A Bite of Cheers

A Bite of Cheers Serving up delicious bites of life—one post at a time! 🍽✨Follow along as I share my favorite recipes, everyday moments, travel adventures.

Bringing you a little joy from my kitchen, travels, and everyday life one cheerful bite at a time!

06/09/2025
🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
03/09/2025

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

10/03/2025


09/03/2025

🍁যে -বান্দা জীবন্ত আত্মা ধারণ করে সে আল্লাহর হেদায়েত ব্যাখ্যা করতে পারে। সে জানে যে, এ নিখিল বিশ্ব আল্লাহরই ইবাদত করে। আল্লাহ তাকে বিশ্বের যে-কোনো কিছু দিয়ে পথ দেখাতে পারেন। আর-- আল্লাহর না করুন
-- এ বিশ্বের যে -কোন কিছু দিয়েই
তাকে আবার পথভ্রষ্ট ও করতে পারেন।
তবে আল্লাহ শুধু তাকেই পথভ্রষ্ট করেন, যে তার অন্তরকে হিদায়াত ও প্রকৃত দ্বীন থেকে দূরে সরিয়ে রাখে।
সুতরাং,জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি আল্লাহর কাছে থেকে হেদায়েত না পান।
কিছুক্ষণ আগে মরুভূমিতে পথ হারানোর যে- উদাহরণটা দিয়েছি, তা মনে আছে আপনার? আল্লাহর পথ, মসজিদ, 'আল্লাহু আকবার'ধ্বনি,'আল্লাহুম্মা আন্তাস সালামু ওয়া মিনকাস সালামু'-এর অনন্য পাথেয় হারিয়ে ফেলা মরুভূমিতে পথ হারানো থেকেও বিপদজ্জনক।এই পাথেয়গুলো হারালে আমরা ওই পাখির মত হয়ে যাব, যে পাখি নিজের চলার নির্দিষ্ট পথ হারিয়ে ফেলেছে ;ফলে বরফের দেশে বরফই তার উড়ন্ত স্বপ্নগুলোকে গিলে ফেলেছে।
⛔হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন পথ নির্দেশনা দেন,যাতে আমরা মরুভূমির পথভ্রান্তি থেকে বাঁচতে পারি আপনার কাছে পৌঁছাতে পারি এবং আসমান- জমিন পরিব্যপ্ত জান্নাতে প্রবেশ করতে পারি। 🍁
তিনিই আমার রব(শাইখ আলী জাবির আল-ফাইফী)

14/03/2023

আসিতেছে রমাদান,
কাঁদিবে শয়তান,
হাসিবে মুসলমান,
দৃঢ় করবো ঈমান,
দয়া করো মেহেরবান,

রমাদান মাসের ফযিলাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘‘রমাদান- বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে।এ মাসে পুরোমাস রোযা পালন আল্লাহ তোমাদের জন্য ফরয করেছেন।

এ মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেয়া হয়, বন্ধ করে দেয়া হয় জাহান্নামের দরজাগুলো। দুষ্ট শয়তানদের এ মাসে শৃংখলাবদ্ধ করে দেয়া হয়।

এ মাসে আল্লাহ কর্তৃক একটি রাত প্রদত্ত হয়েছে, যা হাজার মাস থেকে উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হল, সে বঞ্চিত হল (মহা কল্যাণ হতে)’’ [সুনান আত-তিরমিযি: ৬৮৩]

এ মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেগুলো পালন করার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি।

নিম্নে রমাদানের কিছু আমল সম্পর্কে উল্লেখ করা হলো যাতে আমরা রমাদান আসার আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিতে পারি ইনশাআল্লাহ।

সিয়াম পালন করা এ মাসের সর্বোত্তম আমল,
এ মাস কোরআন নাজিলের মাস তাই এ মাসে অধিক পরিমাণে কোরআনের সাথে সম্পর্ক করা,
সহিভাবে কোরআন তেলোয়াত শিখা-শিখানো, কোরআনৃ তেলাওয়াত শোনা-শোনাবো,
কোরআন খতম করা।
বেশি বেশি লা-ইলাহা-ইল্লাল্লাহ পড়া,
অধিক পরিমাণে ইস্তেগফার করা,
আল্লাহর কাছে জান্নাত চাওয়া,
জাহান্নাম থেকে পানাহ চাওয়া,
সময়মত সালাত আদায় করা,
সাহারী খাওয়া,
সালাতুত তারাবীহ পড়া,
সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা,
কল্যাণকর কাজ বেশি বেশি করা,
সালাতুত তাহাজ্জুদ পড়া,
বেশি বেশি দান-সদাকাহ করা,
উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা,
ই‘তিকাফ করা,
দাওয়াতে দ্বীনের কাজ করা,
সামর্থ্য থাকলে উমরা পালন করা,
লাইলাতুল কদর তালাশ করা,
বেশি বেশি দো‘আ ও কান্নাকাটি করা,
ইফতার করা,
ইফতার করানো,
তাকওয়া অর্জন করা,
সদকাতুল ফিতর আদায় করা,
অপরকে খাদ্য খাওয়ানো,
আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা,
কুরআন মুখস্থ বা হিফয করা,
অধিকহারে আল্লাহর যিকির করা,
মিসওয়াক করা,
কুরআন বুঝা ও আমল করা,
এ মাসে রাত জেগে বেশি বেশি আমল করা,
সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা,
সকল প্রকার গুনা থেকে নিজেকে কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা,
হারাম থেকে বেঁচে থাকা, হালাল খাবার ফিকির করা,
চোখ, কান, মুখ সকল অঙ্গ প্রত্যঙ্গ ও রাগকে নিয়ন্ত্রিত রাখা,

আল্লাহপাক মেহেরবানী করে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন,🤲আমিন🤲

******************
( মৃত্যু...❌

মৃত্যু আসিতেছে...❌
যেকোনো সময়...❌
যেকোনো জায়গায়...❌
যেকোনো অবস্থায়...❌
আমাকে থামিয়ে দিবে...❌

অথবা
আমার প্রিয়জনকে আমার থেকে কেড়ে নিবে...❌

আমি কি তৈরি...❓

আসুন আল্লাহকে ভয় করি... মৃত্যুকে স্মরণ রেখে পথ চলি... সুন্নতি জীবন গড়ি...

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Bite of Cheers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share