Rupali Jagot

Rupali Jagot Get all the analysis of the movie in Rupali Jagat. Follow the page. thank you

বউ সেজে আলোচনায় অপু বিশ্বাস!নতুন বউ সেজে আবার আলোচনায় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন বউ সেজে ব...
18/07/2025

বউ সেজে আলোচনায় অপু বিশ্বাস!
নতুন বউ সেজে আবার আলোচনায় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন বউ সেজে বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন তিনি। পোস্টে ক্যাপশন দিয়ে অপু বিশ্বাস লিখেছেন,“ সংস্কৃতি ও ফ্যাশনের মিশেলে জাদু তৈরি হয়!”
ছবিগুলো অপুভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে! অনেকে অপুর নতুন করে বউ সাজার রহস্য জানতে চেয়েছেন! অনেকে তার লুকের প্রশংসা করেছেন।
গেল কিছুদিন হলো সিনেমার খবরে আলোচনায় নেই অপু বিশ্বাস। তারপরেও তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন বিভিন্ন পণ্য কিংবা প্রতিষ্ঠানের প্রচারণায়। পাশাপাশি নিজের একমাত্র সন্তান ও ব্যবসায় সময় দিচ্ছেন অপু বিশ্বাস।
রুপালী পর্দায় অপু বিশ্বাস কি তার পূর্বের অবস্থায় ফিরতে পারবেন নাকি পণ্য, প্রতিষ্ঠান বা নিজের ব্যবসায় নিয়ে থাকতে হবে? আপনার কি মনে হয়?

18/07/2025

সবচেয়ে দামী প্রিয়াঙ্কা!
আমেরিকার হলিউডে পা রাখার পর ভারতীয় ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে মেগা কামব্যাক করেছেন “দেশী গার্ল” প্রিয়াঙ্কা চোপড়া। ফিরেই গড়েছেন অনন্য এক রেকর্ড। আরেক বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে পেছনে ফেলে ভারতীয় সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী।



Thanks for watching

For collaborations, sponsorships, or inquiries: [email protected].

নতুন রেকর্ড গড়লেন প্রিয়াঙ্কা!নিজের থেকে ১০ বছরের ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ের পর আমেরিকায় থিতু হয়েছেন প্রাক্তন বিশ...
13/07/2025

নতুন রেকর্ড গড়লেন প্রিয়াঙ্কা!
নিজের থেকে ১০ বছরের ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ের পর আমেরিকায় থিতু হয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে মা হন তিনি। একমাত্র কন্যা মালতী মেরিকে নিয়ে প্রিয়াঙ্কা-নিকের সুখের সংসার। তবে হলিউডে নিয়মিত হওয়ার পর বলিউডকে যেন ভুলতেই বসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বিনোদনের পাতায় তাকে নিয়ে খবর আসতো কেবলই হলিউড সংক্রান্ত। সেখানে তার নতুন কোন মুভি রিলিজ হচ্ছে কিনা এ নিয়েই প্রিয়াঙ্কাকে বেশি ব্যতিব্যস্ত থাকতে দেখা গিয়েছে। এবার ভক্তদের চমকে দিয়ে নতুন এক রেকর্ড গড়ে ভারতীয় সিনেমায় কামব্যাক করতে চলেছেন প্রিয়াঙ্কা। কি সেই রেকর্ড?নিজের থেকে ১০ বছরের ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ের পর আমেরিকায় থিতু হয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে মা হন তিনি। একমাত্র কন্যা মালতী মেরিকে নিয়ে প্রিয়াঙ্কা-নিকের সুখের সংসার। তবে হলিউডে নিয়মিত হওয়ার পর বলিউডকে যেন ভুলতেই বসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বিনোদনের পাতায় তাকে নিয়ে খবর আসতো কেবলই হলিউড সংক্রান্ত। সেখানে তার নতুন কোন মুভি রিলিজ হচ্ছে কিনা এ নিয়েই প্রিয়াঙ্কাকে বেশি ব্যতিব্যস্ত থাকতে দেখা গিয়েছে। এবার ভক্তদের চমকে দিয়ে নতুন এক রেকর্ড গড়ে ভারতীয় সিনেমায় কামব্যাক করতে চলেছেন প্রিয়াঙ্কা। কি সেই রেকর্ড?
২০০০ সালে বিশ্ব সুন্দরীর মুকুট মাথায় পর থেকেই প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে বলিউডে হইচই পড়ে যায়। অক্ষয় কুমার থেকে শাহরুখ-সালমান খান-সবার বিপরীতেই একের পর এক হিট সুপারহিট সিনেমা উপহার দিতে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু নিক জোনাসকে বিয়ের পর প্রিয়াঙ্কা চোপড়া পুরোপুরি হলিউডমুখি হয়ে পড়েন।
তবে ভারতীয় ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর আসবেই না কেন? একে তো কামব্যাক করলেন ভারতীয় সিনেমায়, পাশাপাশি গড়লেন এক অনন্য রেকর্ড! ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী এখন প্রিয়াঙ্কা চোপড়া। কত রুপি নিচ্ছেন প্রিয়াঙ্কা? তার আগে সর্বোচ্চ পারিশ্রমিক কার ছিল? ভিডিও কনটেন্টের মাধ্যমে জানতে চান? তাহলে আপনার আগ্রহের কথা লিখে জানান। তাহলে আমরা চেষ্টা করবো এ সংক্রান্ত একটা ভিডিও তৈরি করার। ধন্যবাদ।

