23/05/2025
ফকিরী বিপ্লব হবে বাংলাদেশে - জাকের পার্টি চেয়ারম্যান
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল দৃঢ় অঙ্গীকার ও গভীর আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ফকিরী বিপ্লব হবে বাংলাদেশে। আপনাদের মাধ্যমে এ জাতির মাঝে আধ্যাত্মিকতা, প্রেম ও উৎসর্গের বিপ্লব হবে। ফকিরের বিপ্লব হবে রক্তপাতহীন বিপ্লব। ফকিরী বিপ্লব ছাড়া উপায় নেই।
গতকাল মঙ্গলবার রাতে বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের এক মত বিনিময় সভায় তিঁনি এসব কথা বলেন। সভায় বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোস্তফা আমীর ফয়সল বেদনা ভারাক্রান্ত হৃদয়ে বলেন, আমার ভিতরে বেদনার সমুদ্র। মুখে বলতে পারি না। বুক ব্যাথা করে। জীবনে কল্পনাও করি নাই এ অবস্থা আসতে পারে। আমরা দুই ভাই। আমাদের মধ্যে পীরগিরি নাই।
জাকের পার্টি চেয়ারম্যান কান্না জড়িত কন্ঠে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেব আপন মুর্শিদ খাজা এনায়েতপুরীর দরবারে যে সুমহান আত্মত্যাগ, দুঃখ, কষ্ট, বেদনালাভ করেছেন তা আলোকপাত করেন। দাদা হুজুর খাজা এনায়েতপুরী বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীকে একান্ত সঙ্গোপনে যে সকল হিরন্মময় নসিহত করেছিলেন, জাকের পার্টি চেয়ারম্যান কান্নাভারাক্রান্ত হৃদয়ে সে সব ব্যাখা করেন। তার কান্না সভায় উপস্থিত সকলকে ছুয়ে যায়। সকলেই কান্নায় ভেঙ্গে পড়েন। গতকালের বক্তৃতায় মোস্তফা আমীর ফয়সল তার শৈশবের স্মৃতিরাজি, বিশ্বওলী কেবলাজান ছাহেবের নানা ঘটনা তুলে ধরেন এবং বারবার আবেগ বিহবল হয়ে পড়েন।
মোস্তফা আমীর ফয়সল বলেন, গত ৩০ বছর যাবত ঈমান, একতা, বিনয়, ভদ্রতা, শিষ্টতা, দেশপ্রেম, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এবাদত ও খেদমতের রঙে দেশবাসীকে রঙিন করার জন্য অবিরাম কাজ করে যাচ্ছি। আমরা আমাদের এই কর্মপ্রচেষ্টায় কোন বিদেশী রাষ্ট্র কিংবা ধনী ও উচ্চবিত্তদের সহায়তা নেই নি। মনে রাখবেন, এইটাই জাকের পার্টির রাজনীতি। মুর্শিদ আর মুরীদের রাজত্ব পরিচালনার রাজনীতি। এ আদর্শের পথে দেশবাসীকে ঘুড়িয়ে আনতে হবে।
জাকের পার্টি চেয়ারম্যান বলেন, বিশ্বওলী কেবলাজান হুজুর কোন রাজা বাদশাহর দান নেন নাই। জাকের পার্টি কোন রাজা-বাদশাহর দানে আসে নাই। যারা জাকের পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা জানে না, জাকের পার্টির প্রতিটি নেতা কর্মী একেকটি গোলাপ ফুল। প্রত্যেকের বাড়ী জাকের পার্টির দূর্গ। জাকের পার্টির দপ্তর। তাদের প্রত্যেকের হৃদয়ে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী। তাদের প্রত্যেকের হৃদয়ে বিশ্ব জাকের মঞ্জিল। তাদের প্রত্যেকের হৃদয়ে রওজা শরীফ। তাদের প্রত্যেকের হৃদয়ে বিশ্বওলীর বেছালত মঞ্জিল। তাদের প্রত্যেকের হৃদয়ে হেজবুল্লাহ জাকের পার্টি।
মোস্তফা আমীর ফয়সল বলেন, বিশ্বের নানা দেশে মানুষ খাবার পায় না। অথচ অনেক দেশ আছে, তাদের খাবারের এত উৎপাদন যে তারা উদ্বৃত্ত খাবার গরীব দেশ কে না দিয়ে পানিতে ফেলে দেয়। মসুলমানদের মধ্যেও এ অনৈতকতা প্রবেশ করেছে। এদের একদল উটের রোস্ট খেয়ে স্বাস্থ্যবান, অন্যদল না খেয়ে কঙ্কাল সার।
