Mehbeen world's

Mehbeen world's Hi, I'm Ayesha noor mehbeen. welcome to my page.
(9)

20/08/2025

ফনিক্স দিয়ে হোক ইংরেজি শিখার শুরুটা

19/08/2025

আমরা বাচ্চাদের একাডেমিক বইয়ের বাহিরে কোনো বই দিতে চাই না।
অথচ আমরা চাই আমার বাচ্চা সব জানুক।

17/08/2025

৫-৬ বছরের একটা বাচ্চা যখন নিজের ইংরেজি বই নিজে নিজে পড়তে পারে সেই বাচ্চা ইংরেজির প্রতি সমস্ত ভয় দুর করে কনফিডেন্ট হয়ে উঠে।
ফনিক্স অক্টোবর ব্যাচে ভর্তি চলছে।

🧒 বাচ্চাদের ছোট থেকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার কিছু  উপায়। 1. শুরু করুন গল্প শোনানো দিয়ে– ছোট বাচ্চারা শুরুতে পড়তে পারে ন...
16/08/2025

🧒 বাচ্চাদের ছোট থেকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার কিছু উপায়।

1. শুরু করুন গল্প শোনানো দিয়ে
– ছোট বাচ্চারা শুরুতে পড়তে পারে না, তাই প্রতিদিন রাতে বা অবসরে তাদের গল্প শোনান।
– রঙিন ছবিওয়ালা বই বেছে নিন, যাতে তারা গল্পের সঙ্গে ছবি মিলিয়ে নিতে পারে।
এই উপায় টা মেহবীনকে পড়ার প্রতি আগ্রহ বাড়াতে অনেক বেশি সাহায্য করেছে। ছয় মাস বয়স থেকেই বই পড়ে পড়ে শুনাতাম মেহবীনকে।

2. বইকে খেলনার মতো করে দিন
– কাপড় বা বোর্ডের তৈরি ছোট রঙিন বই বাচ্চাদের হাতে দিন।
– যেন তারা বইকে ভয়ের কিছু মনে না করে, খেলনার মতো ব্যবহার করতে পারে।

3. নিজে বই পড়ুন তাদের সামনে
– শিশুরা অনুকরণ করতে ভালোবাসে। আপনি যদি নিয়মিত বই পড়েন, তবে তারাও উৎসাহিত হবে।

4. প্রতিদিন নির্দিষ্ট সময় বইয়ের জন্য রাখুন
– যেমন ঘুমানোর আগে ১০ মিনিটের গল্পের সময়।
– প্রতিদিন একই সময়ে করলে এটি অভ্যাসে পরিণত হবে।

5. বইয়ের সঙ্গে ভালোবাসা তৈরি করুন
– বই পড়ার সময় বাচ্চাকে কোলে নিন, আদর করুন, মিষ্টি ভঙ্গিতে পড়ুন।
– এতে বই পড়া তাদের কাছে আনন্দের বিষয় হয়ে উঠবে।

6. কি ধরনের বই বাচ্চা পছন্দ করে তার ওপর নির্ভর করে বাচ্চাকে বই দিতে হয়। নিজেদের পছন্দের বই পড়তে অনেক আগ্রহ নিয়ে পড়বে

7. ছোট ছোট সফলতা দিন
– বাচ্চা যখন কোনো অক্ষর, শব্দ বা ছবি চিনবে তখন প্রশংসা করুন।
– এতে তারা আরও উৎসাহিত হবে।

8. স্ক্রিন টাইম কমিয়ে বই টাইম বাড়ান
– টিভি বা মোবাইলের চেয়ে বইয়ের দিকে মনোযোগ দিলে কল্পনা শক্তি বাড়ে।

👉 ধীরে ধীরে বই পড়া তাদের জীবনের স্বাভাবিক অংশ হয়ে যাবে।

ওপরের সব গুলো উপায়েই মেহবীনকে বইয়ের প্রতি আগ্রহ করতে সাহায্য করেছে।
আপনারা যেকোনো ধরনের বই BookNest পেইজে পাবেন।

15/08/2025

আসমানি কবিতা

সবাই কেমন আছেন?
14/08/2025

সবাই কেমন আছেন?

শিশুকে বই উপহার দিন, সে আপনাকে স্বপ্ন উপহার দেবে। বই গুলো পাবেন BookNest পেইজে।
13/08/2025

শিশুকে বই উপহার দিন, সে আপনাকে স্বপ্ন উপহার দেবে।
বই গুলো পাবেন BookNest পেইজে।

Good morning ❤️
12/08/2025

Good morning ❤️

📚 শিশুর হাতে মোবাইল নয়, দিন গল্পের বই! 🌟আজকের শিশুদের অনেক সময় মোবাইল, টিভি ও গেমসে ডুবে থাকে। কিন্তু আপনি কি জানেন❓গল্প...
11/08/2025

📚 শিশুর হাতে মোবাইল নয়, দিন গল্পের বই! 🌟

আজকের শিশুদের অনেক সময় মোবাইল, টিভি ও গেমসে ডুবে থাকে। কিন্তু আপনি কি জানেন❓
গল্পের বই শিশুদের কল্পনা শক্তি, ভাষা দক্ষতা, মনোযোগ ও মেধা বিকাশে অসাধারণ ভূমিকা রাখে।

✨ গল্পের বই পড়ার উপকারিতা:

📖 কল্পনা শক্তি বৃদ্ধি

🧠 মেধা ও চিন্তাশক্তির বিকাশ

🗣️ সুন্দরভাবে কথা বলা ও শব্দভাণ্ডার সমৃদ্ধ করা

❤️ নৈতিকতা ও মূল্যবোধ শেখানো

🤝 বাবা-মা ও সন্তানের মধ্যে সুন্দর বন্ধন তৈরি

👉 মোবাইলের ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রেখে, দিন আপনার সন্তানের হাতে এক রঙিন গল্পের জগৎ।
আজ থেকেই শুরু হোক আপনার শিশুর বই পড়ার যাত্রা! 📚🌈

10/08/2025

Good night 😴

10/08/2025

মেহবীন আপনাদেরকে কিছু silent letters শিখাবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehbeen world's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share