Banking Fact

Banking Fact I will Share 100% Authenticate Information About Banking.

10/08/2025

জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দন্ডনীয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে 'জিরো রিটার্ন' দাখিল বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণাপ্রসূত পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এ সকল পোস্টে রিটার্ন পূরণের সবকয়টি ঘর "শূণ্য" হিসেবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় মর্মে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে। এসকল ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো কোনো করদাতা তাঁদের আয়কর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা প্রদান করে আসছেন মর্মে জানা যায়।

সম্মানিত করদাতাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আয়কর আইন, ২০২৩ অনুসারে 'জিরো রিটার্ন' নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তাঁর প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে।

করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোন একটি শূন্য অথবা সবগুলো তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বে-আইনি এবং এটি একটি ফৌজদারী অপরাধ। করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নে তাঁর আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে করদাতাকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে।

একজন করদাতার আয়, ব্যয়, সম্পদ বা দায় সংক্রান্ত বিষয়ে রিটার্নে সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার পবিত্র নাগরিক ও আইনী দায়িত্ব। করদাতার প্রকৃত আয়ের পরিমান আইনানুযায়ী করযোগ্য না হলে তাঁকে কোনো কর পরিশোধ করতে হবে না। তবে কর প্রদেয় না হলেও সঠিক তথ্য-উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে শূন্য বা জিরো রিটার্ন দাখিল করার কোন সুযোগ আয়কর আইনে নেই।

জাতীয় রাজস্ব বোর্ড আশা করে যে, সকল সম্মানিত করদাতা দায়িত্বশীল নাগরিক হিসাবে আয়কর রিটার্নে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন করে দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হবেন। একইসাথে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতারনামূলক জিরো রিটার্নের ফাঁদে পা না দিয়ে নিজেকে কারাদন্ড ও অর্থদন্ড হতে সুরক্ষিত রাখবেন। - NBR

🟡 প্রাইজবন্ড আছে? কিন্তু কখনো চেক করেননি? হতে পারে আপনি নিজেই বিজয়ী! 🎉💸অনেকেই মনে করেন প্রাইজবন্ডে কেউই জেতে না। কিন্তু ...
06/08/2025

🟡 প্রাইজবন্ড আছে? কিন্তু কখনো চেক করেননি? হতে পারে আপনি নিজেই বিজয়ী! 🎉💸

অনেকেই মনে করেন প্রাইজবন্ডে কেউই জেতে না। কিন্তু জানেন কি?

👉 প্রাইজবন্ডের ড্র হওয়ার পর অর্ধেকের বেশি মানুষ চেকই করেন না!
👉 এক গবেষণায় দেখা গেছে, বিজয়ীদের অর্ধেকের বেশি কখনোই তাদের প্রাইজ ক্লেইম করেন না!
এর পেছনের প্রধান কারণ –
🔹 অনেকেই জানেন না কবে ড্র হয়
🔹 আবার যাদের কাছে অনেকগুলো প্রাইজবন্ড আছে, তারা এক একটা করে মিলিয়ে দেখতে সময় পান না!

📌 সমাধান? খুবই সহজ!
আপনার প্রাইজবন্ড নাম্বারগুলো একবার সেভ করে রাখলেই হবে – ড্র হলে অটোমেটিক SMS আর ইমেইলে আপনি জানতে পারবেন আপনি জিতেছেন কিনা! ✅

📅 গত ৩১ জুলাই ২০২৫ তারিখে প্রাইজবন্ডের ১২০তম ড্র হয়েছে। অনেকেই এখনো চেক করেননি। আপনি কি জানেন আপনার নাম্বার জিতেছে কিনা?

👇 এই লিংকে ক্লিক করে প্রাইজবন্ড সেভ করে রাখুন। পরবর্তী ড্রয়ের দিন চেক করতে হবে না – জিতলে নিজে থেকেই জানবেন!
🔗 https://prachurja.com/reff/107225

📽️ আর বুঝতে সমস্যা হলে, নিচের ভিডিওটা দেখে নিন – প্রাইজবন্ড কিভাবে সেভ করবেন, একদম সহজ ভাষায় দেখানো আছে: 🎥 https://www.facebook.com/share/v/1AUwVvmPQh/

#প্রাইজবন্ডচেক #প্রাইজবন্ডবিজয়ী #প্রাইজবন্ডড্র #আর্থিকজ্ঞান #স্মার্টউপায় #অটোচেকপ্রাইজবন্ড

24/07/2025

২০২৫-২৬ করবর্ষে নতুন আয়কর নিয়ম | NBR New Tax Deduction Rules 2025-26

#আয়কর২০২৫ #করবর্ষ২০২৫২৬ #আয়করকাটারনতুননিয়ম #বাংলাদেশআয়কর িয়ম #আয়কর_নীতি

20/07/2025

চালু হলো সোনালী ব্যাংকের Digital Loan (Nano Loan).

♦ ০১ জুলাই, ২০২৫ খ্রি. থেকে Sonali e-Wallet ব্যবহারকারীগণের জন্য এটা চালু হয়েছে।

♦ যারা পাবেন-
ক) সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীবৃন্দ।
খ) সরকারি, বেসরকারি চাকুরীজিবি।
গ) ভাতাভোগী।
ঘ) পেনশনার।
♦ ঋনসীমা-৫০০/- থেকে ৫০,০০০/- টাকা পর্যন্ত।
♦ ঋণের মেয়াদ-৬ মাস ( মেয়াদী ঋণ)।

♦ ঋণ পাওয়ার নিয়ম-
১) এ্যাপস থেকে Nano Loan- এ যাবেন।
২) ক্লিক Nano loan.
৩) ক্লিক Nano loan request
৪) লোন এমাউন্ট লিখবেন। ( আপনার যত দরকার)
৫) ক্লিক VIEW DETAILS
( VIEW DETAILS-এ আপনার আবেদনকৃত ঋণের পরিমান, সিআইবি চার্জ, মুনাফার হার এবং অন্যান্য তথ্য দেখাবে)।
৬) এরপর আপনি পিন নম্বর দিবেন।
৭) Confirm loan- এ ক্লিক করবেন।
(Loan Amount আপনার Wallet একাউন্ট এ জমা হবে)।

আপনাকে যে বিষয়গুলো জানতে হবে-
১) সিআইবি চার্জ লোন এমাউন্ট থেকে কাটা যাবে।
২) এই লোন বিতরণের সময় সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত অর্থাৎ অফিস চলাকালীন সময়।
৩) যদি সপ্তাহের শেষে বা ছুটির দিনে আবেদন করেন
তবে তা পরবর্তী অফিস কর্মদিবসে জমা হবে।

18/07/2025

Very Good initiative BRAC Bank PLC

13/07/2025

সোনালী ব্যাংকে পাঁচ বছর মেয়েদের ডিপিএস করলে ম্যাচ শেষে কত লাভ পাবে?

#সোনালীব্যাংকডিপিএস #মাসিকসঞ্চয় #ডিপিএসপরিকল্পনা

13/07/2025

প্রতি লাখে সঞ্চয়পত্রের মুনাফার হিসাব, ৭ লাখ ৫০ হাজারের নিচে বিনিয়োগ হলে।

#সঞ্চয়পত্র #নতুনহার #মুনাফা #বিনিয়োগ

13/07/2025

ডাচ-বাংলা ব্যাংক DPS লাভের হিসাব।

08/07/2025
08/07/2025
08/07/2025

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banking Fact posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banking Fact:

Share