
25/04/2024
বাংলাদেশে এক নম্বর কলম সন্ত্রাস কারা????
নামধারী জাতির বিবেক বলে যারা তারা কারা??
আজ সত্যিকারের কলম যোদ্ধারা কলম সন্ত্রাসের যাতাকলে পিষ্ট হয়ে মাটির সাথে মিশে গেছে!!!
সাংবাদিক রা নাকি জাতির বিবেক আর আমাদের দেশের সাংবাদিকরা হলো জাতির চির দুশমন এরা দিনকে রাত আর রাত কে দিন করে বিবেকহীনভাবে সুবিধাভোগে জন্য পদলেহনের মাধ্যমে গোলামি করে, শতকরা ৯০% হলো হলুদ সাংবাদিক।।।
এরা কখনোই অন্যায় অবিচার জুলুম,নির্যাতনের পক্ষে কথা বলে না এরা শুধু যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা মেলে ধরে আবার কখনো কখনো সুবিধা মিলে যদি তখন বাংলাদেশে বৃষ্টি হলে দিল্লিতে ছাতা ধরে বসে থাকে।
এরা হলো এক নম্বর কলম সন্ত্রাস।।।