Rubel's Commerce care

  • Home
  • Rubel's Commerce care

Rubel's Commerce care The daily online News Portal

🎗️এক ভদ্রমহিলা একটি মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন। একদিন তিনি ডিউটি শেষ করে মাংস সংরক্ষণ হিমাগারে কোনো একটি বিষয় পরীক...
27/05/2025

🎗️এক ভদ্রমহিলা একটি মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন। একদিন তিনি ডিউটি শেষ করে মাংস সংরক্ষণ হিমাগারে কোনো একটি বিষয় পরীক্ষা করার জন্য ঢুকলেন। তখন আকস্মিকভাবে হিমাগারের দরজা স্বয়ংক্রিয়ভাবে তালাবদ্ধ হয়ে গেল এবং ভদ্রমহিলা ভিতরে আটকে পড়ে গেলেন।

মহিলা সেখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে না পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দরজায় ধাক্কাধাক্কি করে সাহায্যের জন্য চিৎকার শুরু করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার চিৎকারের শব্দ হিমাগারের বাইরে কারো কানে পৌঁছাল না।

এদিকে সন্ধ্যা নামার পর একে একে অফিসের সবাই বেরিয়ে গেল। মহিলা একাকী অন্ধকার হিমাগারে আটকা পড়ে থাকলেন।

এভাবে প্রায় পাঁচ ঘন্টা পার হয়ে গেল এবং মহিলা যখন ঠান্ডায় একেবারে মৃতপ্রায়, ঠিক তখন ফ্যাক্টরির নিরাপত্তা প্রহরী হিমাগারের দরজা খুলে ভিতরে ঢুকলেন। বলা যায়, সে রাতে ভদ্রমহিলা প্রায় অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন।

বাইরে বের হয়ে উষ্ণ পরিবেশে কিছুটা ধাতস্থ হয়ে ভদ্রমহিলা নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসা করলেন, "ওই সময়ে আপনি হিমাগারের দরজা খুলতে গেলেন কেন? ওটা তো আপনার রুটিন ওয়ার্কের অংশ ছিল না।"

তখন নিরাপত্তা প্রহরী বললেন, "আমি বিগত ৩৫ বছর যাবৎ কারখানার প্রবেশ দ্বারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত আছি। প্রতিদিন শত শত লোক এই কারখানায় কাজে আসে, কাজ শেষে ফিরেও যায়। এত বছরে এত লোকের মধ্যে একমাত্র আপনিই প্রতিদিন সকালে কারখানায় প্রবেশকালে আমাকে হাত তুলে 'হ্যালো' বলেন এবং সন্ধ্যার পর কাজ শেষে ফিরে যাবার সময় হাসিমুখে আমাকে 'গুড বাই, আবার কাল দেখা হবে' বলে বেরিয়ে যান। অন্য সবাইকে দেখে মনে হয় আমি বোধহয় কোন অদৃশ্য বস্তু। কেউ আমাকে কোনদিন দেখতেই পায় না!

আজও রোজকার মতো সকালে আপনি আমাকে 'হ্যালো' বলে কারখানায় ঢুকলেন। সন্ধ্যার পর একে একে সবাই কাজ শেষে বেরিয়ে গেল। আমি ভাবলাম গেট বন্ধ করে তালা লাগিয়ে বিশ্রাম নেব। হঠাৎ মনে হলো, কি ব্যাপার, যে ভদ্রমহিলা আমাকে 'গুড বাই , আবার কাল দেখা হবে' বলে বেরিয়ে যায় তাকে তো আজ বের হতে দেখলাম না।

প্রথমে ভাবলাম হয়তো কোনো কাজে আপনার বিলম্ব হচ্ছে, তাই গেট বন্ধ না করে প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করলাম। তারপরেও যখন আপনাকে বের হতে দেখলাম না, তখন কৌতূহলবশত সারা কারখানার আনাচে কানাচে প্রতিটি জায়গায় খুঁজে কোথাও না পেয়ে কেমন একট ভয় মিশ্রিত সন্দেহ হলো। তখনই আমি হিমাগারের দরজা খুলে আপনাকে মেঝের উপর পড়ে থাকতে দেখলাম।

সত্যি বলতে কি, আমি প্রতিদিন মনে মনে সকালে 'হ্যালো' এবং সন্ধ্যায় 'গুড বাই' এই শব্দ দুটো শোনার অপেক্ষায় থাকি। কেননা ওই শব্দ দুটিই আমাকে মনে করিয়ে দেয় যে, আমিও একজন মানুষ!"

