Quraner Alo - কুরআনের আলো

Quraner Alo - কুরআনের আলো ° নামাজ বাদ দিওনা বন্ধু.
এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর > C.B.H

এইটা কিন্তু গতকাল কের কাহিনি। ইমাম নুরুল আমিন মাদানী। চাঁদপুর প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল আমিন মসজিদের ইমাম সাহেব।ম...
12/07/2025

এইটা কিন্তু গতকাল কের কাহিনি।
ইমাম নুরুল আমিন মাদানী। চাঁদপুর প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল আমিন মসজিদের ইমাম সাহেব।
মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যিনি লেখাপড়া সম্পূর্ণ করে।
শুক্রবার জুমার খুতবা পছন্দ হয়নি বলে মসজিদের
ইমামকে কোপানো হয়েছে।😭

কোন দেশে বসবাস করি আমরা মানুষের
নিরাপত্তা নেই।

মাদরাসায় পড়ে বিসিএসপুলিশ ক্যাডারে প্রথম হলেন শরীফ।মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের সি...
09/07/2025

মাদরাসায় পড়ে বিসিএস
পুলিশ ক্যাডারে প্রথম হলেন শরীফ।

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের সিরাজ উদ্দিন ও জ্যোৎস্না খানম দম্পতির সন্তান শরীফ খান ৪৪তম বিসিএস পরীক্ষায় পুলিশের ক্যাডারে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন।

জানা গেছে, শরীফ খান তাঁর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাসহ দাখিল ও আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন নয়াবাজার ফাজিল মাদরাসা থেকে। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে, ২০১৬-১৭ সেশনে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) গত ৩০ জুন ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করলে দেশের শীর্ষে আসেন তিনি। এই সাফল্যে এলাকাবাসী গভীর গর্বিত।

এক সাক্ষাৎকারে শরীফ খান বলেন, “মহান আল্লাহর অশেষ কৃতজ্ঞতা জানাই, যিনি আমাকে এই সম্মানের দৌড়ে সেরা করেছেন। বাবা-মা এবং দাদা-দাদির দোয়া ছিল আমার জীবনের বড় শক্তি। বিশেষ করে আমার গুরু সাইফুল্লাহ ভাইয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ, যিনি আমার পথপ্রদর্শক হিসেবে সর্বদা পাশে ছিলেন।”

শরীফের এই সাফল্য মাদরাসা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। মাদ্রাসার শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে তার অনন্য দৃষ্টান্ত এই শরীফ।

07/07/2025

লজ্জায় মরে যাওয়া উচিত, বাংলাদেশের মানুষের। কোরআন হাদিস থাকতে, তাদেরকে মানবতা শিখাতে জাতিসংঘ আসতেছে আমেরিকা থেকে । খতীবে , মুফতী আব্দুল মালেক হাফিযাহুল্লাহ

— ইনশাআল্লাহ। 🖤☝️
02/07/2025

— ইনশাআল্লাহ। 🖤☝️

আমরা বাংগালী আমরা অকৃতজ্ঞ, আমরা ছাত্রদের জুলাইয়ের অবদান খুব সহজেই ভুলে গেছি।জুলাই অভ্যুত্থান দীর্ঘজীবী হোক।✊❤️‍🩹
01/07/2025

আমরা বাংগালী আমরা অকৃতজ্ঞ,
আমরা ছাত্রদের জুলাইয়ের অবদান খুব সহজেই ভুলে গেছি।
জুলাই অভ্যুত্থান দীর্ঘজীবী হোক।✊❤️‍🩹

30/06/2025

***জয়পুরহাটের কালাইয়ে শালকের ছুরিকাঘাতে দুলাভাই সহিফুল ইসলাম (৫৫) নি হ ত হয়েছেন।

নি হ ত সহিফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার আপশন গ্রামের মৃত আবুল কাসেম আলীর ছেলে।

সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে কালাই উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, জেলার কালাই উপজেলার পাইকপাড়া-সরকারপাড়া গ্রামে সকালে শালক জুয়েল হোসেনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে পারিবারিক কলহের জের ধরে শ্যালক জুয়েলের (৪০) সাথে দুলাভাই সহিফুল ইসলামের (৫৫) কথাকাটি হয়। এক পর্যায়ে শ্যালক জুয়েল উত্তেজিত হয়ে তাঁর ভগ্নিপতি শরীরের বাম হাতের বগলের নিচে ছুরিকাঘাত করে। এতে রক্তাক্ত ও জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হোন।

তবে হ ত্যা কারী জুয়েলের পরিবারের দাবি, জুয়েল মানসিক রোগী। তাকে চিকিৎসা করানোর জন্য দুলাভাই সহিফুল ইসলাম তার নিজ বাড়ি থেকে শশুর বাড়িতে আসেন। সেখানে এসে তার শ্যালক জুয়েলকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যেতে চাইলে সে উত্তোজিত হয়। পরে এক পর্য়ায়ে জুয়েল ছুরিকাঘাতে তার দুলাভাইকে হ ত্যা করে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নি/হ/তের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লা শটি ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। হত্যাকারি ঘাতক জুয়েলকে উত্তোজিত জনতা তাকে মারধর করে। বর্তমানে তিনি কালাই সরকারি হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

