Masum Vibes

Masum Vibes Life is a Journey, not a Destination.

আজ আমাদের সমাজ ও রাজনীতির মাঠে এক অদ্ভুত প্রতিযোগিতা চলছে কে কার চেয়ে বড় নেতা, কে কার চেয়ে শক্তিশালী প্রমাণ করবে। এই ...
18/10/2025

আজ আমাদের সমাজ ও রাজনীতির মাঠে এক অদ্ভুত প্রতিযোগিতা চলছে কে কার চেয়ে বড় নেতা, কে কার চেয়ে শক্তিশালী প্রমাণ করবে। এই ক্ষমতার অহংকার, প্রতিহিংসা আর ব্যক্তিগত প্রভাব বিস্তারের লড়াই আমাদের জাতিকে বিভক্ত করছে। কেউ কাউকে ছাড় দিতে চায় না, যতক্ষণ না নিজেই ধ্বংসের মুখে পড়ে।

রাজনীতি মানে সেবা, শত্রুতা নয়। নিজের অবস্থান বড় করার চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখা উচিত। সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যার সমাধান হবে ঐক্যের মাধ্যমে, বিভেদ দিয়ে নয়। মনে রাখুন ক্ষমতা টিকে থাকে না, আদর্শই ইতিহাসে বেঁচে থাকে।
Masum Vibes.

২০২৩ বিশ্বকাপ পূর্ববর্তী সময়ে ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্য বাংলাদেশ কেবল ওয়ানডেতেই সাবলীল ছিল। ২০২৩ বিশ্বকাপ নিয়ে তো ভক্...
15/10/2025

২০২৩ বিশ্বকাপ পূর্ববর্তী সময়ে ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্য বাংলাদেশ কেবল ওয়ানডেতেই সাবলীল ছিল। ২০২৩ বিশ্বকাপ নিয়ে তো ভক্তদের অনেক প্রত্যাশা ছিল, ছিল কাপকে আলিঙ্গন করার স্বপ্ন। তখনই দেশের সিনিয়র ক্রিকেটারদের স্ট্রাইক রেট ইস্যু নিয়ে ব্যাপক প্রশ্ন উঠে? দেশের ক্রিকেটবোদ্ধা থেকে ক্রিকেটপ্রেমীরাও সরব ছিল সিনিয়রদের স্ট্রাইক রেট ইস্যু নিয়ে। তামিম ইকবালকে দেওয়া হলো ডট বাবা তকমা, মুশফিককে নিয়ে চলতো নানা ট্রল। ২০২৩ বিশ্বকাপে ডিরেক্টলি মাহমুদউল্লাহকে স্ট্রাইক রেট ইস্যু দিয়ে বাদ দিয়ে দিয়েছিল নির্বাচকরা, তারপর দেশের ক্রিকেট প্রেমীকরা রাজপথে নেমে আসলে চাপে পরে তাকে দলে নিতে বাধ্য হয়। কিন্তু বিশ্বকাপের পরে ওয়ানডেতে স্লো রান রেটের ইস্যুকে কেন্দ্র করে অবসর নিতে রীতিমতো বাধ্য হয় মুশফিক মাহমুদউল্লাহ।

সিনিয়রা যখন ছিল তখন বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন দেখতো। আর এখন তরুণ নির্ভর টিম ৫০ ওভার কিভাবে ব্যাট করবে সেটার স্বপ্ন দেখে, সেখানে স্ট্রাইক রেট তো অনেক দূরের বিষয়। তামিম ইকবাল, মুশফিক মাহমুদউল্লাহকে আমরা যারা বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছি, তাদের আজ ভুল ভেঙে গেছে। আমরা এখন বুঝতে পারছি তারা কেন এতো ধরে সয়ে খেলে ইনিংস বড় করতেন। তারা জানতেন এদেশের ব্যাটিং ওর্ডারের সক্ষমতা, তারা কথার চেয়ে তাদের কাজে মনোযোগী ছিল। অনেকে বলবেন তারা এতো বছর খেলে কি করেছে? আরে ভাই তারা কিছু করতে পারেনি কিন্তু বিশ্বকাপে চ্যাম্পিয়ন ট্রফিতে চান্স পাওয়া নিয়ে সংকোচে থাকতে হতোনা। তখন বাংলাদেশ ওয়ানডেতে সেরা পাচঁ দলের একটি ছিল। এশিয়া কাপ ফাইনাল, চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনাল, বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে বাংলাদেশ, আর এখন বিশ্বকাপে চান্স পাওয়া নিয়েই দৌড়াদৌড়ি। সেমিফাইনাল তো দূর্ভেদ্য সাগর পাড়ি দেওয়ায় মতো কাঠিন্য ভ্রমণ।

