Prothom Sakal

Prothom Sakal অনলাইন সংবাদের বিশ্বস্ত ঠিকানা

নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই: আমীর খসরুনিজস্ব প্রতিবেদক:: জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে জনমনে সন...
26/01/2025

নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক:: জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে জনমনে সন্দেহের উদ্বেগ বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ন্যাশনাল পিপল্স পার্টি-এনপিপি কর্তৃক 'বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির সুযোগ নেই। গণতন্ত্রের অগ্রগতির জন্য একমাত্র নির্বাচন ব্যতিত আর কোনো পথও নাই। অন্য কোনো পথ খুজতে গেলে জনমনে সন্দেহের উদ্বেগ বাড়বে। জনগণ হতাশ হবে, গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে।

তিনি বলেন, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছে তারা। সুতরাং এই দেশের জনগণই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে পরিচালিত চলবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্ব সংসদ গঠন করতে হবে। এর ব্যতিক্রম কিছু করার সুযোগ নেই।

৭ বছর আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া ভিশন-২০৩০ মাধ্যমে সংস্কার প্রস্তাব দিয়েছেন। সেখানে দুই বারের অধিক কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এগুলো ছয় বছর আগে দেওয়া হয়েছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমরা দুই বছর আগেও যুগপৎ আন্দোলনকারী দলগুলোকে নিয়ে ৩১ দফা সংস্কারের রূপরেখা দিয়েছি। সুতরাং শেখ হাসিনা পতনের পর আগামী বাংলাদেশ কেমন হবে তার প্রস্তাব আমরা আগেই দিয়েছি। সেই কথাগুলো এখন আলোচনা চলছে, নতুন কোনো কিছু নেই।

আমীর খসরু বলেন, স্বাধীনতা যুদ্ধের মুল কারণ ছিল গণতন্ত্র। যেটা একদলীয় বাকশালের মাধ্যমে কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। আর বহুদলীয় গণতন্ত্রের মূলমন্ত্র ছিল বাংলাদেশের জনগণের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া। বাকশাল বিদায়ের মধ্যে দিয়েও সেই আন্দোলন-সংগ্রাম শেষ হয়নি বরং অব্যাহত ছিল। পরবর্তীতে আরেক স্বৈরাচার এসে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার একদলীয় শাসনের বিরুদ্ধে শুরু হয় আন্দোলন-সংগ্রাম।

তিনি আরও বলেন, স্বৈরাচার এরশাদের পতন আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আপোষহীন ছিলেন খালেদা জিয়া। তার হাত ধরে আবারও বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছিল। তারপর থেকে নিজের জীবনের বিনিময়ে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে গেছেন। জেলখানায় ৬ বছর থাকলেও কোনো আপোষ করেননি তিনি শুধুমাত্র গণতন্ত্রের জন্য। সেই আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি। আজকে আবারও জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বলতে হচ্ছে।

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা, এনডিপির চেয়ারম্যান আবু তাহেরসহ ন্যাশনাল পিপল্স পাটি-এনপিপি ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ও সেক্রেটারি নুরুল ইসলামডেস্ক রিপোর্ট ◾বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নি...
31/12/2024

ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ও সেক্রেটারি নুরুল ইসলাম
ডেস্ক রিপোর্ট ◾বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাম ঘোষণা করে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

এর আগে, ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩০ ডিসেম্বর ২০২৪ রাত ৮টা পর্যন্ত সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম পূর্বে সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়ন করছেন। নতুন সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম ইতিপূর্বে কেন্দ্রীয় দপ্তর সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।

এস আলম কাণ্ডে সম্পৃক্ত বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে মানববন্ধনডেস্ক রিপোর্ট ◾ফ্যাসিস্ট সরকারের দোসর, দেশ ধ্বংসকারী এস ...
31/12/2024

এস আলম কাণ্ডে সম্পৃক্ত বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন
ডেস্ক রিপোর্ট ◾ফ্যাসিস্ট সরকারের দোসর, দেশ ধ্বংসকারী এস আলমের গাড়ি সরিয়ে ফেলায় অভিযুক্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক এনামকে স্থায়ী বহিষ্কারেরে দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, বিতর্কিত এনামুল হক এনাম আওয়ামী লীগ আমলে একজন চাল ব্যবসায়ী হিসেবে আতাত করে ব্যবসা রাজনীতি করেছে৷ তার কারণে বিএনপির তৃণমূল কর্মীরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে।