জাকের পার্টি চেয়ারম্যান বলেন, ইসলামের মধ্যে কোন শ্রেনী নেই। ধনী-গরীব নেই। কালো-ধলো নেই। রাজা-বাদশাহ নেই। ইসলামের মধ্যে আছে মুর্শিদ আর মুরীদ। আছে মুর্শিদ আর মুরিদের রাষ্ট্র।
মোস্তফা আমীর ফয়সল বলেন, জাকের পার্টি গরিবের পার্টি। এই পার্টির প্রতিষ্ঠাকালে বিশ্বওলী কেবলাজান হুজুর তার গরীব জাকেরানদের নিয়ে যেসব নসিহত করেছেন, আমার প্রতি যে সব নসিহত করেছেন তা পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তিঁনি আরো বলেন, গরীবের রাজা হলেন বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী। ধনী লোক খাজাবাবাকে বোঝে না। গরীব-দুঃখী মানুষই ওলী আল্লাহগনকে ভালোবাসে। প্রেমের সুধা পায়।
জাকের পার্টি চেয়ারম্যান বলেন, আমরা যখন হাদিস বুঝি না, তখন হাদিস বোঝানোর জন্য আল্লাহ পাকের তরফ থেকে একজন জোর্তিময় মহামানব আসেন। মানুষ যখন অসভ্য, জানোয়ার ও নিকৃষ্ট হয়ে যায় তখন সভ্যতার উপরে আঘাত আসে। সভ্যতার পথে যুগে যুগে কালে কালে কত রাজা বাদশাহ আসছে। আবার চলেও গেছে। মনে রাখতে হবে, একমাত্র আল্লাহর রজ্জুই মানুষকে প্রকৃত কল্যানের পথে দৃঢ় রাখতে পারে। সেই আল্লাহর রজ্জু হলো রাসুলে পাক (সাঃ)।
মোস্তফা আমীর ফয়সল তেজোদীপ্ত কন্ঠে বলেন, মসুলমানদের এখন ঘুরে দাড়ানোর সময়। আমরা কারো অনিষ্ঠ করবো না। বিনা কারনে কাউকে আঘাত করবো না। মারামারি, কাটাকাটি, হানাহানি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধ করবো। গ্রামে গ্রামে ঘরে ঘরে যেয়ে কেবলাজানের আদর্শ প্রচার করবো বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ।
সভা শেষে জাকের পার্টি চেয়ারম্যান তাঁর আমন্ত্রনে আসা বাস্তুহারা ফ্রন্টের নেতৃবৃন্দকে রাতের খাবারে আপ্যায়িত করেন। হরেক রকমের উপাদেয় খাবারের এ আপ্যায়নে বাস্তুহারা ফ্রন্টের বিত্তহীন নেতৃবৃন্দ আবেগ আপ্লুত হয়ে পরেন। মহান নেতার দরদিয়া আতিথেয়তার পরশে তারা অভিভুত হন। পরিতৃপ্ত হন। জাকের পার্টি চেয়ারম্যানের নেতৃত্বে বিত্তহীনদের সুখ সমৃদ্ধির আগাম এক ঝলক সোনার বাংলাদেশের সুখ স্মৃতি নিয়ে বনানী ত্যাগ করেন।
_২২শে মে ২০১৯
“There will be a revolution of divine spiritualism in Bangladesh!” – Zaker Party Chairman
Expressing his firm commitment and profound hopes, Zaker Party Chairman Mostafa Amir Faisal has said, “There will be a revolution of divine spiritualism in Bangladesh. Through you all – there will arise a revolution of spiritualism, divine love and devotion in this country. The revolution of the Sufi saints will be a bloodless revolt. Such a revolution, in today’s context, is indispensable.”
He said all this last evening (Tuesday, 21 May 2019) in a discussion meeting of Zaker Party Bastuhara Front at the central office in Banani, Dhaka. Bastuhara Front’s central, divisional, metropolitan, district- and thana-level leaders attended the meeting.
