Rajanigandha Vlogs

Rajanigandha Vlogs Assalamu Alaykum� welcome to Rajanigandha Vlogs �নিজ পায়ে দাঁড়ানোর ছোট্ট একটু আশা
(4)

ডিমভুনা দিয়ে খিচুড়ি অন্য সময় হলে মজা করে খেতাম কিন্তু আজ মুখে বিস্বাদ লাগছে জানিনা  কেনো
22/07/2025

ডিমভুনা দিয়ে খিচুড়ি অন্য সময় হলে মজা করে খেতাম কিন্তু আজ মুখে বিস্বাদ লাগছে জানিনা কেনো

কতগুলো কচি তাজা প্রান , দিনভর চোখ ছিলো নিউজ ফিডের উপর আর রাতে  শুধু চোখে ভাসছে সেই বিভিসিকাময় দুপুরের ক্ষত বিক্ষত স্কুলট...
22/07/2025

কতগুলো কচি তাজা প্রান , দিনভর চোখ ছিলো নিউজ ফিডের উপর আর রাতে শুধু চোখে ভাসছে সেই বিভিসিকাময় দুপুরের ক্ষত বিক্ষত স্কুলটি ।আল্লাহ সবাইকে মাফ করুন ।নিরাপদ জীবন দান করুন।

22/07/2025

আজ ২২-৭-২৫ তারিখের এইচ এস সি সকল বোর্ডের
পরীক্ষা স্থগিত ।ধন্যবাদ সিদ্ধান্ত নেয়ার জন্য কর্তৃপক্ষ কে ।সারারাত বিষন্নতার মধ্যে কেটেছে।

21/07/2025

আমরা বাকরুদ্ধ শোকাহত জাতি ।যার গেছে সে বুঝে কি বেদনা ।আল্লাহ শোক সইবার ধৈর্য্য দিন পরিবারগুলোকে।
যারা আমাদের ছেড়ে গিয়েছে জাননাতুল ফেরদাউস দান করুন ।আমিন🤲

কে বলতে পারবে এটা কি ভাজি ।তার জন্য সারপ্রাইজ আছে
21/07/2025

কে বলতে পারবে এটা কি ভাজি ।তার জন্য সারপ্রাইজ আছে

সিজনাল দেশী ফল খাও ভিটামিনের ঘাটতি কমাও 😊
21/07/2025

সিজনাল দেশী ফল খাও ভিটামিনের ঘাটতি কমাও 😊


কোথাও দাওয়াত খেতে গেলে ঘর থেকে কিছু খেয়ে যেও ।তাতে অনেক বিপদ এড়ানো যায়
20/07/2025

কোথাও দাওয়াত খেতে গেলে ঘর থেকে কিছু খেয়ে যেও ।তাতে অনেক বিপদ এড়ানো যায়

ছোটবেলায় এই রংগনা ফুলের মধু খেয়েছো কখনও ,আমি খেয়েছি ,কেনো খেয়েছি জানি না তবে এটাই মনে হয় শৈশব ।
20/07/2025

ছোটবেলায় এই রংগনা ফুলের মধু খেয়েছো কখনও ,আমি খেয়েছি ,কেনো খেয়েছি জানি না তবে এটাই মনে হয় শৈশব ।

19/07/2025

এভাবে শিখেছি তাদের বাড়ী যেয়ে ,জিহ্বার ভুনা নিয়ে এলাম।আমার না কিন্তু গরুর

বাবার কর্মফল কেন মেয়ের জীবনে ছায়া ফেলে? মেয়ে শুধু বাবার বংশধারার নাম বহন করে না বহন করে তার কর্মফল, আবেগের ঋণ, ও আত্মিক ...
19/07/2025

বাবার কর্মফল কেন মেয়ের জীবনে ছায়া ফেলে? মেয়ে শুধু বাবার বংশধারার নাম বহন করে না বহন করে তার কর্মফল, আবেগের ঋণ, ও আত্মিক ইতিহাসও। সমাজ হয়তো এসব চোখে দেখে না, কিন্তু জীবনের গভীরে মেয়ের মন ঠিকই অনুভব করে বাবার প্রতিটি সত্তাগত নির্বাচনের প্রভাব।