তারা আরও বলেন, এনামুল হক এনাম ফ্যাসিস্ট হাসিনার পতনের পর লীগের দোসর হিসেবে কাজ করে এস আলমের গাড়ি সরিয়ে নেওয়ার কান্ডে জড়িত ছিল। শুধু তাই না আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে যাচ্ছে। সম্প্রতি এক যুবলীগ নেতার বিয়েতেও অংশ নিয়েছে।

মানববন্ধন ও বিক্ষোভ থেকে বিএনপির মূলধারার নেতা-কর্মীদের নির্যাতন, আওয়ামী লীগকে আশ্রয় ও এস আলমের দেশদ্রোহী চক্রান্তে জড়িত থাকায় এনামুল হক এনামকে স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়।

উল্লেখ্য, এস আলমের গাড়ি সরিয়ে নেওয়ার কান্ডে জড়িত থাকায় গত ১ সেপ্টেম্বর এনামসহ তিন বিএনপি নেতার পদ স্থগিত করা হয়। কিন্তু গত ২৫ ডিসেম্বর সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া বিরাজ করছে।

31/12/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

'মার্চ ফর ইউনিটি'র গাড়িবহরে হামলা, ২০ শিক্ষার্থী আহতডেস্ক রিপোর্ট ◾বাগেরহাটের মোল্লাহাটে মাদ্রাসাঘাট এলাকায় বৈষম্যবিরোধ...
31/12/2024

'মার্চ ফর ইউনিটি'র গাড়িবহরে হামলা,
২০ শিক্ষার্থী আহত
ডেস্ক রিপোর্ট ◾বাগেরহাটের মোল্লাহাটে মাদ্রাসাঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ ফর ইউনিটি'র গাড়িবহরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে কমপক্ষে বিশ জন শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।

শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে এগারোটার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীদের স্থানীয়রা তাদের সহযোগিতা করে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। থানার সামনে ঘটনা হওয়া স্বত্তেও এসময় পুলিশ নিরব ভূমিকায় ছিলো বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

স্থানীয়দের মাধ্যমে জানাযায়, শিক্ষার্থীদের গাড়ি বহরের একটি গাড়ি পিছনে পড়ে যায়। ফকিরহাটের নওয়াপাড়া এলাকা থেকে শুরু করে মোল্লাহাটের একটি পাম্প পর্যন্ত ওই গাড়িটিকে একটি যাত্রীবাহী বাস বার বার চাপ দিচ্ছিল। এক পর্যায়ে ওই গাড়ির লোকদের সাথে শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়। ওই গাড়ির লোকজন এবং স্থানীয়রা শিক্ষার্থীদের উপর হামলা করে এবং শিক্ষার্থীদের বহনকারী সেবা গ্রীন লাইন গাড়িটির গ্লাস ভাংচুর করে। মুহুর্তের মধ্যে ঘটনাস্থলটি রন ক্ষেত্রে পরিনত হয়।

ad
বৈষম্য বিরোধী আন্দোলনে খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণ ভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিলো। পথে আমাদের উপর হামলা করে। অনেকে আহত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে বলে জানান তিনি।

আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। তবে কোনো বাঁধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে। এর বিচার অতিদ্রুত করতে হবে, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে বলে হুশিয়ারী দেন তিনি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীরা গন্তব্যে রওনা দিয়েছেন। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছে।

ক্যাম্পাসে আর কোনো আধিপত্যবাদেরস্থান হবে না: জামায়াত আমীরডেস্ক রিপোর্ট ◾বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ...
31/12/2024

ক্যাম্পাসে আর কোনো আধিপত্যবাদের
স্থান হবে না: জামায়াত আমীর
ডেস্ক রিপোর্ট ◾বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। চরদখলের মত প্রতিষ্ঠানগুলোকে দখল করা, চাঁদাবাজি, দখলবাজি ও আধিপত্যবাদী বজায় রাখতে ক্যাম্পাসগুলোকে অস্ত্রাগারে পরিণত করেছিল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ব্যবস্থার কবর রচনা করা হয়েছে। বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ, আধিপত্যবাদ ও দখলবাজের স্থান হবে না ইনশাআল্লাহ।

সোমবার ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৪ এর উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ৮ আগস্ট (৫ তারিখ গুলিবিদ্ধ) বুলেটের আঘাতে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক শহীদ আলী রায়হানের পিতা মো. মুসলেহ উদ্দিন। উদ্বোধন ঘোষণাকালীন জুলাই বিপ্লবে হওয়া শহীদ আবু সাঈদ, ফয়সাল মাহমুদ শান্ত,ওয়াসিম, উসমানসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আওয়ামী আমলের অত্যাচারে আহত ও গুম হওয়া ভাইদের পরিবারের সদস্যবৃন্দ স্টেজে উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা.সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মাদ তাহের, সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা শামসুল ইসলাম ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ।

