25/07/2025
🚨ব্রাজিল আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মিডফিল্ড পজিশন নিয়ে কী ভাবছে?🤔
🟢 প্রথমে বলে রাখি, নেইমার দলে ফিরতেছে। নেইমারের পজিশন উইঙ্গার হলেও, অভিজ্ঞতা, দলের পরিস্থিতি এবং প্রয়োজন বিবেচনায় নেইমারকে অনেক আগে থেকেই মিডফিল্ড পজিশনে রেখে লাইনআপ পরিকল্পনা করছেন ক্লাবের কোচরা এবং ভালো বেনিফিট পাচ্ছেন!🖤
🟡যেহেতু কার্লো আনচেলত্তি ব্রাজিলের হেডকোচ, প্রথমে দেখতে হবে ওনার পছন্দের ফর্মেশন কেমন? রিয়াল মাদ্রিদে থাকাকালীন সময়ে আমরা লক্ষ্য করতাম, (4-3-3) এবং (4-4-2) ফরম্যাটে আনচেলত্তি সবচেয়ে বেশি ম্যাচের লাইনআপ পরিকল্পনা করতেন। তবে প্রয়োজনে অন্যান্য ফরম্যাটও ব্যবহার করতেন। এগুলোর পিছনেও বিশদ ব্যাখ্যা আছে!😊
🟠আনচেলত্তির অধীনে ব্রাজিল দুটি ম্যাচ খেলেছে। প্রথমটি, ইকুয়েডরের বিপক্ষে, ব্রাজিলের ফর্মেশন ছিল(4-3-3) এবং ম্যাচের ফলাফল ছিল ড্র, এখানে এট্যাকিং মিডফিল্ডার খেলানো হয় নাই। দ্বিতীয় ম্যাচ,প্যারাগুয়ের বিপক্ষে ফর্মেশন ছিল(4-2-3-1), ম্যাচের ফলাফল ছিল 1-0, এখানে এট্যাকিং মিডফিল্ডার হিসেবে ম্যাথিউস কুনহাকে খেলানো হয়েছিল!❤️
যেহেতু নেইমার ফিরতেছে, নেইমারের পজিশন এবং ব্রাজিলের গোল করার জন্য এট্যাকিং মিডফিল্ডের গুরুত্ব করেছে। ব্রাজিলের বেনিফিট হয় এমন সকল ক্ষেত্রকে বিবেচনায় নিয়ে আনচেলত্তির স্ট্রেটিজি এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে, ব্রাজিলের সামনের ম্যাচ দুটির জন্য ফর্মেশন হবে, (4-2-3-1) অথবা (4-2-1-3)। যেহেতু মিডফিল্ড নিয়ে কথা বলতেছি, এখন কারা শুরুর একাদশের জন্য যোগ্য দেখা যাক?
🔵মিডফিল্ডে প্রয়োজন তিনজন প্লেয়ার। নেইমার তো সেন্ট্রাল এট্যাকিং মিডফিল্ডার হিসেবে ফিক্সড, এখন বাকি দুইজন কারা হবেন? একজন ক্যাসেমিরো যিনি, ডিফেন্সিভ মিডফিল্ড কন্ট্রোলের পাশাপাশি এট্যাকিং লাইনআপে বল সাপ্লাই করতে সক্ষম। অভিজ্ঞতা, পারফরম্যান্স সবকিছুর বিবেচনায় ক্যাসেমিরোকে বাদ দিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই। তাহলে অপর মিডফিল্ডার কে হবেন? বর্তমানে পুরো ফুটবল বিশ্ব যদি এনালাইসিস করেন ব্রাজিলিয়ানদের মধ্যে, একমাত্র ব্রুনো গুইমারায়েস স্টার্টিং ইলেভেনের জন্য যোগ্য মিডফিল্ডার। যিনি নেইমার এবং ক্যাসেমিরোদের সাথে সমান পাল্লা দিতে সক্ষম। পাসিং, ড্রিবলিং, সুযোগ বুঝে লং বল পাসিং, বিগ চান্স ক্রিয়েট এমনকী ডিফেন্সিভ মিডফিল্ড কন্ট্রোল করতে পারদর্শী। বর্তমান সময়ে সেরা মিডফিল্ডারদের একজন ব্রুনো!🔥
🟣এখন তো গেল স্টার্টিংয়ের জন্য যোগ্য মিডফিল্ডারদের নাম। তাহলে তাদের সাবস্টিটিউট কারা হবেন? পারফরম্যান্সের ভিত্তিতে এনালাইসিস করলে, আটালান্টার এডারসন, ফোলহ্যামের আন্দ্রেস পেরেইরা এবং জেনিতের গার্সন। তবে চেলসির আন্দ্রে সান্তোস থাকতে পারেন!🥰
-এখন দেখা যাক, আনচেলত্তি নতুন কোনো স্ট্রেটিজি ফলোে করেন নাকি গত ফিফা উইন্ডোর প্রিভিয়াস মিডফিল্ডারদের নিয়ে পরিকল্পনা তৈরি করেন?
Follow for more Minhaz Creation