12/07/2025

মাঘ মাসের শীতে কেন ঘামছিলেন জসিম, যা বলেছিলেন শাবানা!
সেই সাক্ষাৎকারে শাবানা এও বলেছিলেন সামান্য একজন এক্সট্রা অভিনেতা হিসাবে কিভাবে পরিশ্রম করে উঁচুতে উঠতে হয় সেটা দেখিয়েছেন জসিম। শাবানা বলেন,“ আসলে নিষ্ঠা ও পরিশ্রম গুনে জসিম একজন সামান্য অভিনেতা এবং ফাইট পরিচালক থেকে নামী নায়ক হতে পেরেছেন। জসিমের সবচেয়ে বড় গুন হলো তার বিনয়ী ব্যবহার ও বিস্ময়কর ধৈয্য। সত্যিকারের একজন ভদ্র মানুষ তিনি। আবার ভাগ্যবানও বলা যায়। জসিম শুরুতে অ্যাকশন হিরো হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এরপর যখন আমাকে আর জসিমকে নিয়ে ভাই-বোনের চরিত্রে “সবুজ-সাথী” ছবিটি করা হলো, তখন আমার একটু দ্বিধা ছিল একেবারে দুখী অসহায় ভাইয়ের চরিত্রে নিটোল একটি সামাজিক চরিত্রে জসিমকে দর্শক গ্রহণ করবে কি না। আমি অনেককে বলেছিলাম এই ছবিটিতে যদি দর্শক জসিমকে গ্রহণ করে তাহলেই নায়ক হিসাবে তাকে আর কেউ আটকাতে পারবে না। “সবুজ সাথী”র বিরাট সাফল্যই প্রমাণ করেছে নায়ক জসিমের জনপ্রিয়তাকে।“


Thanks for watching

For collaborations, sponsorships, or inquiries: [email protected].

তিনি হলিউডের রাজপুত্র। বাবা জীবন্ত কিংবদন্তী উইল স্মিথ। তার পুত্র জ্যাডেন স্মিথ কিশোর বয়সেই হয়েছেন মিলিয়নিয়ার। কীভাবে...
12/07/2025