অস্থির এক সময় পার করছি আমরা। সবাই যার যার মতো ব্যস্ত। কেউ জানে না আগামীকাল কার জন্য কি অপেক্ষা করছে! তাই প্রতিদিন যাদের সাথে আপনার দেখা হয়, তাদের জীবনে ইতিবাচক প্রভাব রাখার চেষ্টা করুন।

শিক্ষণীয় গল্প: কুড়াল ও ব্লেডএকদিন এক বড় বন‍্যপথে দেখা হল কুড়াল আর ব্লেডের।কুড়াল ছিল অনেক শক্তিশালী, মোটা ও ভারী। সে ...
27/05/2025

শিক্ষণীয় গল্প: কুড়াল ও ব্লেড

একদিন এক বড় বন‍্যপথে দেখা হল কুড়াল আর ব্লেডের।
কুড়াল ছিল অনেক শক্তিশালী, মোটা ও ভারী। সে গর্ব করে বলল,
— “আমি এক আঘাতে বিশাল গাছ ফেলে দিতে পারি! আমাকে কেউ হারাতে পারবে না!”

ছোট্ট, পাতলা ব্লেড মৃদু হেসে বলল,
— “তুমি খুবই শক্তিশালী, এতে সন্দেহ নেই। কিন্তু আমি এমন কিছু কাজ করি, যেখানে তোমার শক্তি কোনো কাজে আসে না।”

কুড়াল অবাক হয়ে বলল,
— “তুমি! তুমি আবার কী করো এমন?”

ব্লেড তখন তাকে নিয়ে গেল এক নাপিতের দোকানে। সেখানে এক লোক আয়নার সামনে বসে। ব্লেড দিয়ে সে সুন্দরভাবে দাড়ি কামিয়ে নিচ্ছে। একটুও কষ্ট হচ্ছিল না।

এই দৃশ্য দেখে কুড়াল চুপ করে গেল। সে বুঝতে পারল, তার মতো শক্তি থাকলেও, এমন সূক্ষ্ম কাজে সে কিছুই করতে পারবে না।

তখন ব্লেড বলল,
— “দেখো বন্ধু, আমরা একে-অপরের চেয়ে ভালো না। আমরা শুধু আলাদা কাজে দক্ষ। তুমি গাছ কাটো, আমি দাড়ি কাটবো। আমাদের দুজনেরই গুরুত্ব আছে, কিন্তু আলাদা জায়গায়।”

শিক্ষা:
জীবনে কেউ ছোট, কেউ বড় হলেও প্রত্যেকের নিজস্ব গুণ ও প্রয়োজনীয়তা থাকে। কেউ খুব শক্তিশালী, কেউ খুব সূক্ষ্ম ও নিখুঁত। তাই কাউকে তুচ্ছ না করে, সবাইকে সম্মান করতে শিখতে হবে। কারণ, নিজের জায়গায় প্রত্যেকেই গুরুত্বপূর্ণ।

04/10/2024
14/01/2023

🛡️Alhumdulillah💫বরাব‌রের ন‌্যায় এবারও অামার দশম শ্রেনীর কো‌চিং ব‌্যা‌চের শিক্ষার্থী‌দের ম‌ধ্যে নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান ও সেরা রেজাল্ট করায় অ‌ভিনন্দন।

🔰 SSC Batch 2023 (ব‌্যবসায় শিক্ষা বিভাগ):
নাজাত (১ম) মাকসুদাহ্ সরকারি বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়
অাফরিন (১ম) বসুরহাট এ.এইচ.সি সরঃ উচ্চ বিদ‌্যালয়
মা‌হিয়া মাহী (১ম) যো‌গি‌দিয়া বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়
সুরাইয়া (১ম স্থান) অাবু না‌ছের চৌধুরী উচ্চ বিদ‌্যালয়
নিহা (১ম স্থান) ক্রিসেন্ট স্কুল এন্ড ক‌লেজ
নীলা (১ম স্থান) বসুরহাট একা‌ডেমী
রা‌ফি (১ম স্থান) দুধমুখা উচ্চ বিদ‌্যালয়

🔰 বিজ্ঞান | মান‌বিক | ব‌্যবসায় শিক্ষা
প্রিয়াংকা (১ম) মাকসুদাহ্ সরঃ বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়

তু‌লি (২য়) মাকসুদাহ্ সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়
বৈশাখী (২য়) অাবু না‌ছের চৌধুরী পৌর উচ্চ বিদ‌্যালয়

প্রিয়া (১ম) মাকসুদাহ্ সরঃ বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়
রো‌জি (২য়) মাকসুদাহ্ সরঃ বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়

🌿 সবার জন‌্য দোয়া ও শুভকামনা জানাই 💫

Address


Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Saturday 07:00 - 17:00
Sunday 07:00 - 17:00

Telephone

+8801715322589

Alerts

Be the first to know and let us send you an email when Rubel's Commerce care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rubel's Commerce care:

  • Want your business to be the top-listed Media Company?

Share