আহ, কেমন মৃত্যু রে…আজকের দিনটা আর দশটা দিনের মতো নয়…। আনন্দ-ভ্রমণে বের হওয়া মানুষগুলো কি জানতো, এটাই হবে তাদের জীবনের ...
28/06/2025

আহ, কেমন মৃত্যু রে…
আজকের দিনটা আর দশটা দিনের মতো নয়…
। আনন্দ-ভ্রমণে বের হওয়া মানুষগুলো কি জানতো, এটাই হবে তাদের জীবনের শেষ সকাল?
একটি মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিয়েছে অনেকগুলো তাজা প্রাণ…
হাসি-আনন্দে ভরা মুহূর্তগুলো নিমিষেই রূপ নিল কান্না আর শোকের সাগরে।

এমন মৃত্যু মেনে নেওয়া যায় না…
এমন বিদায় কেউ কামনা করে না…
পরিবার হারাল সন্তান, সন্তান হারাল মা-বাবা, সমাজ হারাল কিছু স্বপ্নবাজ প্রাণ।

হে আল্লাহ! তুমি যেন এই শহীদের মর্যাদাপ্রাপ্ত আত্মাগুলোকে জান্নাতুল ফিরদাউস দান করো।
তাদের পরিবার যেন এই অপূরণীয় শোক সইবার শক্তি পায়।
আমরা যারা বেঁচে আছি, আমাদের সচেতন করো—জীবনের প্রতিটি মুহূর্ত যে কতটা অমূল্য, তা যেন কখনো ভুলে না যাই…

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…
চলে যাওয়া মানুষগুলো তুমি ক্ষমা করো, হে পরম করুণাময়।

শেষবারের মতো এই মসজিদে নামাজ   😥💔মেঘমা নদীর ভাঙ্গনে সব শেষ😥
28/06/2025

শেষবারের মতো এই মসজিদে নামাজ 😥💔
মেঘমা নদীর ভাঙ্গনে সব শেষ😥

নতুন হিজরি বর্ষে আমাদের জীবনে আসুক— শান্তি, সমৃদ্ধি ও মুক্তির বার্তা।
27/06/2025

নতুন হিজরি বর্ষে আমাদের জীবনে আসুক— শান্তি, সমৃদ্ধি ও মুক্তির বার্তা।

একদিকে আছে আনুমানিক ৬০ লাখ টাকা দামের গাড়ি, আর অন্য দিকে প্রায় ৪০ লাখ টাকার গাড়ি,দুইটা মিলে আনুমানিক ১ কোটি টাকা র সম্পদ...
26/06/2025

একদিকে আছে আনুমানিক ৬০ লাখ টাকা দামের গাড়ি, আর অন্য দিকে প্রায় ৪০ লাখ টাকার গাড়ি,দুইটা মিলে আনুমানিক ১ কোটি টাকা র সম্পদ নিমিষেই ধ্বংস হয়ে গেল শুধু একটা ভুলের কারনে, সাথে কেড়ে নিল ট্রাক ড্রাইভার ভাই এর জীবন😭।
কথায় আছে, একটি দূর্ঘটনা, সারা জীবন এর কান্না।
তাই রাস্তায় বের হয়ে তাড়াতাড়ি যাওয়ার প্রতিযোগিতা না করে,সুস্থ ভাবে বাড়ি ফেরার চিন্তা করুন।
মাথায় রাখবেন,আপনার ভালবাসার মানুষেরা পথ চেয়ে বসে আছে আপনার ফেরার অপেক্ষায়।
আবার এটাও মনে রাখবেন, আপনার কারনে যেন আরেকজন মানুষ তার প্রিয়জন কে হারিয়ে না ফেলে।
তাই গাড়ি চালানোর সময় খুবই সতর্ক থাকবেন, আর জনসচেতনতায় পোস্ট টি শেয়ার করে দিবেন।
゚ ゚viralシfypシ゚viralシ

কেন দাড়ির উপরে আওয়ামিলিগ বিএনপি উভয়েরই ক্ষোভ? 😥
24/06/2025

কেন দাড়ির উপরে আওয়ামিলিগ বিএনপি উভয়েরই ক্ষোভ? 😥

ইহুদি আর খ্রিস্টানরা যখন একটি সাজানো গোছানো মুসলিম দেশে হামলার আদেশ দিয়ে সেগুলো রুমে বসে লাইভ ভিডিও দেখছে, ঠিক তখন আমাদ...
22/06/2025

ইহুদি আর খ্রিস্টানরা যখন একটি সাজানো গোছানো মুসলিম দেশে হামলার আদেশ দিয়ে সেগুলো রুমে বসে লাইভ ভিডিও দেখছে, ঠিক তখন আমাদের প্রতিবন্ধী পাগল নির্বোধ মূর্খ নাস্তিক ইতিহাসের জঘন্যতম গাদ্দার ও মুনাফিক শাসকেরা ভোগ বিলাস নারী আর আমোদ ফুর্তিতে ডুবে রয়েছে।।😡😡
ইয়া আল্লাহ আপনি নামধারী মুসলিম এই জালিম শাসকদের ধ্বংস করে দেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Quraner Alo - কুরআনের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Quraner Alo - কুরআনের আলো:

Share