Nature & Info By Ferdousi

Nature & Info By Ferdousi Assalamu Alaikum. This is a fan page of Niloy Alamgir. This page also contains nature, information, news and Entertainment .
(12)

Welcome to my page. ❤️❤️

ক্লিপ নিয়ে কোন অ"ভিযোগ থাকলে জানাবেন। ডি"লিট করে দিব। ক্ষ"তি করবেন না প্লিজ🙏

14/09/2025

আর যামুনা স্কুলে ....................

13/09/2025

নদী পার হচ্ছে কত ঝুঁ"কি নিয়ে!!! সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি!

কত ভাগ্যবতী নারী!! স্বামীর সাথে একসাথে চলে গেলেন 😰আল্লাহ জান্নাতবাসী করুন দুজনকে।
06/09/2025

কত ভাগ্যবতী নারী!! স্বামীর সাথে একসাথে চলে গেলেন 😰আল্লাহ জান্নাতবাসী করুন দুজনকে।

06/09/2025

মানবতা কাকে বলে জানেন??

১০০ টাকা থেকে নিরা নব্বই  টাকা নিয়ে গেল, তাহলে এখন কত টাকা থাকলো?
05/09/2025

১০০ টাকা থেকে নিরা নব্বই টাকা নিয়ে গেল, তাহলে এখন কত টাকা থাকলো?

05/09/2025

লক ছাড়া বাথরুমে যখন বাড়িওয়ালা মিস্ত্রি নিয়ে আসে 😑😑

✅প্রতারণার শিকার এক মেয়ের গল্প… ✨সাদিয়া, ইন্টার সেকেন্ড ইয়ার এর ছাত্রী। ক্লাস নাইন থেকে শুরু হয়েছিল তার ভালোবাসার গল...
05/09/2025

✅প্রতারণার শিকার এক মেয়ের গল্প… ✨

সাদিয়া, ইন্টার সেকেন্ড ইয়ার এর ছাত্রী।
ক্লাস নাইন থেকে শুরু হয়েছিল তার ভালোবাসার গল্প। চার বছর ধরে একই ছেলের সাথে প্রেম, বিশ্বাস আর ভবিষ্যতের স্বপ্নে ভরপুর ছিল তার মন। কিন্তু একদিন হুট করেই তার জীবনটা ওলটপালট হয়ে গেল- কারণ সে আবিষ্কার করলো, যার উপর সে অন্ধের মতো ভরসা করেছিল সেই ছেলেই একসাথে ২/৩ জন মেয়ের সাথে প্রেম চালাচ্ছিল। 💔

এমন প্রতারণা সাদিয়া মেনে নিতে পারেনি। চোখের জল মুছে সে নিলো এক কঠিন সিদ্ধান্ত- “নিজের সিদ্ধান্তে নয়, এবার বিয়ে হবে পরিবারের পছন্দে।”

এরই মধ্যে এল প্রবাসী এক ছেলের প্রস্তাব। বাড়ির সবাই খুশি, ছেলে বিদেশে থাকে, অনেক টাকার মালিক। আর সাদিয়া? ভাঙা হৃদয় নিয়ে স্রেফ রাজি হলো, না দেখে, না জেনে।

কিন্তু বিয়ের আসরে সাদিয়ার জিবনে ঘটলো ভয়ানক ঘটনা! 😳
বর সাজে যে এল তাকে দেখে সাদিয়া যেন ভেতরে ভেতরে ভেঙে পড়লো, বয়সে অনেক বড়ো, দেখতে একদমই আকর্ষণীয় নয়, তার স্বপ্নের সঙ্গীর সাথে একটুও মেলে না।

অসহায় সাদিয়া এই বিয়ে না করার জন্য বারবার অজ্ঞান হওয়ার ভান ধরলো। তবুও মায়ের একটাই কথা- “টাকা আছে, ভবিষ্যৎ আছে, সুখে থাকতে পারবি।”

কিন্তু প্রশ্ন হলো,
টাকা আর ভবিষ্যৎ কি মনের শান্তি কিনে দিতে পারে?
ভালোবাসা আর সমতার বদলে শুধু প্রবাসী ট্যাগ কি বিয়ের আসল মূল্য?

