Gangaridi

Gangaridi Gangaridi is committed to contribute to the intellectual development of Bengali speaking community throughout the world.

09/04/2022
কেন কিছু জাতি পৃথিবীকে শাসন করে আর অন্যরা শাসিত হয়? কী কারণে বাংলাদেশের অর্ধেক আয়তনের ’এথেন্স’ বিশ্বজয়ী সভ্যতায় পরিণত হয়...
08/04/2022

কেন কিছু জাতি পৃথিবীকে শাসন করে আর অন্যরা শাসিত হয়? কী কারণে বাংলাদেশের অর্ধেক আয়তনের ’এথেন্স’ বিশ্বজয়ী সভ্যতায় পরিণত হয়েছিল? ইতালির ছোট শহর রোম কীভাবে পুরো পৃথিবীকে কয়েক হাজার বছর ধরে নিয়ন্ত্রণকারী সাম্রাজ্য হিসেবে গড়ে উঠেছিল? অশিক্ষিত, বিশৃঙ্খল, দরিদ্র আরবরা কীভাবে অর্ধেক পৃথিবীতে হাজার বছর ধরে সুবিচার আর সুশাসনের উদাহরণ গড়েছিল? অনুর্বর ভূমি আর প্রতিকূল আবহাওয়ার বৃটিশরা কীভাবে পরিণত হয়েছিল বিশ্বজয়ী শক্তিতে? দারিদ্রের কারণে যে সিঙ্গাপুরকে ফেডারেশন থেকে বের করে দিয়েছিল মালেশিয়া, কীভাবে সে আজ চোখ ধাঁধাঁনো নগর রাষ্ট্রে পরিণত হল?

মানব সভ্যতার ছয় হাজার বছরের ইতিহাসে যে সব জাতি পৃথিবীতে তাদের শক্তি ও কর্মের চিহ্ন রেখে গেছে সেই রকম ত্রিশটি জাতির ইতিহাসকে লেখক গল্পের মত বর্ণনায় উপস্থাপন করেছেন, তারপর খুঁজে বের করে এনেছেন তাদের প্রত্যেকের উত্থানের চালিকা শক্তি। তার ভিত্তিতে তৈরী করেছেন এমন একটি সাধারণ সূত্র যা অনুসরণ করলে কোন জাতি শক্তি, সমৃদ্ধি ও অগ্রসরতা অর্জন করতে পারে। এর পর সেই সূত্রের আলোকে নির্মোহ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন বাংলাদেশের শক্তি ও দুর্বলতা এবং সবশেষে বাতলে দিয়েছেন বাংলাদেশকে একটি শক্তিশালী, উন্নত, অগ্রসর, সমৃদ্ধ জাতিতে পরিণত করার পথ।

পৃথিবী ও বাংলাদেশের ইতিহাসের উপর উপনিবেশী শক্তিগুলো যে ধুলো, ময়লা ও রঙ মাখিয়ে রেখেছিল, তার থেকে বের করে পৃথিবীর এক শুদ্ধ ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইতে। বইটি পড়ার পর অবশ্যই বাংলাদেশ ও পৃথিবীর অতীত ও ভবিষ্যত নিয়ে আপনাকে নতুন করে ভাবতে হবে।

নালন্দা থেকে প্রকাশিত আমিনুল মোহায়মেন এর ত্রিশ জাতির ইতিহাসের আলোকে বাংলাদেশের উত্থানযাত্রার পথ বইটি ওয়াফিলাই....

এমন সব সুযোগ বিভিন্ন প্রান্তের মানুষের জন্য খুলে যাচ্ছে, যা আগে ভাবাও যেত না। কেনিয়ার সন্তান বারাক ওবামা কখনো কি ভাবতে প...
23/02/2022

এমন সব সুযোগ বিভিন্ন প্রান্তের মানুষের জন্য খুলে যাচ্ছে, যা আগে ভাবাও যেত না। কেনিয়ার সন্তান বারাক ওবামা কখনো কি ভাবতে পেরেছেন যে তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রটির প্রেসিডেন্ট হবেন? এক সিরিয়ান পিতা কি ভাবতে পেরেছেন, তার সন্তান স্টিভ জবস হবেন পৃথিবীর সেরা টেক জায়ান্টদের একজন? ভারতের সুন্দর পিচাই এর মা কি ভাবতে পেরেছিলেন তার ছেলে এক সময় হবে গুগলের সিইও?