In despondent tones, Mostafa Amir Faisal said, “I am absolutely devastated inside. I cannot express these feelings; my chest is heavy with pain. Never in my whole life, could I have imagined that such a situation would come! We are two brothers. We do not possess the mantle of the Peer! ”
In a tearful voice, the Zaker Party Chairman highlighted on the divine self-sacrifice, suffering, trials and tribulations Bishwa Wali Khwaja Baba Faridpuri (QSA) Keblajan went through in close proximity with his own spiritual teacher Khwaja Enayetpuri (QSA). In grief-stricken tones, the Zaker Party Chairman elucidated the invaluable teachings exclusively bestowed by Khwaja Enayetpuri upon Bishwa Wali Khwaja Baba Faridpuri. His tearful voice stirred up the souls of everyone assembled in the meeting, and everyone broke down in tears. In last evening’s speech, Mostafa Amir Faisal highlighted many of his own childhood memories and different episodes from Bishwa Wali’s blessed life; during the speech, again and again, he was overwhelmed with emotion.
Mostafa Amir Faisal said, “For the last 30 years, I have been striving to imbue our countrymen with the spirit of faith, unity, modesty, courtesy, humility, patriotism, politeness, civility, compassion, courage, worship and devotion. In our efforts, we never tried to procure any kind of assistance or financial help from any foreign powers or from the wealthy class. Remember – this is Zaker Party’s politics! It is the politics of the reign of the teacher and his devotees. We must guide the people of this land toward these ideals.”
The Zaker Party Chairman said, “Bishwa Wali Keblajan did not accept gifts from any kings or emperors. Zaker Party was not founded by the grace of any monarch. Those who conspire against Zaker Party – they do not know that Zaker Party’s each leader, each worker represents a rose! Their homes make up Zaker Party’s colossal fort! In each of their souls they treasure Bishwa Wali Khwaja Baba Faridpuri. Each of their souls cherishes Bishwa Zaker Manjil, the Rauja Sharif, and Bishwa Wali’s House of Departure. Each of their souls cherishes Zaker Party, which is the Party of God!”
Mostafa Amir Faisal said, “In many countries of the world, people are starving – whereas, there are many affluent countries who produce so much that they need to throw away the excessive food. Even among Muslim nations, this disparity today is quite evident. A section of them are enjoying roasted camels; the rest are starving to death.”
The Zaker Party Chairman said, “Islam does not condone any divisions – of rich and poor, black and white, kings and tramps! Islam shows us the precedent of the teacher and his followers, and of the state made up by them.”
Mostafa Amir Faisal said, “Zaker Party is the party of the poor. At the time of its foundation, the sacred sermons given out by Bishwa Wali Keblajan for his poor and unprivileged followers, and especially to me – in the history of the world, those hallowed sermons will remain supreme.” He also said, “Bishwa Wali Khwaja Baba Faridpuri is the monarch of the poor and the destitute. The rich and the wealthy do not fathom Khwaja Baba. The wretched and the unprivileged truly revere the Sufi saints and the spiritual teachers; they genuinely appreciate compassion and true love!”
The Zaker Party Chairman said, “When we are no longer able to grasp the message of the Hadith – on behalf of the Creator, there appear amidst us enlightened great men. When humans decline to a state dreadful, despicable and lower even than animals – civilization itself faces perils and degeneration. In the long-winded course of our civilization, kings and monarchs have appeared, and they evaporated without leaving any trace. We must remember, only the guidance of the Almighty can keep us firmly onto the path of welfare and well-being. And God’s true guidance comes from our Prophet (Peace be upon him!)”
In lively and vigorous tones, Mostafa Amir Faisal said, “Now it is high time that the Muslims turn around. We will not harm anyone, or assault anyone without any valid reason. We will desist from all kinds of violence, aggression, hostility, and all kinds of immoderation and extremity with regard to religion. We will reach out to every household in every village of this land, and disseminate the teachings and ideals of Keblajan to all. God willing, we will be triumphant for sure!”
At the end of the meeting, the Zaker Party Chairman entertained the leaders and workers, who had assembled at his invitation, in a gala dinner. The impoverished Bastuhara Front leaders were overwhelmed by this grand feast of assorted dishes and delectable foods. They were all charmed and enchanted by the generous hospitality of their great leader. They left for their homes with cherished memories and the dreams of establishing a flourishing and prosperous society and nation.
_22/May/2019