05/02/2025
আপনি কী জানেন চুইঙ্গাম... শুকরের চর্বি দিয়ে বানানো হয়।যেটাকে আমারা অনেক মজা করে চাবায়। দেখুন চুইঙ্গাম কে দুই ভাবে বানানো হয় প্রথম টা হলো একটা গাছ যা দিয়ে রাবার বানানো হয়। এই গাছে লেটেক্স নামক এক ধরণের রস বাহির হয় যা দিয়ে চুইংগাম বানানো হয়। আর এইটা 100% হালাল হয়ে থাকে।কিন্তু কিছু কম্পানি এটি বানাতে গিয়ে জেলাটিন এর ব্যবহার করে থাকে যা সরাসরি শুয়োরের চর্বি থেকে বানানো হয়ে থাকে। আর শুয়োর এর কিছু খাওয়া ইসলামে হারাম। কারণ এটা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক , তাই এই ধরনের সন্দেহযুক্ত খাদ্য থেকে বিরত থাকবেন । যদি এটাকে গুরুত্বপূর্ণ একটি তথ্য বলে মনে করে থাকেন তাহলে এটি শেয়ার করতে ভুলবেন না