Netrokona Rofiq

Netrokona Rofiq আমাকে সাপোর্ট করলে আমি কাউকে নিরাস করি না,,তাই আইডি গিয়ে ভালোবাসা দিয়ে আসি
(51)

11/07/2025

কপাল সবই কপাল,,,

08/07/2025

মহরম পালন,, না দেখলে মিস করবেন

আজ ১০ মহরম অনুষ্টান পালন করা হয়
05/07/2025

আজ ১০ মহরম অনুষ্টান পালন করা হয়

শৈশবের স্মৃতি কার কার মনে আছে
02/07/2025

শৈশবের স্মৃতি কার কার মনে আছে

পুরানো কিছু স্মৃতি এখন আছে গ্রামের ধান থেকে চাউল করা হয়,
01/07/2025

পুরানো কিছু স্মৃতি এখন আছে
গ্রামের ধান থেকে চাউল করা হয়,

যেসব কারণে সখের নারীকেও ছেড়ে যান পুরুষরা কিন্তু কেনো? ভালোবাসা শুধু মোহে গড়ে ওঠে না, টিকে থাকতে হয় বাস্তবতায়। একজন নারী ...
27/06/2025

যেসব কারণে সখের নারীকেও ছেড়ে যান পুরুষরা কিন্তু কেনো?


ভালোবাসা শুধু মোহে গড়ে ওঠে না, টিকে থাকতে হয় বাস্তবতায়। একজন নারী হতে পারেন পুরুষের অনেক কাঙ্ক্ষিত – রূপে, কথায়, হাসিতে কিংবা উপস্থিতিতে। তবুও দেখা যায়, অনেক পুরুষ একসময় সেই “সখের নারী”কেও ছেড়ে চলে যান। কেন এমনটা ঘটে? এই প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যায়— ভালোবাসা টিকিয়ে রাখতে শুধু চাওয়া নয়, লাগে বোঝাপড়া, সম্মান ও অভ্যন্তরীণ প্রশান্তি। আজ জানবো এমন কিছু কারণ, যেসব কারণে পুরুষেরা শেষমেশ সরে দাঁড়ান।

মূল কারণসমূহ :
অতিরিক্ত দখলদারি মনোভাব
যখন নারী প্রতিনিয়ত পুরুষের সবকিছু নিয়ন্ত্রণ করতে চান—সে কোথায় যাবে, কার সঙ্গে কথা বলবে, এমনকি মোবাইল দেখার দাবি তোলেন—তখন সেটা ধীরে ধীরে বিরক্তির জন্ম দেয়।

সম্মানের অভাব
পুরুষ মাত্রই চায় সম্মান। যে নারী ছোটখাটো বিষয়েও তিরস্কার করে, ব্যঙ্গ করে বা অন্যদের সামনে অপমান করে—সে নারী যতই সুন্দর হোক, একসময় তার প্রতি শ্রদ্ধা হারিয়ে যায়।

অতিরিক্ত চাহিদা বা তুলনা করা
একজন পুরুষের সামর্থ্য অনুযায়ী জীবনযাপন না করে যখন একজন নারী প্রতিনিয়ত "অমুকের স্বামী এটা দেয়, তুমি কেন পারো না?" বলে তুলনা করতে থাকেন, তখন তা সম্পর্কের উপর চাপ ফেলে।

আত্মনির্ভরতার অভাব
একসময় সম্পর্কের ভারসাম্য ভেঙে যায়, যদি একজন নারী সবকিছুতেই পুরুষের উপর নির্ভর করে ও নিজেকে কোনোভাবে বিকশিত না করে।

সবকিছুর নেগেটিভ দৃষ্টিভঙ্গি
যদি একজন নারী সবকিছুতেই খুঁত খুঁজে বেড়ান, ভালো কিছুকেও সন্দেহের চোখে দেখেন, তাহলে সম্পর্ক বিষিয়ে ওঠে।

আকর্ষণ হারিয়ে ফেলা (শারীরিক বা মানসিকভাবে)
সম্পর্কের শুরুতে যত যত্ন ছিল, পরে যদি একজন নারী নিজেকে বা সম্পর্ককে উপেক্ষা করতে থাকেন, পুরুষ ধীরে ধীরে দূরে সরে যায়।

পুরুষের মানসিক শান্তির অভাব
অনেক সময় নারী বুঝতে পারেন না—পুরুষটিও ক্লান্ত, হতাশ বা চাপে আছে। যদি নারী প্রতিনিয়ত অভিযোগ করেন, অভিযোগ শোনেন কিন্তু বোঝেন না, তখন পুরুষ সেই সম্পর্ককে "আশ্রয়স্থল" নয় বরং "চাপের জায়গা" হিসেবে দেখতে শুরু করে।


প্রেম বা সম্পর্ক গড়ে ওঠে একসঙ্গে হাঁটার আশায়, কিন্তু টিকে থাকে বোঝাপড়ার জোরে। একজন নারী যদি শুধুই “সখের” হয়ে থাকেন, অথচ জীবনের বাস্তব চাহিদা ও আবেগগত প্রেক্ষাপট বুঝে চলতে না পারেন, তবে সেই মোহ একদিন মুছে যায়। তাই রূপ নয়, রুচি—চাহিদা নয়, সহানুভূতি—এগুলোই সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। সম্পর্কের জাদুটা হলো: একে অপরের আশ্রয় হওয়া, চাপ নয়।কপি পোস্ট
#বুঝাপড়া #সম্মান
#পরিবার #পুরুষ #নারীর

26/06/2025

ফেইসবুক ইনকাম আপাতত বন্ধ,,,, এটা শোনার পর আপনারা হতাশ,,, এটা করা যাবে না,,নতুন আপডেট আসতাছে

হাওয়া সৌন্দর্য
21/06/2025

হাওয়া সৌন্দর্য

কোরবানি গরু কিনার জন্য
18/06/2025

কোরবানি গরু কিনার জন্য

প্রয়োজন শেষ  হলে কেউ কাউকে চিনে না 🥲🥲🥲
14/06/2025

প্রয়োজন শেষ হলে কেউ কাউকে চিনে না 🥲🥲🥲

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Netrokona Rofiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Netrokona Rofiq:

Share