20/05/2023
জ্ঞানীদের জ্ঞানের কথাঃ
১) জীবনে একধাপ পিছিয়ে গেলে হতাশ হবেন না।
কেননা, তীরকে প্রচণ্ড বেগে নিক্ষেপ করার আগে তা টেনে পেছনে নিতে হয়।
২) কারো বর্তমান পরিস্থিতি দেখেই ভবিষ্যতবাণী করবেন না। কেননা, নবীগণ প্রথম জীবনে ছাগল চরিয়েছিলেন কিন্তু তারাই পরবর্তীতে জাতিকে নেতৃত্ব দিয়েছেন।
৩) আপনি একাকী হলেও দু:খ করবেন না। কারণ, চাঁদ একাকী হয়েও পৃথিবীকে তার সৌন্দর্য ছাটায় প্লাবিত করে দেয়। আপনার সাথে সৃষ্টিকর্তা আছেন।
৪) কাঠ বলল পেরেককে, তুমি আমাকে কষ্ট দিচ্ছ.. আমাকে আহত করছ। পেরেক বলল, তুমি যদি আমার মাথায় হাতুড়ের আঘাত দেখতে তবে আমাকে ক্ষমা করতে।
অতএব, আসুন, আমরা মানুষকে ক্ষমা করতে শিখি। কারণ, আমরা কেউই অন্যের সমস্যা ও পরিস্থিতি সম্পর্কে অবগত নই।