Poddo's Home Dairy

Poddo's Home Dairy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Poddo's Home Dairy, Digital creator, Dhaka.

আমি ভীষণ ঘর কুনো। আমার ঘর ভালো লাগে। ঘর সাজাতে।,রান্না করতে রান্না ঘর গোছাতে সর্বপরি পরিপাটি থাকতে ভীষণ ভালো লাগ। প্রয়োজনে বাইরে যাই কিন্তু সবকিছুর পর ঘরেই ভীষণ প্রশান্তি।

কি নামে ডেকে বলবো তোমাকে......
17/06/2025

কি নামে ডেকে বলবো তোমাকে......

জীবনে ভালো থাকাটা সবচেয়ে জরুরী।
17/06/2025

জীবনে ভালো থাকাটা সবচেয়ে জরুরী।

01/06/2025

সাফারী পার্ক নাইরোবী

01/06/2025

যখন আকাশ জুড়ে মেঘে করে
বৃষ্টি আসে জোরে শোরে.................

01/06/2025

আমার আাদরের মেয়ে

আমার মায়ের আদরে আমি
01/06/2025

আমার মায়ের আদরে আমি

আমার আমি আমাকেই বড় ভালোবাসি
01/06/2025

আমার আমি আমাকেই বড় ভালোবাসি

13/07/2023
আসসালামু আলাইকুম।বারবার পেজ কার্যক্রম শুরু করতে চেয়েও অনেক পিছিয়ে পরছি। বিভিন্ন কারনে শুরু করতে পারি নি। আশা করছি খুব শী...
05/11/2022

আসসালামু আলাইকুম।
বারবার পেজ কার্যক্রম শুরু করতে চেয়েও অনেক পিছিয়ে পরছি। বিভিন্ন কারনে শুরু করতে পারি নি।
আশা করছি খুব শীঘ্রই একটি ভালো দিন দেখে আবার শুরু করবো আমাদের কার্যক্রম। আশা করছি সবাই ঠিক আগের মতোই ভালোবেশে আমাদের পাশে থাকবেন সবসময়।
আবার পুরোদমে শুরু হচ্ছে তিস্তা শাড়িজ।সাথে থাকছে নতুন সংযোজন হওয়া বেশ কিছু পন্য।
যেদিন শুভারম্ভ হবে সেদিন একটা সারপ্রাইজ লাইভ করবো ইনশাল্লাহ।

29/11/2021

ক্ষণস্থায়ী দুনিয়াতে প্রতিযোগিতা করা একটা বোকামির কাজ। অথচ, আমরা সেটাই করে বেড়াই। একটা অনিশ্চিত দুনিয়াতে নিশ্চয়তার খোঁজ করে চলি। অর্থ-সম্পদ, ক্যারিয়ার, ক্ষমতা - সবকিছু নিয়েই একটা প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় জয়ীরা নিজেদের মনে করে সফল আর ব্যর্থরা অপমান বোধ করে।
অথচ প্রতিযোগিতা করা উচিত ছিল আখিরাতের বিষয়ে, অনন্ত অসীম চিরসুখময় জান্নাতের জন্যে আর আল্লাহ তা'আলার সান্নিধ্যের জন্য।
আমরা মানুষকে বিচার করি তার দুনিয়ার সাফল্যের দ্বারা। মানুষের অর্থ, সৌন্দর্য, পেশা, প্রভাব - এগুলাই এখন মানুষকে মাপার মাপকাঠিতে পরিণত হয়েছে।
অথচ, একজন নাসার সায়েন্টিস্ট যে ফজর কাজা করেছে তার তুলনায় একজন রিকশাওয়ালা যে ফজর এর সালাত ওয়াক্তের মধ্যে পড়েছে সে হাজার গুণে উত্তম।
রাসুলুল্লাহ (ﷺ) বলেন,
"ফজরের দুই রাকাত সালাত এই দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে, তার সবকিছুর চেয়ে উত্তম।"
দুনিয়ার বিষয়ে প্রতিযোগিতা না করার বিষয়ে কিছু আয়াত/হাদিসঃ
(১) প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের গাফেল রাখে যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ পাও। [সুরাহ আত তাকাসুর]
(২) তোমরা জেনে রাখ, পার্থিব জীবন খেল তামাশা, সাজ-সজ্জা, পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়। [সুরাহ আল হাদিদ]
(৩) পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয়। [সুরাহ আল হাদিদ]
(৪) দুনিয়াতে অপরিচিত অথবা ভ্রমণকারী মুসাফিরের মত জীবন যাপন কর। [বুখারি]
আখিরাতের বিষয়ে প্রতিযোগিতা করার ব্যাপারে কিছু আয়াত/হাদিসঃ
(১) তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও যমীন, যা তৈরী করা হয়েছে তাকওয়াবানদের জন্য। [সুরাহ আলে ইমরান]
(২) “মানুষ যদি ইশা ও ফজরের সালাতের ফযিলত জানতো, তবে তাতে অবশ্যই যেত, উপুড় দিয়ে হলেও।" [মুত্তাফাকুন আলাইহি]
আসলে আখিরাতের বিষয়ে প্রতিযোগিতা করার ব্যাপারে এতো আয়াত আর হাদিস যে আলাদাভাবে উল্লেখ করে শেষ করাই সম্ভব না। বরং, পুরো কুরআন এবং সুন্নাহ এর উদ্দেশ্যই হচ্ছে মানুষকে আখিরাতমুখী করা।
নিজেকে হিপোক্রেট মনে হয় এসব নিয়ে লিখলে বা বললে। আল্লাহ আমাদের যেন আমাদের ক্ষমা করেন, ঈমানকে বৃদ্ধি করেন। আমীন।

Coppy

জারকান বিডস ও মুক্তা দিয়ে তৈরি  কড়া পায়েল।কড়া পায়েল হচ্ছে পায়ের কড়ে বা কব্জিতে লেগে থাকে। অসম্ভব সুন্দর পায়েল। যে কোন পো...
29/11/2021

জারকান বিডস ও মুক্তা দিয়ে তৈরি কড়া পায়েল।
কড়া পায়েল হচ্ছে পায়ের কড়ে বা কব্জিতে লেগে থাকে। অসম্ভব সুন্দর পায়েল।
যে কোন পোশাক এর সাথেই মানিয়ে যায় বেশ।

বিনিময় মূল্যঃ ১৭৫ ৳

Address

Dhaka
4700

Alerts

Be the first to know and let us send you an email when Poddo's Home Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poddo's Home Dairy:

Share