গণঅভ্যুত্থানে আহত ফয়সাল শেখ হাসিনার বিচার চানডেস্ক রিপোর্ট◾নিজ দেশে অধিকার আদায় করতে গিয়ে রাজপথে রক্ত ঝরেছে , শরীরের একট...
31/12/2024

গণঅভ্যুত্থানে আহত ফয়সাল
শেখ হাসিনার বিচার চান
ডেস্ক রিপোর্ট◾নিজ দেশে অধিকার আদায় করতে গিয়ে রাজপথে রক্ত ঝরেছে , শরীরের একটি অঙ্গ হারিয়েছি। বুলেটের সঙ্গে পায়ের রগ ও হাড় ছিঁড়ে গেছে- এর উত্তর কে দেবে? শেখ হাসিনা যা করেছে তার জন্য আমি তার ফাঁসি চাই। - পায়ে ক্ষত ও একহাতে ক্রেজ নিয়ে 'মার্চ ফর ইউনিটি' অনুষ্ঠানে আসা আহত ফয়সাল এমনটাই দাবি করেছেন।

মঙ্গলবার দুপুর তিনটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে ডাকা 'মার্চ ফর ইউনিটি' অনুষ্ঠানে জাতীয় পঙ্গু হাসপাতাল (নিটোর) থেকে তার মতোই কয়েকজন আহতের সঙ্গে আসেন ফয়সাল।

জানতে চাওয়া হলে এসময় তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যাত্রাবাড়িতে আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। ১৮ জুলাই যাত্রাবাড়ির কাজলা নামক এলাকায় আন্দোলন করার সময়ে পুলিশের গুলি পায়ে লাগে। এসময় বুলেটের সাথে ডান পায়ের হাঁটুর নিচের তিন ইঞ্চি হাড় ও রগগুলো ছিঁড়ে বের হয়ে যায়।

বরিশাল সিএমএইচ হাসপাতালে পাঁচটি অপারেশন করার পরে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি ছিলেন জানিয়ে তিনি আরো বলেন, বর্তমানে আমি আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা পেয়ে চিকিৎসা করাচ্ছেন বলেও জানান তিনি।

পটুয়াখালীর এই সাহসী ফয়সাল যাত্রাবাড়িতে একটি কলেজে স্নাতক প্রথম বর্ষে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করতেন।

21/10/2024

শেখ হাসিনাকে গ্রেফতার ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল।

10/10/2024

আগামী রবিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আপনি এই দাবী সমর্থন করেন?

জামিন পেলেন আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান.......সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্...
03/10/2024

জামিন পেলেন আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান.......
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সাজার বিরুদ্ধে আপিল করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে মাহমুদুর রহমানের আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ জানান, মাহমুদুর রহমানকে দেওয়া সাজার বিরুদ্ধে আপিল করার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ আপিল করা হবে। সেইসঙ্গে তার জামিন চাওয়া হবে।
তিনি বলেন, আপিল আবেদন গৃহীত হওয়া সাপেক্ষে আমরা আপিল শুনানির জন্য প্রস্তুতি নিয়েছি। যদি আদালত আপিল আবেদন গ্রহণ করে শুনানির জন্য বৃহস্পতিবারই ধার্য করেন তাহলে সেই দিনই তার জামিন চাওয়া হবে। আদালত তার জামিন মঞ্জুর করলে কারামুক্ত হতে আর কোনো আইনগত বাধা থাকবে না।
এদিকে গত রোববার (২৯ সেপ্টেম্বর) এ মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ওইদিন মামলাটিতে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
জানা যায়, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমানসহ ৫ জনের পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন।

04/09/2024

বৃহস্পতিবার থেকে সব পোশাক কারখানা খোলা: বিজিএমইএ

সদ্য বিদায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সাবেক ১৮ জন মন্ত্রী ও আটজন সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আ...
02/09/2024

সদ্য বিদায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সাবেক ১৮ জন মন্ত্রী ও আটজন সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Address

Unique House, Muslim Nagar , Road No-03, Matuail, Demra, Dhaka:
Dhaka
1362

Alerts

Be the first to know and let us send you an email when Prothom Sakal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prothom Sakal:

Share