10/05/2025
Indian FighterJet Has Shot Down
🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵
স্বাভাবিকভাবে প্রতিবেশী দেশ হিসেবে ইন্ডিয়াকে আমাদের ভালোবাসার কথা। কিন্তু তারা আমাদের মাঝে ধর্মনিরপেক্ষতার বীজ বপন করে নিজেরাই যখন এক দেশ এক ধর্মের কথা বলে তখন আমারা তো চুপ থাকতে পারিনা। তারা নিজদেশের বাঙালী বা মুসলিম নাগরিকদের নির্যাতন করে যাচ্ছে। সব মিলিয়ে ইন্ডিয়া নিজেদেরকে আরেকটা ইসরায়েল ভাবে। এসব বিষয় মাথায় রেখেই ইউনূস স্যার যুদ্ধে প্রস্তুতির কথা বলেছেন।
গত রাতে ভারত ৮ জন পাকিস্তানিকে হত্যা করে বিনিময়ে পাকিস্তান এভাবেই তাদের ৫ টি যুদ্ধবিমান ঘুড়িয়ে দেয়। হাসিনার আমল হলে আমরা এখন ইন্ডিয়ার পক্ষেই থাকতাম। তবে সময় পাল্টেছে। আপনি কার পক্ষে মত পোষণ করবেন। পাকিস্তান ❤️ নাকি ইন্ডিয়া👍