এই দেশে একটা জিনিস ভাইরাল হইলে ঐডার টুপকি মারতে মারতে ঘা কইরা ফেলে কিছু পাবলিক৷ ভাইরাল মিজানের ১০০ টাকার ভাতের হোটেলের ভ...
22/09/2025

এই দেশে একটা জিনিস ভাইরাল হইলে ঐডার টুপকি মারতে মারতে ঘা কইরা ফেলে কিছু পাবলিক৷ ভাইরাল মিজানের ১০০ টাকার ভাতের হোটেলের ভিডিও সোডনে কদিন ধরে থাকতে পারছি না৷ এরমধ্যে হাজির হইলো একজন কেক নিয়া৷

ভাইরে ভাই! প্রতি একটা রিলসের পরই দেখি ঐ লোকের কেকের ভিডিও আসে৷ মনে হইতেছে দেশে মানুষ ভাত খাওয়ার বদলে কেক খাইতেছে৷ মানে পাবলিক হাবাইত্তার মতন হুমড়ি খায়া কেক খাইতেছে৷

আর ঐ লোক সব ভিডিওতে আমার বউ, আমার বউ এর কেক, আমার বউ একা সব বানায়৷

কিন্তু আমি সহজ একটা অংক বুঝি না! হেরা বউ জামাই মিলা 40/50 টা কেক কেমনে বানায়? আজকে আবার দেখলাম ভাই কইতাছে তারা নাকি দুই মিনিটে একটা কেক বানায়? মানে ভাই কেমনে কি! আপনাদের কি মনে হয় এখানে অন্য কোনো কারসাজি আছে নাকি!

Masum Vibes

চাকরির চাপে ভাঙে শরীর,পারিবারিক দায়িত্বে ভেঙে পড়ে মন।তবুও বলে আমি আছি চিন্তা করো না ছুটি নিলে বসরা বলবে 👉কিসের এতো ছুট...
03/09/2025

চাকরির চাপে ভাঙে শরীর,
পারিবারিক দায়িত্বে ভেঙে পড়ে মন।
তবুও বলে আমি আছি চিন্তা করো না

ছুটি নিলে বসরা বলবে 👉কিসের এতো ছুটি !
ছুটি না নিলে পরিবার বলবে 👉সময় দেয় না!

পুরুষের কোনো অভিমান থাকে না ! থাকে না কোন অভিযোগের জায়গা।
কারণ সে “পুরুষ”।

29/08/2025
রাতে ঘুমাতে দেরি হয়ে যায় তাহলে গল্পটি পড়ুনযাদের রাতে ঘুমাতে দেরি হয়, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণএকটি কথা। এক ব্যক্তি...
22/08/2025

