বীর প্রজন্ম"

বীর প্রজন্ম" সত্যের পথে আমরা অবিচল ইনশাআল্লাহ

আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়। ইট'স ওকে। চাইতেই পারে। তার আগে তাকে বাংলাদেশকেও কিছু জিনিস ফেরত দিতে হবে। ...
21/03/2025

আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়। ইট'স ওকে। চাইতেই পারে। তার আগে তাকে বাংলাদেশকেও কিছু জিনিস ফেরত দিতে হবে।

তাকে ৩০ হাজার আহতের হাত, পা, চোখ ফেরত দিতে হবে।

জুলাইয়ের ২ হাজার শহীদের জীবন ফেরত দিতে হবে।

শাপলার অসংখ্য আলেমের জীবন ফেরত দিতে হবে।

৫৭ জন ঈমানদার, দেশপ্রেমিক সেনা অফিসারের জান ও নেতৃত্ব ফেরত দিতে হবে।

২৩৪ বিলিয়ন পাচার হওয়া টাকার প্রত্যেক পয়সা ফেরত এনে দিতে হবে।

গুম হওয়া অগণিত মানুষের জীবন ফেরত দিতে হবে।

আওয়ামীলীগ আগে এগুলো ফিরিয়ে দিক। তারপর ফিরে আসুক।

21/03/2025

21/03/2025

Raise your Voice
আমার ভাইদের র'ক্ত বৃথা যেতে দিব না

21/03/2025

যারাই আওয়ামী হায়েনাদের সাথে আপোষ করবে তারাই জাতীয় গাদ্দার হিসেবে চিহ্নিত হবে

21/03/2025

বিএনপির ও জামাতের অধিকাংশ নেতাগুলোই কাপুরুষ ওদের না আছে মেরুদন্ড আর না আছে পুরুষত্ব
আওয়ামীলীগ যেখানে দলীয় ভাবে ভূমিকা পালন করেছে একাধিক গণহত্যায় সেখানে কেন ঐ হায়েনাদের পুনর্বাসন

21/03/2025

১১ই মার্চ,সময় দুপুর ২:৩০।

কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে, 'রিফাইন্ড আওয়ামী লীগ' নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে।

আমি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ১১ই মার্চ দুপুর ২:৩০এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই।আমাদেরকে বলা হয়- ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে - তারা শর্তসাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগসহ একাধিক বিরোধী দল থাকা না-কি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুইদিন মিডিয়াতে আওয়ামীলীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে।

আমাদেরকে আরো বলা হয়-রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে, তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে।

আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন।

এর উত্তরে আমাদের বলা হয়, আওয়ামী লীগকে ফিরতে কোন ধরণের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে, তার দায়ভার আমাদের নিতে হবে এবং 'আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক'।

আলোচনার এক পর্যায় বলি-যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই,সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন! অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে,' ইউ পিপল নো নাথিং। ইউ ল্যাক উইজডোম এন্ড এক্সপিরিয়েন্স। উই আর ইন দিজ সার্ভিস ফর এটলিস্ট ফোর্টি ইয়ার্স।তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া 'ইনক্লুসিভ' ইলেকশন হবে না।'

উত্তরে বলি, ' আওয়ামীলীগের সাথে কোন ইনক্লুসিভিটি হতে পারে না।আওয়ামীলীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে।আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে, তার দায়ভার আপনাদের নিতে হবে'।

পরে- মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়।

জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেককিছু করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরণের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেয়া হয়েছে। আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরেই আস্থা রেখেছি। আপনাদের সাথে নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি।

আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই। এ পোস্ট দেওয়ার পর আমার কী হবে আমি জানি না। নানামুখী প্রেশারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে। কিন্তু আওয়ামীলীগ নিষিদ্ধের প্রশ্নে কোন ধরণের আপোষ করার সুযোগ নাই।

জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামীলীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্রও আমরা উড়িয়ে দিতে পারবো।

আসুন, সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দিবো না। ৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোন সুযোগ নাই বরং আওয়ামীলীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে।

18/02/2025

ছাত্রলীগ ক্ষমতায় যাওয়ার পর দানব হয়েছিলো।

ছাত্রদল ক্ষমতায় যাওয়ার প্রায় ১০ মাস বা এক বছর আগেই কুয়েটকে রক্তাক্ত করলো।

কুয়েট মেডিকেল সেন্টারের অবস্থা দেখে মনে হচ্ছে আমরা ৫ আগস্টের আগে ফিরে গেছি। পোলাপাইন অসহায়ের মতো All eyes on KUET লিখতেছে।

এই সন্ত্রাসীদের বিচার করতে হবে। যদি বিচার না হয়, এই বাংলাদেশে আবার বিশ্বজিত খুন হবে, আবার কোন এক আবরার ফাহাদকে হলে নিয়ে মেরে ফেলা হবে। যারা ক্ষমতায় যাওয়ার আগেই এতোটা নৃশংস, এরা ক্ষমতায় যাওয়ার পর কী করবে?

নেতারা তিস্তা বাচাইতে গেছেন, ভালো কথা। আপাতত কুয়েটের পোলাপাইনকে বাঁচান, দলের সন্ত্রাসীদের কন্ট্রোল করেন।

ছাত্রছাত্রীদের রক্তাক্ত করে জাগো বাহে তিস্তা বাঁচাও বলা কত বড় রাজনৈতিক ভন্ডামি, বোঝেন না?

18/02/2025

কুয়েট র*ক্তা'ক্ত করলো কোন স'ন্ত্রা'সীরা?
অবিলম্বে গ্রেফতার ও বিচার করতে হবে।

13/02/2025
12/02/2025


নিষিদ্ধ করতেই হবে

Address

বাংলাদেশ
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বীর প্রজন্ম" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share