Digital Kagoj - ডিজিটাল কাগজ

Digital Kagoj - ডিজিটাল কাগজ A new generation online news portal.

কানাইঘাটে বিশাল গণ-মিছিল ও বিক্ষোভ সমাবেশ: জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন বাতিলের দাবিতে দুই জমিয়তের যৌথ উদ্যোগজাত...
27/08/2025

কানাইঘাটে বিশাল গণ-মিছিল ও বিক্ষোভ সমাবেশ: জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন বাতিলের দাবিতে দুই জমিয়তের যৌথ উদ্যোগ

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন ও সর্বপ্রকার কার্যক্রম বাতিলের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জমিয়ত উলামা বাংলাদেশের যৌথ উদ্যোগে কানাইঘাট বাজারে বিশাল গণ-মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় দারুল উলূম মাদ্রাসা থেকে শুরু হওয়া মিছিল উত্তর বাজার হয়ে কানাইঘাট থানা প্রদক্ষিণ করে রামিজা পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশ স্থলে মিলিত হয়। দেড় থেকে দুই কিলোমিটার দীর্ঘ মিছিল ও ব্যাপক জনসমাগম যেন ছিল “অস্তিত্ব জানানোর” এক জ্বলন্ত প্রমাণ।

যদিও মূলত জাতিসংঘের কার্যক্রমের বিরোধিতার উদ্দেশ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, এটি ছিল কানাইঘাটে দুই জমিয়তের প্রথম যৌথ উদ্যোগ। ফলে শুধুমাত্র আলেম উলামা নয়, সাধারণ জনগণও এতে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী কানাইঘাটবাসী প্রকৃতপক্ষে আলেমপ্রিয়, এবং দুই জমিয়তের ঐক্যবদ্ধ অবস্থান তাদের আনন্দে ভরিয়ে তোলে।

২০০৪ সালে চারদলীয় জোটে যোগ না দেওয়ার প্রেক্ষাপটে অরাজনৈতিক সংগঠন হিসেবে গঠিত হয় জমিয়তে উলামা। দীর্ঘ ২০ বছর পর, ১৩ নভেম্বর ২০২৪ তারিখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (২৩ নং নিন্ধিত) এবং জমিয়তে উলামা বাংলাদেশ (অরাজনৈতিক) নির্বাচনী সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দারুল উলূম কানাইঘাটের শায়খুল হাদীস খলিফায়ে বায়মপুরী শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী। যৌথ পরিচালনায় তেলাওয়াত করেন মুফতি ইবাদুর রহমান ও কারী মাও. হারুন আহমদ, এবং মুশাহিদিয়া কেরায় বিভাগের প্রধান কারী সাজ্জাদুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে জমিয়তে উলামা বাংলাদেশের সভাপতি, খলিফায়ে ফেদায়ে মিল্লাত আল্লামা আলিম উদ্দীন দুর্লভপুরী বলেন, “বর্তমান ইন্টেরিম সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ না করে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের জন্য তিন বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছে। আমরা মনে করি, এটি বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। পার্বত্য অঞ্চলসহ নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই কার্যালয় অনিয়মিত হস্তক্ষেপ করতে পারে। সমকামিতা, ট্রান্সজেন্ডার এবং অন্যান্য অনৈসলামিক কার্যক্রম পরিচালনার প্রচেষ্টা এটির মূল লক্ষ্য। তাই বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে এর কোনো প্রয়োজন নেই। ফিলিস্তিনে এর কার্যক্রমে দেখা যায়, মানবাধিকারের নামে কার্যক্রম বাস্তবায়নের চেষ্টায় ভ্রান্ত ফলাফল হয়েছে। তাই দ্রুত এই চুক্তি বাতিল করতে হবে।”

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের ভবিষ্যৎ কান্ডারি শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক। তিনি বলেন, “ইসলাম ও মুসলমানদের পক্ষে জাতিসংঘ কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। তাই বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপনের কোনো প্রয়োজন নেই। সরকারের উচিত দ্রুত এই চুক্তি থেকে বিরত থাকা।”

