Moments by Oney

Moments by Oney Where flavors meet frames. Cooking, clicking, and chasing calm.

 #বৃষ্টি_আর_চা  – এক অসম্ভব সুন্দর প্রেমের গল্প বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে।হালকা হাওয়া জানালা দিয়ে ঘরে ঢুকে পর্দাগুলো...
28/07/2025

#বৃষ্টি_আর_চা – এক অসম্ভব সুন্দর প্রেমের গল্প

বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে।
হালকা হাওয়া জানালা দিয়ে ঘরে ঢুকে পর্দাগুলোকে নাচিয়ে দিচ্ছে।
আর আমি?
হাতে এক কাপ ধোঁয়া ওঠা লাল চা।

বৃষ্টির শব্দ যেনো পুরনো কোনো গান।
মনটা নরম হয়ে যায়, কেমন যেনো ভাবুক ভাবুক লাগে।
চায়ের প্রতিটি চুমুক মনে করিয়ে দেয়,
জীবনের ছোট ছোট সুখ গুলো আসলে কত বড় হয়ে ওঠে এই মুহূর্তে।

বৃষ্টি মানেই শুধু জল নয়,
বৃষ্টি মানে স্মৃতি…
একসাথে ভিজে যাওয়া,
না বলা ভালোবাসা,
আর জানালার পাশে বসে একসাথে চা খাওয়ার প্রতীক্ষা।

তুমি পাশে থাকো আর বাইরে ঝরুক বৃষ্টি —
এই তো আমার পরিপূর্ণ সকাল।

#বৃষ্টি_আর_চা #মনভেজা_মুহূর্ত #চায়ের_আড্ডা #রোমান্টিক_বৃষ্টি #কাব্যিক_ভোর

 #বাচ্চাদের_হেলদি_টিফিনঃযত্নে গড়া ছোট্ট খাবারআজকাল স্কুলে যাওয়ার সময় বাচ্চাদের টিফিন ব্যাগে কী দিচ্ছি, সেটা নিয়ে একটু ভে...
26/07/2025

#বাচ্চাদের_হেলদি_টিফিনঃ
যত্নে গড়া ছোট্ট খাবার

আজকাল স্কুলে যাওয়ার সময় বাচ্চাদের টিফিন ব্যাগে কী দিচ্ছি, সেটা নিয়ে একটু ভেবে দেখা দরকার। শুধু মুখরোচক নয়—টিফিন হতে হবে স্বাস্থ্যকর, পুষ্টিকর আর মজাদার!

🔸হেলদি টিফিন মানেই:

চিপস বা কোল্ড ড্রিংক নয়, বরং ফল আর ঘরে বানানো স্ন্যাকস

অতিরিক্ত চিনি-লবণ বাদ, প্রোটিন-ভিটামিনে ভরপুর খাবার

প্লাস্টিক মোড়া জাংক নয়, মায়ের হাতের যত্নের টিফিন ❤

🔶টিফিন আইডিয়া:
✔️ ছোট স্যান্ডউইচ + সেদ্ধ ডিম
✔️ সবজি-চিজ পরোটা রোল
✔️ কলা বা আপেল কিউব
✔️ হোম মেইড ডোনাট আরো অনেক কিছু

ছোট্ট একটা খাবারই কিন্তু গড়ে তুলতে পারে সুস্থ, প্রাণবন্ত ভবিষ্যৎ।
মা-বাবার একটু সচেতনতা মানেই শিশুর জন্য এক ধাপ এগিয়ে থাকা জীবন!

কন্যা সন্তানজন্মের মুহূর্তেই কন্যা সন্তান যেন ঘরে আলো ছড়িয়ে দেয়। ছোট ছোট পায়ে হেঁটে সে শুধু ঘর নয়, হৃদয়ও দখল করে নেয় নিঃ...
25/07/2025

কন্যা সন্তান

জন্মের মুহূর্তেই কন্যা সন্তান যেন ঘরে আলো ছড়িয়ে দেয়। ছোট ছোট পায়ে হেঁটে সে শুধু ঘর নয়, হৃদয়ও দখল করে নেয় নিঃশব্দে।

তার হাসি, তার কথা, তার অভিমান, তার আদর—সব কিছুতেই এক অপূর্ব কোমলতা থাকে।
সে বাবার রাজকন্যা, মায়ের সবচেয়ে কাছের বন্ধু।

লোকে বলে, কন্যা সন্তান বড় হলে টান কমে যায়—আমি বলি, কন্যা সন্তান দূরে গেলে টান আরও গভীর হয়।
সে যতই বড় হয়, ততই বুঝিয়ে দেয়—সে শুধু সন্তান নয়, সে এক সাহস, সে এক ভালোবাসার নাম।

একটা মেয়ে যখন কাঁধে মাথা রেখে বলে, “মা, তুমি কষ্ট পেয়ো না…”
বা যখন বাবার হাত ধরে বলে, “আমি আছি পাশে”—
তখন বুঝি, মেয়ে সন্তানের মতো মধুর আশ্বাস পৃথিবীতে খুব কমই আছে।