রাতে ঘুমাতে দেরি হয়ে যায় তাহলে গল্পটি পড়ুন
যাদের রাতে ঘুমাতে দেরি হয়, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ
একটি কথা। এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম
(রহঃ) এর সাথে তর্ক করছিলো যে-'বরকত' বলতে কিছুই
নেই।
তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছো?
লোকটি বলল,
জি দেখেছি।
শায়খ লোকটিকে জিজ্ঞাসা করলেন- বলতো কুকুর আর
ছাগল এর মধ্যে কে বেশি বাচ্চা দেয়?
লোকটি বললো, কুকুর।
শায়খ বললেন, এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি
দেখতে পাও, কুকুর না ছাগল?
লোকটি বললো, ছাগল।
শায়খ ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) বললেন,
"ছাগলকে মানুষ খায়, কোরবানির সময় কত ছাগল
কোরবান করা হয়, এরপর ও ছাগলের সংখ্যায় বেশি দেখা
যায়, কমে না। এর রহস্য কি বলে মনে হয় তোমার?
লোকটি জিজ্ঞাসা করলো- কি রহস্য শায়খ?
শায়খ বললেন- একবার ভেবে দেখো, এটা কি বরকত নয়?
লোকটি বললো, তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে
বরকত হয়, আর কুকুরের মধ্যে বরকত হয় না?
শায়খ বললেন, এর কারণ হলো ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে
যায়, আর ভোরে জাগ্রত হয়, এই সময়টাই হয় রহমত ও
বরকত বর্ষণের মুহূর্ত। ফলে তার মধ্যে বরকত হয়। আর
কুকুর সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায়। তাই
সে বরকত থেকে বঞ্চিত থাকে।
একটু চিন্তার বিষয়, নবীজি (সঃ) এর সুন্নাত হলো-এশার
নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া। শেষ রাতে জাগ্রত হয়ে
তাহাজ্জুদ পড়া, কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে
প্রথম আসমানে নেমে এসে বান্দাদের কে দোয়া করার জন্য
ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন।
আর আমরা? সাড়া রাত মোবাইলে, ইন্টারনেটে হা'রা'ম
কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি। আর
ফজরের তো খবরই নেই। আমাদের মধ্যে এমন অনেকেই
আছেন যারা যখন শুনেন মসজিদের ফজরের আজান
হচ্ছে, ঠিক তখনই তারা ঘুমাতে যান। তাদের মনে হয়
হায়রে, ঘুমের সময় হয়ে গেছে। কিন্তু তাদের এটা মনে হয়
না, আজানটা যখন হয়েই গেছে, নামাজটা পড়ে ঘুমিয়ে
পড়ি।
অথচ রাসুলুল্লাহ (সঃ) বলেন, ফজরের কেবল দুই রাকাত
সুন্নাত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সবকিছুর
চাইতে উত্তম, সুবহানআল্লাহ। তাহলে দুই রাকাত ফরজের
কতটা মর্যাদা হতে পারে? এমন অতি মূল্যবান সময় আমরা
ঘুমিয়েই কাটিয়ে দেই। তাহলে আমাদের কাজ কর্মে আল্লাহ
বরকত দিবেন কিভাবে?
আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি -
আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন?
কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না, তখন সময়টা
এমন ছিল না। আগের দিনের মানুষ সন্ধ্যার একটু পর পর
সাত আটটার দিকে ঘুমিয়ে যেত। স্বামী স্ত্রী রাতে ঘুমানোর
আগে অনেক গল্প করতেন। অনেক লম্বা একটা সময়
ঘুমানোর পরে তাদের ভোর পাঁচটার দিকে উঠতে কোন
সমস্যা হতো না। ভোর বেলায় তারা খেতে খামারে কাজ
করতে চলে যেত। দুপুরের মধ্যেই কাজ শেষ করে বাড়ি
ফিরত। তারপর বউ বাচ্চাদের সাথে সময় কাটাতে পারতো।
কিন্তু এখন আমাদের আর সেই সুযোগ হয় না। ঘুমের সময় ছাড়া আমারা
আর কেউ বাসায় থাকি না। শুধু কাজ আর কাজ।
আমাদের সামাজিক বন্ধন ঠুনকো হয়ে যাচ্ছে। নারীরা
তাদের সঙ্গীর কাছে সময় ভিক্ষা চাইছেন, পুরুষেরাও
তাদের নারীর কাছে। কিন্তু কেউ কাউকে সময় দিতে
পারছেন না।
তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি,
আল্লাহর বিধান সমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন
করি। তাহলে আশা করা যায়, তিনি আমাদের দোয়া কবুল
করবেন এবং কাজকর্মে বরকত দিবেন, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান
করুন, আল্লাহুম্মা আমিন।

মাসে মিনিমাম ৩০হাজার টাকা কামানো রিকশাওয়ালারা কোনোভাবেই গরীব না। এইটা দেশের জিডিপি পার ক্যাপিটাল থেকেও বেশি। আপনি তাদের ...
13/08/2025

মাসে মিনিমাম ৩০হাজার টাকা কামানো রিকশাওয়ালারা কোনোভাবেই গরীব না। এইটা দেশের জিডিপি পার ক্যাপিটাল থেকেও বেশি। আপনি তাদের গরীব ভাবেন কারণ আপনার মাথায় এটাই সেট হয়ে আছে যে, রিকশাওয়ালা মানেই গরীব। তার উপর আবার তারা ছেঁড়াফাটা লুঙ্গি পরে থাকে, গায়ের রঙ ময়লা, লেখাপড়াও জানে না, আবারব কথা বলে আঞ্চলিক ভাষায়।

গরীব তো আসলে আপনি! কামান মাসে ১৫হাজার টাকা, কিন্তু ভাব নেন লাখপতির। ফিটফাট জামাকাপড় পরে থাকেন, দেখতে শুনতে স্মার্ট, লেখাপড়া জানা গ্র‍্যাজুয়েট, কথাও বলেন পরিমিত ভাষায় । আপনাকে গরীব ভাবার কোনো উপায়ই নাই।

সবার আগে ওদের গরীব ভাবা বন্ধ করেন, আর নিজেদেরও বড়লোক দেখানো বন্ধ করেন। তাহলেই দেখবেন অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে।

22/07/2025

এই দেশে জীবত থাকাটাই একটা এচিভমেন্ট,
আর আমরা বেঁচে থাকার জন্য স্ট্রাগল করি!

