Reya Akter

Reya Akter Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Reya Akter, Digital creator, Sonargaon, Dhaka.

08/07/2023

কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং?

এটা সকলেরই প্রশ্ন যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো এই পেশায় ঢোকার জন্য আপনাকে প্রথমেই একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আপনার যে কাজে আগ্রহ সব থেকে বেশি সে কাজটি বেছে নিবেন।

এর ফলে আপনি কাজ করে যেমন মজা পাবেন, তেমন অনেক দূর যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সেক্টরটিতে। যেমন ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন (Graphics Design) সেকশনটা বেছে নিলেন ফ্রিল্যান্সিং করার জন্য। এই কাজটি কিন্তু ক্রিয়েটিভ মানুষদের কাজ। সবার দ্বারা ডিজাইন করা সম্ভব নয়।

তো এটি বেছে নেওয়ার পূর্বেই আপনি দেখবেন যে, এই কাজটি আপনি কেমন পারছেন, কেমন আগ্রহ আপনার এই গ্রাফিক্স ডিজাইন এর উপর। যদি দেখেন সব কিছু ঠিকঠাক, সেক্ষেত্রে এটিকে নির্ধারিত করে এই রিলেটেড যত কাজ আছে সব শিখবেন। যেমন: ব্যানার, কভার পেজ, লিফলেট, পোস্টার, লোগো ইত্যাদি ডিজাইন করা।

এগুলো আপনি নিজে নিজেই গুগলে বা ইউটিউবে রিসোর্স খুঁজে সেখান থেকে দেখে দেখে শিখতে পারেন, আবার চাইলে বিভিন্ন কোর্স আছে অনলাইনে সেগুলোও করতে পারেন। পুরোটাই আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল।

08/06/2023

ছাত্রজীবনে ক্যারিয়ার গঠনে ফ্রিল্যান্সিং হতে পারে প্রথম পদক্ষেপ। ছাত্রজীবন ক্যারিয়ার গঠনের একটি প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতির উপরই মূলত নির্ভর করে পরবর্তীতে ক্যারিয়ার কোন দিকে যাবে । সঠিক ক্যারিয়ার নির্বাচন এবং পরিকল্পনা নিয়ে সামনে আগাতে হয়। অনেকেই ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দ্বিধায় থাকেন কিংবা বুঝে উঠতে পারেন না যে, ছাত্রজীবনে ক্যারিয়ার পরিকল্পনায় প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত?

এমন হাজারো শিক্ষার্থী রয়েছে যারা ছাত্রজীবনে টিউশন করে আয় করে থাকে। টিউশন বা কোন কোচিং ভিত্তিক শিক্ষামূলক প্রতিষ্ঠানে পড়ানো যেমন সম্মানের তেমনি এটাকে ক্যারিয়ার গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে।

তবে যারা স্কিল ভিত্তিক দক্ষতা বাড়াতে চায় এবং ক্যারিয়ারে সফল হতে চায় তাদের জন্য ফ্রিল্যান্সিং হতে পারে সর্বোত্তম পদক্ষেপ। ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা একদিকে যেমন ছাত্রজীবনে আয়ের অন্যতম উৎস তেমনি স্কিল ভিত্তিক দক্ষতা বাড়ানোর প্রধান হাতিয়ার।

08/06/2023

সাপোর্ট ছাড়া ফ্রিল্যান্সিং জগতে
উপরে উঠা মুশকিল!!

কাজেই, নতুন যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তারা সফল হতে হলে সবার আগে সাপোর্ট দরকার!!🤝

শুধু ২০০ টাকা দিয়ে চুরি করা অন্যের ভিডিও কিনে তারপর সেটা দেখে দেখে কোনো দিন ভালো ফ্রিল্যান্সার হওয়া যায় না!!🚫

তাই নতুনদের উচিত ভালো মেন্টর দেখে ভালো কোনো কোর্সে ভর্তি হওয়া তারপর কোনো কাজ শিখে ফ্রিল্যান্সিং জগতে নামা💗

Hi All Freind,,,Karo visiting card pyojon hole amake nok dite paro ..
03/06/2023

Hi All Freind,,,
Karo visiting card pyojon hole amake nok dite paro ..

My work
20/05/2023

My work

Address

Sonargaon
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Reya Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share