Ahmed Tanjil

Ahmed Tanjil নিজেকে দুর্বল ভেবোনা
কারণ ইচ্ছায় সকল শক্তির মূল
(10)

😓
03/12/2025

😓

মহিলা মানুষের স্তনে mammary glands থাকে দুটো। কুকুরের থাকে ৮-১০টি। কোন নারীর সন্তান যখন জন্মের পর মারা যায় - সন্তানকে দু...
03/12/2025

মহিলা মানুষের স্তনে mammary glands থাকে দুটো। কুকুরের থাকে ৮-১০টি। কোন নারীর সন্তান যখন জন্মের পর মারা যায় - সন্তানকে দুধ খাওয়ানোর আর সুযোগ থাকে না।

তখন স্তনে দুধ জমে ভার থাকে। আর এই জমে থাকা দুধের কারণে হতে পারে সিরিয়াস ব্যথা, সেই সাথে হতে পারে ইনফেকশন! রয়েছে স্বাস্থ্যঝুঁকি। এই সমস্যাকে Mastitis বলে।

নারীর চেয়ে কুকুরের Glands বেশী থাকায়। কষ্টের পরিমাণটা আরও বেশী হতে পারে। নারীরাই এই কষ্ট সহ্য করতে না পেরে ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিয়ে থাকেন।

আর যেই কুকুরের ৮টি সন্তানকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। সেই কুকুরের শারীরিক কন্ডিশনের কথা ভাবুন! মানসিক অবস্থা কেমন সেটা তো ঐ মা কুকুরটার সন্তানদের জন্য ছটফট দেখলেই বুঝা যায়।

তবে গুডনিউজ হচ্ছে - সন্তান হারা মা কুকুরটিকে চিকিৎসা দিচ্ছেন প্রাণীসম্পদ কর্মকর্তারা।

হত্যায় অভিযুক্ত নারীর সাক্ষাৎকার দেখলাম। ভাজা মাছটাও উল্টিয়ে খেতে পারেন না। এত নরম সুর। বস্তায় ভরার কথা স্বীকার করলেও, ডুবিয়ে হত্যার দায় এড়িয়ে যাচ্ছেন। তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই কামনা।

আগামী ১২ জানুয়ারী বিড়াল হত্যায় অভিযুক্ত এক আসামীর আত্মপক্ষ সমর্থনে হাজিরা রয়েছে। এই আসামী গত ফেব্রুয়ারি মোহাম্মদপুর এপার্টমেন্টের একটি বিড়ালকে বিনা কারণে হত্যা করেন। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিলো। প্রমান কিন্তু রয়েছে। তারপরেও এই মামলা আজকে ১ বছর ধরে চলছে!

সেখানে ৮টি কুকুরের বাচ্চা হত্যার বিচার কী আদৌ মিলবে?
তবুও সুষ্ঠু বিচার হোক। এই প্রার্থনায়।

- অন্তর মাশঊদ

আমাদের পটুয়াখালী একটি ১৬ বছরের মেয়ে ছেলে হয়ে গেছে.🙂আল্লাহ চাইলে কিনা পারে🥹
03/12/2025

আমাদের পটুয়াখালী একটি ১৬ বছরের মেয়ে ছেলে হয়ে গেছে.🙂
আল্লাহ চাইলে কিনা পারে🥹

মসজিদের মিনার থেকে ভেসে আসা ফজরের আজান—যে ধ্বনি ঘুমন্ত নগরীকে জাগিয়ে তোলে, আহ্বান জানায় কল্যাণের পথে। কিন্তু কে জানতো, এ...
02/12/2025

মসজিদের মিনার থেকে ভেসে আসা ফজরের আজান—যে ধ্বনি ঘুমন্ত নগরীকে জাগিয়ে তোলে, আহ্বান জানায় কল্যাণের পথে। কিন্তু কে জানতো, এই পবিত্র আহ্বানই কারো কাছে 'ঘুমের ব্যা*ঘা*ত' মনে হবে? আর সেই তুচ্ছ অজুহাতে ঝ*রে যাবে একটি তাজা প্রা*ণ!