তিনি হলিউডের রাজপুত্র। বাবা জীবন্ত কিংবদন্তী উইল স্মিথ। তার পুত্র জ্যাডেন স্মিথ কিশোর বয়সেই হয়েছেন মিলিয়নিয়ার। কীভাবে এই বয়সেই তিনি বিশ্বের সবচেয়ে বড় চাইল্ড স্টার থেকে সবচেয়ে বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হলেন? যার বিলাসবহুল জীবন তার ব্যাংক অ্যাকাউন্টের চেয়েও অনেক বড়!
জ্যাডেনের শৈশব থেকেই ইচ্ছা ছিল অভিনয়ের। শৈশবের লালিত স্বপ্ন পূরণ হয় বাবার হাত ধরে। ২০০৬ সালে শুরু হয় জ্যাডেনের ফিল্ম ক্যারিয়ার। তখন তার বয়স মাত্র ৮। পরে ‘দ্য পারসুট অব হ্যাপিনেস’ সিনেমাটি জনপ্রিয়তা পেলে জ্যাডেনের একাধিক সিনেমায় অভিনয়ের ডাক পড়ে। পরের বছর ‘ দ্য ডে দ্য আর্থ স্টুড স্টিল’ ও ২০১০ সালে সিনেমা ‘ দ্য ক্যারাটে কিড’ সিনেমায় জ্যাকি চ্যানের সঙ্গে অভিনয় করায় তিনি আরও বেশি আলোচিত হন। এই সিনেমায় অভিনয়ের জন্য কিশোর বয়সেই এক মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছিলেন জ্যাডেন।
তবে হলিউডে তরতর করে যেমন উপরে ওঠা যায়, তেমনি নিচে নামতেও সময় লাগে না। শিশু বয়সে জ্যাডেন স্মিথের বেলায়ও তাই ঘটেছিল। বছর তিনেক পর বাবার সাথে আবার পর্দায় ফেরেন “আফটার আর্থ” সিনেমার মধ্যে দিয়ে। এই সিনেমা ছিল জ্যাডেন স্মিথের প্রাপ্তবয়স্ক তারকা হিসাবে নিজেকে মেলে ধরার প্রথম পদক্ষেপ। কিন্তু সিনেমাটি বিজনেস করতে পারেনি, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
ব্যর্থ হওয়ার পর চারদিক থেকে জ্যাডেন স্মিথকে সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়। হোঁচট খেয়ে ভেঙে পড়েন উইল স্মিথ পুত্র। এরপর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন এবং নতুন পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করেন। জ্যাডেন স্মিথ তার কাঙ্খিত নতুন পরিচয় কিসে খুঁজে পেয়েছেন? জানতে চান সে সম্পর্কে? তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। আপনারা আগ্রহ দেখালেই এ নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করতে পারি।
#হলিউড #উইলস্মিথ

সুইমিংপুলে কি ভাবছেন ভাবনা?দেশের বাইরে গেলেই সামাজিক যোগাযোগের মাধ্যমে খোলামেলা ছবি পোস্ট করার হিড়িক পড়ে যায় সেলিব্রিটিদ...
12/07/2025

সুইমিংপুলে কি ভাবছেন ভাবনা?
দেশের বাইরে গেলেই সামাজিক যোগাযোগের মাধ্যমে খোলামেলা ছবি পোস্ট করার হিড়িক পড়ে যায় সেলিব্রিটিদের! স্বাভাবিকভাবেই এখন ভক্তদের প্রশ্ন দেশের বাইরে গেলে তাদের কি হয়? টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান আমেরিকায় গিয়ে খোলামেলা ছবি পোস্ট করে আলোচনায় এসেছিলেন। এবার সেই ধারাবাহিকতায় যোগ দিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি সুইমিংপুলের বেশ কিছু ছবি পোস্ট করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক থেকে। ক্যাপশনে লিখেছেন,“ আকাশের ভারী মেঘ যেমন হালকা হয় একটু বৃষ্টি হলে, তেমনি ভারাক্রান্ত মনও হালকা হয় অল্পকিছু অশ্রু ঝরালে।” ছবিগুলো কোথায় তোলা তা অবশ্য জানাননি ভাবনা। তবে ছবিগুলো ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে তার লুকের প্রশংসাও করেছেন।
দেশের বাইরে গেলেই সেলিব্রেটিরা খোলামেলা পোশাকে ছবি পোস্ট করছেন-কারণ কী?
#

কৌতুক ‘সম্রাট’ দিলদারকে মনে আছে?বাংলা চলচ্চিত্রে 'কৌতুক' শব্দের প্রতিশব্দ ছিলেন 'দিলদার'। মানুষকে কাঁদানো সহজ, হাসানো কঠ...
10/07/2025

