Echoes of H

Echoes of H মন থেকে উঠে আসা নিঃশব্দ প্রতিধ্বনি। "You will face many defeats in life, but never let yourself be defeated". - Maya Angelou

06/09/2025

আলহামদুলিল্লাহ্, আজ ১২ ই রবিউল আউয়াল আজকের এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) দুনিয়া তে আগমন করেন! ❤

Send a message to learn more

24/08/2025

King of Jungle 👑 Actor Vijay

জীবনে আমিও একটি ভুল সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম । কি সেটা জানেন? গতবছর আমরা ডিসিশন নিয়ে ছিলাম লুকিয়ে বিয়ে করে রাখবো। অন...
16/08/2025

জীবনে আমিও একটি ভুল সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম । কি সেটা জানেন? গতবছর আমরা ডিসিশন নিয়ে ছিলাম লুকিয়ে বিয়ে করে রাখবো। অন্তত কারোর যেনো হারানোর ভয় না থাকে। কিন্তু দুইটি পরিবারের সম্মানের কথা ভেবে ডিসিশন টি ক্যান্সেল করে ফেলি। কে জানতো যে তাকে আমি হারিয়ে ফেলবো কোনো এক অজানা কারণে । তার দোষ দেয়ার ক্ষমতা আমার নেই । আমার দেখা সবথেকে সুন্দর মানুষ সে। সব কিছুর জন্যই দায়ী আমি।

যে মানুষটার সাথে কথা না বলে থাকতে পারতাম না আজকে কতগুলো মাস কথা না বলে দিব্যি বেঁচে আছি। দিন এর পর দিন , মাস এর পর মাস অতিক্রম করছি । ঠিক মতো কবে খেয়েছি কবে ঘুমিয়েছি সেটাও মনে করতে পারছিনা । একটি সেকেন্ড একটি মিনিট নেই যে তাকে আমি ভুলে থাকতে পারছি । এখন ভাবছি লুকিয়ে বিয়েটা করে রাখলে তুমি আমার থাকতে । জানিনা আমাকে ছাড়া তুমি কতটা ভালো আছো। বিশ্বাস করো আমি তোমার খারাপ চাইনি আর চাইবোও না কখনো । তুমি যেখানেই থাকো সুখে থাকো সবসময় ।

জানেন যখন আমাদের দেখা হতো আমি ম্যাক্সিমাম সময় তার মুখের দিকে তাকিয়ে থাকতাম । তার সেই চাহনি আমি কখনো ভুলতে পারবো না । শেষ বার যখন আমাদের দেখা হয়েছিল তখন আমাদের ঝগড়া ছিলো সেদিন সেভাবে আমি তার দিকে তাকাইনি । কে জানতো আমাদের আর কখনো দেখা হবেনা । এখন শুধু মনে হয় আর একটি যদি দেখতে পারতাম তাকে , তার সাথে কিছু টা সময় পার করতে পারতাম খুব হাসি খুশি ভাবে।

জানেন আল্লাহর কাছে তাকে আমি কম চাইনি । এখনো চাই সব সময় । মাঝে মাঝে আমি কি এমন হবে তাকে আমার করে দিলে? আল্লাহ্ এতো এতো মানুষ সৃষ্টি করেছে আমি তো সবাইকে চাইনি , শুধু তার সৃষ্টির একজনকে চেয়েছি আমি । তাকে কোনো ভাবে আমার করে দাও। আমি তো তাকে ছাড়া আর কিচ্ছু চাইনি তোমার কাছে । শুধু তাকে চেয়েছি আর তাকে নিয়ে সবসময় যেনো হাসিখুশি থাকি আর ভালো থাকি । এর বেশিকিছু আমি চাইনি ।

সবাইতো বলে আল্লাহ্ যা করেন ভালোর জন্যই করেন । আল্লাহ্ মনে হয় আমাকে অনেক ভালোবাসেন।
তা না হলে সব ভালো কেনো আমার সাথেই হয়?

জীবনের শেষ পোশাক আর সুগন্ধি 🥲
12/08/2025

জীবনের শেষ পোশাক আর সুগন্ধি 🥲

11/08/2025

চারদিক থেকে যখন বিষণ্ণতা চেপে ধরবে। তখন আকাশের দিকে মুখ তুলে তাকাবেন আর বিশ্বাস রাখবেন 'আরশে আযীমে' একজন আছেন, যিনি সব দেখছেন!🖤

11/08/2025

মনে রাখবেন আত্মীয়স্বজন যতোই বড়লোক হোক না কেন, তারা কোনদিনই চাইবে না আপনি তাদের চেয়ে বড় হোন।🤍

10/08/2025

I am Getting Married Next Month. lt's small Party and Only few People Invited.
Don't Bring any Gifts, Just Bring Someone Who will Marry Me🙂

Thank you🫩

২০২১ সালে চীনে ঘটে যাওয়া এক ঘটনার মতো অবিশ্বাস্য মুহূর্ত খুব কমই দেখা যায়। নিজের দত্তক নেওয়া ছেলের বিয়ের আসরে বসে ছিলেন ...
10/08/2025

২০২১ সালে চীনে ঘটে যাওয়া এক ঘটনার মতো অবিশ্বাস্য মুহূর্ত খুব কমই দেখা যায়।

নিজের দত্তক নেওয়া ছেলের বিয়ের আসরে বসে ছিলেন এক মা। হঠাৎই তিনি খেয়াল করলেন- কনের হাতে ঠিক একই রকম জন্মদাগ, যেমনটি ছিল তার মেয়ের হাতে, যাকে তিনি ২০ বছর আগে হারিয়ে ফেলেছিলেন।

তিনি কনের বাবা-মাকে সরাসরি জিজ্ঞেস করলেন, “কিছু মনে করবেন না, আপনারা কি মেয়েকে দত্তক নিয়েছেন?” উত্তরে তারা জানালেন, হ্যাঁ, বছর বিশেক আগে রাস্তার ধারে ওকে আমরা খুঁজে পাই।"

মুহূর্তেই সব পরিষ্কার হয়ে গেল। কনে আসলে ছিল সেই মায়ের বহুদিনের হারিয়ে যাওয়া মেয়ে! অর্থাৎ একই দিনে সেই মায়ের দত্তক নেওয়া ছেলে, এবং তার আসল মেয়ের বিয়ে ছিল।

পরে কি সেই বিয়ে হয়েছিল?
জি।

হারানোর ভয়..🎬 উৎসব🎞️ তানিম নূর📺 চরকি
09/08/2025

হারানোর ভয়..
🎬 উৎসব
🎞️ তানিম নূর
📺 চরকি

09/01/2025

08/06/2024

অপেক্ষার শেষটা একদিন সুন্দর হবে! ক্লান্ত হৃদয়টাও একদিন প্রশান্ত হবে! প্রার্থনার আওয়াজ গুলোও একদিন কবুল হবে!
ইনশাআল্লাহ!😊🌸

Send a message to learn more

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Echoes of H posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share