সুহাসিনী

সুহাসিনী � Alhamdulillah For Everything�
(3)

14/08/2025

যাকে সত্যিকারে ভালোবাসা যায়, তাকে হৃদয়ের গভীর থেকে কোনোদিন মুছে ফেলা যায় না। সময় কেটে যায়, মানুষ বদলে যায়, জীবন অন্য পথে এগিয়ে যায়—তবুও সেই মানুষটার স্মৃতি বারবার ফিরে আসে, ঠিক যেন বাতাসে ভেসে আসা কোনো পরিচিত গন্ধের মতো। মনে হয়, হৃদয়ের এক কোণে সে এখনো ঠিক আগের মতোই রয়ে গেছে, অমলিন, অটুট আর চিরকালীন। কারণ ভালোবাসা যদি সত্যি হয়, তবে তা কখনো শেষ হয় না—শুধু রূপ বদলায়, কিন্তু অস্তিত্ব হারায় না।

12/08/2025

ইয়া কাবার মালিক! আমার মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি!

আমি খুব ক্লান্ত! হে আল্লাহ! আমার শরীরের অসুস্থতা! মনের চাপ এবং হৃদয়ের যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও!
আমাকে পতনের দিকে নিয়ে যাওয়া উদ্বেগ এবং হতাশা থেকে রক্ষা করো! আমাকে পথ দেখাও এবং সবকিছু সামলাও! হে আল্লাহ! আমার হৃদয়ের গভীরে আশা এবং সাবর দান করো!

আমার হৃদয় মেরামত করো! ইয়া রব!

একজন পুরুষকে পাওয়ার জন্য কখনো অন্য নারীর সাথে ফাইট করবেন না।সত্যি কথা এটাই যে, কোনো নারী আপনার পছন্দের পুরুষকে আপনার থে...
10/08/2025

একজন পুরুষকে পাওয়ার জন্য কখনো অন্য নারীর সাথে ফাইট করবেন না।

সত্যি কথা এটাই যে, কোনো নারী আপনার পছন্দের পুরুষকে আপনার থেকে ততক্ষণ পর্যন্ত কেড়ে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনার পছন্দের পুরুষ নিজে সুযোগ এবং প্রশ্রয় দেয়। আর যদি অন্য নারী আপনার পছন্দের পুরুষকে কেড়ে নিয়ে যেতে সফল হয়, তাহলে তাকে দিয়ে দিন। এতে আপনার কোনো ক্ষতি নেই, বরং এটাই সৃষ্টিকর্তার ইচ্ছে। তিনি এমন কাউকে আপনার জীবন থেকে সরিয়ে দিচ্ছেন যে আপনাকে মূল্যায়ন করেনি, যে কখনো সত্যিকার অর্থে আপনার ছিলোই না।

একজন সত্যিকারের পুরুষ – যে সৎ , যার আত্মসম্মানবোধ আছে, এবং যার হৃদয়ে কেবল আপনি আছেন – তাকে আপনার থেকে কেড়ে নেয়া কারো পক্ষে সম্ভব নয়। আর লয়ালিটি এমন কোনো বস্তু নয় যেটা আপনাকে ভিক্ষা চেয়ে নিতে হবে, সঠিক মানুষ না চাইতেও আপনার প্রতি লয়াল থাকবে। তার জীবনে আপনার গুরুত্ব কতটুকু সেটা নিয়েও আপনাকে প্রশ্ন করতে হবে না, কারণ তিনি নিজেই আপনাকে বুঝিয়ে দেবে তার জীবনে আপনি কতোটা গুরুত্বপূর্ণ।

মনে রাখবেন, ভালোবাসা কোনো প্রতিযোগিতা নয়। ভালোবাসা হয় ন্যাচারাল, মিউচুয়াল আর সিকিউর। যদি দেখা যায় আপনি একাই রিলেশন টিকিয়ে রাখতে লড়াই করছেন, তাহলে আপনার নিজেকে সংযত করা উচিৎ। নিজেকে প্রশ্ন করা উচিৎ এটা কি আসলেই মিউচুয়াল ভালোবাসা নাকি কেবল এক তরফা আসক্তি?

নিজেকে ভালো রাখার জন্য আপনি নিজেই যথেষ্ট। তাই কখনোই এমন কাউকে ধরে রাখতে নিজের স্ট্যান্ডার্ড লোয়ার করবেন না, যে আপনার মূল্যই বোঝে না। আপনি এমন কাউকে ডিজার্ভ করেন যে বিনা শর্তে, নিজের মন প্রাণ উজাড় করে কনস্ট্যান্টলি কেবল আপনাকেই ভালোবেসে যাবে ❤️

20/07/2025

প্রিয়;
নাম ভুলে গেলে সর্বনামে ডেকো,তবুও মনে রেখো।।

15/07/2025

জীবন কোন দিকে যাচ্ছে, আমি কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাইতে হবে কিছুই বুঝতেছিনা!🙂

রবি ঠাকুর কহিলেন...
14/07/2025

রবি ঠাকুর কহিলেন...

08/07/2025

মাঝেমধ্যে কান্না-টান্না করা ভালো..
মুড অফ হলে একা একা সময় কাটানো ভালো... অন্যের জন্য না, নিজের জন্য!!
নিজের বোকামির জন্য নিজের বেহায়া আবেগ এর জন্য, মানুষ চিনতে ভুল করার জন্য, নিজের নরম মনের জন্য.. আসলে কান্না করলে হালকা লাগে অনেকটা শান্তি লাগে, সবচেয়ে বড় কথা কান্না শেষে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায়, নতুন করে সব
শুরু করা যায়..☺️

04/07/2025

ব্যাডা মানুষকে কিডনি দিয়ে নয়, তাবিজ করে আটকাবেন

02/07/2025

অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে জীবনে হাসি-আনন্দ হারিয়ে ফেলবেন না। হাসতে ভুলে যাবেন না!
আপনার করা বাচ্চামি গুলো সুন্দর। কারণ এগুলো আপনি বে’খেয়ালে করেন। নিজের আপন সত্ত্বাকে অনুসরণ করুন!
আপনি যেমনই হোন, আপনি ঠিক আছেন।❤️

29/06/2025

তোমাদের ভাইয়াকে দেখাচ্ছি না কারণ তোমাদের ভাইয়া পরিবর্তনশীল-;-

28/06/2025

দুই ভাই ছিলো।
একজন মারা গেলো মসজিদে অবস্থানকালে, আর আরেকজন মারা গেলো ক্লাবে গিয়ে। ঘটনাটা শোনার পর সবাই মসজিদে মারা যাওয়া ভাইয়ের খুব প্রশংসা করতে লাগলো। বললো, ধর্মীয় স্থানে মৃত্যু! এটা তো একেবারে পরম সৌভাগ্যের বিষয়। আর যে ভাই ক্লাবে মারা গেলো তার সম্পর্কে বলতে লাগলো, জীবনের শেষ সময়টাও ঠিক করতে পারলো না... ক্লাবে গিয়ে মরলো! নানান সমালোচনা করলো।

যে ভাই মসজিদে ছিলো, সে গিয়েছিলো চুরি করতে। আর যে ভাই ক্লাবে গিয়েছিলো, সে গিয়েছিলো তার এক বন্ধুকে ভুল পথে যাওয়া থেকে বাঁধা দিতে।

কেউ জানলো না প্রকৃত সত্য কিন্তু আল্লাহ সবকিছু জানেন। এজন্যই তিনি কুরআনে বলেছেন, তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাক। নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১২)

27/06/2025

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুহাসিনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share