নবাব - 𝐓𝐡𝐞 𝐏𝐞𝐭 𝐂𝐚𝐭

নবাব - 𝐓𝐡𝐞 𝐏𝐞𝐭 𝐂𝐚𝐭 Cats family

একজন মায়ের উচিত তাঁর ছেলেদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেখানো –যা তারা বাড়ি ছেড়ে যাওয়ার আগেই জানা উচিত।এখানে এমন ১৩ টি শিক্...
25/07/2025

একজন মায়ের উচিত তাঁর ছেলেদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেখানো –
যা তারা বাড়ি ছেড়ে যাওয়ার আগেই জানা উচিত।
এখানে এমন ১৩ টি শিক্ষা দেওয়া হলো:

১. রান্নাঘর শুধুই মেয়েদের জন্য নয়। ছেলেদেরও চুলা ব্যবহার শিখতে হবে।
২. মেয়েদের সম্মান করতে শেখো। তারা তোমার সমান। তাদের কথা মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো।
৩. পরিচ্ছন্নতা একজন ভদ্রলোকের পরিচয়। নিয়মিত গোসল করো, নখ-চুল পরিষ্কার রাখো, আর নিজেকে সবসময় পরিপাটি রাখার চেষ্টা করো।
৪. অন্যকে অস্বস্তিতে ফেলার মতো মজার কিছু কখনোই সত্যিকারের মজা নয়। এটা এড়িয়ে চলো।
৫. কাউকে ফোনে সম্পর্ক ছিন্ন করার কথা বলা মোটেও ভদ্রতা নয়।
৬. বেসিক টুলস বা ঘর মেরামতির কাজ শেখো। এগুলো খুব দরকারি।
৭. যখন কোনো মেয়েকে জিজ্ঞেস করো, “কিছু হয়েছে?” আর সে বলে, “না”—তখন বুঝে নিও কিছু একটা হয়েছে।
৮. একজন গৃহিণীর কাজ তোমার কাজের মতোই কষ্টকর ও সম্মানজনক।
৯. টেবিলের আদব-কায়দা শেখো। প্রতিদিন কাজে লাগবে।
১০. বন্ধুরা অনেক সময় খারাপ পথে টানবে—না বলা শিখো। সেটাই তোমাকে শক্তিশালী করবে।
১১. কোনো সমস্যা সমাধানের জন্য রাগ বা জেদ নয়—সব সময় শান্ত থেকে কথা বলো।
১২. নিজেকে সুরক্ষিত রাখার উপায় শেখো। সতর্ক থাকা জীবনের অংশ।
১৩. কাউকে অসম্মান করে কোনো শব্দ ব্যবহার করো না। এটি তোমার জ্ঞানের অভাব দেখায়।

---

একটা ছেলেকে মানুষ করতে শুধু স্কুল-কলেজ যথেষ্ট নয়।
একজন মায়ের শেখানো মূল্যবোধ ও সম্মানবোধই তাকে প্রকৃত মানুষ বানায়।

ঘুম ভাঙা পাখি নেই, সকালটা নিঝুম। ঊড়ে গেছে সেই পাখি,  ণাঙায় না আর ঘুম। স্মৃতি গুলো পড়ে রয়েছে,  পরে আছে সবকিছু আপনজন হতে চ...
24/07/2025

ঘুম ভাঙা পাখি নেই, সকালটা নিঝুম।
ঊড়ে গেছে সেই পাখি, ণাঙায় না আর ঘুম।
স্মৃতি গুলো পড়ে রয়েছে, পরে আছে সবকিছু
আপনজন হতে চেয়ে, হতে হয় প্রয়োজন।
সবাই আছ স্বার্থ, স্বার্থ ছাড়া কিছু নেই
এই ভাবে কেটে যায় জীবনের বেশি সময়।। 🌿❤️

বিড়াল একটা প্রাণী...বিড়াল হারানোর শোক আমরা আজীবন পুষে রাখি সেখানে জলজ্যান্ত নিজের সন্তান নিজের সামনে ছটফট করছে অথচ কিছুই...
22/07/2025

বিড়াল একটা প্রাণী...বিড়াল হারানোর শোক আমরা আজীবন পুষে রাখি
সেখানে জলজ্যান্ত নিজের সন্তান নিজের সামনে ছটফট করছে অথচ কিছুই করার নেই...
নিজের সন্তানের শেষ স্মৃতি টাও অনেকে খুজে পাচ্ছেনা