কৌতুক ‘সম্রাট’ দিলদারকে মনে আছে?
বাংলা চলচ্চিত্রে 'কৌতুক' শব্দের প্রতিশব্দ ছিলেন 'দিলদার'। মানুষকে কাঁদানো সহজ, হাসানো কঠিন। আর এই কঠিন কাজটিই অবলিলায় করে গিয়েছেন কৌতুক সম্রাট দিলদার। পর্দায় তাকে দেখলেই দর্শকরা হাসতেন। কৌতুক অভিনেতা হিসেবে একক আধিপত্য দেখিয়ে বাংলা চলচ্চিত্রে অভিনয় করে গিয়েছেন তিনি।
বাংলা চলচ্চিত্রে ক্ষণজন্মা এক শিল্পীর নাম দিলদার। যিনি বহুমাত্রিক অভিনয় দিয়ে দর্শকহৃদয়ে চিরস্থায়ী জায়গা দখল করে নিয়েছেন। ছবিতে দিলদারের উপস্থিতি মানেই বাড়তি আনন্দ। আশি-নব্বই দশকে বেশিরভাগ ছবিতে দিলদারকে রাখা পরিচালকরা নিয়মে পরিণত করেছিলেন। হবেই না-বা কেন, তার কৌতুকমাখা অভিনয় যে ছিল সবার ভীষণ পছন্দের। এ কারণে দিলদারকে ছাড়া ছবিই জমতো না!
অভিনয় দিয়ে বাংলা চলচ্চিত্রকে যিনি ঋণী করে গেলেন মৃত্যুর পর তার পরিবার-পরিজনের কে কোথায়, কোন অবস্থায় আছেন, এই খোঁজটুকু নেয়নি চলচ্চিত্রের দায়িত্বশীল কেউই! ভিতরে জমে থাকা ক্ষোভ গণমাধ্যমে উগরে দিয়েছেন দিলদারের কনিষ্ঠ কন্যা জিনিয়া আফরোজ। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘আব্বা মারা যাওয়ার পর আমাদের খোঁজ নেয়নি কেউ। কখনও যদি কোনো কারণে দেখা হয়ে যায়, তখন লোক দেখানোর জন্য খোঁজ নেওয়ার চেষ্টা করেন। এগুলো আর্টিফিসিয়াল মনে হয়। এমনও হয়েছে, দরকারে সিনেমা অঙ্গনের কারও সঙ্গে যোগাযোগ করতে গেলেও তারা এড়িয়ে গিয়েছেন।”
উদাহরণ টেনে দিলদার কন্যা বলেন, “২০১৮ সালে শিল্পী সমিতিতে একবার একটা কাজে গিয়েছিলাম। দিলদারের মেয়ে শুনে মুখে মুখে শুধু কথা বলেছিল, এরপর যে দরকারে গিয়েছিলাম সেটার সমাধান দিতে পারেনি ওখান থেকে। এরপর থেকে আর যাইনি, কেউ খোঁজও নেয়নি।”
দিলদারের খুব ঘনিষ্ঠ ছিলেন আরেক কৌতুক অভিনেতা আনিস। দিলদার কন্যা বলেন,“ কৌতুক অভিনেতা আনিস আঙ্কেল বাবার অনেক কাছের বন্ধু ছিলেন। আমাদের সাথে তার পারিবারিক সম্পর্ক ছিল। তিনিও বেঁচে নেই। নায়ক মান্না বেঁচে থাকাকালীন আমাদের টুকটাক খবর নিতেন। এখন কেউ খোঁজ নেয় না। তবে আব্বা বিএনপি’র জিয়া সাংস্কৃতিক সংসদ, জিসাস-এর সভাপতি ছিলেন। মারা যাওয়ার পর প্রথম তিন-চার বছর সংগঠনটি আব্বার মৃতুবার্ষিকী পালন করতো। আজকাল আর কেউ মনে রাখে না। ন্যূনতম খোঁজ-খবরও নেয়না কেউ।” দিলদারের স্মৃতি আজও আমাদের কাছে জীবন্ত! পর্দায় তার মুখ ভেসে উঠলে হাসেননি এমন দর্শক খুঁজে পাওয়া ভার! দিলদারের মতো আরেকজন কৌতুক অভিনেতা কি বাংলা চলচ্চিত্র পাবে? আপনি কি দিলদারকে নিয়ে ভিডিও কনটেন্ট দেখতে চান?
#দিলদার #কৌতুক #কৌতুকঅভিনেতা

