28/07/2025
#বৃষ্টি_আর_চা – এক অসম্ভব সুন্দর প্রেমের গল্প
বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে।
হালকা হাওয়া জানালা দিয়ে ঘরে ঢুকে পর্দাগুলোকে নাচিয়ে দিচ্ছে।
আর আমি?
হাতে এক কাপ ধোঁয়া ওঠা লাল চা।
বৃষ্টির শব্দ যেনো পুরনো কোনো গান।
মনটা নরম হয়ে যায়, কেমন যেনো ভাবুক ভাবুক লাগে।
চায়ের প্রতিটি চুমুক মনে করিয়ে দেয়,
জীবনের ছোট ছোট সুখ গুলো আসলে কত বড় হয়ে ওঠে এই মুহূর্তে।
বৃষ্টি মানেই শুধু জল নয়,
বৃষ্টি মানে স্মৃতি…
একসাথে ভিজে যাওয়া,
না বলা ভালোবাসা,
আর জানালার পাশে বসে একসাথে চা খাওয়ার প্রতীক্ষা।
তুমি পাশে থাকো আর বাইরে ঝরুক বৃষ্টি —
এই তো আমার পরিপূর্ণ সকাল।
#বৃষ্টি_আর_চা #মনভেজা_মুহূর্ত #চায়ের_আড্ডা #রোমান্টিক_বৃষ্টি #কাব্যিক_ভোর