সভায় প্রস্তাবনা পাঠ করেন জমিয়তে উলামা বাংলাদেশের সিনিয়র সহসভাপতি ও পূর্ব সিলেট আযাদ দীনী এদারা বোর্ডের শিক্ষাসচিব মাও. শামসুদ্দিন দুর্লভপুরী। এছাড়াও বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা শফিকুল হক সুরইঘাটি, জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাও. জয়নুল আবেদীন, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী এডভোকেট মুহাম্মদ আলী।

অনুষ্ঠানটি আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরীর দুআ ও নসিহতের মাধ্যমে সমাপ্ত হয়।

ভোলাগঞ্জে সাদাপাথর চুরিরাজনৈতিক প্রভাবশালী ৪২ জনকে চিহ্নিত করেছে দুদকবিস্তারিত কমেন্টে ⬇️
20/08/2025

ভোলাগঞ্জে সাদাপাথর চুরি
রাজনৈতিক প্রভাবশালী ৪২ জনকে চিহ্নিত করেছে দুদক

বিস্তারিত কমেন্টে ⬇️

সিলেট-৫ আসনে উবায়দুল্লাহ ফারুকের অবস্থান মাওলানা ওবায়দুল্লাহ ফারুক কাসিমী।‎সভাপতি: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ‎নির্বা...
19/08/2025

সিলেট-৫ আসনে উবায়দুল্লাহ ফারুকের অবস্থান

মাওলানা ওবায়দুল্লাহ ফারুক কাসিমী।
‎সভাপতি: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
‎নির্বাচনি আসন সিলেট-৫ (কানাইঘাট -জকিগঞ্জ)।
‎নিবন্ধন নং-২৩ এবং দলীয় প্রতীক খেজুর গাছ।

‎ইতিমধ্যে ২০০৮ সালে দলীয় প্রতীকে একই আসনে নির্বাচনে অংশ নিয়েছিলেন। ২০১৮ সালে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন এবং ৮৬ হাজারের অধিক ভোট পান। এবারো তিনি নিজ দলের একক প্রার্থী। ২০১৮ এর নির্বাচন থেকে তিনি জনগণের কাছে সুপরিচিত।
‎এই আসনে বিএনপির কেন্দ্রীয় কোন নেতা মনোনয়ন প্রত্যাশি না হলেও জেলা ও উপজেলা লেভেলের বেশ কিছু প্রার্থী তৎপর আছেন। জমাতেরও জেলা সহসভাপতি হাফিজ আনোয়ার খানকে প্রার্থী শুনা গেলেও উনাকে নিয়ে দলে অভ্যন্তরীণ কোন্দল থাকায় তারা সুবিধা করতে না পেরে এখন কৌশলগত কারণে চায় ইসলামি আরো কিছু প্রার্থী মাঠে আনতে, যাতেকরে উবায়দুল্লাহ ফারুক এর বিজয়ে কিছুটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করা যায়। দুইটা দলকে ইতিমধ্যে এই কাজে ব্যবহারও করতে পেরেছে।
‎তবে, শেষমেশ জমাত বিহীন কোন ইসলামি জোট হলে জমিয়ত সেই জোটের অগ্রভাগে নেতৃত্ব দিবে এবং জোটের মাধ্যমে নির্বাচনে অংশ নিবে। জোট হোক বা না হোক এবার খেজুর গাছ প্রতীকে এই আসনে তিনি নির্বাচন করবেন।


