Nahid Nurm - নাহিদ নার্ম

Nahid Nurm - নাহিদ নার্ম আধুনিক বাংলা সাহিত্যের উদীয়মান একজন লেখক নাহিদ নার্ম। তিনি একাধারে কবি,ঔপন্যাসিক,গল্পকার,আবৃত্তিকার।

"অটোগ্রাফে নিজেকেও লিখে দিতে রাজি;কিন্তু, বন্দী হতে তোমার ঘোর আপত্তি।"~ নাহিদ নার্ম
25/08/2025

"অটোগ্রাফে নিজেকেও লিখে দিতে রাজি;
কিন্তু, বন্দী হতে তোমার ঘোর আপত্তি।"

~ নাহিদ নার্ম

"প্রশ্ন হাজার, তবে উত্তর একটাই, - তুমি। ~ নাহিদ নার্ম
22/08/2025

"প্রশ্ন হাজার, তবে উত্তর একটাই,
- তুমি।

~ নাহিদ নার্ম

"জীবন থমকে গেছে সেলুলয়েডে, সামান্য উত্তাপেও, বড়সড় অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে।"~ নাহিদ নার্ম০৫/০৮/২০২৫, মিরপুর, ঢাকা।
05/08/2025

"জীবন থমকে গেছে সেলুলয়েডে,
সামান্য উত্তাপেও,
বড়সড় অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে।"

~ নাহিদ নার্ম
০৫/০৮/২০২৫, মিরপুর, ঢাকা।

"ক্লান্তিকর দিনের শেষে যখন ফুরসত মেলে, মনে পড়ে যায়, কতকাল দেখা হয় নি নিজেকে, যত্ন ! সে তো এক সপ্তাশ্চর্য আমার অভিধানে। ত...
28/07/2025

"ক্লান্তিকর দিনের শেষে যখন ফুরসত মেলে,
মনে পড়ে যায়, কতকাল দেখা হয় নি নিজেকে,
যত্ন ! সে তো এক সপ্তাশ্চর্য আমার অভিধানে।
তড়িঘড়ি করে আয়নার সামনে গেলে,
দেখি,
নিজের প্রতিবিম্বও তোমার কথা বলে"

~ নাহিদ নার্ম
২৮/০৭/২০২৫, মিরপুর, ঢাকা।

"আমার সকল প্রত্যাশা, ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুর মতই ঝরে যায় অযত্নে; পূর্ণতার স্বাদ তার পাওয়া হয় না।"~ নাহিদ নার্ম...
13/07/2025

"আমার সকল প্রত্যাশা,
ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুর মতই ঝরে যায় অযত্নে;
পূর্ণতার স্বাদ তার পাওয়া হয় না।"

~ নাহিদ নার্ম
১৩/০৭/২০২৫

"ইট কাঠ আর কাঁচের দেয়ালের পাশে, এক ছোট্ট চড়ুই স্বাধীনতার স্বাদ বুনে নিজ মনে;আর মানুষ?পরাধীনতার শৃঙ্খলে হারিয়ে যায় নিশীথে...
09/07/2025

"ইট কাঠ আর কাঁচের দেয়ালের পাশে,
এক ছোট্ট চড়ুই স্বাধীনতার স্বাদ বুনে নিজ মনে;
আর মানুষ?
পরাধীনতার শৃঙ্খলে হারিয়ে যায় নিশীথের অন্ধকারে"

~ নাহিদ নার্ম

"ইট,কাঠ,ধুলোর যান্ত্রিক এই শহরে তোমার আমন্ত্রণ রইল; আসো আর না আসো অপেক্ষায় থাকবে এই পিচঢালা পথ,শহরের ধুলো আর রাতের ল্যাম...
07/07/2025

"ইট,কাঠ,ধুলোর যান্ত্রিক এই শহরে তোমার আমন্ত্রণ রইল; আসো আর না আসো অপেক্ষায় থাকবে এই পিচঢালা পথ,শহরের ধুলো আর রাতের ল্যাম্পপোস্ট।"