আমার মনে আছে,
যেদিন প্রথম আমার গুল্লু ঘরের বাহিরে গেলো...আর কোনো খোজ নাই, আমি সারারাত ঘরের মেইন দরজা খোলা রেখে দরজার সামনে বসে ছিলাম,এই ভেবে যদি আমার গুল্লু বাচ্চা ফিরে আসে
আর এসে যদি দরজা বন্ধ দেখে ফিরে যায় ওরে আমি আর পাবোনা,আর ও কি কস্ট টাইনা পাবে
এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করিনি

আর এখানে কোনো আশা নেই,ফেরার সম্ভাবনা নেই
শেষবার একটু দেখার অপেক্ষা

এখনো আমার চোখে ভেসে ওঠে ,
গুল্লুর অর্ধগলিত দেহ,অনেক্ষন চুপ করে বসেছিলাম
বুঝতে পারছিলাম না কিভাবে আমি ওরে কোলে উঠাবো,কি করবো।নাম ধরে ডাকবো নাকি ধমক দিব,কি করলে ও উঠবে

আজকে আমার ঠিক সেই সেম জিনিসটা ফিল হচ্ছে
নিজের চোখের সামনে নিজের সন্তান অথচ বুকে টেনে নিতে পারছেনা,নাম ধরে ডাকলে সাড়া দিচ্ছেনা
মা বলে ডাক দিচ্ছেনা
শেষবারের মতো জড়িয়ে ধরতে পারছেনা

এই কস্ট এই শোক আজীবন বয়ে বেড়াতে হবে
আনন্দের দিনে কোনো উৎসবের দিনে আরো বেশি বুকে ব্যাথা হবে
কিন্তু কিচ্ছু করার নেই

এই কস্টের কোনো স্বস্তি নেই কোনো বিকল্প নেই
কোনো শান্তনা অযুহাত উছিলা এসব কিছু আরো বিষাদময় লাগবে

দোয়া করি আল্লাহ সন্তান হারা মা-বাবাকে শোক সহ্য করার ক্ষমতা দেক,সুস্থ রাখুক আমিন।
সংগ্রহ :🌿❤️

চারদিকে সব আপন মানুষ , কিন্তু সবাই সবার স্বার্থ নিয়ে সীমাবদ্ধ।। 🌿❤️
22/07/2025

চারদিকে সব আপন মানুষ ,
কিন্তু সবাই সবার স্বার্থ নিয়ে সীমাবদ্ধ।। 🌿❤️

20/07/2025

সম্পর্ক মানে শুধু এক সাথে থাকা নয়,বরং
একে অপরের মনের ভিতর পর্যন্ত পৌঁছানো।
ভালোবাসা তখনই পূর্নতা পায়, যখন তাতে
থাকে বিশ্বাস, শ্রদ্ধা,যত্ন আর ধৈর্য।। 🌿❤️

20/07/2025

জীবন কে বেদনার সাথে পরিচয় হতে দেও
তাহলে চিনতে পারবে রক্তিম লাল, সবুজ,
নীল আর ধূসর রং।। 🌿❤️

19/07/2025

অভাবের চাইতে অবহেলা বেশি কষ্ট কর,
কারণ অভাব মানিয়ে নেওয়া যায়,
কিন্তু অবহেলা মেনে নেওয়া যায় না।। 🌿❤️

16/07/2025

তোমার মন খারাপ যাকে স্পর্শ করতে পারে না,
তোমার চোখের জল তাকে বিচলিত করবে না।
তোমার নীরবতা যাকে অস্থির করে তুলে না
তোমার খারাপ লাগা তাকে সংবেদনশীল করে তুলতে পারবে না।
এরক মানুষ তোমার কেউ নয়। কোনদিন
কেউ ছিল না.......তুমি তার কেউ ছিলে না
এটাই সত্যি এটাই বাস্তব।। 🌿❤️

14/07/2025

উপরে উপরে অনেকে ভালোবাসা দেখায়
আসলে ভিতরে ভিতরে তাদের স্বার্থটাই
চোখে পড়ে। স্বার্থপর মানুষ কখনো নিজের
স্বার্থ ছাড়া কিছুই বুঝতে পারে না।।🌿❤️

12/07/2025

একজন মানুষ সেদিনই সত্যি কারের
মানুষ হবে, যে দিন অপরাধ,অন্যাই, জুলুম
করার আগে ১০০বার চিন্তা করবে তারও
এই পৃথিবী ছেড়ে যেতে হবে।।🌿❤️

12/07/2025

দেখেন নবাবের কান্ড, গাছে উঠে তার পর
গাছের কাছ থেকে অক্সিজেন গ্রহন করছে
ও মাজে মাজেই এমন করে।। 🌿❤️

11/07/2025

নবাবের দুঃখ বিলাস।।🌿❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when নবাব - 𝐓𝐡𝐞 𝐏𝐞𝐭 𝐂𝐚𝐭 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share