যেখানে চোখ যায় না, সেখানে হৃদয় পৌঁছে যায়।
বাবার বিশ্বস্ততা, সততা, ভালোবাসা, কিংবা প্রতারণা সবই কোনো না কোনোভাবে মেয়ের জীবনে প্রতিফলিত হয়।

🔹 তিনি যদি কোনো নারীর হৃদয় ভেঙে থাকেন, হয়তো তার প্রতিধ্বনি মেয়ের প্রেমে ফিরে আসে আস্থা ভাঙার আকারে।
🔹 তিনি যদি কারো টাকা আত্মসাৎ করে থাকেন, হয়তো তার পরিণতি মেয়ের অর্থনৈতিক অনিশ্চয়তায় ধরা দেয় ব্যর্থ সম্পর্ক, ভেঙে যাওয়া স্বপ্নের মধ্য দিয়ে।
🔹 তিনি যদি অন্যায়ের সাথে আপস করে থাকেন, হয়তো মেয়ের আত্মা ভিতরে ভিতরে দ্বিধান্বিত হয় ভালো-খারাপের জটিল ধাঁধায় আটকে যায়।

👨‍👧‍👦 এটা কোনো শাস্তি নয় এটা এক আত্মিক উত্তরাধিকার।
একটা চক্র, যা চলে পরিবার থেকে পরিবারে মন থেকে মনে, জন্ম থেকে জন্মে। এবং মেয়েরা, তাদের সংবেদনশীল মন ও আত্মার গভীরতায়, তা অনেক বেশি করে টের পায়।

💠 এই চক্র কেন ভাঙা দরকার?

এই চক্রকে হিলিং (আত্মিক সুস্থতা) ছাড়া থামানো যায় না। মেয়ে যাতে বাবার ভুলের ভার না বইতে হয়, সেজন্য বাবার ভেতরেই পরিবর্তন জরুরি।

✔️ বাবার উচিত নিজের জীবনে সত্য, ন্যায়, ও মমতা বেছে নেওয়া।
✔️ ভুল করলে দায় স্বীকার করা, অনুতপ্ত হওয়া, এবং সংশোধনের চেষ্টা করা।
✔️ নিজের সম্পর্ক, প্রতিশ্রুতি ও সিদ্ধান্তগুলোকে মেয়ের ভবিষ্যৎ মনে রেখে নেওয়া।

কারণ মেয়েরা শুধু বাবার জীবন দেখে না তারা সেটা অনুভব করে, নিজের মধ্যে ধারণ করে।
মেয়ের মনের গভীরতম নিরাপত্তা কিংবা অস্থিরতা অনেক সময়ই নির্ভর করে, তার বাবার আচরণ আর মানসিক দৃঢ়তার ওপর।

🕊️ বাবাদের জন্য বার্তা:

তোমার কন্যা যেন একদিন বলে,
"আমার বাবা আমার জীবনের আশীর্বাদ ভয়ের ছায়া নয়।"

তাই

🔹 এমন মানুষ হও, যাকে দেখে তোমার মেয়ে ভালোবাসা ও সম্মান শিখতে পারে।
🔹 এমন সিদ্ধান্ত নাও, যা তার জন্য আত্মবিশ্বাস ও স্থিরতা বয়ে আনে।
🔹 এমন সম্পর্ক গড়ে তোলো, যার ভিত্তি ন্যায় ও শ্রদ্ধায় গড়া।

চক্রটা ভেঙে দাও।
যা তোমার মেয়েকে ভেঙে ফেলতে পারে, সেই ভার তার দিকে এগিয়ে দেওয়ার আগেই তুমি নিজেই নিজের ছায়ার মুখোমুখি হও।
নিজেকে শুদ্ধ করো, কারণ তাতেই মেয়ের জীবন আলোকিত হবে নির্ভয়, সুন্দর, আর সত্যভরা।

Collected

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rajanigandha Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajanigandha Vlogs:

Share