Abu Muhammad

Abu Muhammad ইসলাম প্রচারের ক্ষেত্রে পেজটিতে লাইক দিয়ে সাথেই থাকুন!জাজাকাল্লাহ !

পাহাড়ি জ*ঙ্গি'রা..বাঙ্গালীদের বাড়িঘর দোকানে আ'গুন দিচ্ছে এবং সেনাবাহিনীর উপর সশস্ত্র হামলা চালিয়েছে!
28/09/2025

পাহাড়ি জ*ঙ্গি'রা..
বাঙ্গালীদের বাড়িঘর দোকানে আ'গুন দিচ্ছে এবং সেনাবাহিনীর উপর সশস্ত্র হামলা চালিয়েছে!

রাস্তার মোড়ে মোড়ে,অথবা বাজারে ভ্যান গাড়িতে ইত্যাদি স্থানে খাসির মাথা পাওয়া যায়।হিন্দুরা পূজার সময় পাঠা বলি দিয়ে থ...
28/09/2025

রাস্তার মোড়ে মোড়ে,অথবা বাজারে ভ্যান গাড়িতে ইত্যাদি স্থানে খাসির মাথা পাওয়া যায়।

হিন্দুরা পূজার সময় পাঠা বলি দিয়ে থাকে। অতঃপর ছিন্ন মাথার রক্ত দ্বারা মূর্তির পূজা করা হয়।আর এই মাথাগুলো পূজা মণ্ডপের দায়িত্বশীল ব্যাক্তিরা অল্প দামে বিক্রি করে দিয়ে থাকে।

কিছু কিছু কসাই ও ব্যাক্তিরা পূজা মণ্ডপ থেকে পাঁঠার মাথা কিনে এনে খোলা বাজারে বা রাস্তায় অল্প লাভে বিক্রি করে যা খাওয়া মুসলিমদের জন্য হারাম।

কেননা যেই পশু আল্লাহ তায়ালা ব্যাতিত গায়রুল্লাহর নামে জবাই করা হয় সেই পশু খাওয়া মুসলিমদের জন্য হারাম।

আল্লাহ তাআলা বলেন:

إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ ۖ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ [١٦:١١٥]

অবশ্যই আল্লাহ তোমাদের জন্যে হারাম করেছেন রক্ত, শুকরের মাংস এবং যা জবাই কালে আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে। অতঃপর কেউ সীমালঙ্ঘন কারী না হয়ে নিরুপায় হয়ে পড়লে তবে, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। {সূরা নাহল-১১৫}

অতএব আমার প্রিয় ভাইদের প্রতি পরামর্শ থাকবে আপাতত পূজা চলার ১০-১৫ দিন পাঁঠার মাথা খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন ইনশাআল্লাহ।

ইমারতে ইসলামিয়াতে বাংলাদেশের উলামা। গুড ডেভেলপমেন্ট,আলহামদুলিল্লাহ।
18/09/2025

ইমারতে ইসলামিয়াতে বাংলাদেশের উলামা।
গুড ডেভেলপমেন্ট,
আলহামদুলিল্লাহ।

গতকাল নেপালে একদিনে ১৯ জন স্টুডেন্টদের হত্যার পর জনসাধারণ এবং স্টুডেন্ট এর বিক্ষোভের মুখে পড়ে নেপালের প্রধানমন্ত্রী কিছ...
09/09/2025

গতকাল নেপালে একদিনে ১৯ জন স্টুডেন্টদের হত্যার পর জনসাধারণ এবং স্টুডেন্ট এর বিক্ষোভের মুখে পড়ে নেপালের প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে হেলিকপ্টারে করে ভারতে পালিয়েছে!
পালানোর সময় নেপালের ইন্টারনেট ৩০মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল! আর এই মুহূর্তে সেখানে চলছে পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর বাসা লুটপাট! 🥲

টা টা বাই বাই

09/09/2025

রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়
ডাকসুর ভোট গ্রহণ শেষ হতেই শিবির বনাম ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে।

এইজন্য নিজের অবস্থান থেকে বেশি বড়লোক বেশি উন্নত পরিবারের কাছে বিয়ে বসতে নাই.।কপি করা হয়েছে,
26/08/2025

এইজন্য নিজের অবস্থান থেকে বেশি বড়লোক বেশি উন্নত পরিবারের কাছে বিয়ে বসতে নাই.।
কপি করা হয়েছে,

আজকের দিনের সেরা পোস্ট🤣
22/08/2025

আজকের দিনের সেরা পোস্ট🤣

20/08/2025

ইয়েমেনের ধর্ষনের ৪৮ ঘন্টায় ধর্ষকের শাস্তি সম্পন্ন,
বাংলাদেশেও এমন একটা দৃষ্টান্ত হওয়া দরকার।

এই যেনো এক আবু হুরায়রা.!🥺🫶
18/08/2025

এই যেনো এক আবু হুরায়রা.!🥺🫶

08/08/2025

দেশে কি একটা হাঙ্গামা শুরু হইলো🤣
চেয়ার কোম্পানির শাস্তি চাই বাড়ি দিলে কেন চেয়ার গুর হয়ে যায়।এগুলা কি দিয়ে বানায় এরা,,,

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Abu Muhammad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abu Muhammad:

Share

Category