শরীয়তপুরের জাজিরায় ঘটে যাওয়া ঘটনাটি আমাদের বিবেককে কাঁ*পি*য়ে দেয়। বিএনপি নেতা খবির সর্দার চেয়েছিলেন ন্যায়ের পথে থাকতে, ইমামের পাশে দাঁড়াতে। তার অপরাধ ছিল তিনি অন্যায়ের প্র*তি*বা*দ করেছিলেন। কিন্তু প্রতিদান হিসেবে পেলেন বুকে বিঁ*ধ*লো ধা*রা*লো ছু*রি। যেই বুকে তিনি আল্লাহর নাম জপতেন, সেই বুকই বি*দী*র্ণ হলো হিং*সা*র আ*ঘা*তে*ই।

যে মানুষটি মসজিদ কমিটির হয়ে কাজ করতেন, সমাজের ভালোর জন্য কথা বলতেন, আজ তিনি নেই। তার রক্তে ভিজে গেছে সেই মাটি, যেখানে তিনি সেজদা দিতেন। তার পরিবার হারালো তাদের অভিভাবককে, আর সমাজ হারালো একজন প্রতিবাদী কণ্ঠকে।

এই মৃ*ত্যু শুধু খবির সর্দারের নয়, এই মৃ*ত্যু আমাদের মানবিকতার, আমাদের সহনশীলতার। ফজরের আজান কি আসলেই এত বড় অপরাধ ছিল? নাকি আমাদের ভেতরের প*শু*ত্ব আজ এতই নিচে নেমে গেছে যে, সামান্য তর্কের জের ধরে আমরা মানুষ মারতেও দ্বিধা করি না?

আল্লাহ খবির সর্দারকে জান্নাতবাসী করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দিন। আর আমরা, যারা বেঁচে আছি, অন্তত প্রশ্ন করি নিজেদের—আমরা কি সত্যিই মানুষ হতে পেরেছি?

✍️Adiba Sultana ema


বুর্কিনা ফাসোর ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে এমন একটি আইন কার্যকর করেছেন যা বিশ্বকে চমকিত করেছে। সেখানে এখন থেকে চোরদেরকে চ...
01/12/2025

বুর্কিনা ফাসোর ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে এমন একটি আইন কার্যকর করেছেন যা বিশ্বকে চমকিত করেছে। সেখানে এখন থেকে চোরদেরকে চুরির দায়ে কারাগারে না পাঠিয়ে তাদেরকে ”সরকারি বা উন্নয়নমূলক কাজে” নিয়োজিত করা হবে। কতদিন তারা এই কাজে নিয়োজিত বা ব্যতিক্রম শাস্তিতে থাকবেন? ত্রাওরে বলছেন, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের চুরি করা অর্থ শোধ করছে ও অনুতপ্ত হচ্ছে, ততক্ষণ তাদের মুক্তি দেওয়া হবে না।

ক্যাপ্টেন ত্রাওরে বলেন, এই নীতির মাধ্যমে চুরি আর শুধুই অপরাধ হিসেবে নয়, বরং ঋণ পরিশোধের একটি প্রক্রিয়া হিসেবে বিবেচিত হবে , যা দেশের উন্নয়ন ও অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়তা করবে। তিনি চোরদের উদ্দেশ্যে বলেন, "তাদের বিনা প্রয়োজনে জেলখানায় বসিয়ে খাইয়ে দেশের অর্থ খরচ/ধ্বংস করার চেয়ে তাদের শ্রমকে ব্যবহার করে অর্থনীতি শক্তিশালী করা গুরুত্বপূর্ণ।”

নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় আকরাম হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের মৃ'ত্যু হয়েছে। বিস্তারিত কমেন্টে......
30/11/2025

নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় আকরাম হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের মৃ'ত্যু হয়েছে।

বিস্তারিত কমেন্টে...

পুরো ফ্যামিলি আমার থেকে বয়সে ছোট 🙂
30/11/2025

পুরো ফ্যামিলি আমার থেকে বয়সে ছোট 🙂

এই ভা//ঙ্গা তালাগুলো কিসের জানেন?' একজন প্রবাসীর ব্যাগের...বছরের পর বছর দেশ ছেড়ে বিদেশে পড়ে থাকে,রেমিটে"ন্স পাঠায়,দেশের ...
29/11/2025

এই ভা//ঙ্গা তালাগুলো কিসের জানেন?' একজন প্রবাসীর ব্যাগের...
বছরের পর বছর দেশ ছেড়ে বিদেশে পড়ে থাকে,রেমিটে"ন্স পাঠায়,দেশের অর্থনীতিতে অবদান রাখে আর যখন দেশে আসে তখন তাঁদের ব্যাগের নিরা"পত্তাটাও থাকে না!' 🙂

