Doa & Ruqiyah

Doa & Ruqiyah আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পেজটি বেশি বেশি শেয়ার করে দিন যেনো অন্যের উপকারে আসে, জাযাকাল্লাহু খাইরান 🤲

15/10/2025

Alhamdulillah #দোআ #ফ্যান

10/10/2025

পাওয়ারফুল রুকিয়া Download the app → goliveindia.in/download

07/10/2025

নিঃসঙ্গতা ও বিচ্ছেদ Download the app → goliveindia.in/download

06/10/2025

যাদু কিংবা জ্বীন শয়তানের দেওয়া গিট গুলো ধ্বংস করার জন্য শক্তিশালী রুকইয়া Download the app → goliveindia.in/download

23/09/2025

বরই পাতার উপকারিতা।

মানুষ যদি জানত এই পাতার আসল উপকারিতা, তাহলে কখনোই একে অবহেলা করত না। কেউ এর পানি পান করুক, গোসল করুক, কিংবা সরাসরি খাক প্রতিটি ক্ষেত্রেই এর মধ্যে রয়েছে আল্লাহর দেয়া শিফা (সুস্থতা)

কুরআনে বরই গাছের মর্যাদা সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন।
عِندَ سِدْرَةِ الْمُنتَهَى* عِندَهَا جَنَّةُ الْمَأْوَى* إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَى
(সূরা النجم, আয়াত 14-16)

ওটা হচ্ছে সিদরাতুল মুনতাহা যেখানে গিয়ে সবকিছুর শেষ সীমা ছুঁয়ে যায়। তার কাছেই রয়েছে জান্নাতুল মাওয়া, যেখানে থাকবে মুমিনদের চিরনিবাস। আর সেই সিদর গাছকে এমন এক অদ্ভুত রহস্যময় জ্যোতিতে ঢেকে ফেলা হলো, যা মানুষের বোধগম্য নয়।

আরেক জায়গায় আল্লাহ تعالى বলেছেনঃ
فِي سِدْرٍ مَّخْضُودٍ
(সূরা الواقعة, আয়াত 28)

সেখানে থাকবে ছাঁটা, কাঁটাহীন সিদর গাছ যার ডালপালা থাকবে ঝরে পড়া ফলের ভারে নুয়ে।

বরই পাতা দিয়ে চিকিৎসার উপায়......
ইবনু হজর আসকালানি তাঁর ফাতহুল বারী গ্রন্থে وهب بن منبه رحمه الله থেকে বর্ণনা করেছেন।
সবুজ(কাঁচা)বরই পাতা সাতটি দুটি পাথর দিয়ে ভালোভাবে পিষতে হবে। অতঃপর সেই পাতার সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে তাতে নিচের সূরা এবং আয়াতগুলো সাতবার করে তিলাওয়াত করে ফুঁ দিতে হবে।

•দুরুদ শরীফ।
•সূরা ফাতিহা।
•আয়াতুল কুরসী।
•সূরা ইখলাস।
•সূরা ফালাক।
•সূরা নাস।
•সূরা কাফিরুন।
•দুরুদ শরীফ।

এরপর সেই পানি থেকে তিনবার চুমুক দিয়ে খেতে হবে এবং অবশিষ্ট পানি দিয়ে গোসল করতে হবে। এতে ইনশাআল্লাহ জাদু, খারাপ প্রভাব, রোগব্যাধি এমনকি দাম্পত্য জীবনের বাঁধা দূর হয়ে যাবে।

চিকিৎসাগত উপকারিতা।
বরই পাতার আরও অনেক উপকারীতা রয়েছে।

°ক্ষুধামন্দা কমাতে সাহায্য করে।
°ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে সহায়ক।
°পেটের ব্যথা ও অস্বস্তি কমাতে কার্যকরী ভূমিকা রাখে আলহামদুলিল্লাহ।
والله أعلم
আল্লাহ তায়ালাই সর্বাধিক জানেন।

08/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

যাদের অভাব কোন ভাবেই যাচ্ছে না...তারা অর্থের দিকে খেয়াল করে,আল্লাহ'র প্রতি পূর্ণ আস্থা রেখে এই আয়াত বেশি বেশি পড়তে পারেন...
29/08/2025

যাদের অভাব কোন ভাবেই যাচ্ছে না...তারা অর্থের দিকে খেয়াল করে,আল্লাহ'র প্রতি পূর্ণ আস্থা রেখে এই আয়াত বেশি বেশি পড়তে পারেন ইনশাআল্লাহ...

[৫৩:৪৮] আন-নাজম

وَأَنَّهُ هُوَ أَغنى وَأَقنى

আর তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন।

29/08/2025

“আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ”
"(اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ)"
💛💫

27/08/2025

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doa & Ruqiyah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share