাল ভাবো।
ব্রাউজার বন্ধ = কোর্স সম্পন্ন = তুমি এখন গুরু!

৭. ফেসবুক রিল আর ইনস্টাগ্রামে প্রতিদিন ২-৩ ঘণ্টা ডুবে থাকো।
সময় সস্তা, মেগাবাইট তো আনলিমিটেড!
এই সময় যে তোমার শেখার ছিল—ভুলে যাও!

৮. জীবনেও কোনো চ্যালেঞ্জ নেবেনা।
কমফোর্ট জোনই তোমার রাজ্য।
জোনের বাইরে মানেই বিপদ—তাই থাকো নিরাপদে!

৯. কেউ ভালো কিছু করলে মনে মনে জ্বলো—
“ও তো মামার জোরে গেছে, ভাগ্যের জোরে উঠেছে!”
সাফল্যের পেছনে সবসময় তুমি খোঁজো সুপারস্টিশন।

১০. একটা স্কিল ধরে না রাখো।
আজ প্রোগ্রামিং, কাল ডিজাইন, পরশু ইউটিউব—
এভাবে স্কিল বদলাতে বদলাতে তুমি হবে ‘ক্যারিয়ার ক্যাঙারু’।
শেষে কোনো দিকেই ভালো না—শুধু দৌড়!

🧨 এই দশটা অভ্যাস যদি মন দিয়ে ধরে রাখতে পারো, তাহলে:
✅ ক্যারিয়ার হওয়ার চান্স: ০%
❌ ধ্বংস হওয়ার চান্স: 💯% গ্যারান্টি সহ!

😄 মজার ছলে বললাম ঠিকই, কিন্তু সত্যি বলছি—
এই ভুলগুলো আমরা প্রায়ই করে ফেলি।
🛑 আজই এগুলো বন্ধ করো, নিজেকে আপডেট করো।

✉️ মেসেজ করে জানাও—এই ১০টা ভাইরাসের মধ্যে কোন কোনটা এখনো তোমার মধ্যে বেঁচে আছে?
👇
#ক্যারিয়ার_টিপস #মজা_তবু_সত্যি #ভুল_থেকে_শিখি

🌙🐄 আলহামদুলিল্লাহ! কুরবানির প্রস্তুতি সম্পন্ন 🐄🌙এই বছরের কুরবানির জন্য আল্লাহর রহমতে আমাদের পক্ষ থেকে সুন্দর একটি পশু নি...
06/06/2025

🌙🐄 আলহামদুলিল্লাহ! কুরবানির প্রস্তুতি সম্পন্ন 🐄🌙

এই বছরের কুরবানির জন্য আল্লাহর রহমতে আমাদের পক্ষ থেকে সুন্দর একটি পশু নির্বাচন করতে পেরেছি।
হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জানাই সেই মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদের এই তাওফিক দিয়েছেন।

🕌 ঈদুল আযহা আমাদের ত্যাগ ও ভ্রাতৃত্ববোধ শেখায়।
এই উৎসব হোক শান্তি, ভালোবাসা ও করুণা ছড়িয়ে দেওয়ার মাধ্যম।

🤲 সবার জন্য দোয়া করি—আপনার কুরবানি যেন আল্লাহ কবুল করেন এবং আপনার পরিবারে শান্তি ও আনন্দ বর্ষিত হয়।
ঈদ মোবারক সবাইকে!

#ঈদমোবারক #কুরবানিরঈদ

Address

Dhaka

Telephone

+8801515283462

Website

http://sajedulislamtushar.blogspot.com/

Alerts

Be the first to know and let us send you an email when Sajedul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sajedul Islam:

Share