ইউটিউবে ১০০ মিলিয়নের মাইলফলক অতিক্রম করেছে বরবাদ সিনেমার গান ‘চাঁদ মামা’। চার মাসের মাথায় ‘চাঁদ মামা’ গানটি ১০০ মিলিয়ন ভ...
08/07/2025

ইউটিউবে ১০০ মিলিয়নের মাইলফলক অতিক্রম করেছে বরবাদ সিনেমার গান ‘চাঁদ মামা’। চার মাসের মাথায় ‘চাঁদ মামা’ গানটি ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করলো। গানটির কথা ও সুর ছিল প্রীতম হাসানের। তার সাথে কন্ঠ দিয়েছেন দোলা রহমান। শাকিব খানের সাথে গানটিতে পারফর্ম করেছেন টলিউডের নুসরাত জাহান। ১০০ মিলিয়ন হওয়ার আনন্দ ভক্তদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন নুসরাত জাহান।
#শাকিবখান #নুসরাতজাহান

শাবানার স্মৃতিতে জসিমশীতের রাতে কেন ঘামছিলেন জসিম? সে কথা মনে করিয়ে শাবানা সেই সাক্ষাৎকারে বলেছিলেন,“ আমার মনে হয়নি তার ...
06/07/2025

শাবানার স্মৃতিতে জসিম
শীতের রাতে কেন ঘামছিলেন জসিম? সে কথা মনে করিয়ে শাবানা সেই সাক্ষাৎকারে বলেছিলেন,“ আমার মনে হয়নি তার হাঁটু শীতে কাঁপছে! ঘেমে নেয়ে একাকার জসিমকে দেখে মনে হচ্ছিল গোসল করেছেন। আরেকটা ব্যাপার লক্ষ্য করেছিলাস তিনি যখন আমাকে কাঁধে তুলে নিয়েছিলেন তখন তার শরীর থেকে সেন্টের প্রচন্ড সুরভী নাকে এসে লাগছিল।”
এরপর হাসতে হাসতে শাবানা বলছিলেন,“ এই ভদ্রলোকই জসিম। নায়ক জসিম হয়ে আমার বিপরীতে অভিনয় করবেন আমিতো দূরের কথা জসিম নিজেও কোনদিন কল্পনা করেননি। ওটাই ছিল জসিমের সাথে আমার প্রথম শট।”
শাবানার চোখে জসিম কেমন ছিলেন? এ নিয়ে বিস্তারিত ভিডিও আসছে....

“মান্না ভাই, এটা কোন কথা!”নায়ক হিসাবে কেমন ছিলেন মান্না? এটা সবার জানা। নতুন করে মান্নার স্তুতি করার কিছু নেই! কিন্তু মা...
04/07/2025

