বীর প্রজন্ম"

বীর প্রজন্ম" সত্যের পথে আমরা অবিচল ইনশাআল্লাহ

15/11/2025

তারেক রহমান দেশে আসা উপলক্ষে দুটি বুলেটপ্রুফ গাড়ির কেনা হচ্ছে যায় খরচ প্রায় ৪৪ কোটি টাকা। এই দামে ২ লাখ ব্স্তা (১০ হাজার মেট্রিক টন) আলু-পেঁয়াজের কোল্ড স্টোরেজ বানানো যাবে।
আলুচাষী ভাইরা জানেন নাকি?

14/11/2025

১ বছরে ক্ষমতায় যাওয়ার আগেই ১৭৮টি খু*ন, ৬৭টি ধ*র্ষ*ণ! সেই দলকে নিয়ে তুমি কোন সমাজ গড়তে চাও, জনাব তারেক জিয়া সাহেব?

14/11/2025

BNP কেন বর্তমান সংবিধান পরিবর্তন চায় না কারন এই সংবিধান পরিবর্তন হলে দুর্নীতিতে আর চ্যাম্পিয়ন হতে পারবে না

14/11/2025

আসসালামু আলাইকুম সবাইকে
জুম্মা মোবারক

14/11/2025
বাংলাদেশের এক কলো অধ্যায়ের নাম গণহত্যাকারী শেখ হায়েনা
14/11/2025

বাংলাদেশের এক কলো অধ্যায়ের নাম গণহত্যাকারী শেখ হায়েনা

বিএনপি জনতার বিপক্ষে গিয়ে সরাসরি ফ্যাসিস্টদের পক্ষ নিয়েছে বাংলাদেশের মানুষও তোমাদের পাওনা খুব দ্রুত বুঝিয়ে দিবে ইনশাআল...
14/11/2025

বিএনপি জনতার বিপক্ষে গিয়ে সরাসরি ফ্যাসিস্টদের পক্ষ নিয়েছে
বাংলাদেশের মানুষও তোমাদের পাওনা খুব দ্রুত বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ
এখন এটি প্রমাণিত যে জুলাই অভ্যুত্থান পরবর্তি মানুষের জন্য কল্যাণ মূলক রাষ্ট্র তৈরিতে প্রধান বাধা বিএনপি

দেশের জাগ্রত জনতার প্রতি আহ্বান আপনারা এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধ ভাবে রুখে দিন

12/11/2025

এখন ভারত বিরোধীতায় দেশপ্রেম

12/11/2025

আওয়ামী লীগ আর হাসিনার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করেছিলেন জিয়াউর রহমান।

মুজিবের দুর্নীতি করে কামানো ৫০৩ ভরি স্বর্ণ তিনি শেখ হাসিনাকে বুঝিয়ে দেন।

বুঝিয়ে দেন ধানমন্ডি ৩২ এর বাড়ি আর রাজনীতি করার অধিকারও।

এর প্রতিদান দিতে হাসিনা দেরি করেন নি।

হাসিনা ফেরার মাত্র ১৩ দিনের মাথায় খুন হন জিয়াউর রহমান।

হাসিনা না ফিরলে এই খুন হত কি না, আমার সন্দেহ আছে।

১৯৯৫ তে জামায়াত আওয়ামী লীগের সাথে মিলে মিশে আন্দোলন করেছিল।

নিজামী সাহেবের সাথে হাসিনার হাসি হাসি মুখে করা মিটিং এর ছবি এখনও নেটে আছে।

সেই নিজামীকে হাসিনা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন।

২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার পরেও হাসিনাকে খুব একটা ঘাটাননি। দুর্নীতির মামলা করেননি। হাসিনাকে রাজনীতি করতে দিয়েছেন।

সেই খালেদা জিয়াকেই হাসিনা বৃদ্ধ বয়সে জেলে ঢুকিয়েছেন। বিনা চিকিৎসায় মেরে ফেলার বন্দোবস্ত পর্যন্ত করে ফেলেছিলেন।

আরেকটু দেরি হলে হয়তো সাঈদী সাহেবের মত পরিনতিই ম্যাডামের হত।

আওয়ামী লীগের সাথে ভালো ব্যবহার করা প্রত্যেকের পরিনতি হয়েছে এতটাই করুন।

৭৫ এর পর আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার সুযোগ একবার এসেছিল।

সেই না মোছার খেসারত দিতে হলো ২০ হাজার রাজনৈতিক খুন, ২০০০ গুম আর জুলাই গণহত্যা দিয়ে।

এখন আমরা যদি এবারও আওয়ামী লীগের নাম নিশানা মুছতে না পারি, পরেরবার ২০ লাখ লোকের প্রাণ দিয়ে তার কাফফারা দিতে হবে।

নবিজীর একটা হাদিস আছে।

তাঁর উম্মতদের তিনি এক সাপের গর্তে দুইবার পা দিতে না করেছেন।

মানে আপনি সাপের গর্তে পা দিয়ে ছোবল খাবেন, তারপর ভাগ্যের দোষ দেবেন, সেটা হবে না।

আওয়ামী লীগ নামের সাপের গর্তে আমরা একবার না, ৪ বার পা দিয়ে রক্তাক্ত হয়েছি।

আর না।

বিষধর সাপের সামনে আপনি যতই গোলাপ নিয়ে যান, ওরা শেষ পর্যন্ত ছোবলটাই চেনে।

ওদের সাথে চলার একমাত্র ওয়ে হইলো, ওদের বিষদাঁত ভেঙে দেওয়া। এর বাইরে আর কোন ওয়ে নাই।

আওয়ামী লীগ আবার গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছে। আগুন দিচ্ছে বাসে, কারে, মাইক্রোবাসে।

অলরেডি পুড়িয়ে মেরে ফেলেছে একজনকে।

আরও পোড়ানোর আগেই এদের মাজা ভেঙে দিতে হবে।

জালিমের প্রতি সদয় আচরণ করার অর্থ হলো মজলুমের উপর জুলুম করা।

আওয়ামী লীগের প্রতি সদয় হইতে বলার আগে কথাটা যেন আমরা মনে রাখি।

Address

বাংলাদেশ
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বীর প্রজন্ম" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share