আমি ওদের কিছুই না, তবুও কেন এত কষ্ট পাচ্ছি?কেমন যেন গলার ভেতর কিছু আটকে আছে…মাথার ভেতর সেই ছবি ঘুরে ফিরে আসছে —স্কুল ইউন...
24/07/2025

আমি ওদের কিছুই না, তবুও কেন এত কষ্ট পাচ্ছি?
কেমন যেন গলার ভেতর কিছু আটকে আছে…
মাথার ভেতর সেই ছবি ঘুরে ফিরে আসছে —
স্কুল ইউনিফর্মে দাঁড়িয়ে থাকা একেকটা ছোট্ট মুখ,
চোখ ভরা ভয়, কনফিউশন, কান্না।

কোনো একটা স্কুলের মাঠে দাঁড়িয়ে থাকা বাচ্চাদের কাঁপা কাঁপা শরীর দেখে
মনটা ঠিক আগের মতো শক্ত থাকে না।

ওরা তো স্কুলে গিয়েছিলো পড়তে, খেলতে, স্বপ্ন দেখতে।
ফিরে আসার কথা ছিলো খালি পানির বোতল হাতে, মায়ের চোখের হাসিতে ভেসে।

কিন্তু আজ কেউ কেউ আর ফিরে আসেনি।
কেউ ফিরলেও, চোখে ভয়… মুখে থমকে যাওয়া শ্বাস।

আমি কেউ না ওদের।
তবুও আমার ঘুম আসছে না।
কারণ, আমার মেয়েপ তো স্কুলের মাঠে দাঁড়ায়…
ছুটাছুটি করে,গল্প করে।

আজ আমি শুধু চুপ করে বসে আছি —
মনে মনে বলছি,
আমি ওদের কেউ না,
তবুও ওদের কান্না আজ আমারও হয়ে গেছে।

তারা হয়ে গেছে তারা…আমাদের সময় শাখার নাম ছিল ক, খ, গ —নামগুলো যেন হিসাবের খাতা থেকে উঠে আসা।কোনো রঙ ছিল না, গন্ধ ছিল না।ত...
23/07/2025

তারা হয়ে গেছে তারা…

আমাদের সময় শাখার নাম ছিল ক, খ, গ —
নামগুলো যেন হিসাবের খাতা থেকে উঠে আসা।
কোনো রঙ ছিল না, গন্ধ ছিল না।
তবুও ভালোবাসা ছিল।

অন্য স্কুলে দেখতাম সেকশনের নাম "পদ্ম", "জবা", "শাপলা"।
মনে হতো, ওদের ক্লাসগুলো বুঝি একেকটা গল্পের খাঁচা।
যেখানে শিশুগুলো শুধু পড়তো না, বাঁচতোও।

মাইলস্টোন স্কুলের সেই সেকশনটারও এমনই একটা নাম ছিল —
Sky
আকাশ।

ক্লাসে ঢুকত ছোট ছোট বাচ্চারা।
মেয়েগুলোর মাথায় দুই বেণী।
ছেলেরা বুক জুড়ে করে রাখতো সরলতা।
ব্যাগে থাকতো টিফিনবক্স ও পানিরপট, খাতা
CW, HW, কিছু রঙিন স্টিকার।

একটি পুরো ক্লাস…
একটি পুরো সেকশন…

সবাই একসাথে উঠে গেছে — সেই Sky-তে।
চিরতরে।

আমরা ভাবতাম, এমন গল্প কেবল সিনেমায় হয়।
না… এবার সত্যি হলো।
রক্ত মাখা খাতাপত্র আর ছিন্নভিন্ন ব্যাগ বলছে, ওরা সত্যিই চলে গেছে।

শুধু গানটাই এখন কাঁদায় —

Twinkle twinkle little stars…
Like a diamond in the Sky…

এই Sky-এর শিশুগুলো এখন সত্যিই তারার মতো
উজ্জ্বল হয়ে আকাশে জ্বলছে।
তাদের পাতা আর উল্টানো হবে না,
কিন্তু তারা হয়ে থাকবে আমাদের প্রতিটা প্রার্থনায়।

22/07/2025

এই কষ্টটা শব্দে মাপা যায় না,
এই শোকটা কোনো মাপে ধরা যায় না,
এই যে একটা সকাল নীরব কান্নায় ডুবে গেল—এটা কেবল যারা হারিয়েছে, তারাই বোঝে। কিন্তু তুমি, আমি, আমরা সবাই আজ সেই হারানোর মানুষদের পাশে আছি… যেন নিজের বুকেই বাজছে সেই বিস্ফোরণের শব্দ।

বাচ্চাদের প্রথম সলিড শুরু থেকেই স্বাস্থ্যকর খাবার না খাওয়ালে বড় হয়ে পেটের সমস্যা, ওজন বেড়ে যাওয়ার সমস্যা বা অন্যান্য অ...
03/10/2023

বাচ্চাদের প্রথম সলিড শুরু থেকেই স্বাস্থ্যকর খাবার না খাওয়ালে বড় হয়ে পেটের সমস্যা, ওজন বেড়ে যাওয়ার সমস্যা বা অন্যান্য অনেক রোগে আক্রান্ত হতে পারে। তাই বাচ্চাদের বাড়ির স্বাস্থ্যকর খাবার শুরুতেই দিতে হবে।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moments by Oney posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share