আপনার সন্তানকে নিয়ে অনেক বড় পরিকল্পনা করুন। তাকে আগামী পৃথবীর নেতৃত্বের জন্য প্রস্তুত করুন। তার সামনে উন্মুক্ত করে দিন বিশাল পৃথিবীকে। ছয় হাজার বছরের মানব সভ্যতায় পৃথিবীকে নেতৃত্বদানকারী জাতিগুলো সম্পর্কে তাকে জানান। সে জানুক কীভাবে এসব জাতি দরিদ্র, পশ্চাদপদ ও দুর্বল থেকে সমৃদ্ধ, অগ্রসর ও শক্তিশালী জাতিতে পরিণত হয়েছে। তাকে বুঝতে দিন এই সব জাতির কাছ থেকে কী নেয়া যাবে আর কী নেয়া যাবে না। পাশাপাশি তার সামনে তুলে ধরুন নিজ পিতৃভূমির কৃত্তিকথাও।

আপনার সন্তানকে আগামী পৃথিবীর নেতৃত্বের জন্য প্রস্তুত করতে তার হাতে তুলে পারেন ‘ত্রিশ জাতির উত্থানের আলোকে বাংলাদেশের উত্থানের পথ’ বইটি। লেখক আমিনুল মোহায়মেন চৌদ্দ বছরের গবেষণা করে ত্রিশটি জাতির ইতিহাস ঘেটে বের করেছেন, কখন একটি জাতির উত্থান ঘটে আর কখন তার পতন হয়। তিনি দেখিয়েছেন কীভাবে অল্প কিছু জিনিস পরিবর্তন করে বাংলাদেশও হতে পারে উন্নত, অগ্রসর ও শক্তিশালী একটি দেশ। বইটি নিশ্চিতভাবে আপনার সন্তানের মধ্যে জাগিয়ে দেবে বিশ্ব নেতৃত্বে নিজেকে বসানোর আকাঙ্খা।

25% OFF For New Users! - Buy Rise of Bangladesh Based on History of Thirty Nations by Aminul Mohaimen at lowest prices in Bangladesh. Express Home Delivery in Dhaka, CTG & Countrywide

এমন সব সুযোগ বিভিন্ন প্রান্তের মানুষের জন্য খুলে যাচ্ছে, যা আগে ভাবাও যেত না। কেনিয়ার সন্তান বারাক ওবামা কখনো কি ভাবতে প...
27/12/2021

এমন সব সুযোগ বিভিন্ন প্রান্তের মানুষের জন্য খুলে যাচ্ছে, যা আগে ভাবাও যেত না। কেনিয়ার সন্তান বারাক ওবামা কখনো কি ভাবতে পেরেছেন যে তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রটির প্রেসিডেন্ট হবেন? এক সিরিয়ান পিতা কি ভাবতে পেরেছেন, তার সন্তান স্টিভ জবস হবেন পৃথিবীর সেরা টেক জায়ান্টদের একজন? ভারতের সুন্দর পিচাই এর মা কি ভাবতে পেরেছিলেন তার ছেলে এক সময় হবে গুগলের সিইও?

আপনার সন্তানকে নিয়ে অনেক বড় পরিকল্পনা করুন। তাকে আগামী পৃথবীর নেতৃত্বের জন্য প্রস্তুত করুন। তার সামনে উন্মুক্ত করে দিন বিশাল পৃথিবীকে। ছয় হাজার বছরের মানব সভ্যতায় পৃথিবীকে নেতৃত্বদানকারী জাতিগুলো সম্পর্কে তাকে জানান। সে জানুক কীভাবে এসব জাতি দরিদ্র, পশ্চাদপদ ও দুর্বল থেকে সমৃদ্ধ, অগ্রসর ও শক্তিশালী জাতিতে পরিণত হয়েছে। তাকে বুঝতে দিন এই সব জাতির কাছ থেকে কী নেয়া যাবে আর কী নেয়া যাবে না। পাশাপাশি তার সামনে তুলে ধরুন নিজ পিতৃভূমির কৃত্তিকথাও।

আপনার সন্তানকে আগামী পৃথিবীর নেতৃত্বের জন্য প্রস্তুত করতে তার হাতে তুলে পারেন ‘ত্রিশ জাতির উত্থানের আলোকে বাংলাদেশের উত্থানের পথ’ বইটি। লেখক আমিনুল মোহায়মেন চৌদ্দ বছরের গবেষণা করে ত্রিশটি জাতির ইতিহাস ঘেটে বের করেছেন, কখন একটি জাতির উত্থান ঘটে আর কখন তার পতন হয়। তিনি দেখিয়েছেন কীভাবে অল্প কিছু জিনিস পরিবর্তন করে বাংলাদেশও হতে পারে উন্নত, অগ্রসর ও শক্তিশালী একটি দেশ। বইটি নিশ্চিতভাবে আপনার সন্তানের মধ্যে জাগিয়ে দেবে বিশ্ব নেতৃত্বে নিজেকে বসানোর আকাঙ্খা।

বইটি সম্পর্কে বিস্তারিত জানতে বা অর্ডার করতে নিচের লিংকে ক্লিক করুন:
https://www.rokomari.com/book/209668/

লেখকঃ আমিনুল মোহায়মেন, ক্যাটাগরিঃ সমাজ, সভ্যতা ও সংস্কৃতিঃ প্রসঙ্গ বাংলাদেশ, মূল্যঃ 387, লিংকঃ www.rokomari.com/book/209668 , সার সংক্.....

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gangaridi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category