“মান্না ভাই, এটা কোন কথা!”
নায়ক হিসাবে কেমন ছিলেন মান্না? এটা সবার জানা। নতুন করে মান্নার স্তুতি করার কিছু নেই! কিন্তু মান্না যে মানুষ হিসাবেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মৃত্যুর পর সেটি বোঝা গিয়েছিল! এমনকি আজও অবধি মান্না সম্পর্কে একটু নেতিকথাও কার মুখ দিয়ে বের হয়নি। এই তো ক’দিন আগে মান্নাকে নিয়ে অবাক করা তথ্য দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয়ক অভিনেতা জাহিদ হাসান। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন,“ মান্না ভাইয়ের সাথে একবার লন্ডন সফর করছি। রাতে আমাকে বললেন,“ ভাইজান তুমি এসো।” যাওয়ার পর জানতে পারি তিনি ভাত খেতে চাচ্ছেন, মাছ দিয়ে ভাত! মাত্র তিন- চার দিন হলো আমরা গেলাম, বার্গার ও অন্যান্য ফাস্টফুড দিয়ে আমাদের চলছিল। তো তার ভাত খেতে খুব ইচ্ছে করছিল। তারপর বলল, এই যে এখানে। এই কথা বলে সেখান থেকে আমরা চারশ’ কিলোমিটার দূরে গেলাম ভাত খেতে! আমি তাকে বললাম,“ মান্না ভাই, এটা কোন কথা।” ভাত খাওয়ার জন্য আপনার এমন করতে হবে। পাঁচ দিন ভাত না খেলে কি হয়? উনি তখন বললেন,“ বুঝ না, ভাত খাব তো। এই হলো মান্না ভাই, একটা প্রানোচ্ছ্বল মানুষ।”
মান্নার সাথে একবার আমেরিকার হলিউডেও গিয়েছিলেন জাহিদ হাসান। সেই স্মৃতি রোমন্থন করে জাহিদ হাসান বলেন,“ কালা মিউজিক অ্যাওয়ার্ডের সময় মান্না ভাইয়ের সাথে হলিউড সফর করেছিলাম। সেখানকার একেকটা টিকিটের দাম অনেক টাকা। সেই টিকিটটা মান্না ভাই কেটে দিয়েছিলেন।” জাহিদ হাসান এও জানান, মান্না ছিলেন তার কাছে জেমস বন্ড। এ কথা তিনি স্বয়ং মান্নাকেও বলেছিলেন। মান্নার মৃত্যুর এত বছর পরেও তার জনপ্রিয়তা কমেনি। তারকাদের মুখে মান্নার প্রশংসা এটাই প্রমান করে শুধু নায়ক হিসাবে নন মান্না মানুষ হিসাবেও জনপ্রিয়তার শীর্ষে ছিলেন! আপনার কি মনে হয়?

04/07/2025

‘শোলে’র গাব্বার সিং ও ‘দোস্ত দুশমন’র জসিম আজও কেন সেরা? ‍Sholay| Sholay Movie 1975| Dosto Dushman|
মুক্তির পর “ শোলে” সিনেমাটি রেকর্ড গড়েছিল। মুম্বাইয়ের মিনার্ভা হলে টানা পাঁচ বছর চলেছিল ছবিটি। বিবিসি ইন্ডিয়ার জরিপে শতাব্দীর সেরা সিনেমা সিনেমা নির্বাচিত হয় “শোলে”। শুধু তাই নয়, ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট “শোলে’কে ভারতের সেরা সিনেমা হিসাবে ঘোষণা করে। ‘শোলে’ সিনেমার গান ও সংলাপের ক্যাসেট ও রেকর্ড অর্ধমিলিয়নেরও বেশি বিক্রি হয়েছিল। ‘শোলে’ শুধু একটি সিনেমা নয় হয়ে উঠেছিল সংস্কৃতির প্রতিক। এই সিনেমার সংলাপ, বিয়ে, রাজনীতি এবং বিজ্ঞাপন চিত্রেও বলা হয়!
শুধু ভারত নয় পৃথিবীব্যাপী শোলে’র জয়ধ্বনী উঠেছিল। ব্যতিক্রম ছিল না বাংলাদেশও। ‘শোলে’ বাংলাদেশে এতটা জনপ্রিয় হয়ে উঠল যে, নামী পরিচালক দেওয়ান নজরুল “শোলে’র অনুকরণে নির্মাণ করেন “ দোস্ত দুশমন”। বাংলাদেশের অ্যাকশন হিরো জসিম অভিনয় করেন গাব্বার সিংয়ের চরিত্রে। জসিম এতটাই দুর্দান্ত অভিনয় করেন যে স্বয়ং শোলের গাব্বার সিং আমজাদ খান জসিমের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। জসিমের ভয়ংকর সুন্দর অভিনয় যেন বাংলা সিনেমায় বিপ্লব ঘটিয়ে ফেলে। কেউ ভাবতে পারেননি জসিম “ দোস্ত দুশমন” করে এতটা জনপ্রিয়তা পাবেন।
Sholay
Sholay full movie
শোলে
শোলে মুভি
Sholay 1975
Ramesh Sippy Sholay
Gabbar Singh
গব্বর সিং
Thakur Baldev Singh
Tera Kya hoga kalia
তেরা কেয়া হোগা কালিয়া
Amitabh Bachchan Sholay
Dharmendra Sholay
Hema Malini Sholay
Amjad Khan Gabbar
Sholay movie scenes
Sholay action scenes
Sholay Indian movie
Best Bollywood Movie
Indian Classic Movie
Dost Dushman
Dost Dushman Bangla Movie
দোস্ত দুশমন বাংলা মুভি
জসিমের দোস্ত ‍দুশমন
দোস্ত দুশমন বাংলা ছবি
দোস্ত দুশমন ১৯৭৮
Dost Dushman full Movie
Sholay Bengali Remak
শোলের বাংলা রিমেক
জসিম দোস্ত ‍দুশমন
Sohel Rana Wasim Movie
Gabbar Vs Jashim
Amjad Khan Vs Jashim
Sholay Vs Dost Dushman
জসিমের ডায়লগ
Bangladeshi Classic Movie
বাংলাদেশের ক্লাসিক ছবি
Dhallywood Classic
প্রবাসী ভারতীয় ও বাংলাদেশী
প্রবাসী
প্রবাসে
আমেরিকা
কানাডা
ইউরোপ

