Sadia Sumona

Sadia Sumona Living my dream❤️🇧🇩🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🇬🇧🇺🇸

A girl who saw a dream and it came true today. I have worked very hard for this day. As a first generation university gr...
21/08/2025

A girl who saw a dream and it came true today. I have worked very hard for this day. As a first generation university graduate I’m proud of myself and i hope my family and close friends are proud of me as well. If my mom was here today she would’ve been very proud and happy for me. Thanks to my mom I came this far. Thanks to my father who supported me in every way . Thanks to my sister Nadia Rahman who was there for everything. My brother Fahim Montasir Likhon ,My husband and my Mother-in-law , my best friend Sabrin Jahan without you guys i wouldn’t have had the courage to complete my studies. Thank you everyone. Alhamdulillah for everything.

17/08/2025

কেউ এইখান থেকে যখন বাংলাদেশ যায় ,বাসার সবার জন্য কিছু না কিছু দাওয়ার চেষ্টা করি,এইবার ও ঠিক তেমন শশুর বাড়ি বাবার বাড়ি সবার জন্য কিছু কিনলাম । কিন্তু আমার আম্মুর জন্য কিছু কিনতে পারি নাই। আমার মা কে কখনোই তো কিছু দিতে পারি নাই। আমার প্রথম ইনকাম এর টাকা দিয়ে আমার আম্মুকে একজোড়া ছোট্ট কানের দুল কিনে দিছিলাম আমার আম্মু সবসময়ই সেটা পরে থাকতো। অনেক ইচ্ছে ছিল আম্মুর জন্য বিদেশ গেলে অনেক কিছু পাঠাবো কিন্তু কই আম্মুই নাই। আমার মা অনেক কম বয়সে মা হয়েছিল ,নিজের সন্তানদের ছাড়া কিছু ভাবেনি। কিন্তু ৩৪ বছর বয়সে নিজে চলে গেছেন। তাই সময় থাকতে নিজের মা-বাবা আর আপনজন দের ভালোবাসুন ,কারন আমার মা কে নিয়ে হাসপাতাল গিয়েছিলাম আর নিয়ে আসতে পারি নি।

15/08/2025

কিন্তু মেয়ে যখন বলেছিল আর পারছে না সংসার করতে ,আর এই অত্যাচার সহ্য করতে তখন ঠিকই মেয়েকে বলা হয়েছিল ,সংসার না করলে বাচ্চা গুলার কি হবে,বাবা ছাড়া বাচ্চা দেখবে কে ভবিষ্যৎ কি বাচ্চাদের আর সমাজ কি বলবে তাই মেনে নাও। তাহলে এখন বাচ্চা গুলার কি হবে?বাচ্চার বাবা কই?এখন বাবা পলাতক আর মা নেই এই সমাধান টা উত্তম সমাজের কাছে ।এই মেয়েটা বিয়ের পর থেকেই হয়তো মেনে নিয়ে ,মানায় নিয়ে আসছে ,এত বছরে ও হয়তো হাজার বার চেয়েছে এইখান থেকে বেড়িয়ে আসছে । কিন্তু এই সমাজ ,পরিবার মা হওয়ার দায়ে তাকে বেড়িয়ে আসতে দেয় নি। তাহলে এখন এত কান্নাকাটি ,আহাজাড়ি কিসের।

আমার আম্মু চলে  যাওয়ার পরে আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এখন কারো সাথে তেমন রাগ করি না,কারো থেকে কোনো আশা রাখি না।কারো...
13/08/2025

আমার আম্মু চলে যাওয়ার পরে আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এখন কারো সাথে তেমন রাগ করি না,কারো থেকে কোনো আশা রাখি না।কারো উপর রাগ হলে মুহূর্তে আবার ভাবি হয়তো কালকে এই মানুষটা না ও থাকতে পারে ,বা আমি ও না থাকতে পারি তাহলে এই রাগ ধরে রেখে কি হবে। কেউ আমার জন্য কেন এটা করে নি,সেটা দেয় নি এমন একবার ও ভাবি না,কারন আমার কিসমতে যেটুকু ছিল আমি পেয়েছি ,যেটুকু কেউ করেছে সেটাও না করলে কিছুই করার ছিল না। জিবন আরো অনেক নিষ্ঠুর হতে পারতো কিন্তু আল্লাহ অনেক ভালো রেখেছেন। আপনি সবার মনে কষ্ট দিবেন কিন্তু নিজে সবার থেকে ভালো আশা করবেন সেটা তো হয় না তাই না।

মা এর সাথে সন্তানরা রাগ করলেও মা কখনো করে না।মা ঠিক ই বুঝে। এটা আমি আগে ও শুনেছি অনেক কিন্তু এখন আমি অনুভব করি যে আসলেই ...
07/08/2025

মা এর সাথে সন্তানরা রাগ করলেও মা কখনো করে না।মা ঠিক ই বুঝে। এটা আমি আগে ও শুনেছি অনেক কিন্তু এখন আমি অনুভব করি যে আসলেই সত্যি। কেউ আপনাকে এক ইঞ্চি ও ছাড় দেবে না, সম্পর্ক ভুলে যাবে নিমিষেই কিন্তু মা তা পারে না। ।আমার মা মারা যাওয়ার পর আমি অনেক মেমোরি ভুলে গেছি,অনেক কিছু মনে নাই কিন্তু আমার মা এর বলা কথা গুলো মনে আছে ,আর সব কথা সত্যি প্রমাণিত হচ্ছে। আমিও আমার মায়ের মত মায়া ছাড়তে পারি না,কারো সাথে নিমিষেই সম্পর্ক ভুলে গিয়ে নিজে ভালো থাকতে পারি না।

This stunning dress is gifted by my closest friend Harman from India. Thank you Harman❤️
06/08/2025

This stunning dress is gifted by my closest friend Harman from India. Thank you Harman❤️

Address

Leicester

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadia Sumona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share