~ নাহিদ নার্ম

"আর কোথায় যাবো বল ? ওই চোখেতেই পাই যে খুঁজে আমার রাজমহল।" ~ নাহিদ নার্ম
06/07/2025

"আর কোথায় যাবো বল ?
ওই চোখেতেই পাই যে খুঁজে আমার রাজমহল।"

~ নাহিদ নার্ম

05/07/2025

"যখন সব আশার পরিসমাপ্তি হয়,
আচমকা আকাশ ঢেকে যায় অমাবস্যায়;
নিকষ কালো অন্ধকারে,
নিজ নিঃশ্বাস টাও দূরহ মনে হয়।
তখন, কেবলই অনর্থক লাগে সব,
এমন সময়েই কী পৃথিবী থেকে পালাতে হয়?"

~ নাহিদ নার্ম
০৫/০৭/২০২৫

"গভীর এক নির্ঘুম রাত ঘুমেদের সাথেও নেই সখ্যতা,তারা রাও ভীষণ দূরে; কেবল জেগে আছি আমি একাই, এই শহরে।"লেখা- নাহিদ নার্ম রাত...
03/07/2025

"গভীর এক নির্ঘুম রাত
ঘুমেদের সাথেও নেই সখ্যতা,
তারা রাও ভীষণ দূরে;
কেবল জেগে আছি আমি একাই, এই শহরে।"

লেখা- নাহিদ নার্ম
রাত: ৩.৩০, মিরপুর, ঢাকা।
ছবি: সংগৃহীত

মোহিনী, জানো? আমি এখন তোমার শহরে। আজ সারদা সুন্দরী কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম। মনে পড়ে গেল শহরতলীর কত মোড় ঘুরে এসে দ...
03/07/2025

মোহিনী, জানো?
আমি এখন তোমার শহরে। আজ সারদা সুন্দরী কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম। মনে পড়ে গেল শহরতলীর কত মোড় ঘুরে এসে দাঁড়াতাম তোমার কলেজের সামনে। এখন ভাবতেই কেমন যেন লজ্জা লজ্জা লাগে। মহিলা কলেজের সামনে এসে হা করে দাঁড়িয়ে থাকতাম। লাজ লজ্জার মাথা খেয়েছিলাম বলেই হয়তো তখন কিছু ঠাওর করতে পারিনি। ঝিলটুলির ব্যস্ততা ভেঙে,নিলটুলির নিস্তব্ধতা মাড়িয়ে সেই তেতুল তলার ঝান্ডু জ্যাঠার দোকানের গরম মিষ্টি আজো মনে কড়া নারে। আজ রাতে চলে যাবো। ভবঘুরে এই জীবনে আবার কখনও নাও আসা হতে পারে পল্লীকবির এই জন্মভূমিতে। যাবার বেলায় ভাবি, জীবনের এই গতিময়তায় চোখ নেভালেই অনেক কিছুই ক্ষয় হয়,অস্পষ্ট হয়,হারিয়ে যায়।
আচ্ছা, সব হারালেও এসব হারায় না কেন?
জানো, এই শহরটা আর মায়া করছে না। মনে হচ্ছে কেমন যেন পরের! যেমন তুমি অন্য কারো ঘরের।

#লেখা - নাহিদ নার্ম
০৯/০৯/২১, ফরিদপুর, ঢাকা।

"কল্পনার জগতে স্বপ্ন বুনেছি শত, কত পাওয়া; কত প্রত্যাশার মিছিল;লোকেদের কত উৎসাহ, কত বাহবা।অথচ, কেউই জানে না, আমি প্রচন্ডভ...
02/07/2025

"কল্পনার জগতে স্বপ্ন বুনেছি শত,
কত পাওয়া; কত প্রত্যাশার মিছিল;
লোকেদের কত উৎসাহ, কত বাহবা।
অথচ, কেউই জানে না,
আমি প্রচন্ডভাবে হেরে যাওয়া।"

~ নাহিদ নার্ম
০২/০৭/২০২৫, মিরপুর, ঢাকা।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nahid Nurm - নাহিদ নার্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nahid Nurm - নাহিদ নার্ম:

Share