#শোলে #দোস্তদুশমন

বিখ্যাত “শোলে” এবং বাংলাদেশের “দোস্ত দুশমন”-এর কথা মনে আছে?পৃথিবীব্যাপী শোলে’র জয়ধ্বনী উঠেছিল। ব্যতিক্রম ছিল না বাংলাদেশ...
03/07/2025

বিখ্যাত “শোলে” এবং বাংলাদেশের “দোস্ত দুশমন”-এর কথা মনে আছে?
পৃথিবীব্যাপী শোলে’র জয়ধ্বনী উঠেছিল। ব্যতিক্রম ছিল না বাংলাদেশও। ‘শোলে’ বাংলাদেশে এতটা জনপ্রিয় হয়ে উঠল যে, নামী পরিচালক দেওয়ান নজরুল “শোলে’র অনুকরণে নির্মাণ করেন “ দোস্ত দুশমন”। বাংলাদেশের অ্যাকশন হিরো জসিম অভিনয় করেন গাব্বার সিংয়ের চরিত্রে। জসিম এতটাই দুর্দান্ত অভিনয় করেন যে স্বয়ং শোলের গাব্বার সিং আমজাদ খান জসিমের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। জসিমের ভয়ংকর সুন্দর অভিনয় যেন বাংলা সিনেমায় বিপ্লব ঘটিয়ে ফেলে। কেউ ভাবতে পারেননি জসিম “ দোস্ত দুশমন” করে এতটা জনপ্রিয়তা পাবেন। এখানে অমিতাভ বচ্চনের চরিত্রে অভিনয় করেন সোহেল রানা, ধর্মেন্দ্রর চরিত্রে ওয়াসিম। একইসঙ্গে হেমামালিনির চরিত্রে শাবানা এবং জয়া ভাদুড়ীর চরিত্রে অভিনয় করেন সুচরিতা।
প্রবাসী বাংলাদেশ ও ভারতীয় যারা ইউরোপ-আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা জানেন ‘শোলে’ শুধু সিনেমা নয় যেন শৈশবে ডুব দেওয়া। প্রবাসে ‘শোলে’ সিনেমা আজও পারিবারিক বন্ধনের অংশ। অনেকে এই সিনেমাটিকে ছেলে-মেয়েকে দেখান।
শোলে’র ৫০ বছর মানে এক স্মৃতির রোলার কাস্টার। যেখানে পুরোনো দিনের স্মৃতি, ভয়ংকর গাব্বার সিং, অসাধারণ জয়-বীরুর বন্ধুত্ব-আর বাস্তবতা মিলেমিশে এক হয়ে যায়। শুধু ভারত নয়, বাংলাদেশ ও বিশ্বের প্রতিটা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসীদের মনে শোলে সিনেমা রেখে গিয়েছে এক অন্যরকম ছাপ! তাই বলা যায়, ‘শোলে’ শুধু বলিউডের সিনেমা নয় আমাদের সকলের সিনেমা। ভারতের “শোলে” এবং বাংলাদেশের “ দোস্ত ‍দুশমন” নিয়ে ভিডিও কনটেন্ট দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন? ধন্যবাদ।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Rupali Jagot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupali Jagot:

Share