04/11/2022
' স্মৃতি '
মোঃ শফিকুল ইসলাম
গ্রীষ্মের এক দুপুরে দেখার নেশায় ছুটে চলা
যেথায় তোমার বিচরণে আন্দোলিত একটি কুঠির,
দিনটি ছিল পহেলা নববর্ষ
সেজে ছিলে তুমি বৈশাখীর সাঁজে।
তোমায় দেখে অবাক চিত্তে
চেয়েছিলাম কতক্ষণ- তা জানা নেই,
শুধু চোখের আঙিনায় তুমি ছিলে
চোখ দুটো যেন সব লজ্জা ভুলে গেছে আজিকে।
চোখের সামনে যদি থাকে বিধাতার অপরূপা সৃষ্টি
দৃষ্টির সবটুকু আলো তার দিকেই পড়বে।
লোলুপ চোখে নয়, অবগাহন করেছি মনের চোখে,
এ যেন পুষ্পে ভরা এক অপ্সরী।
তার মৃদু কণ্ঠস্বরের আঁচে
দেহ যেন প্রাণের স্পন্দন ফিরে পেলো।
ঘড়ির কাঁটার দ্রুত বেগে ছটে চলা
এবার ফেরার পালা
তাই সঙ্গে কিছু নিতে মনটা পাগল পাড়া।
ক্যামেরার ফ্রেমে বন্দী দু'জনা
মনের ক্যানভাসে ' স্মৃতির ' আলপনা।