
15/08/2025
যারা জান্নাতের পথ ধরে চলে, তারা হয় শান্ত, নম্র, নিঃস্ব হৃদয়ের। তাদের চোখে অহংকার নেই। তারা ঝগড়া নয়, ক্ষমা আর সহানুভূতির ভাষায় কথা বলে।
জাহান্নামের পথে হাঁটে যারা, তারা গর্বে অন্ধ, অবাধ্য মন নিয়ে। তারা সত্যকে চাপা দেয়, বিতর্কে মত্ত হয়ে আত্মাকে হারায়।অহংকারে তারা ডুবে থাকে। শেষে তারা বুঝবে, দুনিয়ার শক্তি নয়, আখিরাতের হিসাবই চূড়ান্ত সত্য। জুম্মা মোবারক।