
18/07/2025
বউ সেজে আলোচনায় অপু বিশ্বাস!
নতুন বউ সেজে আবার আলোচনায় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন বউ সেজে বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন তিনি। পোস্টে ক্যাপশন দিয়ে অপু বিশ্বাস লিখেছেন,“ সংস্কৃতি ও ফ্যাশনের মিশেলে জাদু তৈরি হয়!”
ছবিগুলো অপুভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে! অনেকে অপুর নতুন করে বউ সাজার রহস্য জানতে চেয়েছেন! অনেকে তার লুকের প্রশংসা করেছেন।
গেল কিছুদিন হলো সিনেমার খবরে আলোচনায় নেই অপু বিশ্বাস। তারপরেও তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন বিভিন্ন পণ্য কিংবা প্রতিষ্ঠানের প্রচারণায়। পাশাপাশি নিজের একমাত্র সন্তান ও ব্যবসায় সময় দিচ্ছেন অপু বিশ্বাস।
রুপালী পর্দায় অপু বিশ্বাস কি তার পূর্বের অবস্থায় ফিরতে পারবেন নাকি পণ্য, প্রতিষ্ঠান বা নিজের ব্যবসায় নিয়ে থাকতে হবে? আপনার কি মনে হয়?