Shahid On The Go - World

Shahid On The Go - World Go to a place you've never been before once every year

আমেরিকার এম্যাসিতে নভেম্বর মাসে ভিসা প্রাপ্ত হিসাব 😍😍😍
14/01/2023

আমেরিকার এম্যাসিতে নভেম্বর মাসে ভিসা প্রাপ্ত হিসাব 😍😍😍

যমুনা নদীতে জোড়া নৌকায় খড় বহন এর অসাধারণ ছ‌বি
10/01/2023

যমুনা নদীতে জোড়া নৌকায় খড় বহন
এর অসাধারণ ছ‌বি

একটু রাতে বের হন রাস্তায় মানুষের শীতের অবস্থা দেখলে আপনে আমি কত সুখি আছি    বুঝে যাবেন।।।।।পৃথিবীর কোন কষ্ট, কষ্ট মনে হব...
06/01/2023

একটু রাতে বের হন রাস্তায় মানুষের শীতের অবস্থা দেখলে আপনে আমি কত সুখি আছি বুঝে যাবেন।।।।।পৃথিবীর কোন কষ্ট, কষ্ট মনে হবে না.....

কষ্ট করে দিনে-রাতে কত টাকা করছেন কামাই, এত টাকা কেমনে নিবেন? কাফনের তো পকেট নাই!

কিছুদিন পূর্বে যমুনা গ্রুপের কর্ণধার বাবুল সাহেব মারা গেলেন,শুনেছি মৃত্যুর আগে বুকে প্রচন্ড ব্যাথায় কাতর হয়ে কর্তব্যরত ডাক্তারকে বলেছিলেন, ব্যাথা কমিয়ে দেয়ার বিনিময়ে তাকে যেকোনো কিছু দেবেন। লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন, হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ করোনা আক্রান্ত হয়ে এই মানুষটা মৃত্যুর পূর্বে স্ত্রী-সন্তানদের সান্নিধ্যটুকু পাননি!

গতরাতে করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন দেশের অন্যতম শীর্ষ ধনী, পারটেক্স গ্রুপের কর্ণধার শিল্পপতি সর্বজন শ্রদ্ধেয় এম এ হাসেম সাহেব। অঢেল অর্থ কিন্তু তাকে আর কিছুদিন অতিরিক্ত হায়াত দিতে পারেনি। ফকির কি শিল্পপতি, সবারই একই গতি। খালি হাতে এসেছেন, খালি হাতেই ফিরে যেতে হবে। :(

কাল হয়তো আমার বা আপনার ডাক আসবে, যিনি সৃষ্টি করেছেন তাঁর ইশারায় মালাকুল মউত এসে দরজায় কড়া নাড়বে, ঠক, ঠক, ঠক! সে ডাক উপেক্ষা করার সাধ্যি কারো নেই!! তাই, জবাব দেয়ার প্রস্তুতি নিন! সৃষ্টিকর্তার অশেষ রহমত ও আশীর্বাদে যে জ্ঞান, অর্থ, সম্পদ, ক্ষমতা, পদ পেয়েছেন তা কিভাবে ব্যয় করেছেন? সেগুলো দেশ, মাটি ও মানুষের সেবায় ও কল্যাণে ব্যবহার করেছেন কিনা? আশরাফুল মাখলুকাত হিসেবে আপনার দ্বারা অন্যান্য মানুষ ও সৃষ্টিকুল উপকৃত হয়েছে কিনা?

আপনি যত অর্থশালী আর ক্ষমতাশালীই হন না কেন, আপনার নাম-ডাক, অর্থ-ক্ষমতা যদি মানুষের কাজে না লাগে, তাহলে আমার দৃষ্টিতে সেসবের কানাকড়িও মূল্যে নেই।

এই শীতে লাখো-লাখো শীতার্ত মানুষ অসহায় কাতরাচ্ছে, আপনার সাধ্যমতো তাদের পাশে দাঁড়ান, যখন যেভাবে পারেন, আর্ত-মানবতার সেবার সুযোগ হারাবেন না। আল্লাহ তাঁর সবচেয়ে প্রিয় বান্দাকে দিয়েই অন্যের উপকার ও সেবা করায়।

মৃত্যু সদা হাতছানি দিচ্ছে, যতক্ষণ শ্বাস আছে, এমনভাবে জীবন পথে চলুন, যেন মরণে আপনি হাসবেন, আর নিখিল ভুবন কাঁদবে!

দুনিয়া একটা পরীক্ষাক্ষেত্র, মহান আল্লাহ সবাইকে বোঝার ও অনুধাবন করার তৌফিক দান করুক।

06/01/2023

তুমি ফুলের গন্ধ নিলে,আমি ভাতের গন্ধ পাবো😔
এটা একজন ফুল বিক্রেতার গল্প 🌸
আমরা যারা সমাজে ভাল আছি আল্লাহ কাছে শুকরিয়া আদায় করে অসহায় মানুষের পাশে দাড়ান।
#আহারে_জীবন
#জীবন
#অসহায়

Oh wow! That's what we call an adventure in another level!😲 Would you hang out there?🙃📍 Shanghai, China🇨🇳Will see you so...
06/01/2023

Oh wow! That's what we call an adventure in another level!😲 Would you hang out there?🙃
📍 Shanghai, China🇨🇳

Will see you soon inshallah


by
Shahid On The Go - World

Address

Ghulsan -02
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Shahid On The Go - World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahid On The Go - World:

Share

Category