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর ভাই-আপনাদের অঢেল টাকা পয়সা আছে! আপনি সুলতান সুলেমানের মত একটা হ্যারেম তৈরি করে...
19/07/2025

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর ভাই-
আপনাদের অঢেল টাকা পয়সা আছে! আপনি সুলতান সুলেমানের মত একটা হ্যারেম তৈরি করেন!

যেখানে রাশিয়ান, গ্রীস,ইউক্রেন, ইত্যাদি দেশের কালেকশন বেশি থাকবে।
ইন্ডিয়ান,পাকিস্তানি কালেকশনও থাকবে তবে আপনি যেহেতু বাঙালি তাই বাঙালি কালেকশনও রাখতে হবে।

আপনার হ্যারেম আপনার পছন্দ মত চলবে।

বোঝাই যাচ্ছে আপনাদের ভাই টাকা পয়সা আছে কিন্তু হ্যারেম তৈরি করার মত রুচি নাই।

এইভাবে তো হইলো না ভাই।
আমরা চাই “সুলতান আনভীর : দ্য বসুন্ধরিয়ান হ্যারেম স্টোরি” সিজন ১!

,😆😂😆😂🤣🤣🤣🤣
18/07/2025

,😆😂😆😂🤣🤣🤣🤣

04/07/2025

ইনশাআল্লাহ

একজন নারী দিনের আলোতে ধর্ষণের শিকার হয়েছেন। সে হিন্দু, ধর্ষক মুসলিম—এই পরিচয়ের চেয়ে বড় সত্য হলো: একজন নারীকে, একজন মানুষ...
29/06/2025

একজন নারী দিনের আলোতে ধর্ষণের শিকার হয়েছেন। সে হিন্দু, ধর্ষক মুসলিম—এই পরিচয়ের চেয়ে বড় সত্য হলো: একজন নারীকে, একজন মানুষকে, ভয়াবহ নিষ্ঠুরতায় পদদলিত করা হয়েছে। শুধু শরীর নয়, তার আত্মাও ক্ষতবিক্ষত করা হয়েছে।

আর এখানেই প্রশ্ন—এই সমাজ, এই রাষ্ট্র, এই বিচারব্যবস্থা কোথায়?
কারণ তারা জানে, বিচার ধীর। আইন দুর্বল। আর সমাজ নীরব।

ধর্ষণ কোনো ধর্মীয় পরিচয়ের বিষয় নয়।
ধর্ষণ একটি ঘৃণ্যতম অপরাধ, যা একটি জাতির বিবেক, মর্যাদা ও মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে।

যে পুরুষ একজন নারীর সম্মান লুণ্ঠন করে, সে শুধু একজন ধর্ষক নয়—সে মানবতার শত্রু। এদের ধর্ম দিয়ে পরিচয় হয় না, পরিচয় হয় নরপিশাচ হিসেবে।

এদের জন্য সাধারণ বিচার নয়—জনসমক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
তাদের কৃতকর্ম যেন কাঁটার মতো গেঁথে থাকে ইতিহাসে, আর ভবিষ্যতের কোনো পশু এমন নৃশংসতার আগে দশবার ভাবে।

এখন সময় আসল প্রশ্নটায় ফেরার—নারী কেন নিরাপদ নয়?
আমরা আর কতদিন ধর্ষণের ভিডিও দেখব, পোস্ট করব, ক্ষোভ ঝাড়ব—তারপর ভুলে যাব?

আমরা যদি আজ না জাগি, কাল হয়তো আমার তোমারই মা, বোন কিংবা মেয়ে এই নরপিশাচদের শিকার হবে।

ধর্ম নয়, ধর্ষণই ইস্যু।
পরিচয় নয়, অপরাধটাই মুখ্য।
আর বিচার হোক—নির্মম, দ্রুত ও জনসমক্ষে।
কারণ নারী সবার আগে একজন মানুষ।

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum Vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share