Nazmun Naher

Nazmun Naher Digital markiting

28/12/2022

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না,
সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ!

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবিনি, কারও ভালো দেখে আমি কাতর হইনি। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন।আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা, এই আওকাত আল্লাহ তায়ালা কাউকে দেননি।
"রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না"

আর হ্যা! শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!
টাকা পয়সা,পেশাজীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত!❤️

Collected

17/12/2022

” সমস্যাকে দেখে ভয় পেও না।
সমস্যা আছে বলেই
তোমার জীবনে জেতার সম্ভবনা আছে। ”

কিছু মানুষ ১ বছর আগেও Confused ছিল,আজকেও সে Confused..!!আগামী ৫ বছর পরেও সে confused -ই থাকবে।কারণ, যার শুরু করার সে শুর...
16/09/2022

কিছু মানুষ ১ বছর আগেও Confused ছিল,
আজকেও সে Confused..!!
আগামী ৫ বছর পরেও সে confused -ই থাকবে।

কারণ, যার শুরু করার সে শুরু করে দিবে।
সে ভাবার জন্য সময় নিবে না। দিনশেষে তারাই সফল হয় যারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দেয়।

সিদ্ধান্ত হবে এমন,যেনো বদলে দিবে জীবন!

এমন কিছু শিখুন যা আপনার ক্যারিয়ারে লাইফটাইম ভ্যালু যোগ করবে! ❤️


🤎

- একজন ব্যক্তি ১২ থেকে ১৬ বছর পড়াশোনা করার পর চাকরির জন্য প্রাণপণ চেষ্টা করে। ৩ থেকে ৪ বছর অপেক্ষা করে তারপরও কয়জন ব্যক্...
16/09/2022

- একজন ব্যক্তি ১২ থেকে ১৬ বছর পড়াশোনা করার পর চাকরির জন্য প্রাণপণ চেষ্টা করে। ৩ থেকে ৪ বছর অপেক্ষা করে তারপরও কয়জন ব্যক্তি চাকরি পায় বলেন তো?

-অথচ আপনি যদি এই দীর্ঘ সময়টার ভিতরে মাত্র ১ থেকে ২টা বছর সময় #ফ্রিল্যান্সিং কিংবা অন্যকোন সেক্টরে স্কিল অর্জনের পিছনে সময় দিতেন আপনাকে পড়াশোনা শেষ করে চাকরির আশায় বসে থাকতে হতো,বেকার থাকতে হতো?

-আপনি একবার এই বিষয়টা চিন্তা করে দেখেছেন?

-পড়াশোনা করেন এত কষ্ট করে, অথচ ফ্রিল্যান্সিং সেক্টরে সফল হওয়ার জন্য ৩/৪ বছর সময় দিতে পারবেন না?
-তাহলে প্রত্যেকটা সফল ব্যক্তির ইতিহাস পর্যালোচনা করুন, আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথাই বলা যাক তিনি কি মাত্র ২/৩ বছরেই এতদূর আসতে পেরেছেন?

-আপনি বলেন তো একজন ব্যক্তি যদি
একটা কাজ শেখায় ৩/৪ বছর সময় দেয় পরিশ্রম করে, তাহলে এমন কোন ব্যক্তি আছে যে সফল হবে না?
আসুন পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে স্কিল অর্জন করি,নিজে ইনকাম করি এবং অন্যেকে সুযোগ করে দেই।।


#ফ্রিল্যান্সিং

Address

Jhenida
Dhaka

Telephone

+8801910141582

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazmun Naher posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmun Naher:

Share