শেষ পর্যন্ত আর রক্ষা হলো না… সাদিয়াকে বিয়ে করতেই হলো সেই বৃদ্ধ, অসুন্দর প্রবাসী পাত্রকে।

আপনারা কি মনে করেন, শুধু টাকার লোভে, প্রবাসী ট্যাগে, মেয়েদের ভবিষ্যৎ গড়া যায়? নাকি মেয়েদের আসল অধিকার হলো ভালোবাসা, সম্মান আর সমানভাবে সুখী একটা জীবন?

আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কারণ এমন গল্প আজ শুধু সাদিয়ার নয়, আমাদের চারপাশে অনেক মেয়ের বাস্তবতা…💔

✅“বর যদি হয় সরকারি চাকরিজীবী, তবে ৫০ বছরের বুড়োও রাজপুত্র!”😅টাঙ্গাইলে ঘটে গেলো এক আজব ঘটনা, ৫০ বছরের এক সরকারি চাকরিজী...
05/09/2025

✅“বর যদি হয় সরকারি চাকরিজীবী, তবে ৫০ বছরের বুড়োও রাজপুত্র!”😅

টাঙ্গাইলে ঘটে গেলো এক আজব ঘটনা,
৫০ বছরের এক সরকারি চাকরিজীবী বর বিয়ে করলেন মাত্র ১৮ বছরের এক স্কুলছাত্রীকে, যে কিনা এখনো ৯ম শ্রেণিতে পড়ে!

লোকমুখে শোনা যাচ্ছে- “সরকারি চাকরি আছে? বয়স ৫০ হোক বা ৬০, কোন সমস্যা নাই ভাই!”, “সরকারি চাকরিজীবী জামাই মানেই সোনার হরিণ, হাতছাড়া করলে নাকি পস্তাতে হবে!”

আসলে লোকটির দোষও নেই, সরকারি কাজের চাপে এতদিন বিয়েই করতে পারেননি। অবশেষে ৫০ বছর বয়সে ধৈর্যের ফল মিললো, একদম কম বয়সী টগবগে তরুণীকে বউ হিসেবে ঘরে তুললেন। এজন্যই তো বলে- ধৈর্যের ফল মিষ্টি হয়! 🤭

এখন প্রশ্ন আসছে, ভালো চাকরি থাকলেই কি বয়স ভুলে যাওয়া উচিত? মেয়েটির পড়াশোনার কী হবে? এটা কি স্বপ্নপূরণ নাকি সমাজের চাপের ফল?

বাংলাদেশে সরকারি চাকরি মানে VIP লাইফ, মাস শেষে ফিক্সড বেতন, বাসা ভাড়া, ছুটি, পেনশন, সামাজিক মর্যাদা, সব সময় চাহিদা হাই!

তাই তরুণদের জন্য শিক্ষা:
এই পোস্টটা দেখে হাল ছেড়ে দিও না, বরং পড়ালেখা শুরু করো মন দিয়ে। ভালো ভালো ডিগ্রি অর্জন করো, সরকারি চাকরি পেলে তোমরাও একদিন এমন সুন্দরী অল্প বয়সী মেয়েকে বিয়ে করতে পারবে! 😜

আপনারা কী বলেন?

কালিদাস পন্ডিতের ফাঁকি আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ  গেলে আর কত থাকে বাকি??
02/09/2025

কালিদাস পন্ডিতের ফাঁকি আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ গেলে আর কত থাকে বাকি??

মেয়েটিকে গায়ে হলুদের জন্য নামানো হলো।। যেইনা গায়ে হলুদের জন্য কোলে তুলে নিল অমনি.......  see more
02/09/2025

মেয়েটিকে গায়ে হলুদের জন্য নামানো হলো।। যেইনা গায়ে হলুদের জন্য কোলে তুলে নিল অমনি....... see more

01/09/2025

ভিডিওটি দেখে না হেসে পারবেন না 🤣🤣 ভিডিওটি সং'গ্রহীত ভালো লাগলো তাই শে'য়ার করলাম 🙏

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nature & Info By Ferdousi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share