23/09/2025
বরই পাতার উপকারিতা।
মানুষ যদি জানত এই পাতার আসল উপকারিতা, তাহলে কখনোই একে অবহেলা করত না। কেউ এর পানি পান করুক, গোসল করুক, কিংবা সরাসরি খাক প্রতিটি ক্ষেত্রেই এর মধ্যে রয়েছে আল্লাহর দেয়া শিফা (সুস্থতা)
কুরআনে বরই গাছের মর্যাদা সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন।
عِندَ سِدْرَةِ الْمُنتَهَى* عِندَهَا جَنَّةُ الْمَأْوَى* إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَى
(সূরা النجم, আয়াত 14-16)
ওটা হচ্ছে সিদরাতুল মুনতাহা যেখানে গিয়ে সবকিছুর শেষ সীমা ছুঁয়ে যায়। তার কাছেই রয়েছে জান্নাতুল মাওয়া, যেখানে থাকবে মুমিনদের চিরনিবাস। আর সেই সিদর গাছকে এমন এক অদ্ভুত রহস্যময় জ্যোতিতে ঢেকে ফেলা হলো, যা মানুষের বোধগম্য নয়।
আরেক জায়গায় আল্লাহ تعالى বলেছেনঃ
فِي سِدْرٍ مَّخْضُودٍ
(সূরা الواقعة, আয়াত 28)
সেখানে থাকবে ছাঁটা, কাঁটাহীন সিদর গাছ যার ডালপালা থাকবে ঝরে পড়া ফলের ভারে নুয়ে।
বরই পাতা দিয়ে চিকিৎসার উপায়......
ইবনু হজর আসকালানি তাঁর ফাতহুল বারী গ্রন্থে وهب بن منبه رحمه الله থেকে বর্ণনা করেছেন।
সবুজ(কাঁচা)বরই পাতা সাতটি দুটি পাথর দিয়ে ভালোভাবে পিষতে হবে। অতঃপর সেই পাতার সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে তাতে নিচের সূরা এবং আয়াতগুলো সাতবার করে তিলাওয়াত করে ফুঁ দিতে হবে।
•দুরুদ শরীফ।
•সূরা ফাতিহা।
•আয়াতুল কুরসী।
•সূরা ইখলাস।
•সূরা ফালাক।
•সূরা নাস।
•সূরা কাফিরুন।
•দুরুদ শরীফ।
এরপর সেই পানি থেকে তিনবার চুমুক দিয়ে খেতে হবে এবং অবশিষ্ট পানি দিয়ে গোসল করতে হবে। এতে ইনশাআল্লাহ জাদু, খারাপ প্রভাব, রোগব্যাধি এমনকি দাম্পত্য জীবনের বাঁধা দূর হয়ে যাবে।
চিকিৎসাগত উপকারিতা।
বরই পাতার আরও অনেক উপকারীতা রয়েছে।
°ক্ষুধামন্দা কমাতে সাহায্য করে।
°ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে সহায়ক।
°পেটের ব্যথা ও অস্বস্তি কমাতে কার্যকরী ভূমিকা রাখে আলহামদুলিল্লাহ।
والله أعلم
আল্লাহ তায়ালাই সর্বাধিক জানেন।