ক্যান্সারে আক্রান্ত এক মহিলা টাকার ব্যাগ নিয়ে একটি বেসরকারি হাসপাতালে এসেছিলেন, ডাক্তারের কাছে তাকে বাঁচানোর জন্য ভিক্ষা...
28/11/2025

ক্যান্সারে আক্রান্ত এক মহিলা টাকার ব্যাগ নিয়ে একটি বেসরকারি হাসপাতালে এসেছিলেন, ডাক্তারের কাছে তাকে বাঁচানোর জন্য ভিক্ষা চাইছিলেন। ডাক্তার তাকে বলেছিলেন যে ক্যান্সার তার শেষ পর্যায়ে পৌঁছেছে এবং কিছুই করা সম্ভব নয়।।

হতাশায় তিনি করিডোরে টাকা ছড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিলেন,
“টাকা দিয়ে কি স্বাস্থ্য কেনা যায়? সময় কেনা যায়? জীবন কেনা যায়?”

এই দৃশ্য আমাদের ভাবতে বাধ্য করে—
জীবনের শেষে এসে নয়, আজই বুঝতে হবে কোনটা সত্যিকারের মূল্যবান?টাকার পেছনে ছুটতে ছুটতে যেন আমরা স্বাস্থ্য, সম্পর্ক, সময়, শান্তি আর মানবিকতার মতো অমূল্য জিনিসগুলোকে না হারাই।❤️‍🩹🙂

জীবন খুব ছোট…
তাই যতদিন সময় আছে—
নিজেকে ভালো রাখুন, মানুষকে ভালোবাসুন, আর প্রতিটি মুহূর্তকে অর্থবহ করুন।

পেরুতে পাওয়া গেছে দুই হাজার বছর আগের এক যোদ্ধার খুলি, যার ভাঙা অংশ ধাতু দিয়ে জোড়া লাগানো ছিল! এটি মানব ইতিহাসে উন্নত শল্...
27/11/2025

পেরুতে পাওয়া গেছে দুই হাজার বছর আগের এক যোদ্ধার খুলি, যার ভাঙা অংশ ধাতু দিয়ে জোড়া লাগানো ছিল! এটি মানব ইতিহাসে উন্নত শল্যচিকিৎসার অন্যতম প্রাচীন উদাহরণ হতে পারে।

ওকলাহোমার মিউজিয়াম অব অস্টিওলজির বিশেষজ্ঞরা জানান, নিহত ব্যক্তির মাথায় যুদ্ধে গুরুতর আঘাত লেগেছিল। সেই ক্ষত সারাতে সেসময়ের চিকিৎসকেরা খুলির ভেতর সরাসরি একটি ধাতব টুকরো বসিয়ে দিয়েছিলেন।

এ রকম দক্ষতা থেকে বোঝা যায় প্রাচীন পেরুর সভ্যতাগুলো চিকিৎসাবিদ্যায় কতটা এগিয়ে ছিল, কতটা সূক্ষ্ম শল্যচিকিৎসা তারা করতে পারত।

দুই তরুণী ছাদের কোণায় দাঁড়িয়ে টিকটক করছিল। হঠাৎ তাদের শরীরের খুব কাছে থাকা *উন্মুক্ত বৈ’’দ্যু’তিক লাইনে* লে’’গে যায় , মু...
26/11/2025

দুই তরুণী ছাদের কোণায় দাঁড়িয়ে টিকটক করছিল। হঠাৎ তাদের শরীরের খুব কাছে থাকা *উন্মুক্ত বৈ’’দ্যু’তিক লাইনে* লে’’গে যায় , মু’হু’র্তে’’ই তা’রে জ্ব’ল’’তে থাকে তরুনী।
যা দেখে স্ত’’ব্ধ গোটা দেশ।
তবে সবচেয়ে ভ’য়ং’ক’’র দৃশ্য’’টি ছিল—
*মেয়েটি আ’গু’’নে জ্ব’ল’’তে জ্ব’ল’’’তেই এক সময় নি’চে প’’ড়ে’ যায়।*

যে ভিডিও তোলার জন্য জীবন ঝুঁ’’কি’’তে পড়তে পারে—সেই ভিডিওর কোনো মূল্য নেই

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Tanjil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share