‎ ইসলামী দলগুলোর আমীরদের আসনগুলোতে বিএনপির কেন্দ্রীয় হেভিওয়েট প্রার্থী ভরপুর। শুধুমাত্র সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক এর প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির কেন্দ্রীয় কোন হেভিওয়েট নেতা নাই, আছেন জেলাও স্থানীয় নেতৃবৃন্দ। অথচ, এই আসনে প্রচুর ধর্মপ্রাণ বিএনপি নেতাকর্মী ও সদস্য সমর্থক রয়েছেন। এরমধ্য সিদ্দিকুর রহমান পাপলু, আশিক চৌধুরী ও জাকির হোসাইন সহ অনেকে বর্তমানে মাঠে চষে বেড়ালেও দলের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত বলে যাচ্ছেন। কিছুটা ত্যাঁড়ামি করতে দেখা যাচ্ছে চাকসু মামুন ভাইকে। আশাকরি দলের আঙ্গুল বাঁকা হওয়ার আগেই তিনি সোজা হয়ে যাবেন।
‎নিবন্ধিত ইসলামি দলগুলোর সকল আমীরদের আগে মাওলানা উবায়দুল্লাহ ফারুক এর সংসদে যাওয়ার সম্ভাবনা সর্বাধিক প্রবল থাকায় জামাতের প্ররোচনায় কিছু কিছু ইসলামি দল এখানে একাধিক আলেম প্রার্থী আনতে এবং অনলাইনে কোমরবেঁধে বিরোধিতা করতে দেখা যাচ্ছে।
‎আশাকরি আল্লাহপাক তাদেরকেও সহীহ সমুজ দান করবেন এবং জমাতার প্ররোচনা থেকে বাঁচতে চেষ্টা করবেন।

18/08/2025

কানাইঘাটের মুলাগুল বাজারে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত বহু

সিলেটের কানাইঘাট উপজেলার মুলাগুল বাজার এলাকায় সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সাউদগ্রাম ও বড়গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি তুচ্ছ বিষয় নিয়ে দুই গ্রামের কয়েকজন যুবকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে সন্ধ্যা নামার সাথে সাথে দুই গ্রামের শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে ধাওয়া-পাল্টা-ধাওয়া চলে দীর্ঘ সময় ধরে। এতে উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার কারণে মুলাগুল বাজার এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। বাজারের দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটোছুটি শুরু করে।

সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

তবে ঠিক কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত, তা এখনো স্পষ্ট নয়।

শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে জেড আই খান পান্নার আবেদনবিস্তারিত কমেন্টে⬇️
12/08/2025

শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে জেড আই খান পান্নার আবেদন

বিস্তারিত কমেন্টে⬇️

অপপ্রচারের অভিযোগে সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মামলাবিস্তারিত কমেন্টে⬇️
12/08/2025

অপপ্রচারের অভিযোগে সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

বিস্তারিত কমেন্টে⬇️

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৭👇
09/08/2025

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৭

👇

‘বাংলাদেশি’ বলায় ক্ষুব্ধ কলকাতাবাসী, ফুটবল গ্যালারিতে প্রতিবাদ👇
09/08/2025

‘বাংলাদেশি’ বলায় ক্ষুব্ধ কলকাতাবাসী, ফুটবল গ্যালারিতে প্রতিবাদ

👇

১৪৮ বছরের ইতিহাসে নজিরবিহীন কীর্তি: ব্যাটসম্যানদের দাপটে ভেসে গেল টেস্ট সিরিজ👇
09/08/2025

১৪৮ বছরের ইতিহাসে নজিরবিহীন কীর্তি: ব্যাটসম্যানদের দাপটে ভেসে গেল টেস্ট সিরিজ
👇

স্থানীয়দের দানে ৭৬ কিলোমিটারের ভুলুয়ার খনন শুরু;  ২০ বছর পর নদীতে এল স্রোতসূত্র: দি বিজনেস স্ট্যান্ডার্ড
04/08/2025

স্থানীয়দের দানে ৭৬ কিলোমিটারের ভুলুয়ার খনন শুরু; ২০ বছর পর নদীতে এল স্রোত

সূত্র: দি বিজনেস স্ট্যান্ডার্ড

কানাইঘাটে রহস্যজনক মৃত্যু: প্রবীণ মুরব্বির নিথর দেহ উদ্ধার, এলাকায় শোক ও উদ্বেগ
02/08/2025

কানাইঘাটে রহস্যজনক মৃত্যু: প্রবীণ মুরব্বির নিথর দেহ উদ্ধার, এলাকায় শোক ও উদ্বেগ

৭ আগস্ট দেশব্যাপী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
02/08/2025

৭ আগস্ট দেশব্যাপী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

Address

2nd Floor, Shomit Bhaban, Mirpur 1
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Digital Kagoj - ডিজিটাল কাগজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share